নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, সাংবাদিক ও লেখক

নূরুজ্জামান ফিরোজ

০১৯১৯৭৩৭৭০০

সকল পোস্টঃ

$!!$!! জীবনগান - ৫১ !!$!!$!!

০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

$!!$!! জীবনগান - ৫১ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

এমন যেন হয়না কোনোদিন -
সবাই নেবে মুখ ফিরিয়ে
বলবে হৃদয়হীন।
না যেন হই ক্ষতির কারণ
এই জীবনে কারো,
ভাঙুক হৃদয় কাঁচের...

মন্তব্য৩ টি রেটিং+০

---\'\': ঝালছড়া - ১৬১ :\'----

০১ লা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:২৮

---\'\': ঝালছড়া - ১৬১ :\'----
- নূরুজ্জামান ফিরোজ

তুই যে স্বাধীণ পাখি মানবিনা পরাজয়
আর তো,
তোকে দিয়ে কে বাগায় সবখানে শুধু নিজ
স্বার্থ ?

আছে তোর গর্বের সবুজ আর লাল সাজে
রাঙ্গা মা,
আজ তবে কারা...

মন্তব্য০ টি রেটিং+০

$!!$!! জীবনগান - ৫০ !!$!!$!!

৩১ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:১৭

$!!$!! জীবনগান - ৫০ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

ভোরের হাওয়া গায়ে মাখালাম
পা ভেজালাম শিশিরে,
বিদির্ন এক স্বপ্ন দেখে
কাটলো সারা নিশি রে।

দৃশ্যটা খুব দিচ্ছে পীড়া
ভাঙছে ব্যথায় বক্ষ...

মন্তব্য১ টি রেটিং+০

!!$!!$!! জীবনগান - ৩৮ !!$!!$!!

০২ রা আগস্ট, ২০১৫ বিকাল ৪:১৪

!!$!!$!! জীবনগান - ৩৮ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

বন্ধু তো সে ভালবেসে
পান থেকে চুন খসাবে,
কাছে এসে হেসে হেসে
মনের কাছে বসাবে।

আজন্মকাল বাঁধবে তাকে
ভালবাসার বন্ধনে,
রাখবে স্মরণ করবে বরণ
গোলাপ বেলি চন্দনে।

কাঁদবে দুখে হাসবে সুখে
নাচবে...

মন্তব্য০ টি রেটিং+০

---\'\': ঝালছড়া - ১৪৮ :\'----

৩১ শে জুলাই, ২০১৫ রাত ১১:২৩

---\'\': ঝালছড়া - ১৪৮ :\'----
- নূরুজ্জামান ফিরোজ

স্বপ্ন দেখার চোখ দু\'টো আর
নেইযে এখন আগের মতো,
বারুদ ছিলো চোখের তারায়
আগুন ছিলো বাঘের মতো।

সাহসগুলো নেতিয়ে গেছে
নেই আগ্রহ বিদ্রোহে,
আশার আলোয় ঘুন ধরেছে
মনের আকাশ ছিঁদ্র...

মন্তব্য০ টি রেটিং+০

+++ ফিমেরিক - ৪০ ++

২৭ শে জুলাই, ২০১৫ রাত ১১:৩৪

+++ ফিমেরিক - ৪০ ++
- নূরুজ্জামান ফিরোজ

যাচ্ছে ওরা নিত্য এখন মিয়ানমারের সীমান্তে,
ইয়াবা-কোকেন, গঞ্জিকা আর নকল করা ডিম আনতে।
আনছে সাথে অস্ত্র-ডলার
কেউ নেই তা দেখার-বলার,
এই অনিয়ম আ\'মজনতা আমরা...

মন্তব্য০ টি রেটিং+০

!!$!!$!! জীবনগান - ৩৬ !!$!!$!!

২৬ শে জুলাই, ২০১৫ রাত ১০:১৫

!!$!!$!! জীবনগান - ৩৬ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

ওরা হতে চায়নি পাখি
উঠতে আকাশ-পর্ব্বতে,
রুটি-কলা, ঝালমুড়ি আর
খুশি লেবুর শরবতে ।

ওরা যেতে চায়নিতো আর
আলোক রঙিণ চায়নীজে,
পথের পাশে ময়লা ঘেটে
নিজের খাবার খায়...

মন্তব্য০ টি রেটিং+০

!!$!!$!! জীবনগান - ৩৫ !!$!!$!!

২৫ শে জুলাই, ২০১৫ রাত ১১:৫৭


!!$!!$!! জীবনগান - ৩৫ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

জ্যোৎস্নালোকে ভিঁজতে ছিলাম
বিশাল আকাশ চাঁদ ছিলো,
পথের ধারে অনাহারে
একটি শিশু কাঁদছিলো।

পেটে পাথর ক্ষুন্নিকাতর
বস্ত্র বসন জীর্ণ আর,
তৃপ্ত...

