![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগ দেখা ও পাঠের জন্য ধন্যবাদ। এই ব্লগের কোন ছবি বা লেখা (সম্পূর্ণ অথবা আংশিকভাবে) লেখকের পূর্ব-অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ করা যাবেনা। এই ব্লগের কিছু লেখা নিজ সাইটে প্রকাশিত। শিশুর বিকাশজনিত সমস্যা অটিজম সম্পর্কে কোন অভিজ্ঞতা, তথ্য, সংশ্লিষ্টতা অথবা প্রশ্ন থাকলে যোগাযোগের অনুরোধ রইলো [email protected]
বৃষ্টি, আরো বৃষ্টি...
বছরের প্রথম বৃষ্টি নেমেছে ঢাকায়; ইমেইল, ফেইসবুক হয়ে ব্লগেও ছুঁয়ে গেছে অবিশ্রান্ত ধারাপাত; টুপটাপ, ঝিরঝির ঝুপঝুপ ঝমঝম। বৃষ্টিপ্রিয়তা আমাদের কোষেকোষে রন্ধ্রেরন্ধ্রে; একটুখানি উস্কে দিলেই বাদলাহাওয়া ভেজামাটি সোঁদাগন্ধ সপসপে-জুতো স্রোতনামা-ছাতারা কেবলই মন ভেজায়, চোখে বাষ্প জমায়। অন্য গোলার্ধে অন্য জলহাওয়া; তবু দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, ভিজে যাচ্ছি, ভিজে যাচ্ছি, মন ভাল হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে...........
বর্ষা আমার চোখের প্রিয় ঋতু, তবু ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়োনা। এমন দিনে তারে বলা যায়।
আসে হেমন্ত জীবনানন্দে...
আবহাওয়া দফতরের হিসেবমতো গ্রীষ্ম শেষ হয়েছে ফেব্রুয়ারিতে। এখন অটাম; গোড়াতে যদিও সামারেরই এক্সটেনশান; কিছুদিন যাবার পর শরৎ এলো কিনা বোঝার আগেই ঊষাগোধূলিতে হেমন্তের হিম। পথের ধারে বছরব্যাপী নির্লিপ্ত ঘনসবুজ গাছের সারি এই সময়টাতে এসে গোলাপি-বেগুনীর কণা ঝরিয়ে চলছে অবিরাম। আদুরে কোন নাম হয়তোবা আছে তার, কেউ মনে রাখেনা। হে-ফিভার-ফ্লাওয়ার বদনামটাই জুড়ে বসে গেছে কোমল পলকা রেণুকণায়। কঠিনপ্রাণ ড্যান্ডেলিয়নের দীর্ঘ আয়ুও ফুরিয়ে এলো বলে; আরো বেশী স্থায়িত্বের নিশ্চয়তা পেতে হলদে পাপড়ির ডগা শুকিয়ে তুলো উড়িয়ে কাঁটাময় বীজে সবান্ধব বসতি গড়ছে সে।
আছিগো মা বিপদে...
-ঘটনা কী? ফোন ধরোনা, জিটকে আসোনা, ফেইসবুকে লালবাতি
-হে হে হে, বাত্তি নাইগো কব্বরে...
-এইসব বাদ দাও। পয়লাবৈশাখ সামনে মনে আছে?
-নাহ্ নাই, মনে রাইখা ফায়দা কী!
-ঢং কর, না? শোন, এইবার আর ওপেন প্রোগ্রাম হবেনা, বুঝছ তো সময় খারাপ, স্পন্সর পাওয়া যায়না... টিকেট কাটা লাগবে... দেশ থেকে শিবলিনীপা আসবে তো, আর নাটক...
-তাতে আপ্নের কী?
-আমার কী মানে! আমি গান গাইবোনা? তুমি তো আমার সাথে বাজাবাই, আর...
-আপ্নে গান, নাচেন, নাটক করেন যা খুশি করেন। এই বান্দীর চিত্তে এত সুখ নাইগো সুন্দরী খাতুন
-হিহিহিহি, তুমি একটা লেডি কমেডিয়ান...
এইখানটায় এসে ব্যাখ্যাতীত কোন কারণে ব্লগের কোনও "লেডি"র কথা মনে পড়ে যায় আমার। আরেকটা উইন্ডো খুলে সেখানে ঢুকে পড়ি, চলতি জাগতিক জটিলতার ভয়াবহ দিশাহীনতার কার্যকারণ শহরের সুনামী সুকণ্ঠীকে বোঝানো হয়না আর।
বড় মায়া হে...
ঘরে পোষা পশুপাখির হাতবদলের সময় পুরনো মালিক চোখ মোছেন; ছোটবেলায় এদৃশ্য অনেকবার দেখেছি। অপরাহ'র টকশোতে মনোবিদ উপায় বাতলান স্মৃতিকাতরতার বোঝাক্রান্তকে; পূর্বপুরুষ থেকে উত্তরপুরুষের তুচ্ছাতিতুচ্ছ বস্তুগত স্মৃতির কোন নমুনাই ফেলতে না পেরে বোঝাই-ঘরে যিনি নিজেই জায়গা পাচ্ছেন না। সেই তিনিও শেষ পর্যন্ত ডাম্পিং গ্রাউন্ডের ধারে জঞ্জালমুক্তির আনন্দে কিংবা বেদনায় অশ্রুসিক্ত হন। নতুন সঙ্গী এসেছে আমার; কন্যার আক্রমণে জর্জরিত প্রায়-অকেজো প্রাচীন সঙ্গীকে ছাড়তে পারছিনা তারপরও। থাকুক সে এককোণে পড়ে, চোখের আড়ালে, তবুও থাকুক। আমার কাছে থাকুক, তবু আমার কাছে থাকুক।
ধরো বন্ধু আমার কেহ নাই...
শিশুর মুখে আধোআধো বোলে কতকিছুই না ফোটে। শব্দের ছোট্ট ভাণ্ডারটি বাক্যে গাঁথার আগেই মায়ের মুখে শোনা ঘুমপাড়ানি গানের সুর ভাঁজে সে। অল্পপ্রাণ-মহাপ্রাণের ঝামেলায় না গিয়ে নিজস্ব-সৃজনের সংক্ষিপ্ত বর্ণমালায় কতোকি ছড়া কাটে চাঁদের কণা। তারপরও এই সুর, এই ছড়া সব মা সময়মতো শুনতে পায় না; কারও অপেক্ষার পালা কখনওবা শেষ হয়; বাকীরা হয়তো একসময় অপেক্ষা করতেও ভুলে যায়।
চাঁদের কণার মুখে একচিলতে ছড়া বা একটুখানি গানের আশা করতে করতে কত কতো দিন গেছে আমার। কতবার মনে হয়েছে, এবার আশা ছাড়ি। অবশেষে কাল রাতে প্রথম সুর ভাঁজল সে, দ্বিধাজড়ানো স্বরে, অস্ফুট উচ্চারণে। তারপরও বুঝতে অসুবিধা হলোনা কী গাইছে সে, "ধরো বন্ধু আমার কেহ নাই... "। বুকে চেপে ধরি আকাশ থেকে নেমে আসা চাঁদটাকে।
সেই থেকে এই গান-- বাবু, চঞ্চল, বা কৃষ্ণকলির নয়, আমার ছোট্ট অপনার গান হয়ে-- বুকের গভীরে বেজে চলেছে, বেজেই চলেছে; তার কিংবা আমার এক পৃথিবী দীর্ঘশ্বাসের সমান দৈর্ঘ্যের অসহায়ত্ব নিয়ে।
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৮
নুশেরা বলেছেন:
ও বাফড়া, খোবোর খিতা, বালা নি?
২| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২০
সব্যসাচী প্রসূন বলেছেন: অনেক চেষ্টা করেও একটা ফুলও চিনতে পারলাম না...
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৯
নুশেরা বলেছেন: কোন অসুবিধা নেই। এই গাছে ফুল এলে হাঁচিতেই টের পাবেন
৩| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৭
আবু সালেহ বলেছেন: ধর বন্ধু আমার কেহ নাই...
এমন বৃষ্টির দিনেও
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩০
নুশেরা বলেছেন: আহারে........... শুভকামনা রইল, শিগগির এমন বন্ধু পেয়ে যান যেন
৪| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৭
শূন্য আরণ্যক বলেছেন: +
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩০
নুশেরা বলেছেন: আঙুরলতারে ধইন্যাপাতা
৫| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:২৭
পথিক!!!!!!! বলেছেন: ধরো বন্ধু আমার কেহ নাই...............
কথাটি ভুল
আমার যেহেতু কেহই নাই...
আমি বন্ধু পেলাম কোথায়
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩১
নুশেরা বলেছেন: বড়ই চিন্তাযুক্ত কথা............
ভাল থাকুন পথিক। সবাই আছে। হয়তো লুকিয়ে নয়তো চোখের আড়ালে।
৬| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৩
মাহবুব সুমন বলেছেন: হুমম
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৬
নুশেরা বলেছেন: আপ্নের হৈছেটা কী??? সেই কবে থিকা খালি হুমায়াই যাইতাছেন!
দিব্যবাবুটারে আদর।
৭| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৪
বাফড়া বলেছেন: অয়গো বুয়াই, বালা। বাগ্নি-বেটীর খবর কিতা...? আর দুলাবাইরে দেকি খুজিয়াউ পাওয়া যায় না? হিঁ
খিকজ...
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৭
নুশেরা বলেছেন: দুলাবাই গেছে নিদুয়া ফাতারে........
