![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(http://twitter.com/duurzodhon) , (www.facebook.com/duurzodhonblog)
মাননীয় প্রধানমন্ত্রী,
সেই ২০০৯ সালের জানুয়ারীতে একটি নিরংকুশ বিজয়ের মাধ্যমে দুর্নীতিবাজ ও জঙ্গিবাদ সমর্থক জোটসরকারকে হঠিয়ে আপনার ক্ষমতায় আরোহন,আপনি 'ডিজিটাল বাংলাদেশের' স্বপ্ন দেখাবার পাশাপাশি অঙ্গীকার করেছিলেন আমাদের দেশকে লোডশেডিংমুক্ত করার,বলেছিলেন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য সহনশীলপর্যায়ে আনার কথা,বলেছিলেন আইনশৃঙ্খলার উন্নতির পাশাপাশি আরো অনেক অঙ্গীকারের কথা।চারদলীয় জোটসরকারের জঙ্গিবাদে সহায়তার পাশাপাশি 'খাম্বা' দূর্নীতি থেকে মুক্তি চেয়েছিলাম আমরা।আমার তখনও বুঝিনি ''খাম্বা''র চেয়ে বড় 'এলাহী' কারবার শুরু হয়ে যাবে আপনার হাত ধরেই।
আপনি ক্ষমতায় আসলেন,বিশালাকারের মন্ত্রীসভায় বেশ কিছু নতুন মুখ দেখলাম আমরা।বাগাড়ম্বরপূর্ন মন্ত্রীসভার পাশাপাশি আপনি একটি উপদেষ্টা পরিষদও খুলে বসলেন।আমরা জনসাধারন দিনদিন ''উপদেষ্টা বড় না মন্ত্রী বড়'' নামক পূর্নদৈর্ঘ্য ছায়াছবি বাধ্যতামূলকভাবে দেখতে থাকলাম।এদের মাঝে তৌফিক এলাহী সাহেব একাই আমাদের গরীব দেশের গরীব অর্থনীতি প্রায় পথে বসিয়ে দিয়েছেন।
বাগাড়ম্বর দিয়ে শুরু,চলেছে মিথ্যা স্বপ্ন দেখানো:
ক্ষমতা গ্রহনের বছরেই আপনারা বাস্তবতা বাদ দিয়ে শুরু করেন অলীকস্বপ্ন দেখানোর প্রক্রিয়া,২০১২ সালেই লোডশেডিংমুক্ত বাংলাদেশের কথা শুনতে থাকি। ২০১১ সালে এসে বলেছিলেন ২০১৩ সালের মাঝে লোডশেডিংমুক্ত বাংলাদেশের কথা,এখন বলেছেন ২০১৪ সালে লোডশেডিংমুক্ত এবং বিদ্যুত-উদ্বৃব্ধের দেশে পরিনত করার কথা।কিন্তু এখনও ঘাটতিই দূর হয়নি,প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা ধরে লোডশেডিং চলছে।
২৯৪৪ মেগাওয়াট বিদ্যুত যুক্ত হবার কথা জোরেসোরে প্রচার করেছেন।কিন্তু কাজীর গরু কেতাবেই রয়ে গেছে,আর সেই কেতাব অনুযায়ী আপনারা এই তিন বছরে (৬ই জানুয়ারী ২০০৯ হতে ৬ই জানুয়ারী ২০১২) পর্যন্ত সময়ে প্রকৃতপক্ষে যুক্ত করেছেন ১৪১৭ মেগাওয়াট বিদ্যুত!(৩৫৬০ মেগাওয়াট উৎপাদন,২০০৯ এবং ৪৯৭৭ মেগাওয়াট উৎপাদন ৬ইজানুয়ারী,২০১২)।
একের পর এক নতুন নিয়মের বেড়াজালে বন্দী জনগন:
শুরুতেই আপনারা পৃথিবীর উন্নত অনেকদেশের অনুকরনে বাংলাদেশে শুরু করলেন ডেলাইট সেভিং নামক এক পদ্ধতির ব্যবহার,ঘড়ির কাঁটা আগানো পিছানো খেলায় শিশুদের প্রায় রাতের অন্ধকারেই স্কুলে যাওয়ার ব্যবস্থা হলো,কর্মজীবি বাবা মায়েদের দৈনন্দিন জীবনের বারোটা বাজিয়ে ২০৫ মেগাওয়াট বিদ্যুত সাশ্রয়ের ব্যবস্থা হলো।সেই বিদ্যুত আসলেই কতটুকু সাশ্রয় হয়েছিলো তা মানুষরা না বুঝলেও (!) ক্ষমতাসীনদের মন্ত্রীরাই বুঝেছিলেন।সুতরাং 'জনদুর্ভোগের' কথা চিন্তা করে ঠিকই বাতিল করে দিয়েছিলেন।
এখানেই আপনাদের এক্সপেরিমেন্ট শেষ হয়নি।
হাফশার্ট পড়ে অফিস করা থেকে শুরু করে কলকারখানা বন্ধ করে রাখার আহবান জানানো,যানবাহনের চাকা বন্ধ করে সিএনজি স্টেশন বন্ধ রাখার নিত্য নতুন নিয়ম ,এক ধাক্কায় ৫০০ মেগাওয়াট বিদ্যত বাঁচানোর উদ্ভট কথা বলে সর্বত্র শীততাপ নিয়ন্ত্রক যন্ত্র বন্ধের নির্দেশ (যদিও সরকারী নির্দেশ সরকারী সচিবালয়েই মানা হয়নি ) ।এসব বন্ধ বন্ধ খেলার মাঝে স্কুল-কলেজ-ব্যাংক-অফিসের জন্য আলাদা সময়সূচী প্রনয়নের মত তুঘলকি সিদ্ধান্তও আমরা জনসাধারনকে দেখতে হয়েছে,শুনতে হয়েছে বৃষ্টির পানি সংরক্ষন করে প্রায় ৩০ % বিদ্যুত সাশ্রয়ের মতন আজব উদ্যোগের কথাও ! উর্বরমস্তিষ্কের সরকারী নীতি প্রনেতাদের মাথা থেকে একের পর এক বিদ্যুত সাশ্য়ের কথা শুনে আর সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহন করে জনসাধারনের ভোগান্তিই বেড়েছে,লোডশেডিংয়ের চলতে থাকাটাই তার প্রমান।
গুটিকয়েক সোলার প্যানেল ব্যবসায়ীর সুবিধার্থে নিয়মও করা হলো,প্যানেল না বসালে বিদ্যুত সংযোগ পাওয়া যাবে না,প্রচুর দাম দিয়ে কিনে কিছুদিন না ঘুরতেই এখন পরিষ্কার,কোনো কাজেই লাগেনি এই বাধ্যবাধকতা।
বিদ্যুত সাশ্রয়ে এসব অর্থহীন উদ্যোগের পাশাপাশি ৫৫ লাখ বাতি বিতরন করা হয়।বলা হয়েছিলো প্রায় ৮০ মেগাওয়াট বিদ্যুত সাশ্রয় হবে,তবে নিম্নমানের চাইনিজ বাতি সরবরাহের মাধ্যমে একশ্রেনীর দুর্নীতিবাজেরা লাভবান হলেও জনসাধারনের কোনো লাভই হয়নি,প্রথম সপ্তাহেই প্রায় ৩৩ শতাংশ বাতি নষ্ট মতান্তরে ৮০ শতাংশ বাতি নষ্ট হয়ে গিয়েছে,আর এভাবেই বৈদেশিক সাহায্য নিয়ে লুটপাটই ঘটেছে।সেটা কি আপনার অজানা?
অতঃপর,কুইক রেন্টাল:
বিদ্যুত ও জ্বালানী মন্ত্রনালয়ের প্রধান আপনি,মাননীয় প্রধানমন্ত্রি।নামে একজন প্রতিমন্ত্রী আছেন,কিন্তু পুরো মন্ত্রনালয়ই যেন চালাচ্ছে উপদেষ্টা তৌফিক এলাহী।মাগুরছড়া ও টেংরাটিলার গ্যাসফিল্ডে সৃষ্ট অগ্নিকান্ডে তারই কারনে বাংলাদেশ বিদেশী কোম্পানীর কাছে থেকে কোনো ক্ষতিপূরন আদায় করতে পারেনি।দুইদিনেই দেশে বিদ্যুতের নহর বইয়ে দেয়ার আশা দেখিয়ে সকল বিশেষজ্ঞের নিষেধ অগ্রাহ্য করে একেরপর এক কুইক রেন্টাল প্ল্যান্টের অনুমোদন দেয়া শুরু হলো।সরকারের স্বার্থ উপেক্ষা করে কতিপয় ব্যবসায়ী আর সরকারের ভেতরের কয়েকজন লোকদের লুটপাটের ব্যবস্থা করতেই ২০০৯ এর অক্টোবরেই ৩৩টি কুইক রেন্টাল প্ল্যান্টের অনুমোদন দিয়ে দিলেন,৭ হাজার মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের মূলা ঝুলিয়ে।বিশেষজ্ঞরা প্রতিবাদ করলেন,কারন কুইক রেন্টাল প্ল্যান্টে ব্যবহৃত হতে যাওয়া মেশিনগুলো জরাজীর্ন এবং পুরাতন-সুতরাং কর্মক্ষমতা কম থাকায় ভর্তুকি বেড়ে যাবে,কোনো লাভ হবেনা।তার চেয়ে এক্সিস্টিং বিদ্যুত কেন্দ্রগুলোকে যুগোপযোগী করলে বেশি লাভজনক হবে। কে শোনে কার কথা ! চুক্তি ঠিক হলো,সরকার এইসব বেসরকারী বিদ্যুত কেন্দ্র থেকে প্রতি ইউনিট ৯.৭৫ টাকা হতে ২২ টাকা কিনে বিক্রি করবে,এবং এই উচ্চমূল্যের বিদ্যুতকেন্দ্রের বেশিরভাগই চলবে তেলে!সবই আপনি দেখেছেন!
প্রধানমন্ত্রী,আপনি জানেন,বিনা টেন্ডারে এইসব প্রতিষ্ঠানকে কাজ দেয়া হয়েছে,অন্যদিকে এদের জামাই আদরে রেখে ফার্নেস অয়েল আমদানিতে ভর্তুকি দেয়া হচ্ছে,অ্যদিকে এই ফার্নেস অয়েল পাচার হয়ে কোথায় যাচ্ছে ,পত্রিকা মারফত জানার কথা নয় কি?কুইক রেন্টাল কেন্দ্রগুলোর ঠিকাদারী প্রতিষ্ঠান ৫০ মেগাওয়াটের উৎপাদন দেখিয়ে বিল জমা দিচ্ছে,অথচ প্রকৃতপক্ষে উৎপাদন করেছে ৪০ মেগাওয়াট!!সরকারী অর্থ ধ্বংসের এই মহোৎসব আপনার চোখে পড়ে না?
বিপিসি আর পিডিবি এই কুইক রেন্টালের কারনে ধুঁকছে।ক্রমাগত ভর্তুকি দিতে দিতে দুইটি প্রতিষ্ঠান এখন ধ্বংসের মুখে।প্রতি বছর প্রায় ১২ হাজার কোটি টাকা ভর্তুকি লাগছে বিদ্যুতকেন্দ্রের তেল কেনার জন্য,আর সেই উৎপাদিত বিদ্যুত বেশি দামে বেসরকারী কুইক রেন্টালের কাছ থেকে কিনে কম দামে গ্রাহককে দিতে গিয়ে সঙ্গীন অবস্থার মাঝে পড়েছে পিডিবি।এই তিন বছরে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে,এই ধারায় চলতে থাকলে আগামী দুই বছরে লাগবে আরো প্রায় ৩৫ হাজার কোটি টাকার ভর্তুকি ।এই টাকাটা এখন কিভাবে আসবে? আপনার সরকার এখন এই জনগনের গলা এবং পকেট কাটার ব্যবস্থা করেছেন,ভর্তুকি কমিয়ে গ্যাসের দাম বাড়িয়ে অর্থ সংকট ঘোচানোর এক মহতী কাজ শুরু করেছেনএত এত অর্থ নষ্ট হচ্ছে,লুটপাট হচ্ছে,তারপরও ভাড়া ভিত্তিক বিদ্যুতকেন্দ্রের পরিবর্তে বড় বেইজ লোড প্ল্যান্ট স্থাপনে আপনাদের অনাগ্রহের কারনটা ঠিক কোথায় ? আমরা জানতে চাই- বিদ্যুত মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র বলছে, সরকার দায়িত্ব নেয়ার পর প্রথম বছরটি বিদ্যুত খাতে কোন কাজই হয়নি। অভিযোগ রয়েছে, সরকার দায়িত্ব নেয়ার আগে থেকেই বিদ্যুত সঙ্কট থাকলেও প্রথম বছর কোন কাজ না হওয়াটা রহস্যজনক (*** ) কোন মহলের স্বার্থের বলি হয়ে আমরা ভুগছি?বঙ্গবন্ধুর হত্যার পর খুনীদের বাঁচাতে দায়মুক্তি বিল দেখেছি আমরা,দেখেছি অপারেশন ক্লিন হার্টের পর দায়মুক্তি বিল আনতে,অবিশ্বাস্যভাবে আমরা দেখলাম এই তৌফিক এলাহীর মদদপুষ্ট দুর্নীতিগ্রস্ত কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টকে বাঁচাতে সংসদে দায়মুক্তি বিল আনা হয়েছে!সাংসদেরা এখন কুইক রেন্টালের বিপক্ষে বলছেন,সংসদীয় কমিটিও সেটা স্বীকার করেছেন,তারপরও দায়মুক্তি?
তেল গ্যাস বিদ্যুতের মূল্যের উর্ধ্বযাত্রায় নাকাল জনতা:
কুইক রেন্টাল বিদ্যুতকেন্দ্রের জন্য ফার্নেল তেল আমদানিতে ব্যবহৃত রিজার্ভ ডলারের ক্রমাগত ব্যবহারে ক্রমান্বয়ে টাকার বিপরীতে ডলারের মান বাড়তেই থাকলো।আপনারা কুলিয়ে উঠতে নাপেরে সেই ভার চাপিয়ে দিলেন এই গরীব জনগনেরই কাঁধে!ঠিক করলেন,ভর্তুকিই তুলে দেবেন ! গেল বছর মে,সেপ্টেম্বর, নভেম্বর ও সর্বশেষে ডিসেম্বরে মোট ৪ বার বাড়িয়ে দিলেন তেলের দাম।কোনো আলোচনা ছাড়াই,নির্বাহী আদেশে হুট করে মধ্যরাতে প্রতিবারই দাম বাড়ালেন আপনি !আমাদের বেতন বাড়েনি,কিন্তু বর্ধিত ভাড়া চাপিয়ে দেয়া হলো।
একই সাথে বিদ্যুতের দাম বাড়ালেন ৩ বার,সাথে সিএনজির দাম ২ বার।সাথে পানিও বাদ গেলোনা মূল্যস্ফীতির চাপ পড়ে নাভিঃশ্বাস ফেলতে মরিয়া আমরা আবিষ্কার করলাম,খাদ্যবহির্ভুত পন্যে মুল্যস্ফীতি বিগত ১৬ বছরের মাঝে সর্বোচ্চ !সামান্য কয়েকটা টাকা উপার্জনকারী অধিকাংশ নাগরিকের আয়ের পুরোটাই চলে যাচ্ছে যাতায়াত,বাড়ি আর বিদ্যুত ভাড়ায়-হাতে হাত ধরে বেড়ে গিয়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম।প্রচন্ড গরমে বিদ্যুত থাকছেনা-সেই মহামূল্যবান বিদ্যুত,যার জন্য আজ বাংলাদেশের অর্থনীতির এই দুরাবস্থা।
আপনারা এখন পর্যন্ত কি করেছেন,আমাদের দুর্দশা লাঘবের জন্য?
তারপরও থেমে থাকছেনা বাগাড়ম্বর:
বিদ্যুতের এই দুরাবস্থায় সাংসদেরা নিজেদের এলাকায় যেতে উদ্বিগ্ন হলেও আপনি,প্রধানমন্ত্রী যেন সবকিছুকে খুব কম গুরুত্বের সাথে হালকাভাবে নিচ্ছেন,রসিকতা করছেন,বিদ্যুত বন্ধের হুমকিও দিচ্ছেন।অন্যদিকে তৌফিক এলাহী গং আরো পিকিং প্ল্যান্টের চুক্তি করেছেন।জনসাধারনের বিদ্যুতের দাবিতে সৈয়দ আশরাফ সাহেব যুদ্ধাপরাধীদের বাঁচানোর ষড়যন্ত্র খুঁজে পেলেন,আপনিও বা বক্তব্য না দিয়ে থেমে থাকবেন নাকি ?বারবার বিরোধিদলের উপর দায় চাপিয়েছেন,২০০৯ সালে ক্ষমতায় আসার পর থেকেই!ক্ষমতা গ্রহনের বছরেই ২০০৯ সালে আপনি বললেন বিদ্যুত সংকটে জামাত-জোট সরকারের সংশ্লিষ্টতা আর বিদ্যুতখাতে লুটপাটের কথা-আমরা বিশ্বাস করলাম।আবার ২০১০ সালেও যখন একই সুর তুললেন,আমরা আবার ভাবলাম-হলেও হবে!কিন্তু আপনি ২০১১ সালেও একই সুরে গাইতে থাকলে আপনাদের বাগাড়ম্বরতা নিয়ে কোনো সন্দেহ থাকেনা,শুধু সংকট নিরসনে আসলেই সদিচ্ছা আছে কিনা,তা নিয়ে সন্দিহান হই।আপনারা ক্ষমতায় থাকার পরও আপনার দলীয় নেতারা বিদ্যুত সংকটের পিছনে বিরোধী দলের হাত ঠিকই খুঁজে পায়।মানুষ গ্যাস পায় না,বিদ্যুতহীন খাম্বার মতন গ্যাসহীন পাইপলাইন বসানো দেখে আমরা আশান্বিত হয়ে উঠবো,এমনটা বোকা সেজে আছে জনগন?হয়তো অমনটা বোকা ভাবেন বলেই আবুল মাল মুহিত সাহেব নিজের কাছে নিজেদেরই ক্ষমতা হস্তান্তরের সুখস্বপ্নে বিভোর থাকেন!বিদ্যুত আনার জন্য তৌফিক এলাহীর কুইক রেন্টাল কেন্দ্রগুলোর বদলে দীর্ঘস্থায়ী কোনো ব্যবস্থা গ্রহন না করে আমাদের আশার বানী শুনিয়েছেন,বলেছেন কঠিন শর্তে হলেও বন্ধু ভারতের কাছ থেকে বিদ্যুত আনবেন,কিন্তু সে বিদ্যুত এখনো আসেনি,বরং নেপাল হতে করিডোরের মাধ্যমে আনতে চাওয়া বিদ্যুত বন্ধু ভারত ঠেকিয়ে দিয়েছে ।বলেছিলেন মিয়ানমার থেকেও বিদ্যুত চাইবেন,চাইবেন সর্বনাশা টিপাইমুখ বাঁধ তৈরী হলেও । কিন্তু এখন পর্যন্ত আমাদের প্রাপ্তিটা কি,মাননীয় প্রধানমন্ত্রী?কৌশলে বিদ্যুত সংযোগ বন্ধ করে রাখা ?
আপনি বলছেন ,
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণকালে দেশের মুদ্রাস্ফীতির হার ছিল শতকরা ১১ ভাগের বেশি, গত তিন বছর তা কমে ৭ ভাগে দাঁড়িয়েছে। .... দুঃখিত,মাননীয় প্রধানমন্ত্রী,২০০৯ সালে বাংলাদেশের মূল্যস্ফীতির হার ছিলো ৮.৫১ এবং আপনার সরকারের তিন বছরের মাথায় তা বেড়ে ২০১১ সালে দাড়িয়েছিলো ১০.৬৩ শতাংশে,এখনো তা ৯.১৫ শতাংশে আছে ! মানুষ শুধু তেল আর বিদ্যুতের দাম নিয়ে একের পর এক হঠকারী সিদ্ধান্তের মাসুল তার ক্রমশঃ নিম্নমুখি জীবনের মানের বিনিময়ে পরিশোধ করে চলেছে,অথচ আপনি তারপরও বলছেন-অঙ্গীকারের চেয়ে বেশি কাজ করেছেন ?
ফুঁসে উঠছে জনতা :
বিদ্যুতের দাবীতে লক্ষীপুর,দাউদকান্দি,জামালপুর,নারায়নগন্জ,বরিশাল,নোয়াখালী,কিশোরগঞ্জ,চাঁদপুর,টাংগাইল,কুড়িগ্রাম,কালিয়াকৈর সহ বিভিন্ন স্থানে জনতা বিদ্যুতের দাবীতে হামলা করছে,এসব আপনার নজর এড়ানোর কথা নয়।এমনকি হাসপাতালও বাদ যায়নি, সাত বিভাগের বিভিন্ন গ্রামে বিদ্যুত থেকেও নেই,পত্রিকা মারফত এসব অনুসন্ধানে বের হয়ে আসলেও কোনো সুষ্ঠু সমাধান এখনো পাচ্ছেনা জনসাধারন।
মাননীয় প্রধানমন্ত্রী,আপনার হাতে আর মাত্র দেড় বছর সময় আছে।এরই মাঝে আপনাকে আকাঙ্খিত যুদ্ধাপরাধীদের বিচার করার পাশাপাশি বিদ্যুত ব্যবস্থায় উন্নয়ন,দ্রব্যমূল্য নিয়ন্ত্রন,সন্ত্রাস ও চাঁদাবাজি দমন,শেয়ার বাজারের স্থিতি আনয়ন সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠা করতে হবে।
সাড়ে তিন বছরে এখন পর্যন্ত এমন কোনো উন্নতি হয়নি,যার কারনে আপনি বলতে পারেন অঙ্গীকারের চেয়ে বেশি কাজ করেছেন।বিদ্যুত খাতের দুরাবস্থার একটি অংশই এখানে বলা হলো।আমরা কাজই দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী,কথার ফুলঝুড়ি নয়।চারদলীয় জোটসরকারের দুর্নীতির বিচার জনগন ঘটিয়েছে বড়ই নির্মমভাবে,নির্বাচনের আগে পুত্রের কৃতকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েও পদে থাকতে পারেন নি বেগম খালেদা জিয়া।সুতরাং,কথার চেয়ে নিজেদের কাজেই প্রমান করুন,সময়েই আপনার কাজের বিচার ভোটে নির্ধারিত হবে।
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৩২
দূর্যোধন বলেছেন: নিশ্চয়ই সময় নিয়ে দেখবেন।
ধন্যবাদ।
২| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৮
ফয়েজ ০৮ বলেছেন: এটাতো চমৎকার কাজ হয়েছে ভাই খুব কাজে আসবে। ধন্যবাদ, সোজা প্রিয়তে।
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৯
দূর্যোধন বলেছেন: আপনাকেও ধন্যবাদ ফয়েজ০৮
৩| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৯
এস এম ফারুক হোসেন বলেছেন: ভাল পোষ্ট।
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪০
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ।
৪| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪১
আগুনমুখা বলেছেন: প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কথা হিসেবে নেই না
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৪
দূর্যোধন বলেছেন: তারপরও আমাদের সরকারপ্রধান হিসেবে ওনাদের বক্তব্য যথেষ্ট গুরুত্ব বহন করে,সুতরাং শুধু বক্তব্যধর্মী নেতা আমরা চাই না।
৫| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪১
কবি রাজ বলেছেন: ডিগ্রিকন্যার যদি সামহোয়্যারে একাউন্ট থাকত,তাইলে তাঁর ব্লগে এই লেখাটার লিঙ্ক দিয়া আসতাম আর বইলা আসতাম,"বুবু,আপনি কানে কম শুনেন,তয় মুখে বড্ড বেশি বলেন।" :-)
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৫
দূর্যোধন বলেছেন: বেশি বলেন,বড্ডই বেশি বলেন !
