![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ , উদ্যম বিহনে কার পুরে মনোরথ !
কোন এক নিশুতি রাতে
সত্যি মিথ্যার সন্ধিক্ষণে দাঁড়িয়ে
একটা হাত বাড়িয়ে
বলব তোমায় সত্যি কথাটা
মিথ্যেটা সত্যি হতে হতে সত্যি হলনা
হয়তো তুমি বলবে-
কেন করলে এই ছলনা !
হয়ত আমি কিছু বলব , কিছু হয়তোবা না
শুধু চুপটি করে থাকব
একটা হাত বাড়িয়ে
কোন এক নিশুতি রাতে
সত্যি মিথ্যার সন্ধিক্ষণে দাঁড়িয়ে…!!
©somewhere in net ltd.