![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ , উদ্যম বিহনে কার পুরে মনোরথ !
হারিয়ে গেছে অনেক কিছু
হারিয়ে গেছে সব
হারিয়ে গেছে সূর্যোদয়
পাখির কলরব
হারিয়ে গেছে কুয়াশা ভেজা
মিষ্টি হলুদ রোদ
হারিয়ে গেছে পাগল করা
মিষ্টি দুটি ঠোঁট
হারিয়ে গছে শুন্য বিকেল
হারালো নদীর জল
হারিয়ে ফেলে শুকনো চোখে
চোখটা ছল্-ছল্
হারিয়ে গেছে নীল জোছনা
হারালো তার ছায়া
হারিয়ে গেছে নীল-সে চোখের
নজর কাড়া মায়া
হারিয়ে গেছে অনেক রাত
হারিয়ে গেছে দিন
হারিয়ে গেছে আমার বাগান-
যত ফুল ছিল রঙিন
হঠাৎ করেই বদলে গিয়ে
হারিয়ে গেলে তুমি
আমার জীবন থেকেই আজ
হারিয়ে গেছি আমি
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪৪
স্ক্রু ঢিলা বলেছেন: ধন্যবাদ হাসান ভাই
২| ১২ ই মে, ২০১৩ রাত ১০:১৩
স্বপ্নরাজ্য বলেছেন: হঠাৎ করেই বদলে গিয়ে
হারিয়ে গেলে তুমি
আমার জীবন থেকেই আজ
হারিয়ে গেছি আমি
সিরাম হইসে..........।
©somewhere in net ltd.
১|
০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
হাসান মাহবুব বলেছেন: বাহ! সুন্দর, ছন্দময়।