৮| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৮
প্রশান্ত শিমুল বলেছেন: বরষার রিনিঝিনি ছন্দ আর বকুলের হৃদয়ছোঁয়া ঘ্রান
একদিকে প্রেয়সীর নীল খাম চিঠি আর অন্যদিকে
বিরহের ধূসরকাব্য সব মিলে স্নৃতিময় সেই দিন কবে যে
হারিয়ে গেছে তা আজ আর মনে পড়েনা ....।
শুধু জীবনের এক নস্ট সময়ে এসে এই বর্ষাকেই আবার প্রিয় ভাবি
কেননা সে চলে গেছে ...ছিন্নকরে সকল শিকল । তবু রয়ে গেছে বরষা নতুন ছন্দ তুলে দিতে পুরনো জীবনে ...।
ধন্যবাদ আপনার সুন্দর লেখার জন্য..
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪৩
নুশেরা বলেছেন:
প্রশান্ত শিমুল বলেছেন: ........সব মিলে স্নৃতিময় সেই দিন কবে যে হারিয়ে গেছে তা আজ আর মনে পড়েনা ....।
- কে বলল মনে পড়েনা! এই যে পড়ল। আপনার সুন্দর মন্তব্যটি খুব ভাল লাগল।
৯| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৩৯
অক্ষর বলেছেন: হুমম
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৪৪
নুশেরা বলেছেন: আইছে আরেক হুমানি কারখানার ম্যানেজার!
১০| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫১
সহেলী বলেছেন: খুব যেন টেনে ধরে রাখলে -- কখন শেষ হয়ে গেল এ লেখা !
লেখ বেশী বেশী সবার জন্য ।
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৫
নুশেরা বলেছেন: লিখতে তো চাই বন্ধু, পারি তো না...
অটিজম সিরিজ লিখলে পরে মনটা কেমন কেমন করে.........
১১| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৩
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: বাবু আসলেই হিট ! বাবুর হিট গানের heat দেশের গণ্ডি ছাড়িয়ে আমাদের অপনা মামনি পর্যন্ত পৌঁছে গেছে !
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৫
নুশেরা বলেছেন: সত্যিই কামালভাই, বুকের গভীরে কোথাও গিয়ে বাজে যেন।
১২| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:৫৭
অক্ষর বলেছেন: হুমম
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০০
নুশেরা বলেছেন: হালুমমমম
১৩| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৫
শূন্য আরণ্যক বলেছেন: আংগুর ফল টক !!
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৭
নুশেরা বলেছেন: মাছপাতুরির ধইন্যাপাতায় আমার বড় শখ!!
১৪| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:০৯
অক্ষর বলেছেন: "ধরো বন্ধু আমার কেহ নাই" লাইন্টা আমার খুব মনে ধর্ছিলো, ফেসবুকে আর মেসেঞ্জারে অনেকদিন স্ট্যাটাস হিসাবে রাইখা দিছিলাম...
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১২
নুশেরা বলেছেন: তারপর, স্ট্যাটাস দেইখা কেউ কি "ধরছিল"?
১৫| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১০
লালন অনিক বলেছেন: আপনের লেহনের খেমেতা দেইখা বেহুশ...
ওঁহারা কোন গেরামের ফুল...? নাম ধাম কী?
মায়ার ভাংতি পয়শা কোনায় রাখি? পকেট যে ভারি হয়ে গেল....
ভালোথাকা হউক
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৫
নুশেরা বলেছেন: গোলাপী-বেগুনীটি হাঁচি-পুষ্প, হরিদ্রাটি সাধারণ ঝোপঝাড়ের পুষ্প; নামটি ড্যান্ডেলিয়ন। এই মৌসুমে দক্ষিণ গোলার্ধে বিস্তর ফুটিয়াছে।
সাঁইজি আপনারও ভাল থাকা হউক।
১৬| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:১৮
বাফড়া বলেছেন: নিদুয়া ফাতারে না গিয়া নিদুয়া হাতারে গেলে দুলাবাইয়ের জন্য সুবিদা অইল অনে!!! খিকজ... আপনার কাছাকাছি এলাকায় থাকতে পারত এটলিস্ট... খিকজ
(এহহহহহ বেশী ফাইঝলামি কইরা ফেললাম নাতো???)
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২১
নুশেরা বলেছেন: হা হা হা হা! ফাটায়া হাসতেছি।ভাইরে, পাত্থরের মূর্তির এমন রসবোধ থাকলে তো বাইড়ান দেওন লাগতনা, নিজে নিজেই ভাইঙ্গা পড়ব!
১৭| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২০
রাজামশাই বলেছেন: পড়লাম
ভালো থাকিস
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২২
নুশেরা বলেছেন: আজ্ঞে...
পেন্নাম হই রাজামশাই
১৮| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২১
মেঘাচ্ছন্ন বলেছেন: তাড়াহুড়া করে একটু চোখ বুলালাম....বোঝাই যাচ্ছে চমৎকার একটা লেখা...ছবিগুলোও যে এত্তো সুন্দর...! পরে এসে আবার ভালো করে পড়বো....।
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২৩
নুশেরা বলেছেন: অনেক বৃষ্টি ঝরাও গিয়ে। তারপর এসো
১৯| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২৩
অক্ষর বলেছেন: ধর্ছিলো না মানে, এইরকম স্ট্যাটাস না দেইখা আবার না ধৈরা পারে না। খুব ধর্ছিলো
নাম হুনবেন?
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২৩
নুশেরা বলেছেন: ডরাইছি........ তয় আপ্নের আলামতে মনে হৈতেছে কইয়াই ছাড়বেন
২০| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২৪
অক্ষর বলেছেন: উপরের, বাফড়া
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:২৭
নুশেরা বলেছেন: দুইটারেই কইষ্যা মাইনাস
২১| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩০
কৌশিক বলেছেন: ফাটাইয়ালাইছেন
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৬
নুশেরা বলেছেন:
২২| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩১
বাফড়া বলেছেন: @ অক্ষর- আড়ে ব্যাটা তুমার বেইল নাই সেইটা কি আমার দোষ??? খিকজ... আমি গেছলাম তুমার কুশল জিগাইতে...।
@ নুশেরা- দেখেন , হেরে কেউ বেইল দেয়না!!! এর মাঝে ফেসবুকে গিয়া ধর বন্ধু তুল বন্ধ করতাছিল.. ভাবলাম যাই ধরিগা... ইয়ারি বইলাও তো একটা কথা আচে নাকি!!!
আর কমেন্টের রিপ্লাই পইড়া আহ্লাদে আপ্লুত হয়া গেছি রে ভইন!!! তয় পাথরের মূর্তি না কইলেও চলত!!! ঐদিন সাঝবাতিও রোবোট কইল!!! এইরকম দুর্দান্ত পরফাইল পিক নিয়া এমন কথা যদি শুনতে হয়!!!! কই যাই!!!
২৩| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৩২
অক্ষর বলেছেন: হ, হেয় স্ট্যাটাছে লেইখা দিছে, "আমি তো আছি"। হেরে দিবেন দেন, কিন্তু আমারে দিলেন ক্যা?
২৪| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৪২
বাফড়া বলেছেন: আইজকা এইসবের পরে অক্ষর আলীরে ফেবু ফেরেন্ড লিস্টি থিকা ডিলিট মারলাম!!! যদি নতুন কইরা ফেরেন্ড লিস্টিতে অন্তর্ভুক্ত হইতে চাও, কিংবা পুরানা ফেরেন্ডশীপ নবায়ন করতে চাও তাইলে ৫০০০ ইশটারলিং পাউন্ডের চেক সহ রিকোয়েস্ট পাঠাইতে হইবে!!!
বিফলে মূল্য অ-ফেরতযোগ্য!!!.। খিকজ
২৫| ৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৫৭
অক্ষর বলেছেন: @বাফড়া, ক্যা, আমারে ফ্রেন্ড থিকা বাদ্দিলা ক্যা? তুমি ঐ সব কথা কৈছো দেইখাই তো আফারে কৈছি। আমি তো আর মিথ্যা কৈ নাই।
যা চাও, সব দিয়া দিমু, সব। তবুও ফ্রেন্ডলিস্ট থিকা আমারে বাদ্দিয়ো না। তোমার ফ্রেন্ডলিস্টে আমি না থাকলো তো আমার পেটের ভাত হজম হৈবো না, ঘড় ভাইঙ্গা আমার মাথার উপর পর্বো। সো, দোহাই লাগে এমন কাম কৈরো না, প্লিজ লাগে তোমার।
২৬| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০২
বাফড়া বলেছেন: অক্ষর আলী- তু ভি ক্যায়া ইয়াদ করেগা.. যা মাফ কইরা ডিলাম...
২৭| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০৩
অক্ষর বলেছেন: আবে যা হুশ, খালি আফার ব্লগ দেইখা কিছু কৈতাছি না।
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৬
নুশেরা বলেছেন: যাক, অল্পের উপর দিয়া শেষ হইছে
২৮| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:০৯
মাহবুব সুমন বলেছেন: কঠিন লেখা।
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৮
নুশেরা বলেছেন: হা হা হা, আপনি দুনিয়ার জটিল-কঠিন বিষয় নিয়ে লেখেন, আর এই সামান্য দিনযাপনের হাবিজাবি আপনার কাছে কঠিন মনে হলো!
২৯| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:১৮
জ্বিনের বাদশা বলেছেন: বাপরে, আমগো ভাগ্নিতো তার মায়ের মতোই হইছে ... মহা কাব্যিক গান!!!
