নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে আমার মত থাকতে দাও

ওরে ভয় নাই আর , দুলিয়া উঠেছে হিমালয়-চাপা প্রাচী ! গৌরশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী !

স্ক্রু ঢিলা

কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ , উদ্যম বিহনে কার পুরে মনোরথ !

স্ক্রু ঢিলা › বিস্তারিত পোস্টঃ

আমি চাঁদের প্রেমে পড়েছি ! ♥

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৫

তোকে যত দেখি ততই মুগ্ধ হই...

প্রত্যেকবারই মনে হয় যেন নতুন করে দেখি তোকে ♥

প্রতিবারই যেনও নতুন সাজে আসিস !!

আর তোর রুপের আলোকছটায় আমাকে পাগল করে দিয়ে যাস !!♥

তোকে নিয়ে নতুন করে ভাবতে শিখাস !

তুই আসলে , প্রতি রাতেই নতুন নতুন কবিতা লিখতে বসি তোকে নিয়ে ♥

ও রমণী !! কি আছে তোর মাঝে এমন ????

কেন তোকে ছুয়ে দেখতে ইচ্ছে করে প্রতি রাতেই ????♥

কেন আমার থেকে পালিয়ে বেড়াস সকাল-সাঁঝে ??

ও পাগলী ! এত দুষ্টু হলি কেনরে তুই ???♥

ও চাঁদ !!! কি এমন আছে তোর মাঝে ???

এত সুন্দর কেনরে তুই ??♥

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.