৬| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪১
হাসান মাহবুব বলেছেন: পোস্ট পড়লাম। ধীরে ধীরে লিংকগুলা পড়তে হবে। আপনার কাজকারবারই আলাদা!
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৬
দূর্যোধন বলেছেন: লিংকগুলা দেইখেন হামা,আই অ্যাম একদম ফেড আপ !
৭| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪১
শোয়েব হাসান বলেছেন: খুবই তথ্য বহুল পোষ্ট । কিন্তু আপনি যা বলেছেন দেখেন আপনার নাম এতখনে যুদ্ধঅপরাধীদের তালিকায় চলে এসেছে ।কিছু না হলেও ছাগু বলে একটা গালি খাবেন ।
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৮
দূর্যোধন বলেছেন: উহুঁ শোয়েব হাসান,বাস্তবটাকে তুলে ধরছি।ছাগুরা এই ধরনের পোস্টের শেষে নিজামীকে বা গো.আজমের মুক্তি দাবী করতো-সুতরাং চিহ্নিত করা খুব সহজ
৮| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪২
রাহি বলেছেন: চমৎকার পোষ্ট। তারপরও এই বলদলীগকেই ভোট দেওয়ার সম্ভাবনা আছে শুধুমাত্র রাজাকারের গাড়ীতে দেশের পতাকা দেখতে চাইনা বলে।
যে স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্নের ৫০ভাগ যদি পুরন করত তাও দুঃখ ছিল না।
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫১
দূর্যোধন বলেছেন: তরুন সমাজ ঠিক যেই কারনে এদের ভোট দিয়েছিল,তাদের প্রতি বিশাল অবহেলা করা হয়েছে।যুদ্ধাপরাধীদের বিচারের পাশাপাশি আপনাকে দেশকেও সুষ্ঠুভাবে চালাতে হবে,কিন্তু তারা না পারছে বিচারের কাজ এগিয়ে নিয়ে যেতে,না পারছে দেশের মানুষকে ভালো রাখতে।কোনোটাকেই অবহেলা করার কোনো সুযোগ নেই।
আপনি কি মনে করেন,তারা আসলেই আন্তরিক?
৯| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৩
আবু সালেহ বলেছেন: ভাই করেছেন কি???????????????????
এত এত কাজ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
এত এত লিংক.....এতগুলো পড়ার সময় নাই.................
আপাতত সোজা প্রিয়তে..................
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫২
দূর্যোধন বলেছেন: আশা করি সময় করে দেখবেন।
আপনাকে ধন্যবাদ
১০| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৪
সাধারণমানুষ বলেছেন: বিদ্যুত সেক্টর , শেয়ার বাজার এই ২টাই এই সরকার বসিয়ে দেবার ক্ষমতা রাখে ।
ভালো বিশ্লেষন ।
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৩
দূর্যোধন বলেছেন: অথচ সরকার সেটা বুঝছেনা অথবা বুঝতে চাইছে না।এসব বাগাড়ম্বরই তার প্রমান।
কেমন আছেন সাধারনমানুষ?
১১| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৪
নানাভাই বলেছেন: দূর্যোধন @@ আফনারে কয়েক টন ধইন্যা পাতা দিলাম! সাথে ++++++++++++++++++++++++++++++++++++++++
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৫
দূর্যোধন বলেছেন: এই বাজারে ধইন্যাপাতারও অনেক দাম,ভালোই করেছেন
১২| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৫
নোমান নমি বলেছেন: প্রাথমিকভাবে পড়ছি। বুকমার্কস দিলাম। সময় নিয়া পড়তে হইবো।
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৬
দূর্যোধন বলেছেন: অবশ্যই সময় নিয়ে দেখেন
ধন্যবাদ নোমান নমি।
১৩| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৭
এস এ কোরাইশী বলেছেন: আসলে-ই, মাননীয় প্রধানমন্ত্রী অঙ্গীকারের চেয়ে বেশি কাজ করেনি!!!
উনারা আমাদের শুধু আশ্বাস দিচ্ছেন!
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৭
দূর্যোধন বলেছেন: অবশ্যই করেন নি !
১৪| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৪৭
নাহিয়ান বিন হোসেন বলেছেন: বাংলাদেশের কোন রাজনৈতিক দলই ভুল থেকে শিক্ষা নেয় না। না বি এন পি, না আওয়ামীলীগ। এর জন্য সামনে হয়ত আরো বড় মাশুল দিতে হতে পারে বাংলাদেশকে।
শুধু বিদ্যুৎ না প্রায় সব ক্ষেত্রেই লেজেগোবরে অবস্থা তৈরিতে আওয়ামীলীগ প্রায় বছর খানেই আগেই বি এন পি কে ছাড়িয়েছে। এরপর ও প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী-উপদেষ্টাদের লাগামছাড়া কথাবার্তা শুধুমাত্র মানুষের ভেতরের আগুনটাকেই উস্কে দেবে।
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৯
দূর্যোধন বলেছেন: জনসাধারনের দুর্গতিতে এসব কথা ক্ষতে মলম লাগায় না,বরং বহুগুনে জ্বালা বাড়িয়ে দেয়,সেটা তাদের বুঝতে হবে।
১৫| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫০
ইয়াশফিশামসইকবাল বলেছেন: ুর্জ দা, আপনার লেখা পড়ে গায়ের লোম দাড়িয়ে গেল। এই শুওরের বাচ্চা তৌফিক এলাহি কে যদি কোনদিন ক্ষমতাহীন অবস্থায় পাওয়া যায়, তাইলে ওকে নিয়ে কি করা উচিৎ? খুব খারাপ একটা চিন্তা মাথায় আসছিল কিন্তু পুলিশি হইরানির ভয়ে তা উল্লেখ করলাম না।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০১
দূর্যোধন বলেছেন: তৌফিক এলাহীরা ঠিকই দেশের বাইরে আমোদে থাকবে।এরা বিএনপি'র সময়ও ক্ষমতাবান থাকে,আওয়ামী লীগের সময়ও।অথচ কুফলটা দেশের মানুষ পুরোটাই পায়,দল কুফল টের পায় নির্বাচনের সময়।এলাহীদের কিছুই হয় না।
১৬| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫১
লাল চাঁন বলেছেন: পোষ্টে ++
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০২
দূর্যোধন বলেছেন: আপনাকে ধন্যবাদ লালচাঁন !
১৭| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৮
সাইফুলহাসানসিপাত বলেছেন: তথ্যবহুল পোস্ট । তাদের তো কারেন্টই যায় না তাই কারেন্টের মর্ম কি বুঝবে ? বিরোধী দলে থাকতে হয়ত সারাদিন জেনারেটর ব্যবহার করত ।
এখনো সময় আছে কুইক রেন্টালের বোঝা মাথা থেকে না নামালে প্রত্যেক বছর হাজার হাজার কোটি টাকা ভর্তুকি আমাদের উপরই পড়বে । কর বাড়বে ! কার কথা কে শুনে ! ক্ষমতায় গেলে সব কিছু ভুলে যায় ! ভাল্লাগেনা এগুলান নিয়া আর কিছু কইতে ।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:১০
দূর্যোধন বলেছেন: একমত সিফাত,এই কুইক রেন্টালের নামে লুটপাটের বোঝা আমরা কেন পদে পদে বইবো?
(অনিচ্ছাকৃতভাবে মন্তব্য স্কিপ করার জন্য দুঃখিত )
১৮| ২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৯
মরূেবল বলেছেন: প্রিয়তে প্রিয়তে প্রিয়তে প্রিয়তে প্রিয়তে প্রিয়তে
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৫
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আপনাকে
১৯| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৫
কালো পতাকার খোঁজে বলেছেন: পোস্ট স্টিকী করা হোক। ++++
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:১২
দূর্যোধন বলেছেন: রেটিং করার জন্য ধন্যবাদ আপনাকে ।
২০| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৫
অসামাজিক ০০৭০০৭ বলেছেন: আই এম একদম ফ্যাডআপ
তার্পর আবার সেই কি কইলোশুনলাম দ্রব্যমূল্য নাকি জনগনের ক্রয়ক্ষমতার মধ্যেই আছে,আর জনগনের আয়ও নাকি অনেক বাড়ছে...
তার্পর ওনি এখনি জাইনা গেছেন যে আগামী নির্বাচনে ১৭৫ সিট ওনার নিশ্চিৎ...
ওনার এই মুখখানা না থাকলে ওনার কপালে খারাপিই আছিলো
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:১৫
দূর্যোধন বলেছেন: অতিরিক্ত আত্মবিশ্বাস পতন ডেকে আনে,যার ছাপ দেখা যাচ্ছে বর্তমান নীতিনির্ধারকদের কথাবার্তায়।তাদের বর্তমান কর্মকান্ডে আমরা এখনই ভুগছি,বিচারপ্রক্রিয়া নিয়ে ধীরে চলো নীতি আমাদের ইতিহাসকেও ভোগাবে।
২১| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৬
কবি ও কাব্য বলেছেন: ওহে দুর্যো দা একী করিলেন ?? সরকারকে এইভাবে নেংটা করে দিলেন?????
অনেক অনেক ধন্যবাদ। আমি সরকার দলীয় লোকজনদের পত্রিকায় আসা তুঘলকি কাণ্ড কারখানার ছবি ও খবর নিয়ে একটি পোস্ট তৈরি করছি খুব ধীরে। আগামীতে দিবো। তবে আপনি দারুন একটা বিষয় তুলে ধরেছেন ।
মানুষ যে কত বড় ভাওতাবাজ হতে পারে তা প্রধানমন্ত্রী ও তাঁর দলবলের কাজকর্ম বড় প্রমান। প্রধানমন্ত্রী আসলে অনেক কাজ করেছেন তবে তা জনগণের জন্য নয় উনার নিজের জন্য এবং উনার নিজের দলীয় লোকজনের পকেটভারীর জন্য যা ওয়াদা দিয়েছিলেন তাঁর থেকে বেশিই করেছেন যার কারনে মানুষ এখন ডিম পাড়ার কৌশল আবিস্কার করছে
। এই সব বালছাল কাজের জন্য কি উনারে ভোট দেয়া হয়েছিল? আসলে উনি যে জনগণের ভোটে আসেননি সেটা গত ৪ বছর হাড়ে হাড়ে প্রমান করে দিয়েছেন। উনি যাদের সহযোগিতায় এসেছেন উনাদের খুশী রাখতেই উনি ব্যস্ত। আগামীতে আরও কত কি যে দেখতে হবে
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:১৯
দূর্যোধন বলেছেন: মেনিফেস্টো অনুযায়ী ঠিক কোন কাজটা সঠিক পথে চলছে?কোন কাজটা সম্পাদিত হয়েছে?
এখনো দেড় বছর হাতে আছে,কিন্তু এই দুর্ভোগের শেষ কোথায়?ঘন্টায় ঘন্টায় বিদ্যুত নেই........ বিদ্যুতের দাম বাড়তি,বাসের ভাড়া বাড়তি,খাদ্যের দাম বাড়তি-কিভাবে উনি এগুলো ঠিক করবেন?
২২| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৭
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: পোস্ট বরাবরের মতই অসাধারণ, চমৎকার এবং তথ্যবহুল। পোস্ট পড়ে প্রচন্ড মেজাজ খারাপ হল কারণ পড়া শেষ না হতেই কারেন্ট বাবাজি গোন। বাংলাদেশীরা সারাজীবন এমনই রয়ে যাবে, মানুষ হবে না +++++++
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২১
দূর্যোধন বলেছেন: এখন আমাদের বিদ্যুতের জন্য আকাশের দিকে তাকিয়ে থাকতে হয়,যদি বৃষ্টি নামে-তবে কিছুক্ষন বিদ্যুতের দেখা পাবো।
এ কি প্রতিশ্রুত বিদ্যুত উৎপাদন?
২৩| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৭
মিজান-২২৮ বলেছেন: পোস্ট স্টিকি করা হোক, অন্ততঃ আমাদের ব্লগাররা বহুদিন পর একটি তথ্যবহুল লেখা পড়তে পারবে। লেখককে ধন্যবাদ।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২২
দূর্যোধন বলেছেন: আপনাকেও ধন্যবাদ,মিজান-২২৮
২৪| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৭
অণুজীব বলেছেন: ++++
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২৩
দূর্যোধন বলেছেন: অসংখ্য ধন্যবাদ,অনুজীব!
২৫| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৮
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: এবং মডারেটর বরাবর পোস্ট টি স্টিকি করবার আবেদন জানিয়ে গেলাম। সবারই জানার অধিকার আছে।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২৫
দূর্যোধন বলেছেন: স্টিকি হওয়াটা সমাধান নয়,চয়ন,লোডশেডিং থেকে মুক্তি চাই
২৬| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:০৮
অরাজনৈতিক বলেছেন: ধন্যবাদ।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২৬
দূর্যোধন বলেছেন: আপনাকে জানাই স্বাগতম !
২৭| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:১৩
ব্লুম্যাজিক বলেছেন: পোস্টটি স্টিকি করার আবেদন জানাচ্ছি। ধন্যবাদ +++
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২৭
দূর্যোধন বলেছেন: রেটিংয়ের জন্য ধন্যবাদ,ব্লুম্যাজিক!
২৮| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:১৬
আমি তানভীর বলেছেন: ++++
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২৮
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ,তানভীর
২৯| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:১৭
সায়েদ রিয়াদ বলেছেন: এককথায় চরম ! সোজা প্রিয়তে ।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২৯
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ সায়েদ রিয়াদ !
৩০| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:১৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
তথ্যবহুল পোস্টে ধইন্যা।
প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি পূরণ কেমনে হইয়া গেলো, জনগন জানলোই না।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৩২
দূর্যোধন বলেছেন: দূর্জয় ভাই,স্বপ্নেই পূরন হয়েছে।আমরা বাস্তবে তো ছাপোষাই রয়ে গেছি!যৎকিঞ্চিৎ বিদ্যুত ব্যবহারের পরও মাস শেষে বিদ্যুত বিল দেখলেই আতঁকে উঠি,কোথায় আছি !
৩১| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২০
কবি ও কাব্য বলেছেন: পোস্ট যদি সটীকী না হয় তাহলে যে কোন উদ্ভট পরিস্থিতির জন্য সামু ও তাঁর মোডারেটর দায়ী থাকবে বলে দিলাম....
.......... আমাদের দাবী মানা না হলে আমরা কোঠর আন্দোলনে যাবো....... তাই অবিলম্বে এই পোস্টটি সটিকি করা হোক
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৭
দূর্যোধন বলেছেন: স্টিকি হলে লোডশেডিং দূর হবেনা,বরঞ্চ শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন-অঙ্গীকার পূরন সম্পর্কে সবাই জানবে।
ধন্যবাদ কবি ও কাব্য ভাই
৩২| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২৮
রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: প্রিয়তে রাখলাম। প্লাস দিলাম। এতো তথ্য পুর্ণ লেখা উপহার দেবার জন্য ধন্যবাদ দিলামনা কৃতজ্ঞতা জানালাম।
পোস্টটি স্টিকি করার আবেদন সামুর কাছে আবেদন জানালাম। (কত অকামের পোষ্ট ও তো ষ্টিকি হয়। এই গুরুত্ত্বপুর্ণ পোষ্টখানি ষ্টিকি করে পাঠকদের প্রতি সুবিচার করুন)
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৮
দূর্যোধন বলেছেন: অসংখ্য ধন্যবাদ রঙ্গভরা বঙ্গদেশী
৩৩| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:২৯
নিশাচর ভবঘুরে বলেছেন: আজো শেয়ার ব্যাবসায়ীরা বিক্ষোভ করেন
দারুন এক পোষ্ট।
স্যালুট
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪০
দূর্যোধন বলেছেন: সমস্যার সমাধান না করেই 'অঙ্গীকার পূরন করেছি'' বলে আত্মতৃপ্তির ঢেকুঁর তুললে দল ও দেশবাসী,কারো জন্যই তা ভালো ফল নিয়ে আসে না।
রিটার্ন স্যালুট !
৩৪| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৩০
হাছুইন্যা বলেছেন: স্টিকি করা হোক..
তবে করবে বলে মনে হয়না। পোস্ট প্রিয়তে।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪১
দূর্যোধন বলেছেন: ব্লগ যাই করুক গে,গুম না হয়ে জানাতে পারছি-সেই ঢের
৩৫| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৩০
দুষ্ট_ছেলে বলেছেন:
++++
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪১
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ দুষ্ট ছেলে!
৩৬| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৩
মতলববাজ বলেছেন: স্টিকি করার দাবি জানিয়ে গেলাম.
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪২
দূর্যোধন বলেছেন: মতলববাজের মতলব তো ভালো না !
৩৭| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৬
নাফিজ মুনতাসির বলেছেন: কেমনে কি করলেন বুঝলাম না!! আপনার কাছে থেকে এরকম পোষ্ট বানানোর টেকনিকটা শিখতে হবে.....
সত্য কথা হলো কিছু ভালো কাজ করলেও বিদ্যুৎ এবং শেয়ার বাজারের যে করুণ অবস্থা হয়েছে এবং সেসব বুঝেও না বুঝার ভান হচ্ছে সেটার কথা জনগণ ভুলবে না মনে হয়......
পোষ্টখানা পড়েছি.........এইবার লিংকগুলো দেখে আসি.....
পোষ্টে++++++++
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৪
দূর্যোধন বলেছেন: ঠিকাছে,টেকনিক শিখায়ে দেবো।আপনি আমাকে লোডশেডিং ছাড়া টানা দুই-তিন ঘন্টা থাকার উপায় শিখায়া দিয়েন!
দেখেন লিংক।
ধন্যবাদ নাফিজ মুনতাসির!
৩৮| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৮
ইউসুফ খান বলেছেন: সারাদেশের জনগন আপনার সাথে এই পোস্টে ১০০ ভাগ সহমত পোষণ করবে।
চরম একটা পোস্ট। অনেক ধন্যবাদ এরকম পোস্ট উপহার দেয়ার জন্য।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৬
দূর্যোধন বলেছেন: দেশের জনগন বিদ্যুত পেলেই না এই পোস্ট দেখতে পাবে,হাহাহাহাহা!
আমিও কঠিন একটু রসিকতা করলাম-এই আর কি!
ধন্যবাদ।
৩৯| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৩৯
আবু সালেহ বলেছেন: পোস্টটি স্টিকি করা হোক......................................
পোস্টটি স্টিকি করা হোক......................................
পোস্টটি স্টিকি করা হোক......................................
পোস্টটি স্টিকি করা হোক......................................
পোস্টটি স্টিকি করা হোক......................................
পোস্টটি স্টিকি করা হোক......................................
পোস্টটি স্টিকি করা হোক......................................
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৭
দূর্যোধন বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ আবু সালেহ।
৪০| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: প্রধানমন্ত্রী মনে হয় সারা বছর ঝড়ে বজ্রপাত থেকে যত বিদ্যুৎ উৎপন্ন হয় সেটাকেও হিসাবে ধরেছেন
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৭
দূর্যোধন বলেছেন: অসাধারন সার্কাজম !
৪১| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪২
ইন২বাংলা বলেছেন: ওহে দূর্যোধন .. ইহা কি করিলা... সরকারকে এভাবে নেংটো করা কি ঠিক হইলো.......!!!
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৮
দূর্যোধন বলেছেন: বৃষ্টি না হইলে গরমে দেশবাসী ন্যাংটা হইয়া থাকে........ আর........... !
৪২| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৩
ইকরাম উল্যাহ বলেছেন:
দারুন এক পোষ্ট।
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৯
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ইকরাম উল্যাহ
৪৩| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৪
ধূসরধ্রুব বলেছেন: পোস্টে সহমত জানাচ্ছি না । অবশ্যই ম্যাডাম অঙ্গীকারের চেয়ে অনেক কাজ বেশি করেছেন
# কোন অঙ্গীকার ছাড়াই শেয়ারবাজার ধ্বংসের মূল হোতা সালমান দরবেশের হাতেই শেয়ারবাজার ছেড়ে দিয়েছেন
# কোন অঙ্গীকার ছাড়াই লোটা কামালের কাছে বিসিবি ছেড়ে দিয়েছেন
# কোন অঙ্গীকার ছাড়াই একের পর এক রাজনৈতিক নেতাকে গুম করেছেন
# কোন অঙ্গীকার ছাড়াই টেপরেকর্ডার মার্কা একজন স্বরাষ্ট্রমন্ত্রী রেখেছে । নমুনাঃ দেখছি দেখছি , খুন হওয়া লাশ দেখতে গিয়ে বলে আইন শৃংখলা আগের চেয়ে ভাল
এরপরও কইবেন হে অঙ্গীকারের চেয়ে বেশি কিছু করে নাই
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৫০
দূর্যোধন বলেছেন: অসাধারন ! আপনার কথাই হয়তো ঠিক,এই বিষয়গুলো বিবেচনা করেই বলেছেন কিনা কে জানে !