চাঁদের কণার কন্ঠ থেকে আরো অনেক অনেক গানের ফল্গুধারা ঝরুক ... প্রাণ ভরে দোয়া করি
আমার মেজো আপার মেয়েটা অটিস্টিক ... ছ'বছর বয়েস ... একটা কথাও বলেনা ... অথচ একবছর বয়েসেরও কম যখন ছিলো তখন সে বাবার কোলে "আয় আয় চাঁদ মামা" শুনে নিজে সুর মিলিয়ে গুন গুন করতো ... "তাদ মামা" বলতো ... হঠাৎ সব মনে পড়ে গেলো
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৩
নুশেরা বলেছেন: আমি ঠিকই অনুমান করেছিলাম, মুকিতভাই...
আমি বুঝেছিলাম, আপনার জীবনে কোথাও এর ছোঁয়া আছে...
অপনার সমবয়েসীই তো মেজআপার মেয়ে। অপনাও একবছরে বলতো "মা দান্না করে", "তাদমামা তিপ" এইসব। তারপর... বিশাল শূণ্যতা। এখন তবু অনেকটা এগিয়েছে। আপাকে বলবেন, দিনরাত গল্প বলতে। ছবির বই দেখিয়ে, ছোট্ট ছোট্ট গল্প... ভোকাল কর্ড ছিলে ফেলেছি, জিভে ঘা করে ফেলেছি শুধু এই গল্প বলতে বলতে...... তবু যদি কিছু কথা শেখে............
আপার জন্য, ভাগ্নির জন্য শুভকামনা...........
ভাল থাকবেন সবাই।
৩০| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১২:৪১
নুসরাত জাহান যুথি বলেছেন: লেখাটা অনেক ছুয়ে গেছে।
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৯
নুশেরা বলেছেন: যুথি আপনাকে অনেক ধন্যবাদ। ভারী মিষ্টি হাসিটা আপনার। আপনার ব্লগে দেখা হবে আবার।
৩১| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৮
আকাশভরাতারা বলেছেন: দারুন!! আপনেরে সালাম বুবু।
আমার ব্লগে আমন্ত্রণ.....।
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:২৯
নুশেরা বলেছেন: অবশ্যই যাব। ভাল থাকবেন।
৩২| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:০৯
রেজওয়ান শুভ বলেছেন: "চলতি জাগতিক জটিলতার ভয়াবহ দিশাহীনতার কার্যকারণ শহরের সুনামী সুকণ্ঠীকে" র কিছুই বুঝলাম না , আপু একটু সহজ বাংলায় বলেন না
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১৮
নুশেরা বলেছেন: said nothing about the ongoing tangled complexities of life to the renowned singer of Bangla-Melbourne...
আফসুস, পুলাপান বাংলাও বুঝেনা
৩৩| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:১৯
শাওন৩৫০৪ বলেছেন: বৃষ্টিতে এমনিতেই সব কিছু ব্যাপক হইয়া যায়....এর মইধ্যে আপনি আবার নিথুয়া পাথারে লইয়া গেছেন.....
আর লেখার কথা কি বলবো??? এই লেখার থেইকাই বৃষ্টির সুগন্ধ পাওয়া যাইতাছে ।
সেই..ই..ই..ই.....
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩১
নুশেরা বলেছেন: নারে ভাই, বৃষ্টি দেখিইনা কতকতোদিন, সুগন্ধ আসবে কোত্থেকে, এ আপনার অনুভূতিপ্রবণতা।
৩৪| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৫
নির্ঝরিনী বলেছেন: গতকালকের দেশের বৃস্টি, দূর পরবাসে থেকেও ব্লগে এসে খানিকটা অনুভব করেছি.....। আপু আপনি চমৎকার লেখেন, সাধারন কথাও আপনার লেখনিতে অসাধারন হয়ে ফুটে উঠে।
দোয়া করি আপনার চাঁদের কণার মুখে কথার খৈ ফুটুক।
অপনা এবং আপনি দুজনেই ভালো থাকুন সবসময়.......
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৩৮
নুশেরা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ, নির্ঝরিনী।
আমাকে তুমি করে বললে খুশি হব। একই অনুমতি নিজেও চাইছি
৩৫| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৪
স্নিগ্ধা বলেছেন: এত সময় পাইলেন কই। বেশি সময় থাকলে ধার দিয়েন। তবে লেখা জব্বর হইছে।থেংকু
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৪৮
নুশেরা বলেছেন: "এত সময়"--- মানে???
আপনাকেও থ্যাঙ্কু।
৩৬| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫১
নির্ঝরিনী বলেছেন: আমার স্বভাবটাই কেমন যেনো, হঠাৎ করে কাউকে তুমি বলতে পারিনা।
তবে তুমি নিজ থেকে বলাতে খুবই খুশি হয়েছি।
অনুমতি নয় বোনের অধিকার থেকেই তুমি ডাকবে আমাকে।
ভালো থেকো......।
৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৪
নুশেরা বলেছেন: আমারও অনেক দিন লেগেছে। এখন পারি
ভাল থেক, অনেক অনেক লেখ।
৩৭| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৭
লাল দরজা বলেছেন: লেখাটা কিছু একটা টাচ্ কইরা গেল মনে হয়, কি যে টাচ্ কইরা গেল ঠিক বুঝতাম পারতেছি না
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৫
নুশেরা বলেছেন: আমিও বুঝতেছিনা ঠিক কারে দেখতেছি! সত্যই দেখতেছি না খোয়াবে দেখতেছি!
৩৮| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ১:৫৯
মুক্ত বয়ান বলেছেন: আপু.. আপনি তো বিশাল বিশাল কঠিন কথা লিখলেন। আচ্ছা, অসুবিধা নাই। আজ কবিতা লিখব!! প্রতিকাব্য!!
আর, আমার ভাগ্নির জন্য এত্ত এত্ত আদর।
আর, পিয়ানোটা সুন্দর আছে। এইটা কে বাজায়। ভাগ্নি হইলে রেকর্ড করে লিংক দিয়েন।
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৭
নুশেরা বলেছেন: বাবারা, কাব্যটাব্য একটু কম লিখলে হয়না, কিছুই তো বুঝিনা
ভাগ্নি বাজাইলে রেকর্ড করে লিঙ্ক দেব, বাহ্! আর আপু বাজালে?
৩৯| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪২
আহমাদ মোস্তফা কামাল বলেছেন:
৪০| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৪৮
পথিক!!!!!!! বলেছেন: আর যদি থাকে সামনে থেকেও বহুদূরে ....তখন কি উপায় নুশেলা
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৯
নুশেরা বলেছেন: উপায় নাই গোলাম হোসেন
৪১| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: কমেন্টটা আসেনি, আবার দিলাম!
দেশের বৃষ্টি থেকে শুরু করে প্রবাসের শরৎ, দিনযাপনের যন্ত্রণা, পয়লা বৈশাখের সম্ভাব্য আনুষ্ঠানিকতা, ঘরে পোষা পশুপাখির হাতবদলের সময় পুরনো মালিক চোখ মোছা হয়ে অপনা... ধরো বন্ধু আমার কেহ নাই! যেন এক দীর্ঘ ভ্রমণ হলো ছোট্ট একটা লেখায়! মন ছুঁয়ে গেলো। এখন হৃদয় ও মস্তিস্কে দীর্ঘক্ষণ এর অনুরণন চলতে থাকবে... মুক্তি মিলবে না...
মন ছুঁয়ে যাওয়ার মতো লেখা আপনি বরাবরই লেখেন! সবসময় কথাটা জানানো হয় না আপনাকে, আমার আলস্য প্রায় পর্বতসমান!
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২০
নুশেরা বলেছেন: হুমম। পর্বতসমান মন্তব্য করতেও কখনো কখনো আলস্য দেখিনা
৪২| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫০
বিলাশ বিডি বলেছেন: ভালো লাগলো লেখাটা। অপনা'কে অগুনতি আদর। আমি নিশ্চিত, ওর হাত ধরার মানুষের অভাব হবেনা জীবনেঃ-)
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২১
নুশেরা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। ভাল থাকবেন বিলাশ বিডি।
৪৩| ৩০ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৫৬
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: ভালো কোনো লেখা পড়লে উপহার দিতে ইচ্ছে করে। রাতে বৃষ্টি নিয়ে মাহবুবার একটা লেখা পড়ে দিয়েছিলামও; বৃষ্টি নিয়ে আমার পড়া শ্রেষ্ঠ কয়েকটি পঙক্তি! আমার লেখা নয়, বলাইবাহুল্য; আখতারুজ্জামান ইলিয়াসের 'নিরুদ্দেশ যাত্রা' গল্প থেকে-- একই উপহার দুজন মানুষকে দেয়াটা যেন কেমন দেখায়, তবু.. লেখাটা ইলিয়াস ভাইয়ের, এমন লেখা বোধহয় সবাইকেই দেয়া যায়---
''এই মনোরম মনোটোনাস শহরে অনেকদিন পর আজ সুন্দর বৃষ্টি হলো। রাত এগারোটা পার হয় হয়, এখনো রাস্তায় রিকশা চলছে ছল ছল করে...আমার জানলায় রোদন-রূপসী বৃষ্টির মাতাল মিউজিক, পাতাবাহারের ভিজে গন্ধভরা সারি, বিষাদবর্ণ দেওয়াল; অনেকদিন পর আজ আমার ভারি ভালো লাগছে। ছমছম করা এই রাত্রি, আমারি জন্যে তৈরি এরকম লোনলি-লগ্ন আমি কতোদিন পাইনি, কতোকাল, কোনোদিন নয়। বৃষ্টি-বুনোট এইসব রাতে আমার ঘুম আসে না, বৃষ্টিকে ভারি অন্যরকম মনে হয়, বৃষ্টি একজন অচিন দীর্ঘশ্বাস। এইসব রাতে কিছু পড়তে পারি না আমি, সামনে বই খোলা থাকে, অক্ষরগুলো উদাস বয়ে যায়, যেনো অনন্তকাল কুমারী থাকবার জন্যে একজন রিক্ত রক্তাক্ত জন্মদান করলো এদের। চায়ের পেয়ালায় তিনটে ভাঙা পাতা ঘড়ির কাঁটা হয়ে সময়কে মন্থর কাঁপায়। ষাট পাওয়ারের বাল্বে জ্বলছে ভিজে আলো, আর চিনচিন করে ওঠে হঠাৎ, কতোদিন আগে ভরা বাদলে আশিকের সঙ্গে আজিমপুর থেকে ফিরলাম সাতটা রবীন্দ্রসঙ্গীত শুনে, 'তুই ফেলে এসেছিস কারে', সেই সোনার শৈশবে ভুল করে দ্যাখা একটি স্বপ্ন, স্বপ্নের মতো টলটল করে। আমার ঘুম আসে না, আলোর মধ্যে একলা জেগে রই।...''