মন্তব্য০ টি রেটিং+০

---\'\': ঝালছড়া - ১৪৬ :\'----

২৪ শে জুলাই, ২০১৫ রাত ৮:০৯

---\'\': ঝালছড়া - ১৪৬ :\'----
- নূরুজ্জামান ফিরোজ

মুখের কথায় চাঁদ দিয়েছে
আলতো করে হাত দিয়েছে
তোমার আমার মাথায়,
এখন আবার বাদ দিয়েছে
নেই তালিকা খাতায়।

পায়না সময় এখন ভাবার
তপ্ত রোদে শুকাই আবার
বর্ষাতে রোজ ভিজি,
বলতে গেলেই...

মন্তব্য০ টি রেটিং+০

+++ ফিমেরিক - ৩৬ ++

২৩ শে জুলাই, ২০১৫ বিকাল ৫:০০

+++ ফিমেরিক - ৩৬ ++
- নূরুজ্জামান ফিরোজ

রোজ কেমিকেল হচ্ছে মিশেল মজার খাবার গুড়-ঘি তে,
ভিন দেশি সুর যাচ্ছে মিশে আমার দেশের সুর-গীতে।
উধার কা মাল...

মন্তব্য০ টি রেটিং+০

+++ ফিমেরিক - ৩৫ ++

২২ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৪৪

+++ ফিমেরিক - ৩৫ ++
- নূরুজ্জামান ফিরোজ

ডালের ভেজাল চটপটিতে তেলের ভেজাল ফুস্কা\'য়,
খাচ্ছে তবু ভোজনরসিক নিজের ভ্রু কুঁচকায় ।
মজাটা বেশ জবর হয়
খানিক পরেই খবর হয়,
গুড়ুম গুড়ুম পেটের ভেতর প্রকৃতি খুব...

মন্তব্য০ টি রেটিং+০

!!$!!$!! জীবনগান - ৩৪ !!$!!$!!

২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩০

!!$!!$!! জীবনগান - ৩৪ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

আরো বেশি অর্থ-কড়ি
জীবন বিলাস চান ধনিক,
বিত্তবিহীন জীবন আমার
কাটাচ্ছি বেশ নান্দনিক।

গাড়ী-বাড়ি অফিস...

মন্তব্য০ টি রেটিং+০

----\'\': ঝালছড়া - ১৪৫ :\'----

২১ শে জুলাই, ২০১৫ দুপুর ১:২৯

----\'\': ঝালছড়া - ১৪৫ :\'----
- নূরুজ্জামান ফিরোজ

আবার যখন ভাসবে স্বদেশ
প্রতিশ্রুতির জোয়ারে,
সেদিন তাদের লাগবে ঠিকই
গরীব লোকের দোয়া\'রে ।

আবার তারা আসবে দেখো
পাঞ্জাবী কোট শাল পরে,
এমন গরম চা খাওয়াবে
জিহ্বা এবং গাল পোড়ে ।

শ্রদ্ধা,...

মন্তব্য০ টি রেটিং+০

!!$!!$!! জীবনগান - ৩১ !!$!!$!!

১৮ ই জুলাই, ২০১৫ বিকাল ৪:০৯

!!$!!$!! জীবনগান - ৩১ !!$!!$!!
- নূরুজ্জামান ফিরোজ

আমরা তো খুুব খাচ্ছি সেমাই
পোলাও এবং কোর্মা,
সকাল থেকেই খায়নি কিছু
মিশু এবং ওর মা।

পথের পাশে সেই দোকানের
টানা\'ই আছে ঝাঁপটি,
যেখানটাতে ঘুমোয় রাতে
দিনের বেলায় ঘাপটি।

আনন্দ তাই আমরা...

মন্তব্য০ টি রেটিং+০

ঈদের ভালবাসা

১৬ ই জুলাই, ২০১৫ দুপুর ১:৩২

ঈদের ভালবাসা
-নূরুজ্জামান ফিরোজ

বছর শেষে ঈদ এসেছে
খুশির ডানায় ভর করে,
হারিয়ে যাওয়া বন্ধুকে আজ
রাখিস না কেউ পর করে।

আজকে হবে কোলাকুলি
মনের কথা খোলাখুলি
দুখের অবসান,
হিংসা-বিভেদ ভুলেই হবে
নতুন দিনের গান।

আজকে খুশির বাঁধভাঙা ঢেউ
উছলে ওঠে নন্দনে,
ধনী-গরীব...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.