৪৪| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৫০
johanbd বলেছেন: আই অ্যাম একদম ফেড আপ !
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৫১
দূর্যোধন বলেছেন: সেইম টু আমি।
৪৫| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৫০
johanbd বলেছেন: স্টিকি করার দাবি জানিয়ে গেলাম.
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৫১
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ জোহান!
৪৬| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৫২
johanbd বলেছেন: আপনার লেখা আমার বরাবরই ভালো লাগে, এটা একটা চমৎকার ও তথ্যবহুল সত্য লেখা। এর জন্য ধন্যবাদ। লেখাটি সোজা প্রিয়তে। এবং একি সাথে ভালো লাগা (মানে পিলাচ)
২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৫
দূর্যোধন বলেছেন: জেনে ভালো লাগলো
ভালো থাকুন।
৪৭| ২১ শে জুন, ২০১২ বিকাল ৫:৫৮
সাজজ্াদ রানা বলেছেন: প্রধানমন্ত্রী কেবল দেশের নির্বাহি প্রধানই নন , তিনি আওয়ামিলীগের মত ঐতিহ্যবাহি দলের সভানেত্রী। শুধু রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতাই নয়, বিরোধী দল দমনে সরকারি দল যে সকল আত্মঘাতি ও চরম অসহনশীল সিদ্ধান্তসমূহ নিয়েছে, তা আমাদের কাছে স্পষ্ট করে যে শাসনযন্ত্র ও রাষ্ট্রের নীতিনির্ধারনে অযোগ্য লোকেরা কতখানি ভূমিকা পালন করছে। এরা প্রধানমন্ত্রীকে ঘিরে রেখেছে। যদি শিগ্রই এইসব সুবিধাবাদিদের বলয় থেকে প্রধানমন্ত্রী বের হয়ে আসতে না পারেন, সামনে আওয়ামিলীগও অস্তিত সংকটে পড়তে পারে।
পোস্টের জন্য ধন্যবাদ দূর্যোধন । পোস্টের সাথে সহমত।
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৩
দূর্যোধন বলেছেন: তিনি এখনো সুবিধাবাদীদের চিহ্নিত করতে পারছেন না,এটা মানা আমার জন্য খুবই কষ্টকর একটা ব্যাপার।১/১১ পরেই সুবিধাবাদী অথবা শেখ হাসিনাকে আওয়ামী লীগ থেকে সরিয়ে দেয়ার জন্য অনেক নেতাই উচ্চকিত ছিলেন।সে দুঃসময়ও তিনি কাটিয়ে নিরংকুশ ভোটে বিজয় পেয়েছেন।বন্ধু আর শত্রু চিনতে না পারলে ওনার দুরদৃষ্টিহীনতারই পরিচায়ক।দেশের মানুষের সমস্যা উনি কেন জানতে পারবেন না,যেখানে ডিজিটাইজেশানের মাধ্যমে অনলাইনে বিচরন করা খুব সম্ভব !
ধন্যবাদ আপনাকেও ।
৪৮| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০০
আশিকুর রহমান অমিত বলেছেন: যুক্তি, উদাহরন, প্রমান সেই সাথে অত্যন্ত সুন্দর ও গ্রহনযোগ্য ভাবে বিদ্যুৎ খাত নিয়ে সরকারের ব্যর্থতা তুলে ধরার জন্য দূর্যোধন ভাই কে ধন্যবাদ। ব্লগ কতৃপক্ষ যদি চান বিদ্যুৎ খাতের বর্তমান অবস্থা সম্পর্কে ব্লগারদের জানাতে তাহলে তাদের উচিত পোষ্ট স্টিকি করা।
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১২
দূর্যোধন বলেছেন: বিদ্যুত খাত নিয়ে অব্যবস্থাপনা ও নৈরাজ্য সকলেরই চোখে পড়েছে,আমিশুধু তথ্যপ্রমানের ভিত্তিতে আলোচনার সুযোগ করে দিলাম।
আপনাকে ধন্যবাদ,অমিত।
৪৯| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০১
মুহসীন৮৬ বলেছেন: আগুন পোষ্ট। শোকেসে রাখলাম। জানার আছে অনেক কিছু! মনে হয় স্টিকি হবেনা, তারপরও দাবি জানিয়ে রাখলাম।
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১২
দূর্যোধন বলেছেন: বাঁচতে হলে জানতে হবে !
৫০| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০১
গরম সিঙ্গাড়া বলেছেন: প্রাপ্রি (প্লাস ও প্রিয়) পড়ে আস্তে আস্তে পড়ে শেষ করে রাখলাম।
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৪
দূর্যোধন বলেছেন: পড়েই শোকেসে রেখে দিলেন?
তারপরও ধন্যবাদ
৫১| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০২
আঁধার কন্যা বলেছেন: কেন জানি এই দুই মহিলার অবস্থা দেখে মনে হচ্ছে, সামনের নির্বাচনে এরশাদ চাচা বিশাল একটা ভুমিকা রাখবেন, আই এম একদম ফেড আপ!!! চরম পোস্ট
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৫
দূর্যোধন বলেছেন: স্বৈরাচার নিপাত যাক !
৫২| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৩
শান্তশিষ্ট বলেছেন: বাংলাদেশি নেতা-মন্ত্রীদের চাইতে বড় মিথ্যুক কোন প্রজাতির অস্তিত্ব বোধকরি এ ধরাধামে নেই।
(রাষ্ট্রদ্রোহীতা হয়ে গেল নাকি? সংজ্ঞা+শ্রেণীবিভাগ জানা দরকার)
'রাজনৈতিক দল' নামের আবর্জনা যতদিন এদেশে পড়ে থাকবে, ততদিন আমাদের প্রাপ্তি শুধুই নোংরামো, দুর্গন্ধ আর দুর্ভোগ।
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৬
দূর্যোধন বলেছেন: ব্যক্তিগত উকিল ঠিক করেছেন তো ? মামলা খেয়ে গেলেন।
৫৩| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০৭
ডিউরডান্ট ডি শিমুল বলেছেন:
সরকার ............ এর কাছে যেসমস্ত নির্বাচনী অঙ্গীকার করেছে ইতোমধ্যে তার চেয়ে বেশি বাস্তবায়ন করা হয়েছে।
শূন্যস্থানের বিশেষ্য পদটা আমি ঘুরিয়ে সত্য করে নিয়েছি।
আমি কি বসিয়েছি সেটা আমার ব্যাপার, আপনিও একটা বসিয়ে নিন, যা আপনার মনে হয়।
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৭
দূর্যোধন বলেছেন: আপনি কোন মামলাটা খেতে ইচ্ছুক?
৫৪| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১০
রূম্মান বলেছেন: ভাই, আমার মনে হয়, স্মরণকালের ভয়াবহ রকমের নির্লজ্জ প্রধানমন্ত্রী আর তার মন্ত্রীপরিষদ দেখছি আমরা।
আমরা সাধারন মানুষ তো পড়েছি শাঁখের করাতে, না পারি সইতে, না পারি কি করতে।
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২১
দূর্যোধন বলেছেন: বাকপটু নীতিনির্ধারক দেখছি,এটা আমাদের দুর্ভাগ্যই।অতি আত্মবিশ্বাসের ফল কি হয়,তা ২০০১ আর ২০০৮ এর নির্বাচন প্রমান।
৫৫| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৪
মরূেবল বলেছেন: স্টিকি করার দাবি জানিয়ে গেলাম.
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২২
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ।
৫৬| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:১৭
চলেছি একাকী আমি বলেছেন:
২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২২
দূর্যোধন বলেছেন:
৫৭| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৫
বহুব্রীহি বলেছেন: আপনি খালি বিদ্যুৎ সমস্যার কথা লিখেছেন। শেয়ার বাজার, পদ্মা সেতুর কথা বাদ দিলেন কেন বোঝা গেল না। দ্রব্য মূল্যের উর্ধগতির চেয়েও আমার কাছে যেটা আলচোনার দাবী রাখে সেটা হল আঈন শৃংখলা পরিস্থিতি। অনেক খবর পত্রিকাতে আসে না।
২১ শে জুন, ২০১২ রাত ৮:০৩
দূর্যোধন বলেছেন: একটি পোস্টে সব কিছু টেনে এনে কোনোরকমে একটি সামারি লেখার কোনো ইচ্ছাই আমার নেই।এখানে তাই শুধু বিদ্যুত সমস্যার কথা বলা হচ্ছে,একই সাথে এখানে নৈরাজ্যের কারনে কিভাবে তা জনসাধারনের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে,তাও দেখানোর চেষ্টা করা হয়েছে।সময় করতে পারলে অন্যান্য সেক্টর নিয়েও আলোচনা হবে।
ধন্যবাদ।
৫৮| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৭
রিস্টার্ট রিফাত বলেছেন: হাসিনার কাছে একখান খোলা চিঠি দেওনের ইচ্ছা আছিলো আমার।যাই হোক সুন্দর পোস্টের জন্যে আপনারে ধন্যবাদ।+++
২১ শে জুন, ২০১২ রাত ৮:০৪
দূর্যোধন বলেছেন: ঠিকাছে,দ্রুতই আযাব থিকা বাচেঁন !
৫৯| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:২৮
ডিউরডান্ট ডি শিমুল বলেছেন:
আগাগোড়া পড়লাম, এই পোস্ট স্টিকি না হলে সেটা আপনার (মত আমাদেরও) জন্য হতাশাব্যঞ্জক হবে।
প্রিয়তে + +
মামলা!! আমিতো কিছুই বলিনাই ভাই।
২১ শে জুন, ২০১২ রাত ৮:০৫
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ শিমুল।
এখনো বুঝলেন না,কত তুচ্ছ কারনে মামলা হয়েছে আর আপনি তো অনেক কিছুই বলে ফেলেছেন !
৬০| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
নিক্সন১৩৩৩ বলেছেন: একটা চমৎকার ও তথ্যবহুল সত্য লেখা। এর জন্য ধন্যবাদ। সোজা প্রিয়তে।
২১ শে জুন, ২০১২ রাত ৮:০৬
দূর্যোধন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ,নিক্সন১৩৩৩
৬১| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫১
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: তৌফিক এলাহী র " এলাহী " মার্কা গোঁয়ার্তুমি দেখতে আর চাই না , সমাধান চাই । আর ভাই , বরাবরের মতোই " দূর্যোধনীয় পোস্ট "
+++
২১ শে জুন, ২০১২ রাত ৮:০৮
দূর্যোধন বলেছেন: এলাহী ব্যাটা 'এলাহী কান্ড'' ঘটিয়ে বসে আছে,আবার সবাইকে রাষ্ট্রদ্রোহীও বলে ধমকাচ্ছে!েজন্মা!
৬২| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৮
চাণক্য হিম বলেছেন: অনেক তথ্য বহুল পোস্ট। প্রিয়তে নিলাম। সময় করে পড়বো।
২১ শে জুন, ২০১২ রাত ৮:১০
দূর্যোধন বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানাই,চানক্য হিম!
৬৩| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৫৯
সুদীপ্ত কর বলেছেন: অনেক চমৎকার আর তথ্যবহুল পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ। লিংকগুলো পড়তে হবে আস্তে ধীরে।
পোষ্ট স্টিকি হবার দাবী রাখে।
২১ শে জুন, ২০১২ রাত ৮:১১
দূর্যোধন বলেছেন: সময় লাগবে,তবুও সময় করে লিংকগুলো দেখে নেবেন।লিংকে ত্রুটি থাকলে জানাতে ভুলবেন না
৬৪| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০১
এস বাসার বলেছেন: কে শোনবে আমাদের আর্তনাদ???
হাসিনা? না, শুনবে না। বড় আশা ছিলো এই মহিলা দেশটাকে এগিয়ে নিবে, কিন্তু লুটপাট,দূর্নীতি,আর ধান্দাবাজিতে হাসিনা সরকার সবাইকে টেক্কা দিচ্ছে।
আন্যদিকে খালেদা? হ্যা, জংগী/জামাত আর তারেক গং দের পৃষ্টপোষকতা যার একমাত্র কাজ।
সুতরাং....... কোথায় যাবো আমরা? কোথায়, কার কাছে???
পোস্টে শত সহস্র প্লাস রইলো।
২১ শে জুন, ২০১২ রাত ৮:১৪
দূর্যোধন বলেছেন: আমাদেরই রাস্তা খুঁজে নিতে হবে।তৃতীয় শক্তির জন্য এখনো বাংলদেশের রাজনীতি প্রস্তুত নয় বলেই আমার ধারনা,তবে ভোটের মাধ্যমে কিভাবে দুর্নীতিবাজ জনগন অবান্ধব সরকারকে শাস্তি দেয়া যায়,তার প্রমান ২০০১ আর ২০০৮-এ দেখা গেছে।প্রমানিত হয়েছে,জনতা নৈরাজ্য চায়না।তারপরও হুঁশ কেন যে হয় না এদের !
৬৫| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৬
অবান্তর অন্ধকার বলেছেন: নিক ম্যালফাংশন হলো কিনা বুঝতে পরতেছি না
যাই হোক দারুন পোষ্ট ++
২১ শে জুন, ২০১২ রাত ৮:১৫
দূর্যোধন বলেছেন: মাত্র তিন মাস বয়সেই নিক ম্যালফাংশান খুঁজতে এলে তো সমস্যা !
যাই হোক,ধন্যবাদ
৬৬| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৯
লক্ষ্যভেদী বলেছেন: প্রধান মন্ত্রীর মুখের কথাও যদি আপনারা গুরুত্ব দেন-তাহলে সত্যিই জাতির সামনে কঠিন দূর্ভোগ অপেক্ষা করছে
২১ শে জুন, ২০১২ রাত ৮:১৭
দূর্যোধন বলেছেন: গুরুত্ব যদি নাই দিই,তবে ''প্রধানমন্ত্রীর মুখ'' কথাটাই যে পুস্তক থেকে হারিয়ে যাবে
৬৭| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৯
লক্ষ্যভেদী বলেছেন: ৫০তম প্লাস।
২১ শে জুন, ২০১২ রাত ৮:১৮
দূর্যোধন বলেছেন: দারুন লক্ষ্যভেদ !
৬৮| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১০
গাজী খায়রুল হাসান বলেছেন: অনেক সুন্দর বস।
ভালো লাগা সাথে প্লাস।
২১ শে জুন, ২০১২ রাত ৮:১৮
দূর্যোধন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ জানাই,গাজী খায়রুল হাসান
৬৯| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৩
রঙ্গভরা বঙ্গদেশী বলেছেন: পোষ্টটি এখনো ষ্টিকি হয়নি। জানতাম, হবেনা।
২১ শে জুন, ২০১২ রাত ৮:১৯
দূর্যোধন বলেছেন: আমার নিরাপত্তাটা দেখলেন না !
৭০| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৩
ঈশান মাহমুদ বলেছেন: শেখ হাসিনা হইলো 'সর্ব শ্রেষ্ট দেশ প্রেমিক'। ওনার ব্যক্তিগত উন্নতি, অকর্মা মন্ত্রী-উপদেষ্টা তথা দলীয় চেলাচামুন্ডদের ভাগ্যান্নয়ন এবং দেশের পাছায় বাঁশ দেয়ার জন্য এই 'পরীক্ষিত দেশপ্রেমিক'কে যে কোন মূল্যে অন্তত 'পর পর তিনবার' ক্ষমতায় আনা উচিৎ।
২১ শে জুন, ২০১২ রাত ৮:২০
দূর্যোধন বলেছেন: নাউজুবিল্লাহ !!!
৭১| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৫
কামরুল হাসান শািহ বলেছেন: স্টিকি করা হোক
স্টিকি করা হোক
স্টিকি করা হোক
দারুন তথ্য বহুল পোষ্ট
+++
২১ শে জুন, ২০১২ রাত ৮:২১
দূর্যোধন বলেছেন: পজেটিভ রেটিংয়ের জন্য ধন্যবাদ কামরুল শাহি ভাই
৭২| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:১৯
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: +++ অনেক সুন্দর ভাবে সত্য তুলে ধরেছেন ।
২১ শে জুন, ২০১২ রাত ৮:২৩
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ফাইয়াদ রাফী
৭৩| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৪
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: শারা যখন কয় হ্যায় সফল আর কি বলার থাকতে পারে? এর উপরে আপ্নের এই পোষ্টের জন্য আপনে দেশোদ্রোহী, যুদ্ধাপরাধী ইত্যাদি টাইটেল পাবেন। দেশের শ্ত্রু উপাধিও পাইতে পারেন। কিন্তু তার পরেও সিভিলিয়ান দের পক্ষ হইতে এই শালার ব্যাটাগো মুখে ছিড়া চটি মারাতে ধন্যবাদ জানাই
২১ শে জুন, ২০১২ রাত ৮:২৪
দূর্যোধন বলেছেন: সফল মানুষদের অভ্যর্থনায় ব্যবহৃত ঔদার্যকে ছিড়া চটি বলায় কষ্ট পেলাম
৭৪| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৬
মুঠোকাব্যর কবি বলেছেন: শেয়ার করতে পারছিনা কেন ???? খুব খুব খুব দরকার শেয়ার করা ...........
২১ শে জুন, ২০১২ রাত ৮:২৬
দূর্যোধন বলেছেন: শেয়ারের সময় হেডলাইনটা অথবা কন্টেন্ট (হলুদ রংয়ের)সুবিধামত সংক্ষিপ্ত করে নিন,তাহলেই শেয়ার হবে।
ধন্যবাদ মুঠোকাব্যের কবি।
৭৫| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:২৬
নিক টা আমার বলেছেন: ফেসবুকে আপানার এই পোষ্টের লিঙ্কের ছড়াছড়ি দেখে চলে আসলাম...অনেক গুরুত্তপুর্ণ বিষয় তুলে ধরেছেন। পড়েও খুব ভাল লাগল।
কিন্তু কোন পরিবর্তনের সম্ভাবনা কিংবা আশার আলো কি নেই?
২১ শে জুন, ২০১২ রাত ৮:২৮
দূর্যোধন বলেছেন: পরিবর্তনের জন্য নেটিজেনদেরই এগিয়ে আসতে হবে,তাদের আশেপাশের অফলাইনের মানুষদেরও নিজেদের অধিকার বিষয়ে সচেতন করতে হবে।দুই দলকে প্রেসারে রেখে অধিকার আদায় ছাড়া অন্য কোনো পথ দেখিনা,তৃতীয় শক্তি তো না-ই!
৭৬| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩৮
হিবিজিবি বলেছেন: যে পোষ্ট দিছেন সরকারের লোকজন তো আপনারে হারিকেন জালিয়ে (বিদ্যুত তো নাই!) খুঁজবে!! আপনার এই পোস্ট সরকারের কারো নজরে পড়লে তা থেকে যদি শিক্ষা নেয় তাহলে ভালো! কিন্তু জাত দেখে মনে হয় না শিক্ষা নিবে!
এত তথ্যবহুল পোস্ট যা সরকার আর বিরোধীদের জন্য একটি ভালো দলিল!!
কি বলে যে ধন্যবাদ দিব বুজতেছিনা!!
পোষ্ট প্রিয়তে!
২১ শে জুন, ২০১২ রাত ৮:৩১
দূর্যোধন বলেছেন: দ্যান মওলা,খুঁজতে দ্যান!এইটাই কপাল,নিজের দেশের জনগনরে অধিকারের কথা কইলে খুঁইজা বাইর করতে হয়।শ্লার দ্যাষ টা কই যাইতাছে !
ধইন্যা
৭৭| ২১ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৫৫
প্রিন্স অফ ব-দ্বীপ বলেছেন: এখানে যা বললনে তা বিদ্যুৎ সমস্যার একটি অংশ, এছাড়া আরো অনেক গুরুত্বপূর্ন অংশ রয়েছে যা সাধারন মানূষের জন্য আরো ভয়ানক। নিজ ঘরে সিকিউরিটি না পাওয়া মানুষ ছাত্রলীগের সোনার ছেলেদের অত্যাচারে অতিস্ট হয়ে যখন দীর্ঘশ্বাস ফেলছে তখনি এসে হাজির হয়েছে আইন শৃংখলা বাহিনীর গুম।
কয়েকদিন পর পর তেল গ্যাস বিদ্যুৎ যাতায়াত ভাড়া বাড়ায় মানুষের যে নাভিশ্বাস উঠেছে আমার মনে হয় না শুধুমাত্র যুদ্ধপরাধিদের বিচারের আশায় মানুষ আওয়ামিলীগকে আবার ভোট দেবে। কারন চাচা আপন প্রান বাচা।
২১ শে জুন, ২০১২ রাত ৮:৩৬
দূর্যোধন বলেছেন: একটি পোস্টে সব সেক্টর নিয়ে আলোচনার অবকাশ নেই।প্রয়োজনে আলাদা পোস্ট আসতে পারে।
যুদ্ধাপরাধীদের বিচারকে এখন কোনোভাবেই নির্বাচনী বৈতরনী পার হবার ইস্যু হিসেবে ব্যবহার করতে দেয়া যায় না।এটা অবস্য পালনীয় একটি দায়িত্ব এবং এটা করতে হবে।এই বিচার নিয়ে হেলাফেলা বা জিইয়ে রেখে রাজনৈতিক খেলার চেষ্টা করলে তরুন প্রজন্ম আওয়ামী লীগকে ক্ষমা করবেনা।
একই সাথে মানুষের জীবিকার উন্নয়ন ঘটানও সরকারে দায়িত্ব ছিলো,যাতে তারা চরম ব্যর্থ।এখন ভবিষ্যতে কি হবে,খোদা-ই জানেন।
৭৮| ২১ শে জুন, ২০১২ রাত ৮:০১
সুস্মিতা গুপ্তা বলেছেন: পোস্ট স্টিকি করার আবেদন জানাই কতৃপক্ষের কাছে। অনেক গুরুত্বপুর্ন বিষয় লিখেছেন। কিন্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের কথা কিছু বলেন নাই যে!!