৪৪| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:০১
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: নাহ, আগের উপহারটি ভালো হয়নি! বৃষ্টি দেখলেই যেমন ইলিয়াসের এই লেখাটির কথা মনে পড়ে আমার, তেমনি আপনার লেখাটি পড়ে মনে পড়লো আবুল হাসানের একটি কবিতা। এক লেখার মধ্যে দীর্ঘ এক জার্নির অনুভূতি পাওয়া যায় দুটোতেই। এটাই রাখুন তাহলে :
"এতটা বয়স চলে গেলো, তবু কী আশ্চর্য, আজো কী জানলাম
বনভূমি কেন এত ভিন্ন ভিন্ন বৃক্ষ তবে বনভূমি?
জল কেন এত স্বচ্ছ স্রোত নিয়ে তবে স্রোতস্বিনী?
রক্ত কেন এত রক্তপাত নিয়ে তবে স্বাধীনতা?
এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম
বনভূমি লোকালয় থেকে কেন এত দূরে থাকে?
কিশোরীরা কেন এত উদাসীন, কেন এত নির্জনতাপ্রিয়?
আর নদী কেন গভীরতা ছাড়া ঠিক ধারামতো চলতে পারে না?
এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম
চড়ুইয়ের ঠোঁটে কেন এত তৃষ্ণা?
খড়ের আত্নায় কেন এত অগ্নি, এতটা দহন?
গোলাপ নিজেই কেন এত কীট, এত মলিনতা নিয়ে তবুও গোলাপ?
এতটা বয়স চলে গেলো, তবু কি আশ্চর্য, আজো কী জানলাম
একটি শিশুর কেন এত নিদ্রা, এত গাঢ় ঘুম আর
তখন আমরা কেন তার মতো ঘুমুতে পারি না?
(আদিজ্ঞান / আবুল হাসান)
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২৮
নুশেরা বলেছেন: এত কষ্ট করে একটা উপহার দিলেন, সেও মন-খারাপ করা!
তবু আঁজলা পেতে নিলাম..........
৪৫| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:২০
মুনীর উদ্দীন শামীম বলেছেন: লেখাটি অসাধারণ এটি বলবার প্রয়োজন নেই। প্রথম অনুচ্ছেদটি পড়ে মনে মনে ভেবেছিলাম গতকাল ঢাকার প্রথম বৃষ্টির রোমান্টিকতায় ভাসতে ভাসতে গুলশান থেকে মিরপুর পৌছুতে পৌছুতে মিঞা-বিবি মানে বিচ্ছূ মাতা সহ বিপদগ্রস্ত হয়ে পড়া, শিলাবৃষ্টিতে গাড়ির কাঁচ ভেঙে যাওয়া এবং সবশেষে লড়াকু বেসে বাসায় ফিরে যাওয়া এসব গল্পের কথা বলবো। লেখার শক্তিই শেষ অনুচ্ছেদে পৌছে দিল। পাল্টে দিল আগের ইচ্ছাটা। শেষ অংশ অন্তত পাঁচবার পড়েছি আর চেষ্টা করছিলাম আপনার অনুভূতিটা অনুবাদ করার। এটি সম্ভব নয়। পারিও নি। চাঁদের কণা ভাল থাকুক.................শুভ কামনা
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩১
নুশেরা বলেছেন: না না না, মুনীরভাই, এসব বলে কাটানো যাবেনা, আপনি অবশ্যই লিখবেন। (ইয়ে, মানে, একটা কথা বলে নিই চুপিচুপি। এসব বৃষ্টিটৃষ্টি আমার তেমন সুবিধার লাগেনা। সবার লেখাগুলো পড়ে মনটা কেমন করে উঠল কিনা, তাই আমিও... )
বিচ্ছু শিল কুড়ায়নি ? কেমন মজা পেল, নাকি ভয়?
৪৬| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৫
মুনীর উদ্দীন শামীম বলেছেন: বেসে নয় বেশে হবে.....................হা হা
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৩৬
নুশেরা বলেছেন: আপনি আগে লেখেন তো লাইজুভাবীকে নিয়ে গতকালের "ক্যাম্নে কী..."
৪৭| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪০
েমাশতাক আহমদ বলেছেন: আপনার প্রথম লেখা পড়লাম।
ভাল লেগেছে
৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৩
নুশেরা বলেছেন: আমার ব্লগে স্বাগতম। ভাল থাকুন মোশতাক আহমদ।
৪৮| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৫৬
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: কেমন আছেন।
লিখাটি নিয়ে আর বলার কিছু নেই, অনেক পরে পড়ার এই এক ঝামেলা। ভাষায় না হোক ভাবেও কিছু বলার নেই। অনেকেই বলেছেন।
আরো পড়ি তারপর........
ভালো থাকুন।
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:১৫
নুশেরা বলেছেন:
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: কেমন আছেন।
অনেক পরে পড়ার এই এক ঝামেলা। ভাষায় না হোক ভাবেও কিছু বলার নেই। অনেকেই বলেছেন।
-- আছি, এই বেশ ভাল আছি, দিব্যি বেঁচে আছি।
ঝামেলার কী, আপনি যা ভেবেছেন, তাই তো বলবেন। আর না বলতে চাইলেও সই; পড়েছেন কষ্ট করে, জানিয়েও গেছেন, সেই বা কম কীসে!
ভাল থাকুন শুভ্র।
৪৯| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০১
মেসবাহ য়াযাদ বলেছেন: ধরো বন্ধু আমার কেহ নাইইইইইইইইই..........। সে রকোম, বরাবরের মত, চমৎকার, সুপাঠ্য এবং ত্যাংকু
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:৪৯
নুশেরা বলেছেন: আপনার সবচেয়ে কাছের দুই বন্ধু তো মনু আর রোদ্দুর; তাইনা?
৫০| ৩০ শে মার্চ, ২০০৯ বিকাল ৫:৫২
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: সকাল থেকে বিকেলের মধ্যেই ৮০টি মন্তব্য! পড়লাম না, এখনই বেরুতে হবে।
তবে পোস্ট পড়েছি। মন খারাপ হয়েছে। কালকের বর্ষায় শীতাতপের ভিতরে বসে নিরন্তর ভেঁজে যাওয়া পুরোনো কথাগুলোই আউড়েছি কতগুলো অবোধ, প্রশ্নহীন মুখের সামনে। একটু পরে মনে হয়েছে ছুটি দিয়ে বাইরে বেরিয়ে শরীর মেলে দিই। করা হয় নাই। প্রশ্নহীনদলের একজন বেমক্কা প্রশ্ন করে আমাকে ঘরের মধ্যেই টেনে নামিয়েছে।
অপনার গান শুনতে মন চাইছে!
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫১
নুশেরা বলেছেন: ছন্নবাবু, ৮০টার অর্ধেকই তো তোমার এই বাচাল আপুটার!
তোমার কথাগুলো আর প্রশ্নহীনের বেমক্কা প্রশ্নটি শুনতে ইচ্ছে হচ্ছে।
ভাল থেক।
৫১| ৩০ শে মার্চ, ২০০৯ সন্ধ্যা ৭:৪৫
তায়েফ আহমাদ বলেছেন: নুশেরা আপু,
অদ্য আজেবাজে পোষ্ট লেখার অপরাধে (!) জীবনে প্রথম জেনারেল হলাম।
সকলের দোয়াপ্রার্থী।
(মডুদের অন্যায়ের বিরুদ্ধে ইহা এক খানা সরব প্রতিবাদ!)
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫২
নুশেরা বলেছেন: পোস্টটা দেখব; কী এমন ছিল যে সরিয়ে দিল!
দোয়া করে দিলাম। ভাল থাকুন।
৫২| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:১১
জ্বিনের বাদশা বলেছেন: অনেকদিন কষ্ট করে চেপে রেখেছিলাম, আজকলে অপনার গুনগুন গানের কথাটা পরে এতো ভালো লাগলো যে ভাবলাম ভাগ্নিটার কথাও বলি, ওর নাম মালিহা
আপারা তিন বছর জাপানে ছিলো, মালিহার বয়েস ২ থেকে ৫ পর্যন্ত ... এখানে বিশেষ স্কুলে যেতো, খুব মজা করতো ... এখন দেশে মালিবাগে একটা স্কুল পেয়েছে আপা তার বাসার কাছে, সেখানে যায় ... আপনার লেখাগুলো প্রিন্ট করে নিয়ে গিয়েছিলাম ডিসেম্বরে
প্রাণ ভরে দোয়া করি অপনা মামনির জন্য ...
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৪
নুশেরা বলেছেন: আমিও দোয়া করছি মালিহার জন্য.... সবকিছুর পরও এইই আমাদের সম্বল!
