নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে আমার মত থাকতে দাও

ওরে ভয় নাই আর , দুলিয়া উঠেছে হিমালয়-চাপা প্রাচী ! গৌরশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী !

স্ক্রু ঢিলা

কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ , উদ্যম বিহনে কার পুরে মনোরথ !

স্ক্রু ঢিলা › বিস্তারিত পোস্টঃ

আমার হিমু হইবার প্রথম পাঠ

১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:০০

হিমু হইব । এই উদ্দ্যেশ্যে ট্রেনিং আরম্ভ করিয়াছি । আজ প্রথম রজনী ট্রেনিংএর । প্রথম রজনীতেই আমার বোধোদয় হইল যে , হিমু হওয়া কিঞ্চিৎ কঠিন ব্যাপার । আসলে কিঞ্চিৎ কঠিন নহে , তারচেয়েও বেশী ! ইহাকে কিঞ্চিৎ হোল স্কয়ার বলা যাইতে পারে ।



*হিমু হইবার প্রথম কঠিন কাজটি হইল খালি পায়ে রাস্তায় রাস্তায় হন্টন করা ।

কোন মানুষই রোগ-শোকের ঊর্ধ্বে নহে । হিমুও নহে । এবং তাকে বহুবারই অসুস্থ হইতে দেখা গিয়াছে । তবে আজিকে খালি পায়ে হন্টন করিতে গিয়া আমার নিকট একখানা জিনিস খটকা লাগিল ।

একজন মানুষ প্রতিনিয়ত এই নোংরা রাস্তায় খালি পায়ে হাঁটাহাঁটি করিলে তাহার ক্রিমি হওয়ার সম্ভাবনা পৌনে তিনশ পার্সেন্ট নিশ্চিত হইয়া যায় । কিন্তু গল্পে কখনো হিমুকে ক্রিমির ঔষধ খাইতে অথবা ক্রিমি জনিত পেটের পীড়ায় ভুগিতে দেখা যায়নি । বড়ই আশ্চর্যের ব্যাপার লাগিল !!



*আরেকখানা ব্যাপার হইল গিয়া খালি পায়ে হন্টন করিলে পায়ে পেরেক,লোহা,কাঁটা,কাঁচের টুকরো,সূচ... প্রভৃতি ঢুকিয়া গিয়া শরীরে ধনুষ্টংকারের জীবানু বাসা বাধিতে পারে । কিন্তু হিমু গল্পের হিমুর কখনো এইসব হয়নি । এবং সেই কারনে সে টি.টি. টিকার খরচ ও যাতনা হইতে বাঁচিয়া গিয়াছে । কিন্তু বোধকরি বাস্তবের হিমুরা হয়ত এইসব সমস্যার মুখোমুখি হইয়াছেন । হইয়া থাকিলে দয়া করিয়া আমাকে জানাইবেন পিলিজ ।



ওহ ! আরেকখানা কথা...ইহা না বলিলে কবিরা গুনাহ হইবে । তাই বলিয়া দেই.. খালি পায়ে পিচ ঢালা রাস্তায় হন্টন করিতে বড়ই আরাম লাগে অবশ্য !!! :D

তবে ক্রিমি এবং ধনুস্টংকারের ব্যাপারে সাবধান !!! ;)



আজ তাহলে এইখানে শেষ করিতেছি । অনুগ্রহপূর্বক গুরুচন্ডালী দোষ গুলকে মার্জনার চোখে দেখিবেন ।

Bদায়...

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৭

বুঝিনাই বলেছেন: আশা করি আপনি এইসব ছোট খাটো সমস্যা পার করিয়া আপনি যথাযথ প্রক্রিয়ায় একজন গুনি হিমু হইয়া, দেশ ও ঝাতির অশেষ উপকার সাধন করিবেন, আর কৃমির ঔষধ যদি ক্রয় করিতে না পারেন তবে আমার কাছে আসিয়া পড়িবেন, আপনাকে ফ্রিতে ঔষধ খিলাইয়া দিব..... :P :P :P

১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৯

স্ক্রু ঢিলা বলেছেন: ভাইজান কি ফ্রি ঔষধ ক্যাম্পের সদস্য নাকি ??? ;) ;)

২| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:১২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :D

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৯

স্ক্রু ঢিলা বলেছেন: হেহেহে :P :P B-))

৩| ১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮

রাখালছেলে বলেছেন: হিমু নিয়ে হুমায়ুন স্যার কখনও কোন নাটক বা সিনেমা বানায় নাই । কারন আমাদের মন বলে যা একটা জিনিস আছে তাই হল হিমু । হিমু হয়ত কেউ হতে পারবে না। কারন আমরা যা কল্পনা করি তার সবটা পুরন হয় না।

হিমু একটি সম্পুর্ন কাল্পনিক চরিত্র । এটা নিয়ে বেশী তাফালিং না করাই ভাল । তাতে উল্টা ফল হতে পারে ।

১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৯:১৬

স্ক্রু ঢিলা বলেছেন: জি না ভাই । হিমু নিয়ে নাটক হইছে । কাল্পনিক হলেও এটার ক্রেজ কখনো কমবেনা তরুণ সমাজ থেকে । ভয়ানক একটা রোগের নাম এই হিমু !!! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.