++++++++
২১ শে জুন, ২০১২ রাত ৮:৩৮
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ সুস্মিতা গুপ্তা।
একটি সেক্টর নিয়েই একটি পোস্টে আলোচনা করা যায়,বেশি সেক্টর নিয়ে একই পোস্টে আলোচনা করতে গেলে পুরো সমস্যাটা নিয়ে কোনোদিক দিয়েই আগানো যায় না।সময় এবং পরিস্থিতর দাবী অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনে আলাদা পোস্ট দেয়া যেতে পারে।
ধন্যবাদ।
৭৯| ২১ শে জুন, ২০১২ রাত ৮:১০
মো: সালাউদ্দিন ফয়সাল বলেছেন: স্টিকি করার আবেদন জানালাম না কারন স্টিকি করার ২ দিন পরে আপনাকে উদ্ধারের পোস্টও স্টিকি করতে হবে
পোস্ট প্রিয়তে নিলাম।
২১ শে জুন, ২০১২ রাত ৮:৩৯
দূর্যোধন বলেছেন: ভালো বলেছেন।সার্কাস্টিক মন্তব্য হলেও সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না।
ধন্যবাদ।
৮০| ২১ শে জুন, ২০১২ রাত ৮:২৬
সমকালের গান বলেছেন: শেখ হাসিনাকে একটা নোবেল দেয়া হলে সে ভুলভাল, রাস্তার মহিলাদের মতো চেচাঁমেচি বন্ধ করবে বলে আশা করা যায়। একটা নোবেলের তার অনেকদিনের স্বপ্ন...
আপনার অসাধারন লেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪৩
দূর্যোধন বলেছেন: ক্ষ্যামতা থাকলে দিয়েই দ্যান না মশাই ।
কষ্ট করে বড় লেখা পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
৮১| ২১ শে জুন, ২০১২ রাত ৮:২৭
কালা মনের ধলা মানুষ বলেছেন: এই লেখার জন্যই অপেক্ষা করতেসিলাম এতদিন। ব্রাভো।
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪৪
দূর্যোধন বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।
অ.ট. নতুন কোনো লেখা নাই যে?
৮২| ২১ শে জুন, ২০১২ রাত ৮:৩১
শাবালক ফায়েক বলেছেন: হাফ শার্ট পড়ে অফিস করার নির্দেশ দিয়েছেন ভাগ্য ভালো উলঙ্গ হওয়ার নির্দেশ দেননি ।
সোজা প্রিয়তে, আর +++++
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪৬
দূর্যোধন বলেছেন: বেশি গরম পড়লে..........কিছুই বলা যায় না।
অনেক ধন্যবাদ আপনাকে।
৮৩| ২১ শে জুন, ২০১২ রাত ৮:৩২
সহ্চর বলেছেন:
তথ্য বহুল,দুর্দান্ত এক পোস্ট।
প্লাস এবং ফেসবুক শেয়ার।
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪৬
দূর্যোধন বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন,সহচর।
৮৪| ২১ শে জুন, ২০১২ রাত ৮:৪৪
অর্পণ! বলেছেন: সামুর নতুন চেহারায় তো ভ্যাবাচেকা খাইয়া গেলাম
আপার ফটো দেখতে চোখে লাগে, তা্ও আবার ছোট বড় মিলাইয়া ৩ টা
একটু চোক্ষে পানি দিয়া আইসা তারপর পড়তেছি
২১ শে জুন, ২০১২ রাত ৮:৪৭
দূর্যোধন বলেছেন: কস্কি মমিন ! তিন টা হইছে নাকি !!!
৮৫| ২১ শে জুন, ২০১২ রাত ৮:৫৪
bangal manus বলেছেন: এক কথায় অসাধারণ।
প্রিয়তে রাখলাম। প্লাস দিলাম। এতো তথ্য পুর্ণ লেখা উপহার দেবার জন্য ধন্যবাদ দিলামনা কৃতজ্ঞতা জানালাম।
২১ শে জুন, ২০১২ রাত ১০:০২
দূর্যোধন বলেছেন: কৃতজ্ঞতা প্রকাশে ধন্য হলাম,বাঙাল মানুষ।
আপনাকে ধন্যবাদ।
৮৬| ২১ শে জুন, ২০১২ রাত ৮:৫৪
আমি কবি নই বলেছেন: ...+++...
২১ শে জুন, ২০১২ রাত ১০:০৩
দূর্যোধন বলেছেন: পজেটিভ রেটিংয়ের জন্য ধন্যবাদ
৮৭| ২১ শে জুন, ২০১২ রাত ৮:৫৪
ঢাকাবাসী বলেছেন: চমৎকার তথ্যসমৃদ্ধ পোষ্ট। ধন্যবাদ আপনাকে।
২১ শে জুন, ২০১২ রাত ১০:০৫
দূর্যোধন বলেছেন: আপনাকেও ধন্যবাদ,ঢাকাবাসী
৮৮| ২১ শে জুন, ২০১২ রাত ৮:৫৫
মশিউর মামা ১ বলেছেন: আপনি যুদ্ধাপরাধীদের বিচার বানচালের জন্য এই পোস্ট দিয়েছেন | এছাড়া বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সফল সরকারের বিরুদ্ধে এহেন মিথ্যাচারকারীর আর কি উদ্দেশ্য থাকতে পারে ?
আর বিদ্যুত নিয়ে এত মিথ্যাচার না করলেও পারতেন | বিদ্যুত না থাকলে আপনি এই ব্লগ কিভাবে লিখলেন | আর এত লোক কিভাবে পড়ল আর কমেন্ট করলো ?
যুক্তি কি একদম আওয়ামী লীগের মত হইছে না ?
২১ শে জুন, ২০১২ রাত ১০:০৬
দূর্যোধন বলেছেন: আসলেই তো!বিদ্যুত না থাকলে এই পোস্ট কিভাবে লিখলাম !
ধুর!আটকে দিলেন
৮৯| ২১ শে জুন, ২০১২ রাত ৯:০৩
বিডিওয়েভ বলেছেন: সোজা প্রিয়তে..................
২১ শে জুন, ২০১২ রাত ১০:০৭
দূর্যোধন বলেছেন: আন্তরিক ধন্যবাদ
৯০| ২১ শে জুন, ২০১২ রাত ৯:০৫
চাঁপাডাঙার চান্দু বলেছেন: দুর্যোধন ভাই, এইটা কি সিরিজ আকারে করা যায়না? শেয়ার বাজার, গুম, পদ্মা সেতু এরকম আরও অনেক বিষয় নিয়ে এখনো বলা বাকি রয়ে গেছে; অন্তত শেয়ার বাজারের লিঙ্ক দিয়ে কয়েকটা পর্ব হয়ে যাবে।
পোষ্ট দারুণ হইছে, প্লাস এবং ফেবুতে শেয়ার দিলাম
২২ শে জুন, ২০১২ রাত ১:১৪
দূর্যোধন বলেছেন: এই মুহুর্তে সিরিজ আকারে প্রকাশ করা সম্ভব নয়,কারন ধারাবাহিকভাবে কোনো একটি সিরিজ চালাতে যেই সময় লাগে,তা এই মুহুর্তে দিতে পারবো না।তাছাড়া আমার নিজেরও পূর্বপ্রস্তুতি নিয়ে লেখালেখির খুব একটা অভ্যাস নেই,সুতরাং সিরিজ লেখা হচ্ছেনা।সরকার প্রধানের এরুপ ক্রমাগত হঠকারী সিদ্ধান্ত আর বাক্যচয়নে বিরক্ত হয়েই সচেতনতা বৃদ্ধির জন্য লেখা।
তবে এর আগেও এই ধরনেরই একটা পোস্ট লেখা হয়েছিলো,দেখে আসতে পারেন।
ধন্যবাদ।
৯১| ২১ শে জুন, ২০১২ রাত ৯:০৫
মদন বলেছেন: অসাধারন!!!
প্রিয়তে
২১ শে জুন, ২০১২ রাত ১০:১৪
দূর্যোধন বলেছেন: আন্তরিক ধন্যবাদ গ্রহন করুন,মদন।
৯২| ২১ শে জুন, ২০১২ রাত ৯:২৩
অতন্দ্র তওসিফ বলেছেন: ফেসবুক শেয়ারড। কয়েকজন ব্লগারের পোস্টে কমেন্টের মাধ্যমে লিঙ্ক রেখে এসেছি, তাদের অনুরোধ করেছি তাদের মতামত জানাতে।
২১ শে জুন, ২০১২ রাত ১০:১৫
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ অতন্দ্র তওসিফ।
স্প্যামিংয়ের দায়ে অভিযুক্ত না হলেই মঙ্গল।
৯৩| ২১ শে জুন, ২০১২ রাত ৯:২৬
উদাসী ফাগুন বলেছেন: অসাধারণ !
+++++++
২১ শে জুন, ২০১২ রাত ১০:১৬
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ,উদাসী ফাগুন
৯৪| ২১ শে জুন, ২০১২ রাত ৯:৪২
ফারুক রহ্মান বলেছেন:
২১ শে জুন, ২০১২ রাত ১০:২০
দূর্যোধন বলেছেন: প্রধানমন্ত্রীর বাকশক্তি কেড়ে নেয়ার মত অভিসম্পাত করাটা যুক্তিযুক্ত এবং ঠিক শোভনীয় হলোনা।
৯৫| ২১ শে জুন, ২০১২ রাত ৯:৪৫
রাহি বলেছেন: যুদ্ধপরাধীদের বিচার সম্পর্কে যদি জিজ্ঞেস করে থাকেন। তাহলে আমার উত্তর হলো হ্যা আন্তরিক। কারন এখন এটাই তাদের শেষ সম্বল। তবে এই আন্তরিকতা আদর্শ থেকে নয়। রাজনীতির মারপ্যাচ থেকে।
আর ভ্রাতা আমরা সারাজীবনই দুটি দলের কাছে ধর্ষিত হয়ে আসছি। এখন এক কুলাঙ্গার দল যদি আমাদের ক্ষতে মোটামোটি প্রলেপ দিতে পারে। তাহলে আমরা স্বপ্ন দেখতে পারব যে অন্যদল এসে প্রলেপটা সম্পুর্ন করবে।
ক্ষতটা হচ্ছে রাজাকারদের বিচার। আর রাজাকার সব দলেই আছে। তবে সিংহভাগ ইসলামের ঝান্ডা বহনকারীদের দলে। খালেদা জিয়া তো অলরেডী ঘোষণা দিয়েছেন আসল রাজাকারদের বিচার উনি করবেন। মানে লীগ, জাপায় যা আছে ঐগুলার সামনে গজব আছে।
দল হিসেবে জিজ্ঞেস করলে আওয়ামিলীগ পুরাই ব্যর্থ। সবাই ঈশ্বর প্রদত্ত জিহ্বার ব্যবহারে ব্যস্ত। এতকিছুর পরও শেষ কথা ''ভাই রাজাকারদের গাড়িতে এই ছোট্ট দরিদ্র দেশের পতাকা দেখতে চাইনা''
২১ শে জুন, ২০১২ রাত ১০:৩১
দূর্যোধন বলেছেন: ''ইসলামের ঝান্ডা বহনকারীদের দলে''- শব্দগুলোর সাথে একমত নই।ইসলামকে পুঁজি করে যেসব বেজন্মা ধর্মব্যবসায়ী দল গড়ে উঠেছে,তাদেরকে আমি ইসলামের ঝান্ডা বহনকারী বলতে পারিনা।এই ধরনের ঢালাওভাবে 'ইসলাম পালনকারী' বলে ঘৃনিত জামাত শিবিরকে চিহ্নিত করলে আওয়ামী লীগকেই মানুষ স্বভাবতই ''ইসলামবিরোধী দল'' হিসেবে গন্য করবে,এটা নিশ্চয়ই ভালো নয়।এর ফলেই এখনো দেশের অনেক মানুষের মনে সেইসব কুলাঙ্গারের প্রতি ''ভালোবাসা' রয়ে গেছে,''ইসলাম''কে তাদের দিকে ঠেলে দেয়ার কারনে।
একমত,রাজাকার-স্বাধীনতা বিরোধী-যুদ্ধাপরাধীদের বিচার এখন আর নির্বাচনী বৈতরনী পার হবার অবস্থাতেই নেই,এই কাজটা এখন করতেই হবে।আর অপেক্ষা করা যায় না।
তবে যেই জন্য আমি এখন পর্যন্ত আওয়ামী লীগের দ্বারা কনভিন্সড হতে পারছিনা,তা হলো যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া খুবই দুর্বলভাবে দায়সারা ঢংয়ে চলছে,সেটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না।নেট ঘাটলেই যেখানে অজস্র অকাট্য প্রমানের ছড়াছড়ি,সেখানে মামলার দুর্বল অংশগুলো প্রতিদিন পত্রিকায় পড়ি আর ক্রুদ্ধ হই!এরা আসলে চায় কি?আরেকবার একই কুমিরের ছানা দেখাতে?
তরুন সমাজ ২০০৮ সালে নেটের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচারের যেই দাবী তুলেছিলো,তার তুলনায় এখন নেটিজেনদের সংখ্যা অনেক বেশি।সুতরাং প্রেসার ক্রিয়েট করে সরকারের উপর চাপ সৃষ্টি করার সুযোগও এখনই বেশি।আর কত দেরী করবো আমরা?
তবে হ্যাঁ,বিচারের নাম করে বিচারে ঢিলেঢালা ভাব রাখলে আর একই সাথে মানুষের মৌলিক চাহিদাগুলোর দিকে সঠিক খেয়াল না রাখলে সরকারের পাশা উল্টে যেতে একটুও সময় লাগবে না।
৯৬| ২১ শে জুন, ২০১২ রাত ৯:৫১
মাথা খারপ মানুষ বলেছেন: অসাধারণ পোষ্ট দুর্যোধনদা +++
উপরে কুত্তা লীগের একটার কমেন্ট পইড়া হাহালুখুগে
। সে নাকি হাসিনারে খোলা চিঠি দিবে!!
কুত্তার গায়ে গরম মাড় পড়লে যেরকম করে, হাসিনার নামে একটা কথা বললে সেইরম কুই কুই করে। আজকে এই পোষ্ট যদি দুর্যোধন ছাড়া অন্য কেউ দিত, তার কপালে খারাবিই ছিল
২১ শে জুন, ২০১২ রাত ১০:৩৩
দূর্যোধন বলেছেন: মাথা খারাপ মানুষ,আপনাকে ধন্যবাদ পজেটিভ রেটিংয়ের জন্য
৯৭| ২১ শে জুন, ২০১২ রাত ৯:৫৩
মশিউর মামা ১ বলেছেন: @ রাহী
পোস্টে করা উভয় কমেন্টে আপনার বক্তব্য - রাজাকারদের গাড়িতে জাতীয় পতাকা দেখতে চান না | স্যালুট করার মত অনুভুতি |
শুধু ২ টা প্রশ্ন
১. রাজাকারের ছেলের গাড়িতে কি জাতীয় পতাকা দেখলে আপনার এই রকম কোনো অনুভুতি কাজ করে না ?
২. ৯৬ সালে জামালপুরের নুর মাওলানাকে যখন প্রতিমন্ত্রী করা হয়েছিল তখন তার গাড়িতে দেশের ফ্লাগ দেখতে কি আপনার খারাপ লাগেনি ? নাকি আপনার দেশপ্রেম শুরু হয় ২০০১ সালের পর থেকে ?
৯৮| ২১ শে জুন, ২০১২ রাত ৯:৫৫
জুল ভার্ন বলেছেন: চমতকার!
তোমার পোস্টের শিরোনাম থেকে প্রতিটা তথ্য উপাত্য বাস্তবতার প্রমান্য দলিল।
ফয়েজ আহমেদ ফয়েজের বিখ্যাত কবিতার একটি লাইনের কথা মনে পড়ে, ‘একরাশ দুঃখের সমাবেশই আমার দেশ’। দেশটা খারাপ থেকে অধিকতর খারাপ হয়ে যাচ্ছে। কখনো কখনো মনে হয়, এর থেকে আর কতটা খারাপ হতে পারে পরিস্থিতি?
মাননীয় প্রধান মন্ত্রীর উল্লশিত সাফল্যের বাগড়ম্বর সম্পর্কে কিছুই বলার নাই। বলার আছে আওয়ামী দূঃশাসনের কিঞ্চিত ইতিহাস ও বর্তমান দৃস্টান্ত নিয়ে। যার শুরুটা হতে পারে এভাবেই- ২৫ জানুয়ারি ১৯৭৫-এ সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে দেশে রাতারাতি সংসদীয় সরকার পদ্ধতির বদলে প্রেসিডেন্ট শাসিত সরকার পদ্ধতি চালু হয়। প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান হন প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান। বহুদলীয় গণতন্ত্রের বদলে দেশে একদলীয় শাসনব্যবস্থা চালু হয়। সব দলের অস্তিত্ব বিলুপ্ত করে বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সংক্ষেপে বাকশাল নামে একটি মাত্র দল গঠন করা হয়। চতুর্থ সংশোধনীতে আরও বলা হয়, জাতীয় দল (অর্থাৎ বাকশাল) গঠনের পর সব সংসদ সদস্যকে বাধ্যতামূলকভাবে এই দলের সদস্য হতে হবে। কেউ সদস্য না হলে, সংসদে তার আসন শূন্য হবে এবং জাতীয় দলের প্রার্থী না হলে তিনি প্রেসিডেন্ট বা সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না।
১৯৭৫ থেকে ২০০৯- ৩৬ বছর পর আবারও আওয়ামী লীগ সেদিকেই এগিয়ে যাচ্ছে। কোনো বিরোধী মতামত গ্রাহ্য করা হচ্ছে না। বিরোধী দলের কর্মসূচি সহ্য করা হচ্ছে না। বস্তুত ঠিক ৩৬ বছর আগের মতোই প্রধান বিরোধী দলটিকে বিলুপ্ত করার চেষ্টা চলছে। তাই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বলা হয়েছে তিনি ছিলেন পাকিস্তানের চর। কী আশ্চর্য ইতিহাস। যিনি বংগবব্দুর পক্ষে স্বাধীনতার ঘোষনা দিয়ে জীবন বাজী রেখে নয় মাস যুদ্ধ করেছিলেন পাকিস্তানের বিরুদ্ধে, তিনি হচ্ছেন নিন্দিত। আর যিনি পাকিস্তানে নয় মাস বন্দি ছিলেন শুধু তিনিই হচ্ছেন নন্দিত! শুধু তাই নয়, এখন বলা হচ্ছে বাকশালের একদলীয় শাসনও ছিল এক ধরনের গণতান্ত্রিক ব্যবস্থা।
অর্থাৎ বাংলাদেশে জোর যার, গণতন্ত্রের ডেফিনিশন তার। ক্ষমতায় যিনি বা যারা থাকবেন, তারাই ঠিক করে দেবেন, গণতন্ত্রটা কী।
কোথায় আজ মানবাধিকার?