প্রাণপণে আশা করছি, সুসংবাদে ছেয়ে যাবে মালিহা আর তাকে ঘিরে থাকা সকলের জীবন।
৫৩| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ৯:২৭
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
এসো নীপবনে ছায়াবিথি তলে, এসো কর স্নান নবধারা জলে। আপনার লেখা পড়ে গানটা মনে পড়ে গেল।
দারুন লিখেছেন।
স্বপ্নের সারা পৃথিবীটাই যেন বৃষ্টির জলে স্নান করে পরম প্রশান্ত হয়। ছুঁয়ে যায় ইচ্ছের সাতটি আকাশ। নিজের অজান্তে'ই আমি মেঘ হয়ে যাই, বৃষ্টিকে ছুঁয়ে দেবো বলে। কিন্তু..........।
ভালো থাকুন।
শুভেচ্ছা আপনায়।
৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:৫৯
নুশেরা বলেছেন: আপনার চমৎকার মন্তব্যটি খুব ভাল লাগল।
ভাল থাকুন ভাস্করদা।
৫৪| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১০:৩০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: আমার ছোট্ট অপনার গান হয়ে--
আমাদের ছোট্ট অপনার গান হয়ে--.............
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৩
নুশেরা বলেছেন: কেমন আছ অপর্ণা? ভাল থেক।
৫৫| ৩০ শে মার্চ, ২০০৯ রাত ১১:২৮
গুরু ভাই বলেছেন: সব্যসাচী প্রসূন বলেছেন: অনেক চেষ্টা করেও একটা ফুলও চিনতে পারলাম না...
লেখা পড়ে ভালো লাগলো।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৫
নুশেরা বলেছেন: জংলা ধরণের ফুল; শৌখিন কিছু না
অনেক ধন্যবাদ গুরুভাই।
৫৬| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:০১
স্নিগ্ধা বলেছেন: এত সময় মানে এক সাথে অনেক লেখার ধর্য্য। আমার এ ব্যপারে ধর্য্য কমতো তাই। ডোন্ট মাইন্ড আপু।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৮
নুশেরা বলেছেন: ওহ্ তাই বলুন। না, ধৈর্য জিনিসটা আমারও খুব বেশী নেই। অটিজম নিয়ে পোস্টগুলো ছাড়া আর সবগুলোই একটানে টাইপ করা। টাইপিং স্পিড ভাল
৫৭| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৫
নাজনীন খলিল বলেছেন:
অপনার জন্য আদর।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১০
নুশেরা বলেছেন: ভাল থেক আপা।
৫৮| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:০৮
মমমম১২ বলেছেন: হুমম নুশেরা বড় মায়া,পুরোনো কত অকাজের জিনিসও যে জমিয়ে রাখি!!
নতুন শিল্পী অপনার জন্য আদর।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১২
নুশেরা বলেছেন: মায়ার সঙ্গে স্মৃতি জড়িয়ে মায়াটা আরো বাড়িয়ে দেয়, তাইনা?
অপনাকে আদর পৌঁছে দেয়া হবে
ভাল থেক মম।
৫৯| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৩
মনজুরুল হক বলেছেন:
কব্বরে বাত্তি থাক্লে কি এমন সব আন্ধার কাটানো আলো পাইতাম? বাত্তি না থাক ওই কব্বরে.............আঁধার আমার ভাল লাগে...
ব্লকেডে আছি। লিখতে ভাল্লাগ্তেছেনা।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৭
নুশেরা বলেছেন: আমার মনে হচ্ছিল; রিসেন্টলি মনজুভাই অনেকরকম পরিশ্রমের কাজের সঙ্গে বেশ অ্যাকটিভলি জড়িয়েছেন... হয়তো লেখার ওপর প্রভাব ফেলে থাকবে ব্যাপারটা।
ভাল থাকুন। লেখারা আসবেই।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৮
নুশেরা বলেছেন: আঁধার আমার ভাল লাগে--- প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের অসাধারণ গানটা মনে পড়িয়ে দিলেন!
৬০| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৩
অপ্সরা বলেছেন: অপনার জন্য একটা সিদ্ধ ডিমপুতুল আর একটা রুটিগাড়ী আপুনি। অপনার সাথে দেখছি আমার নামের এক মহামিল।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৯
নুশেরা বলেছেন: তুমি বানিয়েছ? বাহ্ চমৎকার হয়েছে তো! আমারও খুব শখ আছে এসবের, আমার বোনের বিয়ের পোস্টে ছবিতে যা দেখেছ সবই আমার করা
৬১| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:১৮
আহসান জামান বলেছেন: বৃষ্টি ছুঁয়েছে সবখানে, কোথাও কমতি নেই। শুভেচ্ছা।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:২০
নুশেরা বলেছেন: বৃষ্টিস্নাত শুভেচ্ছা আপনাকেও। ভাল থাকুন কবি।
৬২| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৮
একলব্যের পুনর্জন্ম বলেছেন: এই তো আপু আছি
আপু আমরা কিন্তু একই সাবজেক্ট এর
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:০৮
নুশেরা বলেছেন: আমার সাবজেক্ট তো এতবার বদলেছে যে...
অর্থনীতি থেকে ব্যাঙ্ক ম্যানেজমেন্ট হয়ে আইন।
তোমার কী, অর্থনীতি, তাইনা?
৬৩| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১২:৩৯
তারার হাসি বলেছেন:
দীর্ঘশ্বাসগুলি মনে হয় এমন হয়।
যেমন সেদিনের বৃষ্টি... আমি ঢাকা ছাড়লাম আর শুরু হল শিলাবৃষ্টি আর কালবৈশাখী ...
শুধুই দীর্ঘশ্বাস...
ষড়ঋতুর আমেজ না পেলেও আপনি তা আনুভব করতে পারেন । শুভ হোক আপনার নতুন বাংলা বছর।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:১০
নুশেরা বলেছেন: তোমার কথা ক'দিন ধরে খুব বেশী মনে পড়ছে জানো।
তুমি, তোমরা সবাই মিলে ভাল থেক, আনন্দে থেক, নিরাপদে থেক।
৬৪| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:০০
ভিয়েনাস বলেছেন: হলুদ ফুল গুলো আমার চেনা ফুল। বৃষ্টি হয় এক গোলার্ধে আর মন ভিজে যায় অন্য গোলার্ধে থাকা মানুষের । এটাই মনে হয় দেশপ্রেম ।
আপনার বেবীটার জন্য অনেক অনেক আদর ।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:১২
নুশেরা বলেছেন: ভিয়েনাস আপনার প্রোফাইল পিকটা তো খুব আকর্ষণীয়। আমার কন্যার অবশ্য স্ট্রবেরিতে অ্যালার্জি আছে, শ্বাসকষ্ট হয় এটা খেলে।
ভাল থাকুন। শুভকামনা।
৬৫| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:১০
একলব্যের পুনর্জন্ম বলেছেন: হুমম অনর্থনীতি....
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:১২
নুশেরা বলেছেন: হা হা হা, আমরাও তাই বলতাম
৬৬| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:১৫
রাতমজুর বলেছেন: অসহায়ত্ব কমুক।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:২২
নুশেরা বলেছেন: হুমম
৬৭| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৩০
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন:
কোর্সের নামঃ "ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল্স"
আমার কাজঃ ইলেকট্রনের দ্রুত চলন এবং তার কারণে উদ্ভূত নানা ঝঞ্ঝাট ব্যাখ্যা করা। একবার মেটালের মধ্যে, একবার অর্ধপরিবাহী সিলিকনের মধ্যে, আরেকবার এমনিই বাতাসে, আকাশে!
প্রশ্নহীনদের কাজঃ আমার অনর্গল বকবক শুনে তাড়াতাড়ি লিখে ফেলা খাতায়।
লক্ষ্যঃ টার্মশেষের প্রশ্নগুলোর উত্তর দেয়া, এবং একটা প্রত্যাশিত গ্রেডিং।
এই কাজের কারণে আমি গতকালকের বৃষ্টি মিস করেছি। বলেন, সহ্য হয়??
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৫
নুশেরা বলেছেন: মাফ চাই ভাইটি! এই গুরুতর সম্ভাবনার কথা দুঃস্বপ্নেও ভাবিনি
৬৮| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৩
রাতমজুর বলেছেন:
@ ছন্ন, কচুক্ষেতের কচু গাছে গলায় রশি নেন মিয়া । আমি অফিস চুরি কৈরা বিকাল থিক্যা রাইত পর্যন্ত ভিজছি
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৫
নুশেরা বলেছেন: চিয়ার্স!!!
৬৯| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৩৯
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: "লেখক বলেছেন: হুমম। পর্বতসমান মন্তব্য করতেও কখনো কখনো আলস্য দেখিনা"-- বড়ো কমেন্ট করে অপরাধ করলাম নাকি!?!
ঠিক আছে, এরপর থেকে এক শব্দের/ এক লাইনের মন্তব্য করবো!
ছন্ন'র এই পোস্টটা দেখতে পারেন, পর্বতসমান মন্তব্য কাকে বলে তার একটা নমুনা আছে ওখানে!
Click This Link
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৮
নুশেরা বলেছেন: দেখেছি, আগেও দেখেছি, প্রায়ই দেখি, তাই হঠাৎ আলস্যের অজুহাত দেখে ওকথা বলা। আপনার মতো আমিও বেজার হই
৭০| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৩
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: @রাতমজুর, সেই দুঃখে এখন ঘুমাইতে গেলাম!
