নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবন এক আশ্চর্য দান, দুর্ঘটনা নয়।

নুরুল মিলন

নুরুল মিলন

নুরুল মিলন › বিস্তারিত পোস্টঃ

মুকান্নার মুখ আমার

১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৩৫

তেমন বড় কোন চাওয়া নয় আমার
একসাথে একদিন
শুধুই একদিন, একটা সন্ধায় শহুরে ব্যস্ততায়
মোড়ের ওই চায়ের দোকানটায় লেবু চা খাব।
প্রত্যেকদিন একা দাঁড়িয়ে খাও
আমাকে একদিন শুধু দাঁড়াতে দিও পাশে।
তুমি রাস্তা ভালোবাসো
তাই রাস্তায় তাকিয়ে থাকি নিয়মকরে।
হেটে যেতে যেতে গুনগুন করো
আমি বাতাসে কান পেতে শুনি।
আর এমনি করে প্রহর রচিত হয় সময়ের উদরে
আমি অপেক্ষার বীজ বুনি আমার বাগানে।
তুমি আদুরে কাব্য করো রাতের প্রাচীরে
আমি তারা খসার বৃষ্টি দেখি,
মুকান্নার মুখ আমার
কথা লুকিয়ে রাখি স্বগতোক্তিতে।

তেমন বড় কোন চাওয়া নয় আমার
সত্যিই, বড় কোন চাওয়া নয় আমার।
শুধু একদিন
শুধুই একদিন
আরেকবার ভালোবাসো আমায়।
শরতের বিকেল হারালে আরেকটা সন্ধ্যায়
আর একবার ভালবেসো।
আর কিছু চাওয়া নয় আমার।
জোসনা ফুরালে ঘোর অমানিশায়
আর একবার শুধু এসো।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১:৫৩

ভীনদেশী বলেছেন: সুন্দর লিখেছেন।

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩২

নুরুল মিলন বলেছেন: ধন্যবাদ অাপনাকে।

২| ১০ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:২৩

অনুকথা বলেছেন: ভালো হয়েছে।

১০ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৪:৩৪

নুরুল মিলন বলেছেন: অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.