সহজ সরল ভাবে বললে- মানবাধিকার বলতে বোঝায়
. ন্যায্য দামে খাবার অধিকার।
. নিরাপদে বেঁচে থাকার অধিকার।
. বিদ্যুৎ, গ্যাস, পানি ও সার পাওয়ার অধিকার।
. পড়াশোনার অধিকার।
. চাকরির অধিকার।
. চিকিৎসা পাওয়ার অধিকার।
. নিজের বাড়িতে নিরুপদ্রবে থাকার অধিকার।
. ব্যক্তিগত গোপনীয়তার অধিকার।
. ন্যায়বিচার পাওয়ার অধিকার।
এসব অধিকারই এখন হয়েছে খর্ব, উপেক্ষিত অথবা অপহৃত। যেমন ঃ-
. চালের দাম ঘুরছে ডেঞ্জার জোন পঁয়ত্রিশ টাকা কেজি থেকে পঞ্চাশ টাকার মধ্যে।
. আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি ঘটেছে। প্রমাণ, যে কোনো দৈনিক পত্রিকার প্রথম ও শেষ পৃষ্ঠা এবং মফস্বল সংবাদ পৃষ্ঠা।
. দেশ জুড়েই বিদ্যুৎ নেই বললেই চলে। চুলায় গ্যাসের চাপ কম। গ্যাস স্টেশনে সময় সীমিত। শহরে পর্যাপ্ত পানির অভাব। গ্রামে প্রতিশ্রুত বিনামূল্যে সার নেই।
. স্কুলগুলোতে ভর্তি নিয়ে বাণিজ্য ও লটারি বানিজ্য চলছে।
. ঘরে ঘরে প্রতিশ্রুত চাকরি হয়নি। বরং গত ১ বছরে প্রবাসী ৬০,০০০ শ্রমিক দেশে ফেরত এসেছেন।
. সরকারি চিকিৎসাব্যবস্থা ভেঙে পড়ছে। সেখানেও ডাক্তারদের নিয়ে নির্লজ্জ দলীয়করণ চলছে।
. ব্যক্তিগত গোপনীয়তার অধিকার মানুষ হারিয়েছে। মোবাইল ফোন কম্পানি, ব্যাংক, ইলেকশন কমিশন প্রভৃতির দৌরাত্বে এই দেশের মানুষকে তাদের অনেক গোপনীয়তাকে বিসর্জন দিতে হয়েছে।
এ রকম বহু অপ্রকাশিত ঘটনার উল্লেখ করতে পারি।কিন্তু যত কম উল্লেখ করা যায়-ততই ব্যাক্তিগত মংগল।
. মানবাধিকার প্রসঙ্গে শেষ কথা হলো মানুষ এখন ন্যায়বিচার পাওয়ার অধিকার হারিয়েছে।
ন্যায়বিচার প্রসঙ্গে আমি বিশেষত দুটি দিকে দৃষ্টি আকর্ষণ করতে চাই। এক. রিমান্ডে নিয়ে মানুষকে বিবস্ত্র করা এবং নৃশংস নির্যাতন করা এখন কালচারে পরিণত হয়েছে। যাকে বলা যায় টর্চার কালচার। এই কালচারের পরিণাম হচ্ছে মৃত্যু। এই টর্চার কালচার বিষয়ে বাংলাদেশের অতীতের সুশীল কিন্তু বর্তমানের কুশীল সমাজ নীরব।
আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে-কথায় কথায় “রুল নিশি জারি” সেই সংগে গণসমন জারি করা। ওয়ান-ইলেভেনের সেনা-সমর্থিত সরকারের সময়ে টর্চার কালচার চালু হওয়ার পাশাপাশি গণসমন জারি শুরু হয়েছিল। সেই ধারাবাহিকতা এখনও চলছে। সরকার নানা অযুহাতে ইতোমধ্যেই দেশ জুড়ে চার লক্ষাধিক “অজ্ঞাত পরিচয়” ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা করেছে-শুধু মাত্র হয়রানীর উদ্যেশ্যে।
মানবাধিকার সংগঠনসহ রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে অভিযোগ করার পরও গুমের ঘটনা থামছে না। আইন-শৃঙ্খলা বাহিনী গুমের ঘটনার সঙ্গে নিজেদের জড়িত থাকার কথা অস্বীকার করলেও গুমের কারণ তারা উদঘাটন করতে পারছে না। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র’র (আসক) তথ্য অনুযায়ী চলতি বছরের গত সাড়ে তিনমাসে দেশে ২৩ জন রাজনৈতিক ব্যাক্তিত্ব ‘গুমে’র শিকার হয়েছেন। আসকের তথ্য অনুযায়ী ২০১১ সালে এধরনের গুমের ঘটনা ঘটেছে ৭০টি।
অপরদিকে বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটের তথ্য মতে দেশে অপহরণের সংখ্যা ক্রমাগত বাড়ছে। ২০০৫ সালের এ সংখ্যা ছিল ৭৬৫ জন। ২০০৯ সালে এই সংখ্যা দাঁড়ায় ৮৫৮ জনে। পুলিশের খাতায় নথিভুক্ত রেকর্ড অনুযায়ী ২০১০ সালে অপহূতদের সংখ্যা ছিল ৮৭২ জন। ‘গুম’ বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানদের বক্তব্য হচ্ছে, পুলিশ বা র্যাবের নাম করে অপহরণের ঘটনা ঘটছে। স্বাধীনতার পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্তই দেশ জুড়ে এমন ভয়াবহ হত্যা গুম এর ঐতিহাসিক রেকর্ড রয়েছে-যা বর্তমান আওয়ামী সরকার আবার কার্যকর করছে।
এধরনের ‘গুম‘ এর কারণে রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আতঙ্ক বাড়ছে, আতংক বাড়ছে সাধারন মানুষের মধ্যে। ‘হত্যা’ ‘গুম’ এর মাধ্যমে রাজনীতির বিকৃত চেহারা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অস্বাভাবিক আচরণ, জিঘাংসা আর প্রতিহিংসাপ্রবণ মানসিকতারও প্রকাশ ঘটছে। এ থেকে জনগণ মুক্তি চায়।
বাকস্বাধীনতা! এ বিষয়ে এখন যত কম বলা যায় ততই মঙ্গল। কারণ-আমিওনা আবার বাক স্বাধীনতা হারাই! বাকস্বাধীনতার অভাব হয়েছে বলেই মাহমুদুর রহমান কাশিমপুরে, বাংলাভিশনের উপস্থাপক কাজী জেসিন অদৃশ্য, উপস্থাপক ড. রেজোয়ান সিদ্দিকী অনুপস্থিত। সুতরাং বাকস্বাধীনতার বিষয়ে বেশি কিছু আর বলব না।
আওয়ামী সমর্থক কর্মী নেতা মন্ত্রী প্রত্যেকেই যেনো নোংরা কথায় প্রতিযোগীতায় নেমেছেন। সর্বচ্চ পদের অধিকারী হয়ে প্রধান মন্ত্রী এক্ষেত্রেও প্রধান্য বজায় রেখেছেন। প্রধানমন্ত্রীর বক্তব্য বরাবরই অনেক ক্ষেত্রেই অসংলগ্নতার দোষে দুষ্ট। তদুপরি তাঁর ব্যবহূত ভাষা কটাক্ষ, তির্যকতা ইত্যাদি কিশোর-যুবাদের মোটেও অনুকরণীয় হওয়া উচিত নয়। তাহলে আমাদের অসভ্যতা ও বর্বরতা আরও সর্বগ্রাসী হওয়ার আশঙ্কা প্রকট হবে।
ইংরেজি ভাষায় একটি কথা আছে: ‘দ্য টাং ইজ এ ম্যানস বেস্ট ফ্রেন্ড, ইট ইজ অলসো হিজ ওয়ার্স্ট এনিমি।’ অর্থাৎ, জিহবা একজন মানুষের সর্বোত্তম বন্ধু আবার এটা তার সর্বনিকৃষ্ট শত্রুও। মিষ্টি কথায় লোকের মন ভোলানো যায়, আবার রুষ্ট কথায় লোকজনদের খেপানোও যায়। এ জন্যই বুঝি আমাদের মাতৃভাষায় একটা কথা আছে: নীরবতা হিরণ্ময়। তার মানে, বাচাল কথাবার্তার চেয়ে নীরবতাই বাঞ্ছনীয়। আর আরবি ভাষায়ও প্রবাদবাক্য আছে: মান সাকাতা সালিম। অর্থাৎ যে নীরব রইল, সে নিরাপদ থাকল। অত্যন্ত দূর্ভাগ্য জনক সত্য, আমাদের মাননীয় প্রধান মন্ত্রীর তাঁর মুখের অশ্লীলতা কদর্য্যতাকেই “শিক্ষিত” প্রমানে ততপর!
প্রধানমন্ত্রীর বক্তব্য(বক্তব্য নাবলে কুটুক্তি, অশ্লীলতাই বলা সঠিক) শুনে কতিপয় অসভ্য তেলবাজ দাঁতকেলিয়ে বাহবা দিলেও অনেকেরমতই আমার দৃস্টিতে তাঁর কথা বার্তা অনেক ক্ষেত্রেই অসংলগ্নতার দোষে দুষ্ট। তদুপরি তাঁর ব্যবহূত ভাষা কটাক্ষ, তির্যকতা ইত্যাদি কিশোর-যুবাদের মোটেও অনুকরণীয় হওয়া উচিত নয়। তাহলে আমাদের দেশে সন্ত্রাস অসভ্যতা ও বর্বরতা আরও সর্বগ্রাসী হওয়ার আশঙ্কা প্রকট হবে।
সবকিছুর বিবেচনায় প্রধান মন্ত্রী অবশ্যই অনেক বেশী সফল হয়েছেন-যদিও তা জন কল্যানের নয়, অকল্যাণে।
পোস্টে প্লাস।
২১ শে জুন, ২০১২ রাত ১০:৪৫
দূর্যোধন বলেছেন: বঙ্গবন্ধু নয়মাস জেলে বন্দী ছিলেন,সেটা কোনোভাবেই তার অযোগ্যতা নয় (আপনার মন্তব্য যদি ঠিকঠাক অনুধাবন করে থাকি)।একজন বঙ্গবন্ধু তার অযোগ্য উত্তরসূরীর জন্য কোনোদিনই প্রশ্নের সম্মুখীন হতে পারেন না।বাঙ্গালী জাতি স্বাধীনতার জন্য এই লোকটার কাছে চিরদিন ঋনী আছে,থাকবেই।যেই লোকটা প্রায় সারাটা জীবনই জেলে কাটিয়ে গেছেন,সেই লোকটাকে আপনি আমি-যারা শিক্ষিত এবং জ্ঞাত,তারা অবশ্যই সম্মান করবো।শাসক হিসেবে উনি হতে পারে বেশ কিছু ভুল ডিসিশান নিয়েছেন,তাই বলে বাংলাদেশের জন্মে বঙ্গবন্ধুর অবদানই পর্বতসম-এটা কে অস্বীকার করবে?
যাই হোক,আপনার মন্তব্যের বাকী অংশটূকু দিয়ে দুর্দান্ত একটা পোস্টই হয়ে যেতে পারতো।তারপরও আপনি এখানে সেই কমেন্ট করে আমাকে ধন্য করেছেন।
দেশের অবস্থা কোনো অংশেই ভালো নয়।কট্টর আওয়ামী লীগ সমর্থকও সেটা মনে মনে জানেন বলেই আমার ধারনা।এভাবে চেপেচুপে আর সুনির্ধারিত নীতিমালা ছাড়া কিভাবে দেশ ঠিকভাবে চলে?অসম্ভব বাজে একটা সময় পার হচ্ছে,অসম্ভব বাজে!
৯৯| ২১ শে জুন, ২০১২ রাত ১০:০০
দূর্যোধন বলেছেন: *** ব্যক্তিগত আক্রমন না করার জন্য সবাইকে অনুরোধ জানানো গেলো।অন্যথায় কমেন্ট মুছে দিয়ে ব্লক করতে হতে পারে।
ধন্যবাদ।
১০০| ২১ শে জুন, ২০১২ রাত ১০:১৬
জুন বলেছেন: দুর্যোধন এইটা কি সিরিজ আকারে করা যায়না? শেয়ার বাজার, গুম, পদ্মা সেতু আর শেয়ার বাজার এরকম আরও অনেক বিষয় নিয়ে এখনো বলা বাকি রয়ে গেছে ..চাপা ডাংগার চান্দুর মন্তব্যটাই সর্বাধিক উপযুক্ত মনে হলো দুর্যোধন।
+৮০
২১ শে জুন, ২০১২ রাত ১০:৪৭
দূর্যোধন বলেছেন: দুঃখিত জুনাপা,এটা সম্ভব নয়।অন্ততঃ এই মুহুর্তে।
এ প্লাস রেটিংয়ের জন্য ধন্যবাদ নিন
১০১| ২১ শে জুন, ২০১২ রাত ১০:২৩
সায়েম মুন বলেছেন: বিদ্যুৎ নিয়ে তামসা আর কত দেখবো!
বর্তমানে রাস্তা ঘাটের অবস্থা দেখছেন। অলিগলির রাস্তার কথা বাদই দিলাম। মেইন রাস্তাগুলাও সেই যে প্রাগঐতিহাসিক আমলে কাটছে ঠিক করার কোন নামই নাই। ঢাকা শহর যেন ধূলার রাজ্যে পরিণত হৈছে। সামান্য বৃষ্টিতে পানি জমে কাঁদা হয়ে যায়। বাকী শহরগুলোর কথা নাইবা বললাম।
বাজারে একটা কোন সবজি নাই যেটার দাম কেজি ২০ টাকার নিচে। বেশীর ভাগই ৩০/৪০/৫০ টাকা। ঐদিকে পেঁপের কেজী ৪০ টাকা। এর চাইতে হাস্যকর আর কি হতে পারে।
বেশীর ভাগ পাবলিকের বাসা ভাড়া আর একটা বড় বাজার করলে হাত প্রায় ফাঁকা হয়ে যায়।
লোকজন কি চুরিচামারী করে বেঁচে থাকবে নাকি!
একটা কোন সেক্টর নাই যেটা ঠিকমত চলছে। এক কৃষি আর ধান উৎপাদন। যার ন্যায্যমূল্য আবার কৃষক পায় না।
আর কি কবো! মূখবন্ধ করে রাখার নীতিও প্রণয়ন করেছেন তারা।
তাই আর বেশী কিছু কৈলাম না।
২১ শে জুন, ২০১২ রাত ১০:৫১
দূর্যোধন বলেছেন: ভাই,তারপরও মানুষজন কিভাবে বেঁচে আছে,সেটাই রহস্য!দ্রব্যমূল্য কোন আকাশে গিয়ে ঠেকেছে!সামনে আসছে রমজান মাস!ঘরে থাকেনা বিদ্যুত,তার আবার দাম ৮ টাকা ইউনিট(৪০০+,আর ভাড়াটে হলে তো এমনিতেই ৮ টাকা)!পানি থাকেনা,যানজটে রাস্তায় বের হওয়া যায় না,যানবাহনের ভাড়ায় অস্থির!গুম আর ছিনতাইয়ে ভরেছে দেশ! আর কত সহ্য করে মানুষ!তারপরও রাগ করে 'উহ' বললেই পেয়াদারা ভরে দেবে নয়তো কাজীসাহেব ঠুকে দেবেন!
খান্ক ইর্পো!
১০২| ২১ শে জুন, ২০১২ রাত ১০:৫২
ফয়সাল তূর্য বলেছেন: যত যাই কিছু বলেন সবশেষে কিন্তু তালগাছ হাসিনা আপারই!
২১ শে জুন, ২০১২ রাত ১১:২২
দূর্যোধন বলেছেন: তাইলে তালগাছটা দিয়া দ্যান।
১০৩| ২১ শে জুন, ২০১২ রাত ১০:৫৩
জুন বলেছেন: দুর্যোধন আমি তোমার লেখা কে সাব্বাশ, দারুন, অসাধারন এসব বিশেষনে ভুষিত করতে চাইনি। কারন তুমি এমনটিই সচরাচর লিখে থাকো যাকে এক কথায় দুর্দান্ত বলা যায় । হাজারটা প্লাস দিলেও আজ কম হয়ে যায়।
ভালো থেকো সবসময়।
২১ শে জুন, ২০১২ রাত ১১:২৪
দূর্যোধন বলেছেন: আপনেরে না কইছি,বিনয় না দেখাইতে!
ফুইলা গেলাম,মওলা
১০৪| ২১ শে জুন, ২০১২ রাত ১১:০৫
রাহি বলেছেন: ভাই ইসলাম শব্দটা তারা বেশী ব্যবহার করে। তাদের উপর কোনো এটাক আসলেই ইসলামের উপর এটাক হিসেবে চালিয়ে দেয়। তারা মরলে হয়ে যায় শহীদ। তাদের হাতে কেউ মরলে হয় কতল। মৃত ব্যক্তি মুসলিম হোক বা না হোক। তাই এটা বলেছি ব্যাঙ্গ করে। ধর্মকে ছোট করে নয়। আর আমিও একজন মুসলিম
হ্যা আমিও অধৈর্য্য। প্রধানমন্ত্রী সৌদি থেকে ফেরা পরে টানা একবছর গাও লড়ান নি। এরপর দাঁত ব্রাশ কইরা কইরা যেন বিচার শুরু করছেন। এখনো শৌচাগারের সবকাজ বাকী রয়ে গেছে। তবে অধম আমি আর কি করব ভ্রাতা কন স্বপ্ন দেখা ছাড়া। একদিকে তো কিছুটা হলেও জেগে জেগে স্বপ্ন দেখা যায়। অন্যদিকে দেখা মানে মংগল গ্রহে বসে বিড়ি টানার ইচ্ছা আরকি।
২১ শে জুন, ২০১২ রাত ১১:২৬
দূর্যোধন বলেছেন: হ,ইসলামরে জামাইত্যার একলা সম্পত্তি বানাইয়া দেওনের সুযোগতো দেওন যায় না।তাই কইতাছিলাম,আরকি!
মঙ্গল গ্রহে কিন্ত পানি পাওয়া গেছে,বসবাস শুরু হইবো নাকি শীঘ্রই( আই মিন,উপমা টা যুৎসই হয় নাই )
১০৫| ২১ শে জুন, ২০১২ রাত ১১:১৬
মর্তের_বাস্তবতা বলেছেন: পোস্টটি স্টিকি করার আবেদন জানাচ্ছি। ধন্যবাদ +++
২১ শে জুন, ২০১২ রাত ১১:২৭
দূর্যোধন বলেছেন: ধুর মিয়া,ধন্যবাদ জানাইতে গিয়া মনে পড়লো,আপনে এখনো বাস্তব জগতেই নাই !
তাও,ধন্যবাদ।
১০৬| ২১ শে জুন, ২০১২ রাত ১১:১৭
রাহি বলেছেন: মশিউর মামা ১
১. রাজাকারের ছেলের গাড়িতে কি জাতীয় পতাকা দেখলে আপনার এই রকম কোনো অনুভুতি কাজ করে না ?
পুত্রের যদি সেই সৎসাহস থাকত এবং প্রকাশ্যে বলতে পারত নিজের পিতার অপকর্মের জন্য সে লজ্জিত। তার পিতাকে একটা ঘৃণ্য ডাষ্টবিনের সাথে তুলনা করে ময়লা ফেলুন বলত। কিন্তু পুত্র এমন না। তাই এদেরও দেখতে পারিনা। আমার আগের কমেন্টটা পড়ুন আরেকবার। সেখানে আমি বলেছি প্রলেপ সম্পুর্ন করতে পারবে বিএনপি। সেটা রাজনৈতিক প্রতিহিংসা থেকেই হোক। আমি রাহি বত্রিশ দাঁত বের করে হেসে হেসে স্বাগত জানাব।
২. ৯৬ সালে জামালপুরের নুর মাওলানাকে যখন প্রতিমন্ত্রী করা হয়েছিল তখন তার গাড়িতে দেশের ফ্লাগ দেখতে কি আপনার খারাপ লাগেনি ? নাকি আপনার দেশপ্রেম শুরু হয় ২০০১ সালের পর থেকে ?
৯৬সালে আমার বয়স ছিল ৬বছর আশাকরি উত্তর পেয়েছেন। তারপরও বলছি দেশের ইতিহাস রাজনৈতিক সমর্থন (বুঝে শুনে) এসব শুরু হয়েছে আমার তত্তাবধায়ক সরকারের আমলে। এর আগেও সমর্থন করতাম
অবদান শুনে শুনে সমর্থক আরকি। যার বাসায় আগে দিনকাল পত্রিকা রাখা হত তার সমর্থনটা কোনদিকে যাবে তাতো আর বুঝতেই পারছেন।
১০৭| ২১ শে জুন, ২০১২ রাত ১১:২১
প্রজন্ম৮৬ বলেছেন: অসাধারন তথ্যনির্ভর দূর্যোধনী পোস্ট +++++
ইনডেমনিটি দেয়া দেখেই বোঝা যায় এই "এলাহী কারবার" এর প্রভাব কেমন হবে তা সরকারও বোঝে!
আরেকটা এ্যাঙ্গেল আমাদের দেখা দরকার আছে, প্রথম আলো'তে ডঃ আকবরের একটা কলাম পড়ে জেনেছিলাম, কুইক রেন্টালে'র ভয়াবহতা চুড়ান্ত পর্যায়ে গিয়ে দাড়িয়েছে কারন কোম্পানীগুলো দেশী, যারা দেশের ব্যাংক থেকে "লোন" নিয়ে বিদেশি মুদ্রায় যন্ত্রাংশ ঠিকমত পরিচালনা করতে না পেরে, ঠিকমত চালাতে না পেরে লস খেয়েছে!!! এবং সবচেয়ে ভয়ের বিষয় হলো আমাদের দেশি ব্যাংকের টাকায় গড়ে উঠা এসব কোম্পানী'র লসগুলো আমাদের দেশী অর্থনীতিকেই বইতে হবে!!!
ইতিমধ্যেই বৈদেশিক মুদ্রা তহবিল সহ ব্যাংকিং সেক্টরে এর প্রভাব দেখা দিয়েছে!
এই এলাহী কান্ডকারখানা'র সামনে খাম্বা নিতান্তই শিশু হয়ে গেছে। খাম্বাগুলো তো অন্তত ছিল! কিন্তু এখানে তো কিছুই অবশিষ্ট থাকছে না!
পোস্টটার জন্য অনেক অনেক ধন্যবাদ দূর্যোধন
২১ শে জুন, ২০১২ রাত ১১:৩২
দূর্যোধন বলেছেন: আমিও কলামটা দেখছিলাম,তয় পোস্টের সাইজ যেইভাবে ইনফ্লেশানের মত ফুলতাছিলো,আর বাড়াইতে সাহস করি নাই।
এলাহী'র জন্য টোটাল অর্থনীতিটা ভুগতাছে।ছ্যাড়াব্যাড়া কইরা দিছে এক্কেবারে!শুধু তাই না,প্রাইম মিনিস্টাররেও ভালোই হাত কইরা রাখছে মনে হয়।খাম্বা তো যথাযথ মালিকের স্থানমত পৌঁছাইছিলো,এখন কুইক কেন্দ্রগুলাও কুইক সার্ভিসের মাধ্যমে জায়গামত চইলা যাবে ,ধারনা করি।
১০৮| ২১ শে জুন, ২০১২ রাত ১১:৩৫
বৈকুন্ঠ বলেছেন: সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবো??? মনে হয়না। এমন পোস্ট স্টিকি হৈলে জানা -আরিল্ড দম্পতিও সাগর-রুনি..... থাক আর কৈলামনা। আম্নে নিজেও ইট্টু সাবধানে থাইকেন। ক্ষমতাশালি মাফিয়ার বিরুদ্ধে কথা বলা বিপজ্জনক
আমি শুধুখাসিনা বেওয়ারে এক্টা কথা জিগাইতাম চাই। পকেটমাইর, গাঁইটকাটা কিংবা ছিঁচকা চোররেও আমরা মাননিয় বা মহামান্য সম্বোধন করিনা। তাইলে উহার মতন একটা চোরের রানীরে কেন আমরা মাননিয় সম্বোধনে সম্বোধিত করবো?
২২ শে জুন, ২০১২ রাত ১২:১২
দূর্যোধন বলেছেন: বৈকুন্ঠ প্রশ্ন করেছেন-তাইলে উহার মতন একটা চোরের রানীরে কেন আমরা মাননিয় সম্বোধনে সম্বোধিত করবো?
বৈকুন্ঠ উত্তর দিয়েছেন-
আম্নে নিজেও ইট্টু সাবধানে থাইকেন। ক্ষমতাশালি মাফিয়ার বিরুদ্ধে কথা বলা বিপজ্জনক
১০৯| ২১ শে জুন, ২০১২ রাত ১১:৩৭
মাস্টার বলেছেন: শুধু ব্লগপোস্ট পড়ে গেলাম। লিঙ্কগুলো ঘুরে দেখতে হবে... তবে কাজের কাজ করছেন একটা।
হাইকোর্ট কবে আপনার ব্লগের উপর রুল জারি করে সেটা এখন দেখার বিষয়...