৭১| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৪
সীমান্ত আহমেদ বলেছেন: আপু লেখাটা পড়লাম।
বর্ষা আমার নিজের খুব প্রিয় কিন্তু গত দুদিনে বৃষ্টির ধ্যাতানিতে বড়ই কষ্টে আছি।
অফিস ফেরত যাত্রী ভিড়ে বাস সিএনজি সব দুর্লভ হয়ে যায়। আর রিকশা না খুঁজে ঐ প্থ হেঁটে যাওটা বুদ্ধিমানের কাজ। তারপরেও আমার কাছে কৃষ্ণ মেঘ আর শুভ্র বারির কৃষ্ণশুভ্রা রুপটা বড়ো টানে।
সেই থেকে এই গান-- বাবু, চঞ্চল, বা কৃষ্ণকলির নয়, আমার ছোট্ট অপনার গান হয়ে-- বুকের গভীরে বেজে চলেছে, বেজেই চলেছে; তার কিংবা আমার এক পৃথিবী দীর্ঘশ্বাসের সমান দৈর্ঘ্যের অসহায়ত্ব নিয়ে।
জবাব নেই। মন্তব্য নেই। শুধু সেই চাঁদের কণার জন্য শুভকামনা।
৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৫০
নুশেরা বলেছেন: বর্ষার ভোগান্তি তো আনন্দের চেয়ে বেশী। তারপরও আনন্দের অংশটার ওপরেই আলো ফেলতে ভাল লাগে.......
ভাল থাকবেন সীমান্ত।
৭২| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৪৮
সীমান্ত আহমেদ বলেছেন: @ ছন্ন, দোস্ত বৃষ্টির ঠেলা টের পাইতি আমার মত আধ ঘন্টা ভিজা সিএনজি পাইয়া নিয়া বুয়েট গমন অতপর, আবার রাতে অফিসে এসে সারারাত অফিসে অবস্থান এবং আজকে পুণরায় বর্ষারাণীর সুনজরে পড়লে। তারপরেও তোর হতাশা বুঝি। বছরের প্রথ বৃষ্টির আলাদা একটা আকর্ষণ থাকে। াসেদিক থেকে আমি লাকি বলতে হবে।
৭৩| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ১:৫৭
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:
বৃষ্টি আমার চোখের প্রিয় নদী, বৃষ্টি চোখের একই দ্বারা জল
সব ঠিকানা হারিয়ে আমি বৃষ্টিতেই অতল....
আপু, শীতের দেশে অঝর বৃষ্টিপাত দেখিনি অনেক দিন হল...
ভাল থাকুন, সারাক্ষণ...
৩১ শে মার্চ, ২০০৯ রাত ২:০৫
নুশেরা বলেছেন: আমিও দেখিনা, তিন বছর..............
ভাল থেক আফছার।
৭৪| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ২:২৬
শফিউল আলম ইমন বলেছেন: মচৎকার ইয়ে মানে চমৎকার লেখা।
বৃষ্টি এখানেও হয় মাগার ভিজতে মন চায় না
কেমন আছো আপু?
৩১ শে মার্চ, ২০০৯ রাত ২:৩৩
নুশেরা বলেছেন: এইতো দিব্যি বেঁচেবর্তে আছি।
তুমি অগাস্টে গিয়ে বৃষ্টি পাচ্ছ নিশ্চিত। তখন ভিজো
৭৫| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ২:৩৩
নিহন বলেছেন: জাক্কাচ , সব মিলে ।
কেমন আছেন'বু ??
৩১ শে মার্চ, ২০০৯ রাত ২:৩৭
নুশেরা বলেছেন: এইতো আছি একরকম। তোমার খবর কী, গান লেখোনা এখন?
৭৬| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:০০
নিহন বলেছেন: Click This Link
Click This Link
এর মাঝে ,কেমনে কি ??
৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৩৪
নুশেরা বলেছেন: হায় হায় বাবু, আমি মিস করে গেছি এই খবরটা
আবার গেছিলা ডাক্তারের কাছে?
৭৭| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৩:৫৬
ফারহান দাউদ বলেছেন: বাংলা পরীক্ষা য়ড়ঋতু রচনায় লেখাটার প্রথম ২ প্যারা তুলে দিতে পারলে নির্ঘাত লেটার পাইতাম
আপনার মেয়ে দেখি দার্শনিক গান দিয়ে শুরু করলো
সীমান্ত আর আন্দালিব,এই বয়সে ঘরে বইসা যখন তখন বৃষ্টি দেখতে হইলে আমার মত বেকার হওয়া লাগবে,কালকে বারান্দায় বইসা শিলাবৃষ্টি দেখতে দেখতে ভাবতাসিলাম ক্যামনে গুলশান থাইকা বাসায় ফিরবে পোলাপান,খিক খিক।
৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৩৮
নুশেরা বলেছেন: বাংলায় ল্যাঠার!!! ইয়ার্কি করেন, না?
হ, মেয়ে ভাবের গান দিয়াই শুরু করছে।
আবারও চাকরি ছাড়ছেন! এইটা তিন না চার নম্বর?
৭৮| ৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৪:০৫
কঁাকন বলেছেন: ভালো গান দিয়ে শুরু তো
ভালো থাকুন আপু
৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৩৮
নুশেরা বলেছেন: তুমিও ভাল থেক কাঁকন
৭৯| ৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৪৫
ফারহান দাউদ বলেছেন: হুম,এইটা ৪ নম্বর। পয়লাটা সাড়ে তিন মাস,পরেরটা সাড়ে তিন দইন,পরেরটা ৫ মাস,পরেরটা ১ মাস ৪ দিন। ভাল্লাগেনা কিসু,দুনিয়াটাই ফাউল। এক কোণায় বইসা আকাশ দেখতে পারলে খারাপ হইতো না।
৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৫৮
নুশেরা বলেছেন: হুমম। সংসারী না হইলে বহুত এক্সপেরিমেন্ট করা যায় জীবন নিয়া।
৮০| ৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৫১
শফিউল আলম ইমন বলেছেন: তুমি কি এখন দেশে নাকি আবার উড়াল দিয়েছো?
দেশে যাইতে খুব মন চায়
৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৫:৫৯
নুশেরা বলেছেন: নারে ভাই, একমাস থেকেই ফিরতে হয়েছে। মেয়ের স্কুল খোলা। ফেব্রুয়ারীর প্রথম সপ্তাহেই চলে এসেছি।
ব্যাপার না, অগাস্ট চলে আসবে
৮১| ৩১ শে মার্চ, ২০০৯ ভোর ৬:১৩
ফারহান দাউদ বলেছেন: খুব বেশি না,বাপের হোটেলে আর ঠিক ৮ মাস, এরপরে রাস্তা খুঁজা লাগবো।
৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪০
নুশেরা বলেছেন: ঠেলার নাম বাবাজী!
৮২| ৩১ শে মার্চ, ২০০৯ সকাল ৭:০৭
~টক্স~ বলেছেন: লেখাটার মধ্যে অনেকগুলো ভিন্ন ভিন্ন স্বাদ পেলাম ! মজার হয়েছে। তুমি জিটকে থাকো নাকি ? তাহলে তো আমার লিস্টিতে তোমাকে যোগ করা লাগবে দেখছি ! অপনা বাবুকে আমার আদর দিও।
৩১ শে মার্চ, ২০০৯ সকাল ১১:৫৩
নুশেরা বলেছেন: হুঁ, জিটকে থাকি, তবে পুলাপানের সাথে কোন খাতির নাই
৮৩| ৩১ শে মার্চ, ২০০৯ দুপুর ২:৩৬
মুক্ত বয়ান বলেছেন: আপু বাজাইলেও দিয়েন।
কালও বৃষ্টি হইল। আর, নেটের লাইন সারা বিকাল থেকে হাওয়া হয়ে গেল!!
৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:১৫
নুশেরা বলেছেন: আহারে, খুবই দুঃখের কথা
বৃষ্টিরে মাইনাস!
৮৪| ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪২
চেনামুখ বলেছেন: ছবি গুলো সুন্দর রাস্তার ঠিকানাটা পাইলে একদিন চান্সনিতাম চক্কর দিতাম একটা রদ বৃস্টি ব্যপার না।
৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৮
নুশেরা বলেছেন: হা হা হা হা, আপনি মজার মানুষ বোঝাই যাচ্ছে।
৮৫| ৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৩:৪৫
কালপুরুষ বলেছেন: Can't write bengali now.
Chomotkar lekha. Khub valo laglo. Bristi'r motoi chhuinye gelo.
৩১ শে মার্চ, ২০০৯ বিকাল ৪:০৩
নুশেরা বলেছেন: আপনাকে শুভেচ্ছা, কালপুরুষদা।
৮৬| ৩১ শে মার্চ, ২০০৯ রাত ৮:৫৬
নীল-দর্পণ বলেছেন: চমৎকার লিখেছেন।
বৃষ্টি নামলে ভাল লাগেনা নেটের লাইন থাকেনা
০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১:৪৮
নুশেরা বলেছেন: আহারে, তাই তোমায় কাল দেখতে পাইনি!
৮৭| ০১ লা এপ্রিল, ২০০৯ ভোর ৪:৩৫
তনুজা বলেছেন: বাহ!
সে তো অন্যজলহাওয়ায় বড় হবে তবু মায়ের অন্তর হতে তার হৃদয়ে বাউল ভাটিয়ালীর দোলা লাগবে নিশ্চয়ই
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৩
নুশেরা বলেছেন: দীর্ঘশ্বাসে বলি, এ অনেক বেশী কল্পনা, তনুজা.................
৮৮| ০১ লা এপ্রিল, ২০০৯ ভোর ৫:১০
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: আপু, আমি বৃষ্টি দেখিনি চার বছরের অধিক সময়...
আপু,ভাল থাকুন...
