![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ , উদ্যম বিহনে কার পুরে মনোরথ !
কালকে বন্ধু-ব্রাদাররা মিলে ভাটিয়ারি গলফ ক্লাবের সেখানে গেসিলাম । আসার সময় অনাকাঙ্খিত এক ঘটনা ঘটল !! দুইটা বাইক একটা আরেকটাকে ধাক্কা দিয়ে এক্সিডেন্ট করল ! এক বাইকে ছিল একটা ছেলে আর মেয়ে (ডেটিং কাপল) । আরেক বাইকে দুইটা ছেলে । মুহূর্তের মধ্যে এক্সিডেন্টটা ঘটল । দুই বাইকের পাবলিকের অবস্থাই খারাপ ছিল !! এক বাইকের চালক ছেলেটার অবস্থা শঙ্কাজনক ছিল । অন্য বাইকের মেয়েটার অবস্থাও মারাত্মক ছিল । মাথাটাথা ফেটে এক অবস্থা !! কি আর করা !! দৌড়াদৌড়ি করে সবগুলোকে হসপিটালে পাঠানোর ব্যাবস্থা করলাম । সবচেয়ে আশ্চর্য লাগছে এইটা যে - আমি আর আমার এক ফ্রেন্ডই এসব করতেছিলাম !! রাস্তার আর সবাই দাড়াই দাড়াই মজা নিতেছে !!
যাই হোক , একটা উপদেশ দেই- ভাইয়েরা বাইক চালান ভালো কথা । হেলমেট টাও মাথায় রাইখেন । সাথে যে থাকবে তারেও হেলমেট দিয়েন । বুঝলাম হেলমেট পরলে আপনের পার্ট কইমা যায় , হেয়ার স্টাইল খারাপ হয়া যায় ! তবুও... বিপদের হাত-পা নাইরে ভাই ! আজকে যেই মেয়েটার মাথা ফাটসে হেলমেট থাকলে হয়ত এই বিপদ টা হইতোনা ! আপনে যতই দক্ষ বাইকার হোন , আপনার পেছনের জন যে আনাড়ি হবেনা , খালি রাস্তায় লাগায়া দিবেনা সেই গ্যারান্টি কে দিবে ??!!
ঘুরতে অনেক যাইতে পারবেন , ডেটিংএ অনেক যাইতে পারবেন । কিন্তু এক্সিডেন্ট কইরা কোন একটা ক্ষতি হয়া গেলে জীবনের অনেক কিছু হারাবেন । তাই সাবধান থাকিয়েন রাইডার ভাইয়েরা !
Be safe , ride hard . হ্যাপি রাইডিং
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক্সিডেন্ট কইরা কোন একটা ক্ষতি হয়া গেলে জীবনের অনেক কিছু হারাবেন । তাই সাবধান থাকিয়েন রাইডার ভাইয়েরা !
Be safe , ride hard . হ্যাপি রাইডিং