+++++
২২ শে জুন, ২০১২ রাত ১২:১৩
দূর্যোধন বলেছেন: হাইকোর্ট নিজেই এখন সংসদ সদস্য আর স্পীকারের দাবড়ানীর উপ্রে আছে
১১০| ২১ শে জুন, ২০১২ রাত ১১:৪৭
আমি হিমালয় বলেছেন: পুরা উড়া ধৃরা পোষ্ট।
২২ শে জুন, ২০১২ রাত ১২:১৪
দূর্যোধন বলেছেন: আসলেই !
১১১| ২১ শে জুন, ২০১২ রাত ১১:৫৩
বিবেকহীন বলেছেন: অঙ্গীকারের থেকে বেশি কাজ তিনি ঠিকিই করছেন, সমস্যা হচ্ছে উনার অঙ্গীকারের মর্মার্থ উদ্ধারে জাতি ব্যর্থ হয়েছে।
২২ শে জুন, ২০১২ রাত ১২:১৬
দূর্যোধন বলেছেন: জাতিকে হাইকোর্ট দেখানো হোক!
১১২| ২২ শে জুন, ২০১২ রাত ১২:০৪
রূম্মান বলেছেন: সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????
সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????সামু কর্তৃপক্ষ কি পোস্টটা স্টিকি করবে????????
২২ শে জুন, ২০১২ রাত ১২:১৮
দূর্যোধন বলেছেন: বিশাল প্রশ্ন করে বসেছেন,দেখছি।
সংক্ষিপ্ত উত্তর- না !
১১৩| ২২ শে জুন, ২০১২ রাত ১২:১৯
নিরপেক্ষ মানুষ বলেছেন: স্টিকি করা হওক
২২ শে জুন, ২০১২ রাত ১:০৬
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ।
১১৪| ২২ শে জুন, ২০১২ রাত ১২:২১
রাহি বলেছেন: দেওয়ার পর মনে হইছে কোন এক বলদা প্রতিষ্ঠান মানুষ পাঠাইয়া দিতাছে ২০৩৩সালের ভিতরে। পানিও মিইল্যা গেছে প্রায়
উপমাটা জলে গেল
যাইহোক ভাল থাকবেন দূর্যোধন ভাই।
অঃটঃ যুদ্ধপরাধী/ইসলাম নিয়ে ব্যবসা সম্পর্কে একটা পোষ্ট চাই আপনার কাছ থেকে জোর দাবী জানাইয়া গেলাম
২২ শে জুন, ২০১২ রাত ১:০৮
দূর্যোধন বলেছেন: চোখ টিপের ইমো দেওয়াতেই তো কনফিউজড হইয়া গেলাম।ব্যালান্সিং আমার মাঝে নাই,ভ্রাতঃ । সময় ও সুযোগ হইলে ঠিকই কিছু পাইবেন।
১১৫| ২২ শে জুন, ২০১২ রাত ১২:৩৬
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: অনেক আশা নিয়ে এই সরকার ভোট দিয়েছিলাম , কিন্তু আফসোস ।
২২ শে জুন, ২০১২ রাত ১:০৮
দূর্যোধন বলেছেন: আপনার,আমার মতো আরো অনেক তরুনই ঠিক এই কাজটিই করেছিলো,কল্পবিলাসী
১১৬| ২২ শে জুন, ২০১২ রাত ১২:৪০
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: যুগোপযোগী পোষ্ট
হাসিনা সরকাররের গালে এমন একটা থাপ্পড় দেয়ার জন্য ত্যাঙ্কস
++++++
মাথা খারাপ মানুষ মাথা খারাপ হলেও কথাটি মনে মতোই বলেছে। নির্মম সত্যি কথা সামুর জন্য।
২২ শে জুন, ২০১২ রাত ১:১১
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ জানুন,বৃষ্টি ভেজা সকাল
১১৭| ২২ শে জুন, ২০১২ রাত ১২:৪০
ডেমিয়েন থর্ন বলেছেন: এক নিঃশ্বাসে পোস্ট টা পড়ে ফেললাম, লিঙ্ক গুলো ধীরে ধীরে পড়ব। দারুন লিখেছেন বস।
২২ শে জুন, ২০১২ রাত ১:১৫
দূর্যোধন বলেছেন: সময় নিয়ে লিংকগুলো দেখবেন,কোনো ত্রুটি পেলে জানাবেন।
ধন্যবাদ,ডেমিয়েন থর্ন ।
১১৮| ২২ শে জুন, ২০১২ রাত ১২:৫৯
রুন বলেছেন: অসাধারন লিখেছেন ভ্রাতা । পোস্ট টা পরলাম। লিঙ্ক গুলু একটু সময় নিয়ে পরব । ব্যাংকার হওয়ার সুবাদে কুইক রেন্টাল এর ভয়াবহতার কিছুটা কাছ থেকেই দেখতে হয়েছে । এলাহির গযবী কারবার । শুধু বিদ্যুৎ না প্রায় সব ক্ষেত্রেই লেজেগোবরে অবস্থা তৈরিতে আওয়ামীলীগ আগেই বি এন পি কে ছাড়িয়ে গিয়েছে। এরপর ও প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী-উপদেষ্টাদের লাগামহীন কথাবার্তা শুধুমাত্র মানুষের ভেতরের আগুনটাকেই উস্কে দেবে।
রাজাকারদের বিচারের ইস্যু টার জন্যই গতবার আওয়ামিলিগকে ভোট দিয়েছিলাম। বেজন্মা গুলার বিচার এদেশের মাটিতেই হওয়া দরকার এবং টা খুব তাড়াতাড়িই । কিন্তু, বিচার যেভাবে চলছে, তাতে এখন নিজের ই সন্দেহ হয় সরকারের সদিচ্ছা নিয়ে । অনেক আশা নিয়ে এই সরকারের দিকে তাকিয়ে ছিলাম । বাট, যত দিন গিয়েছে ততই আশার বেলুন ছোট হয়েছে । আর এখন তো কিছুই অবশিষ্ট নেই।
২২ শে জুন, ২০১২ রাত ১:১৮
দূর্যোধন বলেছেন: নো ওয়ে রুন,বিচার করতেই হবে,করতেই হবে।আশার বেলুন ছোট হতে দেয়া যাবেনা।
১১৯| ২২ শে জুন, ২০১২ রাত ১:০৫
কামরুল হাসান শািহ বলেছেন: ১৭৯ নং মন্তব্যের জবাবের লিংক ঠিক করে দিন
আর চান্দুর মন্তব্যের সাথে একমতও।
সিরিজটা করলে ভালো হবে।
২২ শে জুন, ২০১২ রাত ১:২০
দূর্যোধন বলেছেন: অসংখ্য ধন্যবাদ কামরুল শাহি ভাই দৃষ্টি আকর্ষনের জন্য,সম্ভব হলে অন্যান্য লিংকও চেক করে বলবেন।
আবারও ধন্যবাদ
১২০| ২২ শে জুন, ২০১২ রাত ১:০৮
স্বপ্নরাজ বলেছেন:
তথ্যভরা অসাধারন পোস্ট।
মানুষের ফুসে ওঠা সময়ের ব্যাপার মাত্র।
২২ শে জুন, ২০১২ রাত ১:২২
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ স্বপ্নরাজ,এভাবে বিদ্যুত খাত নিয়ে আর নয়ছয় করা যায় না।
১২১| ২২ শে জুন, ২০১২ রাত ২:০৩
অনিরূদ্ধ বলেছেন:
এইরকম অবাধ তথ্যপ্রবাহের যুগেও প্রধানমন্ত্রী আর উনার মন্ত্রী এমপিরা যেভাবে একের পর এক জঘণ্য মিথ্যাচার করে বেড়াচ্ছেন সেসব দেখে শুধু একটাই প্রশ্ন মাথায় আসে- এদের কি লজ্জা শরম নেই?? উনাদের মুখ থেকে একটা কথা বের হওয়া মাত্রই সেটা আমরা ক্রস ভেরিফাই করে ফেলি মুহুর্তের মধ্যেই। আরে বাপ এইটা ইন্টারনেট মিডিয়ার যুগ তা কি গর্দভ গুলা এখন পর্যন্ত বুঝে উঠতে পারেনাই?? আমার মাথায় ঢুকেনা সরকারের সর্বাধিক গুরুত্বপূর্ণ পদে বসে থাকা ব্যক্তিরা কিভাবে এতো মিথ্যাবাদী বেহায়া হয়! এইটা কী করে সম্ভব!!
আমি যদি একটা ভদ্র সুশিক্ষিত মানুষ হয়ে থাকি তাহলে আমি কখনোই নিজের লাভের জন্যে মিথ্যা বলে একটা লোককে ঠকাতে পারবোনা, আমার শিক্ষা আমাকে বাঁধা দেবে, আমার বিবেকের দায় আমি এড়াতে পারবোনা। অথচ আমাদের দেশের রাজনীতিবিদরা দিনের পর দিন কিভাবে পুরো জাতিকে ধোকা দিয়ে যাচ্ছে আর নিজেরে আখের গোছাচ্ছে! এরা কোন শ্রেণীর ইতর অসভ্য মানুষ তা বুঝে আসেনা....
ধৈর্য্যের বাঁধ আমাদের অনেক আগেই ভেঙে গেছে। দেয়ালে পিঠ আমাদের অনেক আগেই ঠেকে গেছে। কিন্তু আমাদের সমস্যা কী জানেন? আমরা এগোই না, দেয়াল টা খালি একটু একটু করে পেছায়...
প্রচন্ড জেদ হয়... কামাই করা শিখেছি তো, প্রত্যেকটা পয়সার ডেবিট ক্রেডিট মেলাতে হয় তাই চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে মাথা ঠিক রাখতে পারিনা। এরকম অযোগ্য সরকারকে ট্যাক্স দেয়াটাও মানতে পারিনা।
নিজেকে মনে হয় একটা এটম বোমা। খালি ফোটার অপেক্ষা...
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:১৪
দূর্যোধন বলেছেন: এক্সাটলি,অনিরুদ্ধ,এই আধুনিক যুগে আপনার মুখের কথা সম্পুর্ন মিলিয়ে যাবার আগেই তার সত্যাসত্য জেনে যাওয়াটা কোনো ঘটনাই না।হাতে হাতে নেট কানেকশন নিয়ে ছেলেপুলে ঘুরছে,তাদের সামনে 'ডিজিটাল বাংলাদেশের' প্রবক্তা হয়ে কিভাবে তথ্য নিয়ে মিথ্যাচার করেন প্রধানমন্ত্রী?কয়েক মুহুর্ত হয়তো যারা সঠিক তথ্য জানেনা,তারা বিভ্রান্ত হবে,কিন্ত যখন তারা সঠিক তথ্যটি জানবে-তখন?আর তথ্য জানার কথাই বাদ দিলে,বাস্তবের মুখোমুখি হচ্ছি তরুনেরা প্রতিদিন,আমারা কি বুঝতে পারছি না-জীবিকা চালানো কত কঠিন হয়েছে?
এমন লক্ষ কোটি মানুষ শুধু ভিতরে ভিতরে ফুঁসছে,অনিরুদ্ধ..........আমরা তরুনেরা টের পাচ্ছি.........প্রধানমন্ত্রী,শুধু আপনিই টের পাচ্ছেন না।
১২২| ২২ শে জুন, ২০১২ রাত ২:০৯
অবান্তর অন্ধকার বলেছেন: দাদা কথাটা কি নেগেটিভ ভাবে নিলেন?
দূর্যোধন এমন পোষ্ট দেয়না তাই বলছি ম্যালফাংশনের কথা।
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:১৬
দূর্যোধন বলেছেন: নেগেটিভলি নেই নি,এখন আশ্চর্য হলাম।এমন পোস্ট আগেও হয়েছে।
১২৩| ২২ শে জুন, ২০১২ রাত ২:১৪
শুভঙ্করঃ বলেছেন: সময়োপোযোগী আগুন পোস্ট।আপনার কাছ থেকে দায়িত্বশীল ব্লগারের পরিচয়ই পেলাম আবার। চির সবুজ থাকুন, শতবর্ষী হোন।
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:১৭
দূর্যোধন বলেছেন: মন্তব্যে কৃতার্থ হলাম,শুভঙ্করঃ
১২৪| ২২ শে জুন, ২০১২ রাত ২:১৬
আমি রুবেল বলেছেন: এই পোস্ট স্টিকি কেন করা হবে না? - এই মর্মে বিচিরপতি সাহেবকে একটি রুল জারি করার জন্য অনুরোধ করা হইলো
পিলাস।
আপনি ফানি লেখা ভালা লেখেন মনে করতাম, এখন দেখতাসি, ভয়াবহ লেখাতেও ভয়াবহ পারফর্মেন্স!
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:১৮
দূর্যোধন বলেছেন: রুলের ভয় দেখাইয়েন না ভাইজান,রুল ব্যাটন ভয় পাই
১২৫| ২২ শে জুন, ২০১২ রাত ২:৫২
চালু অাদমি বলেছেন: ++++
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:১৯
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ চালু আদমি।
১২৬| ২২ শে জুন, ২০১২ রাত ২:৫৮
মুনসী১৬১২ বলেছেন: দুর্দান্ত পোস্টা
কিছু তথ্য : ১. ৩৩টি কেন্দ্রই কুইকরেন্টাল না এর মধ্যে কুইক রেন্টাল আছে, রেন্টাল আছে, সরকারী আছে, বড় বেসরকারী কেন্দ্র আছে। রেন্টাল কুইক রেন্টাল মিলে ১৪ টা। কিন্তু গত দুবছরের ভর্তুকীর ৮০% এদের পেছনে গেছে।
২০০৯-১০ বিদ্যুৎ খাতে ভর্তুকী ছিল ৮০০ কোটি টাকা। ১০-১১ তো এক লাফে সাড়ে চার হাজার কোটি টাকা। ১১-১২ তে ৬৬০০ কোটি টাকা...বাড়বেই।
২. কুইক রেন্টাল থেকে বিদ্যুৎ কেনা হয় ৬ টাকা থেকে ১৪ টাকায়।
৩. কুইক রেন্টাল প্রকল্প গত আওয়ামীলীগ টার্মে তৌফিক ইলাহী যখন বিদ্যুৎ সচিব ছিল তথন নিয়েছিল, কিন্তু কার্যকর করতে পারেনি। দেশে বেসরকরী খাতে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছিল তৌফিক সেই সময়ে।
৪. তৌফিক হলো মওদুদের ভায়রা। দু'জনে পল্লীকবির জমাই। বেচারা অপারে যে কেমন আছে আল্লাই জানে...
৫. এ মাসে আবার বিদ্যুতের দাম বাড়ছে-----------
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:২৪
দূর্যোধন বলেছেন: তথ্যগুলোর লিংক দিয়ে সাহায্য করবেন
পল্লীকবি নির্ঘাত কষ্টে আছেন এহেন দুষ্কৃতকারীদের কর্মকান্ড দেখে।
তৌফিক এলাহীর মত লোকেরা সব সরকারের আমলেই দুধ আর সর খেয়ে ফেলে,তারপরও হুলো বেড়ালগুলোকে ছাড়া সরকারপ্রধানদের চলেনা।
আবার বিদ্যুতের দাম বাড়বে ? শ্লার ......... !!
১২৭| ২২ শে জুন, ২০১২ রাত ৩:০০
কলম.বিডি বলেছেন: আমাদের ছুটা বুয়ার জামাইটা বেকার,বস্তির সামনে বসে বসে বিড়ি ফুঁকে আর কারণে অকারণে বউ পিটায়।বেচারি কয়েকদিন পরপরই আসে না,মারের চোটে সারা শরীর ফুলে যায় বলে।
আপনার এই লেখাটা কেন যেন হতভাগীটার কথা মনে করিয়ে দিল।ভাত যে দেয় না,তার কি কিল দেয়ার অধিকার থাকে?কিভাবে?
প্লাস দিলাম।যদিও এতে সমস্যার কোন সমাধান হবে না...
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:২৬
দূর্যোধন বলেছেন: হ্যাঁ,সেই পুরনো বাংলা প্রবাদ,
''ভাত দেয়ার মুরোদ নাই,কিল মারার গোসাঁই'' !
সমস্যার সমাধান হবে,সচেতনতাই এদের কঠিন একটা শিক্ষা দেবে।
ধন্যবাদ কলম.বিডি।
১২৮| ২২ শে জুন, ২০১২ রাত ৩:১৭
অনিক আহসান বলেছেন: উনি ডিজিটাল নৌকা আম্রিকান এয়ারক্রাফট ক্যারিয়ারে চইরা এই যাত্রায় পার হওয়ার আশায় আছেন।
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:২৮
দূর্যোধন বলেছেন: এই যাত্রা পার?কথা শুনলে তো মনে হয় আরো ১০০ বছর নেভালশিপ চালাবেন।অথচ শিপের তলা ফুটো হয়ে গেছে,সেইদিকে খেয়াল নেই।
১২৯| ২২ শে জুন, ২০১২ রাত ৩:৩৮
অর্পণ! বলেছেন: বাংলাদেশে একটা দলকেই গনায় ধরতাম। কিন্তু তারাও দেশটাকে নিজের সম্পত্তি বইলা দাবী করে
সামনের বার ভোট কারে দিমু?
আসলেই, এমন একটি পোস্ট স্টিকি হওয়া উচিত ছিলো
লিংক গুলা দেইখা পড়ে বলবো নে।
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:২৯
দূর্যোধন বলেছেন: হ রে মমিন।
লিংক দেইখা কইয়েন।
১৩০| ২২ শে জুন, ২০১২ রাত ৩:৫৭
আনন্দমেলা বলেছেন: এক্কেরে গুল্লি মারা পোষ্ট। কমেন্ট না দিলে পাপ হত। দারুন। সাধু! সাধু! এগিয়ে যাক এহেন ব্লগিং
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৩০
দূর্যোধন বলেছেন: যাক,পাপ করেন নাই।
ধন্যবাদ আনন্দমেলা।
১৩১| ২২ শে জুন, ২০১২ রাত ৩:৫৮
আবদুর রহমান (রোমাস) বলেছেন: অর্পণ! বলেছেন: বাংলাদেশে একটা দলকেই গনায় ধরতাম। কিন্তু তারাও দেশটাকে নিজের সম্পত্তি বইলা দাবী করে
সহমতততত
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৩১
দূর্যোধন বলেছেন: হ !
১৩২| ২২ শে জুন, ২০১২ ভোর ৪:২৪
মুনসী১৬১২ বলেছেন: তবে রেন্টাল কার্যক্রম শুরু করেছে জোট সরকার... তবে বিনা টেন্ডারে না
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৩২
দূর্যোধন বলেছেন: হ্যাঁ,এবং তারও প্রনেতা ছিলেন মহান এলাহী সাহেব।উনি এই আমলেও দুধে-ভাতে টিকে আছেন।
১৩৩| ২২ শে জুন, ২০১২ ভোর ৪:৩৩
ইকারুসের ডানা বলেছেন: ক) না না না না !
খ) এ সব মিথ্যা অপপ্রচার !!
গ ) ওরা আমাকে ভালো হতে দিলো না !!!
ঘ ) এসব যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র !!!!
আপনার এই পোস্ট পড়ার পরে উনি উপ্রের কোনটায়/গুলায় টিক দেবেন বলে আপনি মনে করেন ?
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৩
দূর্যোধন বলেছেন: একটায়ও না।উনি আমার কপালে পাদটিকা মাইরা ঢুকাইয়া দিতে পারেন।সেইটারই সম্ভাবনা বেশি।
১৩৪| ২২ শে জুন, ২০১২ ভোর ৪:৫৫
কাঠুরে বলেছেন: আগুন পোস্ট ভাই।
লিঙ্ক গুলো পড়তে পারি নাই।
পরে পড়ার জন্য পোস্ট প্রিয়তে নিলাম। এবং
পোস্টে Golden A+
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৪
দূর্যোধন বলেছেন: সময় করে লিংকগুলো দেখে নেবেন,কাঠুরে।
আপনাকে ধন্যবাদ।
১৩৫| ২২ শে জুন, ২০১২ ভোর ৬:৪৭
অন্ধকারের রাজপুত্র বলেছেন: শততম ভালোলাগা এবং প্রিয়তে !
পোস্টটি স্টিকি হলে খুব ভালো হতো ! সবার নজরে পড়তো ........
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৫
দূর্যোধন বলেছেন: অভিনন্দন নি,শততম রেটিংয়ের।
স্টিকি হওয়ার চেয়ে লেখাটি শেয়ার বা ছড়িয়ে যাওয়াই প্রয়োজন,ব্লগ ছাড়াও অনেকের চোখে আসবে।
ধন্যবাদ।
১৩৬| ২২ শে জুন, ২০১২ ভোর ৬:৫৩
ক্ষুধিত পাষাণ বলেছেন: মডারেটর বরাবর পোস্ট টি স্টিকি করবার আবেদন জানাই। সত্য সবারই জানার অধিকার সকলের-সেই সত্য প্রকাশে সামু ভুমিকা রাখতে পারে এই পোস্ট স্টিকি করে।
প্লাস ২০২ নং
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৬
দূর্যোধন বলেছেন: স্টিকি হওয়ার চেয়ে লেখাটি শেয়ার বা ছড়িয়ে যাওয়াই প্রয়োজন,ব্লগ ছাড়াও অনেকের চোখে আসবে।
ধন্যবাদ আপনাকে ক্ষুধিত পাষান।
১৩৭| ২২ শে জুন, ২০১২ সকাল ৭:১৪
সুচিন্তিত মতবাদ বলেছেন: এই পোস্টের লেখক ও কতিপয় মন্তব্যকারীকে সরকারের গুপ্ত ঘাতক বাহিনী খুঁজতাছে-কিন্তু পাইতাছেনা। কারন কুইক রেন্টাল বিদ্যুতের বাল্ব জেলে আলো পাওয়া যাচ্ছেনা
১৯৪ নম্বর মন্তব্যের "প্রধানমন্ত্রীর বক্তব্য(বক্তব্য নাবলে কুটুক্তি, অশ্লীলতাই বলা সঠিক) শুনে কতিপয় অসভ্য তেলবাজ দাঁতকেলিয়ে বাহবা দিলেও অনেকেরমতই আমার দৃস্টিতে তাঁর কথা বার্তা অনেক ক্ষেত্রেই অসংলগ্নতার দোষে দুষ্ট। তদুপরি তাঁর ব্যবহূত ভাষা কটাক্ষ, তির্যকতা ইত্যাদি কিশোর-যুবাদের মোটেও অনুকরণীয় হওয়া উচিত নয়। তাহলে আমাদের দেশে সন্ত্রাস অসভ্যতা ও বর্বরতা আরও সর্বগ্রাসী হওয়ার আশঙ্কা প্রকট হবে। "- অংশটুকু আমার মনে ধরেছে।
১০৩
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৩৯
দূর্যোধন বলেছেন: খুঁজে পেলে খুশি হবেন?