০১ লা এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৪
নুশেরা বলেছেন: বৃষ্টি দেখা হোক, দেশে ফিরে না-হোক, স্বপ্নে
৮৯| ০১ লা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:২৮
চাচামিঞা বলেছেন: সুন্দর বর্ননা- মুগ্ধ হোলাম। আপনার জন্য এইটা
The Beatles - rain
If the rain comes they run and hide their heads.
They might as well be dead.
If the rain comes, if the rain comes.
When the sun shines they slip into the shade
(When the sun shines down.)
And drink their lemonade.
(When the sun shines down.)
When the sun shines, when the sun shines.
Rain, I don't mind.
Shine, the weather's fine.
I can show you that when it starts to rain,
(When the sun shines down.)
Everything's the same.
(When the sun shines down.)
I can show you, I can show you.
Rain, I don't mind.
Shine, the weather's fine.
Can you hear me, that when it rains and shines,
(When the sun shines down.)
It's just a state of mind?
(When the sun shines down.)
Can you hear me, can you hear me?
If the rain comes they run and hide their heads.
sdaeh rieht edih dna nur yeht semoc niar eht fI.
(Rain)
naiR.
(Rain)
enihsnuS.
০১ লা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৩২
নুশেরা বলেছেন: বিশাল ধন্যবাদ, চাচামিঞা। এরা আসলেই "বস"!
৯০| ০১ লা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৪৩
ফারহানা আহমেদ বলেছেন: এই লেখা কেমনে আগে মিস করলাম!!!!!!!!!!!!!!!!!!!!!
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ২:১১
নুশেরা বলেছেন: মিস করার মতো কিছু না তো। আর এইযে দেখলে!
৯১| ০১ লা এপ্রিল, ২০০৯ রাত ১১:৫১
গিফার বলেছেন: ভালো লাগলো....
আপনার সাইটে দেখলাম দারুন দারুন পোষ্ট একটা কাগজ দিয়া গোলাপ বানানোর রেসিপি সেগুলা এখানে দেন না কেন ?
০২ রা এপ্রিল, ২০০৯ রাত ২:২২
নুশেরা বলেছেন: ঐটা কাগজ দিয়া!!!
জানেন, এইটার জন্য অ্যামেরিকার বেকিং লিজেন্ড রোজ লেভি তাঁর আপকামিং বইতে আমার নাম নিতেছেন???
৯২| ০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৫:২৯
শিরোনামহীন বলেছেন: ভালো আছো? আমি দৌড়ের উপ্রে । বিশাল পাতিহাস!!! তোমার লেখা পড়তেই ঢুকলাম।
ধরো বন্ধু আমার কেহ নাই
০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:২৪
নুশেরা বলেছেন: হ, আছি একরকম।
তোর আবার বন্ধুর অভাব!
৯৩| ০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৫:৩৪
বিষাক্ত মানুষ বলেছেন: বাপ্রে !!! কমেন্ট কর্তে গিয়া তো আধা ঘন্টা শুধু নিচে স্ক্রল কইরাই গেলাম
০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:২৫
নুশেরা বলেছেন: নিজের ব্লগে কমেন্টের উত্তর দিতে গিয়াও তো একই কাজ করেন!
৯৪| ০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:২৯
বিষাক্ত মানুষ বলেছেন: হে হে ... ওস্তাদ, আমারে তুমি কইয়া কইয়েন ।
০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৪
নুশেরা বলেছেন: এক কাজ করি। বয়সে বড় হই, শুধু এই ছুতায় গণহারে সবাইরে তুমি-তোমারি (তুই-তোকারির প্রতিশব্দ) শুরু করি।
৯৫| ০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৭
বিষাক্ত মানুষ বলেছেন: কেউ কেউ মাইন্ডাইতে পারে ।
০২ রা এপ্রিল, ২০০৯ ভোর ৬:৩৮
নুশেরা বলেছেন: সেইটাই তো কথা
৯৬| ০২ রা এপ্রিল, ২০০৯ সকাল ১০:২৪
রেটিং বলেছেন: আপনের ব্লগে কমেন্ট করছি খুব বেশী দিন না। কিন্তু আপনি ব্লগে আসার পর থেকেই পোস্ট পড়ি। অনেক সময় এত কমেন্ট পড়ে যে ভয়ে আর কমেন্ট করতাম না। কারনটা হল আপনি অনেক ভাল লেখেন। এটা প্রাকৃতিক, এর প্রবাহ অনেক সাবলীল। ভাল থাকবেন অনেক!
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৮
নুশেরা বলেছেন: আপনি আমার শুরুর দিকের পোস্টেও মন্তব্য করেছেন। আমার মনে আছে। পড়লেই আমি খুশী, আর কষ্ট করে সেটা জানালে তো কথাই নেই। মন্তব্যের উত্তর দিতে গিয়ে সবার সাথে গল্প করতে ভাল লাগে।
আপনাকে শুভেচ্ছা, ভাল থাকবেন সোহাগভাই।
৯৭| ০২ রা এপ্রিল, ২০০৯ দুপুর ১:১২
~টক্স~ বলেছেন: নিজেরে কি মনে হয় তোমার ? কথা শুনে তো মন হচ্ছে পুরা নানী হয়ে গেছ ! আমারে কয় পুলাপাইন । হায়রে ! এই দুষ্ক রাখি কই ?
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৯
নুশেরা বলেছেন: নানী হইতে আর কতদিন! আর তোমরা পুলাপান না তো কী, বুড়ার বাপ???
৯৮| ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:০৭
আহমেদ হেলাল ছোটন বলেছেন: ভালো।
অনেকদিন পর ব্লগে ফিরলাম-
বাড়ী পাল্টানো- কম্পিউটার এর অভাব সহ নানা কারনে ব্লগ থেকে দূরে।
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০২
নুশেরা বলেছেন: আরে হেলাল ভাই!!!!!
আমি তো দেশে গিয়েছিলাম, তখন বোনকে বলে এসেছি, হেলাল ভাই'র খোঁজ নিতে, একেবারে অদৃশ্য...
যাক, তবু দেখা মিলল। ভাল আছেন আশা করি। আপনারা তো যতদূর জানতাম একই বাসার বিভিন্ন ফ্ল্যাটে ভাইবোনেরা থাকতেন। সবাই-ই বদলালেন?
এদিকে আমি তো কতজনকে আপনার ঠিকানা দিয়ে বেড়াচ্ছি ব্লগে।
৯৯| ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৩:২১
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: আপ্পি ...
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০২
নুশেরা বলেছেন: কীরে সাঁঝু?
১০০| ০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৪:৫৫
শওকত হোসেন মাসুম বলেছেন: এইরকম এক লেখক প্রতিভা অন্য দেশে যে কি করতাছে? বড়ই আফসুস।
০২ রা এপ্রিল, ২০০৯ বিকাল ৫:০৪
নুশেরা বলেছেন: অন্য দেশে বইসা আপ্নের এইসব চাপাবাজি দেখতেছি
১০১| ০২ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৪
~টক্স~ বলেছেন: ঠিকাছে তাইলে তোমাকে নানী বলেই ডাকবো এখন থেকে কি কও ?
"নুশু নানী" -ভাল মানাইসে কিন্তু !! আর সম্বোধনগত জটিলতাও নাই তোমাকে নানী ডাকলে। হেঃ হেঃ হেঃ।
০২ রা এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৬:২৮
নুশেরা বলেছেন: নানী = আপা; এইটা মনে রাইখো কিন্তু
১০২| ০২ রা এপ্রিল, ২০০৯ রাত ৯:২১
তারার হাসি বলেছেন:
কেন যে অনেক দূরে থাকা মানুষগুলির জন্য একটা অনুভূতি হয় জানি না, আমরা মানুষ বলেই হয়ত।
শুভেচ্ছা !
০৩ রা এপ্রিল, ২০০৯ রাত ১:২১
নুশেরা বলেছেন: শুভেচ্ছা তোমাকেও, ভাল থেক।
১০৩| ০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৮:৫৬
রেটিং বলেছেন: আমি আপনার পার্সোনাল ব্লগেও ঢু মারি মাঝে মাঝেই। আমি খুব করে চাই আপনার মাঝে যেই স্পিরিটটা আছে তা যেন আমার মাঝেও চলে আসে। সত্যি আমি আপনার লেখার মাঝে সবসময় স্পিরিট খুঁজি।
০৩ রা এপ্রিল, ২০০৯ সকাল ৯:৫৪
নুশেরা বলেছেন: আমি আপনার ব্লগে গিয়ে একটা কথা বলব বলে ভেবে রাখছি, বলা হচ্ছে না। এখনই গিয়ে সেটা বলে আসছি।
১০৪| ০৫ ই এপ্রিল, ২০০৯ রাত ১১:০০
পারভেজ বলেছেন: মন ছুঁয়ে গেলো নুশেরা।
ভালো থাকুক পিচ্চিটা, তোমাদেরকে নিয়ে।
০৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:৪৭
নুশেরা বলেছেন: আপনারাও ভাল থাকুন পারভেজভাই। সবাই মিলে।
১০৫| ০৭ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৫
আকাশনীল বলেছেন: চাঁদের কণার মুখে একচিলতে ছড়া বা একটুখানি গানের আশা করতে করতে কত কতো দিন গেছে আমার। কতবার মনে হয়েছে, এবার আশা ছাড়ি। অবশেষে কাল রাতে প্রথম সুর ভাঁজল সে, দ্বিধাজড়ানো স্বরে, অস্ফুট উচ্চারণে। তারপরও বুঝতে অসুবিধা হলোনা কী গাইছে সে, "ধরো বন্ধু আমার কেহ নাই... "। বুকে চেপে ধরি আকাশ থেকে নেমে আসা চাঁদটাকে।
আপু মা হোয়ার কষ্ট এবং আনন্দ দুটোই মনে হয় তুলনাহীন। চাঁদমনি বড় হয়ে সুন্দর সুন্দর গান করুক এই অপেক্ষায় রইলাম।
০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৪৩
নুশেরা বলেছেন: তোমার শুভকামনা মন ছুঁয়ে গেল। ভাল থেক আকাশনীল।
১০৬| ০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫১
শাফ্ক্বাত বলেছেন: ধরো বন্ধু আমার কেহ নাই, আমার মেয়ের পছন্দের সাথে আপনার মেয়ের পছন্দ মিলে গেল
০৮ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৫৮
নুশেরা বলেছেন: বাহ্ বেশ তো! ওদের গল্প দিও ব্লগে।
(সম্বোধনটা দূরের হয়ে গেল )
১০৭| ০৯ ই এপ্রিল, ২০০৯ বিকাল ৩:৫১
গিফার বলেছেন: না এখন জানলাম...ভালো তো।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৮
নুশেরা বলেছেন:
১০৮| ১০ ই এপ্রিল, ২০০৯ দুপুর ১:৩২
মোস্তাফিজ রিপন বলেছেন: এতো দেখি এলাহী কাণ্ড!
