নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে আমার মত থাকতে দাও

ওরে ভয় নাই আর , দুলিয়া উঠেছে হিমালয়-চাপা প্রাচী ! গৌরশিখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী !

স্ক্রু ঢিলা

কেন পান্থ ক্ষান্ত হও হেরি দীর্ঘ পথ , উদ্যম বিহনে কার পুরে মনোরথ !

স্ক্রু ঢিলা › বিস্তারিত পোস্টঃ

হরিদাশ লেন থেকে

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৫৭

ঠিক কবে তুই শেষ চিঠি পাঠিয়েছিলি মনে পরে ?

ঠিক কবে ঘুরেছিল এবাড়ির পথে তোর পালিশ করা গাড়ির চাকা ?

শেষ কবে এসেছিল হরকরা চিঠির ঝোলা নিয়ে !

৩৯২/বি ,হরিদাস লেন,ঢাকা !



আমার ঠিক মনে পড়েনা তারিখ খানা

জানিসই তো আমার ঘর পালানো বাহানা !

তবে যুদ্দুর মনে পড়ে-

শুকনো পাতার মর্মর ধ্বনি ভেঙ্গে ঘরে ফিরেছিলাম

গোধূলি বেলায় দেখি হলদেটে এক খামে

হাজার কথার বায়না ভরা , ক্লান্তিভেজা ঘামে ।



কলমদানি, নোনতা দেয়াল , ছেঁড়া ডায়রির পাতা

সবই ছিল হলদে খামের পত্রবিলাস গাঁথা ।

জাবাব খানাও ফেলে এসেছি ডাকবাক্সে গিয়ে

প্রখর রোদের শেষ বিকেলে সব ছিল হাঁপিয়ে !



তবে ফিরতি চিঠি পেলাম না আর ,

অপেক্ষাতেই কেটে গেল হাজার শুক্রবার ।

দুখানা বাক্স বানিয়েছি ,

একখানাতে পুরোনো চিঠি , আর নতুন আরেকখানায় ।



পুরোনো বাক্স শ্যাওলা ধরা , তবু যত্ন করে রাখা

বিদ্রোহী সব ঘুনপোকাদের মিছিল ধরা জীর্ণ টেবিল তলায়-

রাখা আছে বাক্সদুটো চিঠির অপেক্ষায় , নতুন বাক্স এক্কেবারে ফাঁকা,

ঠিকানা- ৩৯২/বি,হরিদাস লেন,ঢাকা ।



লিখার তারিখ-২৩.১০.১৪



বহুদিন পর এলাম । সবার লেখা দেখে নিজেরও কিছু একটা দিতে মন চাইল । আমি জানি অনেক আনাড়ি কবিতা । ভুল চুক অনেক আছে , ভালো না-ও লাগতে পারে । সেক্ষেত্রে নিজ গুণে মাফ করে দেবেন দয়া করে । ধন্যবাদ ।

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:৫১

ব্লগার মাসুদ বলেছেন: ভালো কবিতা । ভালো লাগছে !

২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১:১৬

কলমের কালি শেষ বলেছেন: ফিরে আসায় অভিনন্দন । কবিতায় ভাললাগা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.