জুলভার্ন দারুন কমেন্ট করেছেন।
ধন্যবাদ আপনাকে,সুচিন্তিত মতবাদ।
১৩৮| ২২ শে জুন, ২০১২ সকাল ৯:০৭
ফকির ইলিয়াস বলেছেন: মহাজোট সরকার তাদের সকল অঙ্গীকারই পূরণ করতে পারেনি।
প্রথম হলো দেশের মানুষের নিরাপত্তা।
সাগর-রুনি হত্যাকান্ড, সৌদী কুটনীতিক খালাফ হত্যাকান্ড,
ইলিয়াস আলী গুম কাহিনী দেশের নির্মমতম ঘটনা।
বর্তমান সরকার যদি এতো ভালো কাজই করতো, তাহলে স্বয়ং প্রধানমন্ত্রীই
১৭৫ আসন পাবেন বলে আশাবাদ ব্যক্ত করতেন না।
না, তারা সকল অঙ্গীকার পূরণ করতে পারেন নি। ২৫ % ই পারেন নি ।
তথ্যবহুল পোস্টের জন্য লেখককে ধন্যবাদ।
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৩
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ফকির ইলিয়াস,সত্যটা দেখেও অসচেতন মানুষের মত চোখ বুজে না থাকার জন্য।সরকারের অঙ্গীকার কোনোটিই এখনও কমপ্লিট হয় নি।আর শেষ হবার আগ পর্যন্ত এভাবে আত্মপ্রসাদে ভোগার কোনো প্রয়োজন নেই,যা তারা তাদের মহান বানীর মাধ্যমে প্রকাশ করছেন।
কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ।
১৩৯| ২২ শে জুন, ২০১২ সকাল ১০:৪৭
কালীদাস বলেছেন: কেউ গালি দেয় নাই এখনো? সুবহানাল্লাহ
লাভ নাই এগুলা বইলা, মেজর দুই পার্টি কোনদিন ঠিক হইব না, আমজনতাও বেকুব বইনা পাঁচবচ্ছর পরপর এগরেই বসাইব। তৌফিক এলাহীরে আড়াই বচ্ছর আগে বাপমা তুইলা গালিগালাজ করতাম সকালবিকাল, এখন করি না। এরা হইল সুবিধাভোগী সরকারি আমলা, সকাল/বিকাল ুটকিমারা খায় আর পকেটে টাকা ভরে, আর অপজিশন সরকার চেন্জ হইলে ওএসডি হয়া বয়া বয়া খায় এই গুষ্ঠির টিকিটাও কেউ ধরতে পারেনাই গত চল্লিশ বছরে।
আপনার পোস্টের ব্যাপারে বেশি কিছু কওনের নাই। এখন আমার টেনশন একটাই- সামনে গ্যাস/সিএনজির দাম বাড়াইব কইছে, গত তিনবার দুইচারটা ছাড়া কোন বাসের ভাড়া বাড়ে নাই, এইবার নগদে বাড়াইব। সবডি জিনিষের দাম কনফার্ম ডাবল হয়া যাইব।
ভাবতাছি একটা সাইকেল কিনুম
যাই হোক, আছেন কেমন? আমি ডুবাডুবির মইধ্যে থাকুম আরো কিছুদিন
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৭
দূর্যোধন বলেছেন: যাক,সুবহানাল্লাহ পাইলাম।
তৌফিক এলাহী অর্থনীতির যেই হাল করছে,যুদ্ধ পরবর্তী অবস্থায়ই সেইটা হওয়া সম্ভব।কি পরিমান লুটপাট করছে,তা বাজারে গেলে-রাস্তায় হাঁটলে-ঘরে শুইলেও টের পাওন যায়।সবকিছুতে আগুন,বেতন বাড়েনা একটা পয়সাও।সামনে সিএনজির দাম বাড়লে নির্ঘাৎ খবর আছে।আমি ভাবি,মানুষ এত সর্বংসহা ক্যামনে হইলো?খালি ম্যানেজ কইরা লওনের চিন্তা করে,কোনো প্রতিকার চায় না!
আমি ভালো নাই,ডুইবাই ছিলাম।প্রধানমন্ত্রীর বক্তব্য শুইন্যা আর ডুইবা থাকতে পারিনাই,ভাইস্যা উঠছি।
লন,আবার একলগে ডুব দেই।
১৪০| ২২ শে জুন, ২০১২ সকাল ১১:০৯
আমি বীরবল বলেছেন: ২২৫ নং মন্তব্যটা স্টিকি করা হোক
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৫১
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৪১| ২২ শে জুন, ২০১২ সকাল ১১:২৪
রেজোওয়ানা বলেছেন: এহেন লেখা লিখে আপনি এখনও ১৪ শিকের বাইরে আছেন দেখে মনে হলো দেশের আইন শৃংখলা পরিস্থিতি যে কোন সময়ের চাইতে ভাল! আর মানুষের মত প্রকাশের অবাধ ও স্বাধীন অধিকার পুন:প্রতিষ্ঠিত হয়েছে
যাই হোক, আপনার কাজের ধরণই আলাদা, ট্রিমেন্ডাস পোস্ট!
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৩
দূর্যোধন বলেছেন: আসলেই তো!দেশের আইনশৃঙ্খলার কথা তো খেয়ালই ছিলোনা!এটাতো আগের যে কোনোসময়ের চেয়ে আসলেই ভালো আছে প্রমানিত হইয়া গেলো,হাহাহাহাহাহাহা!
এহেন প্রশংসা শুইনা হালকা পাতলা লজ্জা পাইতেছি।
১৪২| ২২ শে জুন, ২০১২ সকাল ১১:৩৩
কেএসরথি বলেছেন: হ্য়তবা উনি বলতে চেয়েছেন, অংগীকারের চেয়ে বেশী চুরি করতে পেরেছি।
২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৫৪
দূর্যোধন বলেছেন: হাহাহাহাহা,হতেও পারে
১৪৩| ২২ শে জুন, ২০১২ সকাল ১১:৫৮
তীর্থযাত্রী বলেছেন: এই সরকার যদি শুধু যুদ্ধাপরাধীদের বিচার করতে পারে তাহলেই আমি খুশি। এই সরকারের কাছে আমি আর কিছু চাই না। এর জন্য আমি ৫ বছর রাতে মোমবাতি জ্বালিয়ে থাকতে ও দুবেলা দুমুঠো খেয়ে থাকতে রাজি আছি। আমার সকল মৌলিক অধিকার হরন করে নিক আমার তাতে কোন সমস্যা নাই। তবে এই কথা শুধু আমার জন্য। এই সরকারকে তো শুধু আমি ভোট দেয়নি। আমি মেনে নিলেও জনগন কেন মেনে নিবে? কোটি কোটি মানুষ ভোট দিয়ে এই সরকার কে ক্ষমতায় বসিয়েছে। সবার চাহিদা এই সরকারকে পুরন করতে হবে। এই ক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রে ব্যারথ।
যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে আমি এই সরকারের কাছে আশাবাদী। আশা করবো বিএনপি যদি ক্ষমতায় আশে তাহলে অন্যান্য দলের বাকী যুদ্ধাপরাধীদের বিচারের ধারা অব্যাহত রাখবে
২২ শে জুন, ২০১২ দুপুর ১:০৩
দূর্যোধন বলেছেন: এতটা ছাড় কেউই দেবেনা।যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই চলবে,কিন্তু পাশাপাশি দেশের মানুষের মৌলিক অধিকার বাদ দিয়ে কি চলবে?না।
দেখেন,দেশের জামাতিদের কথা বাদ দেন,প্রচুর মানুষ যুদ্ধাপরাধীদের বিচার ব্যবস্থা নিয়ে তেমন কিছুই জানে না,একদমই ইন্টারেস্ট নাই (বেশিরভাগই গ্রামের মানুষ)।এখন আপনি যদি বলতে থাকেন,বিচারটাই চাই আর কিছু চাই না,তখন কিন্তু এই মানুষগুলাই বইলা উঠবো,'এই বিচারের জন্যই আমরা কিছু পাইনা,থো ফালাইয়া বিচার'' ।এইভাবে বিচাররে তো আর জনরোষের মুখামুখি কইরা দেওনের ব্যবস্থা কইরা দেওন যায় না।অর্থাৎ,আপনি কোনোটাই বাদ দিয়া চলতে পারবেন না।আপনার বিচারও করতে হইবো,আপনের দেশের মানুষরেও ভালো রাখতে হইবো।ম্যানিফেস্টোতে তো শুধু বিচারের কথা অঙ্গীকার হিসাবে বলা হয় নাই,তাই না?
কিন্তু সাড়ে তিন বছরে বিচারের অগ্রগতি লইয়া আমি সন্দিহান,একএকটা বিশেষ দিন দেইখা এক একটা রাজাকার ধরার কোনো সম্পর্ক আছে কিনা আমি জানিনা।বিশাল জনগোষ্ঠী এই সরকাররে বিশাল ম্যান্ডেট দিয়া ক্ষমতায় আনছে ,যার অন্যতম প্রধান কারন যুদ্ধাপরাধীদের বিচার।সুতরাং এত আস্তে ধীরে বিচার প্রক্রিয়া কেন?কাউরে ডরায়?আর কথায় কথায় সবকিছুর পিছনে 'বিচার বাধাগ্রস্থের অভিযোগ'' -এই জিনিসটা আমার কাছে ধুর্ততা মনে হয়।
সমস্যা নাই,দেড় বছরে সরকাররে দিয়া বিচার করাইয়া নিতে হইবো।
১৪৪| ২২ শে জুন, ২০১২ দুপুর ১২:৪২
কালা পাহাড় ২০০০ বলেছেন: ভাল হইছে, ধন্যবাদ।
২২ শে জুন, ২০১২ দুপুর ১:০৩
দূর্যোধন বলেছেন: আপনাকেও ধন্যবাদ,কালা পাহাড় ২০০০
১৪৫| ২২ শে জুন, ২০১২ দুপুর ১:০৫
আমি রাইন বলেছেন: লিখাতে সহমত। লিংকগুলো পড়িনি।
আসলে কি বলবো। এভাবেই চলছে, এভাবেই চলবে।
দুই দলই সেম।
যারা ৯৬-২০০১ দেখেছে তাদের আবার ২০০৮ এ ভুল করার কথা না।
যারা ৯১-৯৫ দেখেছে তাদের ২০০১ এ ভুল করার কথা না।
কিন্তু এভাবেই চলছে, চলবে।
২২ শে জুন, ২০১২ রাত ৮:১৯
দূর্যোধন বলেছেন: হতাশাবাদী হলেন?দেশের অনেকই এখন তাই হয়ে পড়েছে
১৪৬| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:০১
তীর্থযাত্রী বলেছেন: আমি কিন্তু বলি নাই এই সরকারকে শুধু যুদ্ধাপরাদীদের বিচার করতে হবে। আমি বলেছি, শুধু মাত্র যুদ্ধাপরাধীদের বিচার করলে আমি খুশি হব। আমার মনে হয় আপনি আমার উপরের কমেন্টের নিচের এই কয় লাইন খেয়াল করেন নাই--------
তবে এই কথা শুধু আমার জন্য। এই সরকারকে তো শুধু আমি ভোট দেয়নি। আমি মেনে নিলেও জনগন কেন মেনে নিবে? কোটি কোটি মানুষ ভোট দিয়ে এই সরকার কে ক্ষমতায় বসিয়েছে। সবার চাহিদা এই সরকারকে পুরন করতে হবে। এই ক্ষেত্রে সরকার অনেক ক্ষেত্রে ব্যারথ।
২২ শে জুন, ২০১২ রাত ৮:২০
দূর্যোধন বলেছেন: আমি লাইন গুলো দেখেছি এবং আরেকটু ক্লিয়ার করার চেষ্টা করেছিলাম মাত্র।
১৪৭| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৩৯
কালীদাস বলেছেন: একটা কথা বলতে ভুইলা গেছিলাম, সরকারগুলার যুদ্ধাপরাধীদের বিচার রিলেটেড এক্টগুলা দেখলে কেন জানি ক্লিনটনের মনিকা স্ক্যান্ডাল আর ইরাকে বুমা মারার কথা মনে হয়া যায় ইদানিং।
অফটপিকে কই: বাংলাদেশে এইটা থিকা ইনফ্লুয়েন্সড হয়া সিসটেম অফ ডাউনের মত কোন ব্যান্ড হইলে কি খারাপ হইত? গতবছর একটা গান লেখছিলাম, গানে ৬বার বাল শব্দটা ছিল দেইখা কেউ সুর করতে রাজি হয়না
সব হালায় সুশীল
২২ শে জুন, ২০১২ রাত ৮:২৩
দূর্যোধন বলেছেন: আর কইয়েন না,বাংলাদেশ পিওর মেটাল কোনো ব্যান্ড দিয়াগনহারে কিছু বালছাল শব্দ ইউজাইয়া গান লেখা শুরু করা দরকার।সব মিডিয়া থিকাই প্রেশার আসা উচিত।
তয় সুরকাররে মাত্র ৬ বার বাল সুর করতে দিলে মাইন্ড করতেই পারে,নিদেনপক্ষে বালের লগে ছাল-টাও যুক্ত করলে সে মনে হয় সুর কইরাই দিতো।
আপনে কি ব্লগে থাকবেন না নাকি,বাল!
১৪৮| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৫১
রাহি বলেছেন: কনফিউজড হওয়ার কিছু নাই ভ্রাতা। অভ্যাস হয়া গেছে। আর এটা কইছি উপরে কিছু জ্বিহাদী ভাইদের ভড়কে দেওয়ার জন্য
যাইহোক রেটিং আগে করেছিলাম কইনাই। এবার কইয়া গেলাম
২২ শে জুন, ২০১২ রাত ৮:২৪
দূর্যোধন বলেছেন: এতো সৌজন্যবোধ দেখাইতেছেন কেন রে ভাই,প্লাস দিছেন -সেইটা আবার কইয়া দিতে হইবো নাকি!
পর হইয়া গেলাম নাকি ব্লগারদের কাছ থিকা
১৪৯| ২২ শে জুন, ২০১২ দুপুর ২:৫৭
তন্ময় ফেরদৌস বলেছেন: এই রকম পোস্ট ই আশা করি দুর্যোদার কাছ থেকে। কষ্টসাধ্য পোস্টের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
সব কিছু একটা স্বপ্নের দিকে তাকিয়ে মেনে নিচ্ছি। কিন্ত ভয় লাগে, যদি সরকার যুদ্ধপরাধীদের বিচারের কাজটা লাস্ট মোমেন্টে শেষ না করে, যদি বলে বসে, আগামীবার ক্ষমতায় আসলে আমরা বিচার কাজ সম্পুর্ন করবো ? তাহলে আমরা আম জনতা কোথায় যাবো ? আবারো এই সরকার কে ভোট দিবো আমাদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলার জন্য, নাকি বিএনপি কে ভোট দিয়ে আবার জামায়াত কে প্লাটফর্ম বানিয়ে দিবো।
সম্প্রতি জিটিভিতে দেখলাম বাজেট সঙ্ক্রান্ত অর্থমন্ত্রির টক শো। তিনি কোনভাবেই স্বীকার করলেন না, বিদ্যুৎ খাতে ব্যার্থতার কথা। তিনি বলেছেন পর্যাপ্ত পরিমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। কিন্ত ডিমান্ড আর প্রোডাকশনের মাঝখানের ফাকা যায়গাটা তার নজরে পড়লো না। আর বেশি দামে নিরবছিন্ন বিদ্যুতের মুলা যেন আমাদের মতন গরীব মানুষদের দৈন্যতাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়া, "দেখ, তোমাদের কোন অধিকার নাই"।
মাননীয় অর্থমন্ত্রির কাছে জিজ্ঞাস্য, এইবারো বিশাল বাজেট। যার মাঝে বিরাট অংশ আগের বারের বাজেটের ভর্তুকি। তো তার বাজেট এজাম্পশন আর আর আগামী অর্থবছর পর্যন্ত মাঝখানের রিয়েলিটির পরিখার মাঝে তিনি সংযোগ স্থাপন করবেন অর্থনীতির কোন সেতু দিয়ে ?
দূর্যোদা, আজকে আমি গাড়ি চালাতে ভয় পাই। তেল থেকে গ্যাস, অতপর গ্যাসের দাম তিন বছরের মাথায় এখন তিন গুন বেড়ে ৪০ টাকা (সিএনজি)। কদিন পর না জানি অক্টেনের দামে গ্যাস কিনতে হয়। আগে যেখানে ১৫০ টাকার গ্যাস লাগতো, এখন সেখানে ৫০০/৬০০ টাকার নিচে গ্যাস নিলে কোন ভাবেই একদিন চলেনা গাড়ি। আন্তুরযাতিক বাজারে নাকি তেলের দাম বেশি, ঘোষনা দেয়ার সাথে সাথে বাসের ভারা বাড়েনি। সরকার খুব বাহবা নিলো এই নিয়ে। কিন্ত তার দুই সপ্তাহ পরেই বেলিরোড থেকে শাহাবাগ বাস ভাড়া ১৫ টাকা। তখন সরকারের বালখিল্যতা কোথায় ছিলো ?
ভাবছি একটা সাইকেল ই কিনে ফেলবো।
তারা যখন তেল গ্যাসের উর্ধমূল্য নিয়ে ভাষন দেন, তখন মনে ্পড়ে যায়, কনকো ফিলিপ্স চুক্তি দিয়ে এরাই দেশটাকে বিকিয়ে দিতে চেয়েছিলো।
আরো কত গুরুত্বপুর্ন ব্যাপার নিয়ে কথা বলা যায়, তবে অপ্রাসঙ্গিক হয়ে যাবে পোস্টের সাথে। তাই আর বলছিনা।
ভাই এই যে ক্ষোভ ঝাড়লাম, এটা আমার একার ক্ষোভ না। এইটা আমাদের সবার জমে থাকা ক্ষোভের বহিপ্রকাশ। দেশের মানুষ অনেক অসহায় অবস্থায় আছে। ৯১ তে যে বিএনপি জামাত কে প্রথম প্লাটফর্ম বানিয়ে দিয়েছিলো, তার জের আজো টানতে হচ্ছে আমাদের সবাইকে। তারেক কোকো তথা সেই গং এর সুবিশাল দুর্নিতী, কিন্ত তারপরেও এখন আমরা এতটা দুর্বিষহ, যে বলি, জামাত কে ত্যাগ কর, আমরা বিএনপিকেই ভোট দিবো।
আমি আসলে জানিনা কি হতে যাচ্ছে। তবে এক্টাই দাবী আপাতত- " যুদ্ধপরাধীদের বিচার নিশ্চিত করা হোক এই শাষনামলেই।"
২২ শে জুন, ২০১২ রাত ৮:২৮
দূর্যোধন বলেছেন: এই যে আমরা ইয়াং জেনারেশন ব্লগ ফেসবুক ব্লগ তোলপাড় কইরা ফেলাইতাছি,ক্যান?কারন এখন আমরাও বাস্তবের প্রেশারটা খাওন শুরু করছি কোনো না কোনো ভাবে।আমরা মুভমেন্ট শুরু করতে পারি,এই দেড় বছরের মাঝেই এসপার ওসপার করতে লীগরে চাপে রাখতে পারি,একই সাথে বিম্পিরে জামাতের কচ্ছবন্ধন থিকা ছুটানের জন্য ঠেলতে পারি।
আমাদের ইয়াং জেনারেশনের এক হওন দর্কার।দ্যাশটারে বাঁচাও,রাজাকারগুলারে ঝুলাও।
১৫০| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:১৬
ধৈঞ্চা বলেছেন:
সুন্দর ও তথ্যবহুল লেখার জন্য লেখককে ধন্যবাদ......
হয়ত কোন উপদেষ্টা কোন এক ঘরোয়া আলোচনায় বলেছে
"ম্যাডাম এত চিন্তা করছেন কেন? আপনি তো অঙ্গীকারের চেয়ে অনেক বেশী করে ফেলেছেন"
আর যায় কই হাসিনা কথাটা মনে রেখেছেন এবং কোন এক জনসাবেশে বলে ফেলেছেন।
উনি কি দেশের সাধারণ মানুষের মনের খবর রাখেন, উনি থাকেন একদল চামচা বেষ্টিত অবস্থায় যারা সারাক্ষনই কানের কাছে তৈলাক্ত প্যাপন্যানানি করতে থাকে।
আর উনার বক্তব্য কখনোই প্রধানমন্ত্রীসুলভ নয়।
২২ শে জুন, ২০১২ রাত ৮:৩০
দূর্যোধন বলেছেন: হাহাহাহা,আপনার কথাটা আমি রসিকতা হিসেবেই নিচ্ছিনা,কারন এটার সম্ভাবনা একদমই উড়িয়ে দেয়া যায় না।হতেই পারে,চাটুকারেরা বললো আর সেটা তার মনে গেঁথে যাবেনা-তা কি খুব সম্ভব?
দুর্মুখেরা বলে,উনি চুপচাপ থাকলেই লীগের জন্য ভালো।মুখ খুললেই লীগের জন্য বিপর্যয় নেমে আসে।
১৫১| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:২৭
ফারজুল আরেফিন বলেছেন: ++++++++
২২ শে জুন, ২০১২ রাত ৮:৩১
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ফারজুল আরেফিন।
১৫২| ২২ শে জুন, ২০১২ বিকাল ৩:৩০
অনিরূদ্ধ বলেছেন:
এহেন দুর্ণীতিগ্রস্থ সরকারের ওপর খোদার গজব না পড়লে বুঝতে হবে খোদা স্বয়ং প্রধানমন্ত্রীর ওপর আস্থা রাখা ৭০% এর দলে আছেন!