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:০৯
নুশেরা বলেছেন: কী কাণ্ডের কথা বলছেন, রিপনভাই?
যাক, তবু আপনার দেখা মিলল এই ব্লগে!
১০৯| ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:১৫
মেহবুবা বলেছেন: তোমার এ লেখাটা অন্যরকম ভাল লাগায় ভরিয়ে দিল ।
১০ ই এপ্রিল, ২০০৯ রাত ১০:২৭
নুশেরা বলেছেন: তুমি পড়েছ জেনে আমারও খুব ভাল লাগল জানেমান
১১০| ১১ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০৬
জিনাত বলেছেন: বেশ তো গুছিয়ে লিখেন ....অসম্ভব সুন্দর
১২ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:২১
নুশেরা বলেছেন: শুভকামনা রইল, ভাল থাকবেন জিনাত
১১১| ১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ২:০৭
রোবোট বলেছেন: তোমার এই পোস্টে অনেকবার আসলাম। শেষ অংশটার উপর কিছু লিখতে চেয়েও পারিনি।
আমি আগে বুঝিনি তোমার মেয়েটা স্পীচে পিছিয়ে আছে। আমার এক কাজিনের (৯ বছর) স্পীচে খুব সমস্যা ছিল। ৩/৪ বছর বয়সের সময় কি যেন স্পেশাল স্কুলে গিয়ে অনেক ইমপ্রুভ করেছে।
তুমি লিখলে, "চাঁদের কণার মুখে একচিলতে ছড়া বা একটুখানি গানের আশা করতে করতে কত কতো দিন গেছে আমার। কতবার মনে হয়েছে, এবার আশা ছাড়ি। "
আশা কেন ছাড়বে? এই জীবনে আশা ছাড়তে নাই বোন। যতক্ষণ স্বাস, ততক্ষণ আশ।
গানটা শুনিনি, কিন্তু মনে হয় ভালো হবে। কোথায় যেন পড়েছিলাম বাচচাদের জন্য ঢিনচাক-ঢিনচাক গানের চেয়ে ক্লাসিক্যাল বা মেলোডিয়াস গান অনেক বেশী উপযোগী। ১০০% বিশ্বাস করি।
১৩ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:০২
নুশেরা বলেছেন: Click This Link
রোবোট, আমার মেয়ের অটিজম আছে...
শুভ নববর্ষ
১১২| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ১২:৫৫
রোবোট বলেছেন: শুভ নববর্ষ, ভালো থেকো।
১৪ ই এপ্রিল, ২০০৯ ভোর ৬:১৪
নুশেরা বলেছেন: আপনাকেও নববর্ষের শুভেচ্ছা। ভাল থাকুন সবাই।
১১৩| ১৪ ই এপ্রিল, ২০০৯ রাত ৮:৪৯
গিফার বলেছেন: শুভ নববর্ষ, ভালো থাইকেন।
১৫ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:২৬
নুশেরা বলেছেন: শুভ নববর্ষ গিফার। ভাল থাকা হোক।
১১৪| ১৫ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৫
মুক্ত বয়ান বলেছেন: ভাগ্নিকে পয়লা বৈশাখের শুভেচ্ছা। সাথে আপনাকেও। ভাল থাকুন।
১৬ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৫৭
নুশেরা বলেছেন: তোমাকেও শুভেচ্ছা বস
১১৫| ১৭ ই এপ্রিল, ২০০৯ দুপুর ২:৫৯
আমিনুল ইসলাম মামুন বলেছেন: বাহ্ , চমৎকার লেখার ঢং! সত্যিই ঈর্ষণীয়।
১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৩৮
নুশেরা বলেছেন: আপনাকে শুভেচ্ছা। ভাল থাকবেন মামুন। আপনার বৈশাখী ঝড়ের ছড়াটা ভাল লেগেছিল।
১১৬| ১৭ ই এপ্রিল, ২০০৯ সন্ধ্যা ৭:০৯
রূপক বলেছেন: কেমন আছেন? বাবুটা এতদিন পর গেয়েছে কেন জানেন? আপনাকে একটা হেব্বি ভাবুক গান শুনিয়ে অবাক করে দেবে বলে...
অনেক অনেক ভালো থাকুক পিচ্চিটা... আর আপনিও।
শুভ নববর্ষ।
১৮ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:৪০
নুশেরা বলেছেন: অ-নে-ক দিন পর তোমাকে দেখছি, রূপক। কেমন আছ? আগের নিকে লেখোনা এখন?
শুভ নববর্ষ। ভালো থেক।
১১৭| ২০ শে এপ্রিল, ২০০৯ সকাল ১০:০৮
রূপক বলেছেন: এখন বেশ ভালো আছি। গত কিছুদিন বেশ চাপের মধ্যে ছিলাম। বেশ কয়েকটা কাজ ছিল হাতে, এখন প্রেশার খানিকটা কম। কাজগুলার নমুনা দেখবেন? দুনিয়ার ফালতু ফালতু কাজ
http://www.iccheghuri.com
http://www.artonad.com
portal.rupok.net
এগুলো হল মেজর আপডেট... টুকরো টাকরো আরো বেশ কিছু আছে। সময় পেলে ঘুরে এসেন...
আর, রক্তাক্ত যোদ্ধা'য় লেখা হয় না। কারন এখনকার বেশীরভাগ পোষ্টই টেকি পোষ্ট। একটু সময় পেলে আবার লিখব। ভালো থাকবেন আপু, সবসময়।
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৩
নুশেরা বলেছেন: টেকি পোস্ট দাও ঠিক আছে, কিন্তু তোমার আগের লেখাই মনে পড়ে বেশী।
ভাল থেক রূপক।
১১৮| ২১ শে এপ্রিল, ২০০৯ রাত ১১:০২
রুবেল শাহ বলেছেন: ধরো বন্ধু আমার কেহ নাই...............
২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৩:০৪
নুশেরা বলেছেন: কীরে বেলু, কী হইলো!
ভাল থাকো ভাই।
১১৯| ১৯ শে মে, ২০০৯ রাত ৩:১৯
মাহবুবুল আলম লীংকন বলেছেন:
১৯ শে মে, ২০০৯ দুপুর ১২:৩২
নুশেরা বলেছেন: পুরনো পোস্টে পুরনো সহব্লগারের আকস্মিক হাস্যমুখ-আগমন...
১২০| ২১ শে মে, ২০০৯ ভোর ৬:০১
রাশেদ বলেছেন: কেম্নে কি! এই পোস্ট পড়ছিলাম তো! কমেন্ট করি নাই দেখি। :!> :#>
[অফটপিকঃ আপনার আব্বার শরীর কি এখন ভালো?]
২১ শে মে, ২০০৯ ভোর ৬:২৯
নুশেরা বলেছেন: কী সর্বনাশ, আমি কি কমেন্টের কথা কইছি নাকি, অনেকদিন বাদে দেখা তাই... ...
[আমার আব্বা নিজাম ডাকাইত মশায় মাশাল্লাহ্ সারাজীবন ভালোই আছেন। উনার ভয়ে তটস্থ থাকতে থাকতেই বরং সবার অসুখবিসুখ হয়ে গেল। মা বেশী ভালো নাই; আর দুইতিন মাস পরে রিটায়ার করলে আশা করি ভালোমতো রেস্ট নিতে পারবেন। ]
১২১| ২১ শে মে, ২০০৯ ভোর ৬:৫০
রাশেদ বলেছেন: আরে না। আপনার নতুন পোস্ট পড়তে আসছিলাম। দেখি সিরিজ লিখতেছেন। তাই একটু পুরানো একটা ঘেটে বের করলাম। তারপর পড়তে যেয়ে দেখি আগের পড়া।
২৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৮
নুশেরা বলেছেন:
১২২| ১৭ ই জুন, ২০০৯ রাত ৯:০৭
তাবাসসুম ফেরদৌস বলেছেন: অনেক ভাল লাগলো। আশা করি আরো বেশী ও নতুন লেখা পাব ।
২৯ শে জুন, ২০০৯ বিকাল ৫:১৯
নুশেরা বলেছেন: আমিও একই আশা করছি তাবাসসুম
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০০৯ সকাল ১০:১৮
বাফড়া বলেছেন: বাহ.. চমতকার... ওপেনিং হিসেবে ভাগ্নি ভালো গানই চুঝ করছে!!!
ভাগ্নিরে শুভেচ্ছা , আর আপনারে কংগ্রাটস!!!