আর রাজাকারদের নিয়ে দুই দলের রাজাকারি যতদিন বন্ধ না হবে ততদিন জাতি কলঙ্কমুক্ত হবেনা।
২২ শে জুন, ২০১২ রাত ৮:৩৩
দূর্যোধন বলেছেন: তাহলে ধইরা নেন,আসলেই ৭০% মানুষের সমর্থন আছে।আর জরীপকারীরা খোদারে চাইপ্যা ধরায় উনিও বিরক্ত হইয়া বইলা দিছেন-''আমার পছন্দ?আইচ্ছা যা,শেখ হাসিনা'' !
১৫৩| ২২ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৩
গ্যাঁড়াকল বলেছেন: আমাদের দেশের সরকার প্রধানরা সাংবিধানিকভাবেই বিপুল পরিমাণ ক্ষমতার অধিকারী। তার সাথে রয়েছে তাদের প্রতি বিপুল জনগোষ্টির অন্ধ ভক্তি। ইচ্ছে করলে এই দুইটা কে কাজে লাগিয়ে খুব সহজেই তারা দেশের উন্নয়নের জন্য অনেক কিছুই করতে পারতেন। কিন্তু তারা সেটা করেন না। তারা যেটা করেন সেটা হলো কিছু চাটুকার, সুবিধাবাদীদের হাতে নিজেদের কে সপে দেন আর একশ্রেনীর ধান্দাবাজদের নিয়ে ফন্দি করতে থাকেন পরের বার ইলেকশনে কিভাবে ছলে বলে কৌশলে জিতে ক্ষমতা ধরে রাখা যায়।
আসলে দেশে সৎ এবং যোগ্য লোকের অভাব নেই। অভাব হলো দেশের উন্নয়নের জন্য সত্যিকার মন মানসিকতার। প্রধানমন্ত্রী যদি নিজে মনে প্রাণে চান যে তিনি কোন অন্যায় করবেন এবং অন্যদের অন্যায়কেও প্রশয় দেবেন না তাহলে কোন বাপের বেটার সাধ্য নাই অন্যায়, দূর্নীতি করার।
মন্ত্রী, সাংসদ, সচিব, উচ্চ পদস্ত সরকারী কর্মকর্তাদের ব্যক্তিগত সম্পদের তালিকা প্রতি বছর প্রকাশ করা হোক। যোগ্য এবং সৎ লোকদের নিয়ে দুদক কে এমভাবে শক্তিশালী করা হোক যাতে এর নাম শুনে দূর্নীতিবাজরা প্যান্ট খারাপ করে ফেলে।
দূর্নীতিবাজদের আইনিভাবে শাস্তির পাশাপাশি তাদের ছবি গনমাধ্যমে নিয়মতি প্রকাশ করা হোক যাতে সামাজিকভাবে এদেরকে বয়কট করা যায়, নর্দমার নোংরা কিটের চেয়েও এরা বেশী ঘৃন্য এটা যখন সামাজিকভাবে প্রতিষ্টিত হবে তখন ভবিষৎতে কেউ দূর্নীতি করার আগে দশবার চিন্তা করবে।
এসব কাজ করা কি খুব কঠিন? এইকাজ গুলো করতে পারলে একজন প্রধানমন্ত্রী যে জনগণের হৃদয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকবেন সেটা যে কেন এরা বুঝে না- সেটাই বুঝি না।
২২ শে জুন, ২০১২ রাত ৮:৩৫
দূর্যোধন বলেছেন: আপনার কমেন্ট অনুযায়ী,আসলেই খুব কঠিন কিছু নয়।অন্যদিকে দেখুন,দুদক নামের প্রতিষ্ঠানটি একটা বিবৃতি পাঠানো ছাড়া আর কোনো কাজেরই না।রাবিশ ! শ্লার আই অ্যাম একদম ফেড আপ।
১৫৪| ২২ শে জুন, ২০১২ বিকাল ৫:৩১
বাংলাদেশ জিন্দাবাদ বলেছেন: তথ্যবহুল লেখা সুন্দর করে সাজিয়ে পোষ্ট দেওয়ার জন্য ধন্যবাদ।
২২ শে জুন, ২০১২ রাত ৮:৩৫
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১৫৫| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:০৯
লুৎফুল কাদের বলেছেন: প্রধান মন্ত্রী জন কল্যানে, মানব কল্যানে, বাংলাদেশের স্বার্থে কাজ করেছেন-এমন একটা উদাহরন কি দেয়া যায়।
২২ শে জুন, ২০১২ রাত ৮:৩৬
দূর্যোধন বলেছেন: খড়ের গাদায় সুঁচ খুঁজতে পারেন।
১৫৬| ২২ শে জুন, ২০১২ সন্ধ্যা ৭:৩২
যুবাইরআজাদ বলেছেন: খুব ভাল লেগেছে, অনেক কষ্ট করে লিখেছেন, ধন্যবাদ আপনাকে।
২২ শে জুন, ২০১২ রাত ৮:৩৬
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ যুবাইর আজাদ,পরিশ্রম অনুধাবন করতে পারায়
১৫৭| ২২ শে জুন, ২০১২ রাত ৯:৪৬
মাহী ফ্লোরা বলেছেন: হায় প্রধানমন্ত্রী! হায় বিদ্যুৎ!
২২ শে জুন, ২০১২ রাত ১১:০৬
দূর্যোধন বলেছেন: হায় হায়! হায় মাহী ! হায় ফ্লোরা!
১৫৮| ২২ শে জুন, ২০১২ রাত ৯:৫১
কালীদাস বলেছেন:
তয় সুরকাররে মাত্র ৬ বার বাল সুর করতে দিলে মাইন্ড করতেই পারে,নিদেনপক্ষে বালের লগে ছাল-টাও যুক্ত করলে সে মনে হয় সুর কইরাই দিতো।
গানের লাস্টের লাইনটা ছিল
তুমি আমার বাল করছ x৬
যেকোন রক/মেটাল গানের জন্য খুবই কমন লাইন। বাংলায় কোন ব্যান্ড করেনি, ভেবেছিলাম আমিই করব। গ্রোল করাতে চেয়েছিলাম এই জায়গায়। সুর করতেই রাজি হয় নাই কোন খচ্চরে।
ব্লগে থাকবও না, ছাড়বও না, এরকম ডুবাভাসাই চলতে থাকবে হয়ত। তবে ভবিষ্যতের কথা কখনই বলা উচিত না.....
হাইফেনের কথা মনে আছে?
২২ শে জুন, ২০১২ রাত ১১:০৯
দূর্যোধন বলেছেন: আমিও একটু গ্রওল করার চেষ্টা করলাম 'তুমি আমার বাল করছ'
............. হাসি আইস্যা পরতাছে বারবার! আরেকবার চেষ্টা করি !
ভবিষ্যতের কথা না কন,তবে মাসে একটা হইলেও পোস্ট দিয়া নিজের অস্তিত্বটা জানান দিয়েন আমার মতন।
মনে থাকবো না কেন?তবে ভচরে আইক বাংলাদেশের জয়ের পর দেখলাম না,দিন কয়েক আগে বাংলাদেশ হারার পরও হের বানী পাইলাম না।অনেকদিন হাইফেনের লগে বিড়ি খাইনাই।
১৫৯| ২২ শে জুন, ২০১২ রাত ১০:০৪
মুরশীদ বলেছেন: আপনি যা বলেছেন এর পর আর কিছু বলার বাকি থাকে না দুর্যোধন।
বর্তমানে গ্যাস এবং বিদ্যুত সেবা ন্যায় সংগত ভাবে পাওয়ার জন্য আমাদের প্রচুর আর্থিক ক্ষতির সন্মুখীন হতে হচ্ছে। পানি সংকটে ঢাকা শহরে পৈতৃক বাড়ি ছেড়ে এসেছি, বর্তমান ফ্ল্যাটে প্রতিনিয়ত ভাড়া বাড়ছে, নিজ বাড়ীতে উঠতে পারছিলামনা গ্যাস আর বিদ্যুত সংযোগের অভাবে।এখন প্রচুর টাকা উৎকোচের বিনিময়ে ইনশাল্লাহ্ খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে আশা করা যায়
+++++
২২ শে জুন, ২০১২ রাত ১১:১০
দূর্যোধন বলেছেন: সেইটাই মুরশীদ ভাই,ট্যাকা ছাড়া কোনো কামই আগায় না।কিন্তু পকেটের ট্যাকাতো রাস্তায় শেষ হইয়া যায়......ট্যাকা পামু কই?
১৬০| ২৩ শে জুন, ২০১২ রাত ১:০৯
জয়-জয় বলেছেন: খুবই তথ্যবহুল একটি পোস্ট।
প্রিয় তে নিলাম।
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:০৯
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ আপনাকে,জয়-জয়।
১৬১| ২৩ শে জুন, ২০১২ রাত ২:৫৭
আমি তুমি আমরা বলেছেন: তৌফিক এলাহী একটা কুত্তার বাচ্চা। প্রাইভেট রিফাইনারীগুলো থেকে তার ঘুষ চাওয়ার বেশ কিছু কাহিনী আমি জানি।
খুবই তথ্যবহুল একটি পোস্ট।প্লাস এবং প্রিয়তে।
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:১০
দূর্যোধন বলেছেন: নিঃসন্দেহে এই আমলা আপনার উল্লেখিত পশুর ছানার চেয়েও খারাপ কিছু।
অনেক ধন্যবাদ,আমি তুমি আমরা ।
১৬২| ২৩ শে জুন, ২০১২ রাত ৩:০৭
মুহসীন৮৬ বলেছেন: লা জওয়াব পোষ্টে একটা লা জওয়াব কমেন্ট দেখলাম!!!!!!আমুদিত হওয়ার জন্য যথেষ্ট সামনের মাসে আমার মাস্টার্স এক্সাম। এক্সামের পর স্বাধীনতার পর থেকে বর্তমান-----রাষ্ট্রব্যবস্হা নিয়ে কিছু ব্যবচ্ছ্যাদ করার ইচ্ছে আছে। দু'আ চাই
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:১৩
দূর্যোধন বলেছেন: বাংলাদেশের জন্মের পর থেকে বর্তমান রাষ্ট্রব্যবস্থা নিয়ে ব্যবচ্ছেদ করা পোস্ট নিয়ে নিঃসন্দেহে আমার আগ্রহ থাকবে।সময় করে দিয়ে ফেলুন
ধন্যবাদ মুহসীন৮৬।
১৬৩| ২৩ শে জুন, ২০১২ রাত ৩:১৫
ফেলুদার চারমিনার বলেছেন: আপাতত প্রিয়তে নিলাম, পরে সময় করে পড়বো, ইদানিং ব্লগে খুবই অনিয়মিত, আছেন কেমন?
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:১৫
দূর্যোধন বলেছেন: অবশ্যই সময় করে দেখবেন।
আমিও খেয়াল করলাম,আপনি অনিয়মিত আছেন,আমিও নিয়মিত হতে পারছিনা।
বেশ ব্যস্ত সময় পার করছি।চলে যাচ্ছে কোনোভাবে।আপনারও নিশ্চয়ই ভালো সময় যাচ্ছে?
১৬৪| ২৩ শে জুন, ২০১২ রাত ৩:৪২
হাসান কালবৈশাখী বলেছেন:
মুজিবকে খতমের পর অজুহাত হিসাবে কৈফিওৎ চাওয়া হয়েছিল ..
যুদ্ধবিধ্বস্ত দেশে পাহাড় প্রমান অব্যাবস্থা কেন ৩ বছরেই ঠিক করতে পারেননি।
যারা কৈফিওৎ চেয়েছিল তারা (দুই সামরিক সরকার মিলে) ৩২ বছরেও সেটা পারেনি।
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:১৬
দূর্যোধন বলেছেন: হুম।
১৬৫| ২৩ শে জুন, ২০১২ সকাল ৭:০৩
রাফা বলেছেন: পুর্ন সহমত,না মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার প্রতিশ্রুতির অনেক কিছুই পুরন করেন নাই।গায়ের জোড়ে মানুষের অন্তর জয় করা যায়না।
বাংলাদেশের কোনো সরকারই এক-টানা ১০/১৫ বছর ক্ষমতায় থাকতে চায় না।তাদের কাজ কর্মে এর প্রতিফলন নেই ।
আসুন আগামি নির্বাচনে আমরা প্রতিকে ভোট না দিয়ে, উপযুক্ততা যাচাই করে ভোট দেই।রাজাকাররা যাতে নির্বাচনে না দাড়াতে পারে এর স্বপক্ষে প্রচারনা চালিয়ে মানুষকে সচেতন করি। রাজাকার ও রাজাকারদের পৃস্ঠপোষক,সন্ত্রাসী,দুর্ণিতিবাজ ও গডফাদারদের না বলি।
ধন্যবাদ
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:১৯
দূর্যোধন বলেছেন: না ভোটই একমাত্র সমাধান ? এই মূহুর্তে আমার তা মনে হয় না।
উই হ্যাভ টু রুট আউট অল দ্যা ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ দ্যা এফিং কোলাবরেটরস।
ধন্যবাদ,রাফা।
১৬৬| ২৩ শে জুন, ২০১২ সকাল ৯:১৬
জুল ভার্ন বলেছেন: @দূর্যোধন, নিশ্চিত ভাবেই আমার আগের মন্তব্যের প্রথমাংশের বক্তব্যে তোমার মূল্যায়ণ সঠিক নয়। বংগবন্ধু শেখ মুজিবর রহমানকে অবমূল্যায়ন করার ধৃষ্টতা যেনো কোনো দিন কোনো বাংলাদেশীর নাহয়। তাঁর প্রতি শ্রদ্ধা সম্মান ভালবাসা চিরদিনের।
ধন্যবাদ।
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:২০
দূর্যোধন বলেছেন: দুঃখিত জুলভার্ন ভাই,সম্ভবত ভুল বোঝাবুঝি।
আরেকবার ধন্যবাদ নিন দারুন একটি কমেন্টের জন্য।
১৬৭| ২৩ শে জুন, ২০১২ সকাল ১১:২৪
রুমি আলম বলেছেন: সমালোচনা যে একটি শিল্পোত্তীর্ন শিল্প এটি আপনার এই পোস্ট না পড়লে অবিশ্বাস্যই থাকতো! যদিও আপনি সমালোচিত সমস্যাটিসহ অপরাপর সকল সংকটের ভিত্তি মুল উদ্ঘাটন ও সমাধানকল্পে কিছুই উল্লেখ করেন নি। অবশ্য এক্ষেত্রে হয়ত আপনার উত্তর হবে, এগুলোর ব্যাখ্যা, বিশ্লেষন ও বাস্তবায়নের দায়িত্ব পুরোটাই সরকারের। এটাও সত্য বটে!
রাত জেগে আপনার লেখাটা পড়ে উপলব্ধি করেছি যে, মন্তব্য করার বা এই লেখার সঙ্গে দ্বিমত পোষনের সুযোগ খুবই সীমিত। তারপরেও যেহেতু পড়েছি, তাই কিছু লেখাও দায়িত্বের আওতায় এসে পড়েছে।
বাস্তবতা হলো, বিংশ শতাব্দীর গোড়া থেকেই উত্তর-দক্ষিন/পুব-পশ্চিম সবদিকেই আলোকিত হয়েছে বা দ্রুত আলোকিত হতে শুরু করেছে। অবশ্য তারও আগে খুব স্বল্প সংখ্যক দেশ উন্নতির শিখরে পৌছেছিল বটে। যোগাযোগ ব্যবস্থা তথা মানুষের তথ্য প্রাপ্তি ও গ্রহনের নিমিত্তে সারা দুনিয়ার মানুষের একযোগে চোখ খুলেছে বিগত শতক থেকেই। সঙ্গে সঙ্গে অনুন্নত দেশগুলোর মানুষের প্রত্যাশাও বাড়তে শুরু করেছে রাস্ট্র ব্যবস্থার দেওয়ার সুযোগের চেয়ে বহুগুনে বেশি। খেয়াল করলে দেখা যাবে, আমাদের দেশে আজকে যে পদ্ধতির গনতন্ত্র চালু রয়েছে ইউরোপে সেটার সুচনা ঘটেছে নিকোলাই ম্যাকিয়াভ্যলীর হাত দিয়ে ১৪শ শতক থেকে খুবই ক্ষীনকায় ভাবে। তারই ধারাবাহিকতায় ইউরোপ-আমেরিকায় গনতান্ত্রিক পদ্ধতিতে উন্নতি ঘটেছে, পাশাপাশি আইনের শাসন স্থাপিতও হয়েছে। ১৪৯৮ সালে পতুগীজদের আগমনের মাধ্যমে ইউরোপের সঙ্গে আমাদের কেবল যোগাযোগ ঘটে এবং আমাদের শোসিত হওয়ার নতুন দ্বার উম্মোচিত হয়। এভাবে ঠেকতে ঠেকতে শিখতে শিখতে ১৯৪৭ সালে একবার বিভ্রান্তিকর স্বাধীনতা। আবারও শোষনের কবলে পতিত। অনুরুপভাবে ঠেকতে ঠেকতে শিখতে শিখতে স্বাধীনতা পেলাম। এখানে উল্লখ্য, পাশ্চাত্যে এখন যে সমাজ ব্যবস্থা চলছে সেখানে মোটেও আবেগী কোন রিলেশন বা পারিবারিক বন্ধন নাই। হবস এর তত্বানুযায়ী ব্যক্তিবাদ মানুষের আবেগ কেড়ে নিয়েছে এবং রাস্ট্র ব্যবস্থাও সেটাকেই গ্রহন করেছে। এতে তাদের লাভ এটাই হয়েছে যে, খুব সহজেই আইনের শাসন কায়েম করতে পেরেছে। কিন্তু ভারতীয় সকল দেশ তথা আমাদের দেশে সকল রকমের আবেগী রিলেশন বিরাজমান, যার ফলশ্রুতিতে আইনের শাসন দুরপরাহত! উপরন্তু বারবার গনতন্ত্র ব্যহত হওয়া এবং বাঙালি জাতীয়তাবাদী রাজনৈতিক দলসমুহের রাজনীতির প্র্যাক্টিস যথারুপ প্রয়োজনীয় ধারায় পরিচালিত ও বাস্তবায়িত না হওয়ায় মানুষ নিজেরাই রাস্ট্র ব্যবস্থার পরিপুরক হয়ে উঠেছে। সরকারগুলো এবং রাজনৈতিক দলসমুহ আবেগী রিলেশনের উপর ভিত্তি করে পরিচালিতও হচ্ছে। যারফলে রাজনৈতিক দলসমুহে গনতন্ত্রের প্র্যাক্টিস হচ্ছেনা। খুব গভীরভাবে খেয়াল করলে দেখা যাবে, বাংলাদেশ রাস্ট্রের অন্যায়কারী এবং প্রতিবাদকারী একই শ্রেনীভুক্ত ব্যক্তিগোস্টী। এক্ষেত্রে তরুন প্রজন্ম ব্যতিক্রম হলেও তাদের অবিভাবক শ্রেণী উপরোক্ত দুই শ্রেনীকেই প্রতিনিধিত্ব করছে।
ব্যক্তির মানসে উল্লখিত দ্বন্ধের ফলস্বরুপ আরোপিত প্রতিবন্ধকতা এবং উল্টোদিকে মানুষ ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে দীক্ষিত হয়ে উন্নত বিশ্বের সকল সুযোগ সুবিধা প্রাপ্তির আশা করছে এবং এটাই স্বাভাবিক।
এখানেই মানুষের প্রত্যাশা ও প্রাপ্তির ফারাক তৈরি হচ্ছে বারবার।
আমাদের দেশে অরাজনৈতিক ব্যক্তিগন যতটা আপডেটেড রাজনৈতিক দল ও ব্যক্তিগন ততটা আপডেটেড নন। হতে পারে এটা তাদের কৌশল। যদি হয় কৌশল তাহলে সেটার ফলাফল শুধুই অসফলতার দায়ভার ঘাড়ে বহন।
ভোটের মৌসুম এলেই দলগুলো জনগনকে সবকিছু দিয়ে দেয়, কিন্তু কখনোই তাদের সুযোগ ও সামরথের কথা ভাবেনা। এমনকি রাস্ট্রীয় সকল বিষয়ে দলগুলোর ন্যুনতম পরিকল্পনা আছে কিনা বলা মুশকিল। কারন দেখা যায়, ক্ষমতায় আরোহন করার পরেই কেবল তাদের পরিকল্পনা শুরু হয়! যদি আগেই পরিকল্পনা/গবেষনা ইত্যাদি করে একটা প্রস্তুতি থাকতো তাহলে নিশ্চয়ই মেনিফেস্টোতে যতটুকু সম্ভব ঠিক ততটুকুই উল্লেখ করতো! যেহেতু দলগুলো সাবেক আমলাদের কথায় তাদের মেনিফেস্টোতে সব দিয়ে দেওয়ার কথা উল্লেখ করে, কাজেই নিশ্চিতভাবেই ক্ষমতায় গিয়ে অসফল হয়। এখানে বলে রাখা ভালো, আমলারা পেশাগতভাবেই চায়না যে দেশ রাজনৈতিকভাবে পরিচালিত হোক। তাদের গোপন ইচ্ছাই থাকে ক্ষমতায় আসীন দলকে অসফল করে সামনের ভোটে আরেক দলকে ক্ষমতায় আসতে সহায়তা করা।
শেষে শুধু এটুকু জোর দিয়েই বলতে পারি, প্রচলিত ধারায় পরিচালিত রাজনৈতিক দলসমুহের ক্ষমতার অদল-বদলে জনগনের দ্রুত কোন উন্নতির সম্ভাবনা নাই। যেহেতু দেশে রাজনীতি থাকা জরুরী ও বাঞ্চনীয়, সেহেতু অতি অবশ্যই রাজনৈতিক দলগুলোকেই পরিচালনায় পদ্ধতিগত চেঞ্জ আনতে হবে। তাহলেই আমজনতা তাদের দ্বারা শাসিত হয়ে এবং ভোট দিয়ে নিজেদের ধন্য মনে করতে পারবে।
আমার মারেফতি প্যাচাল নিশ্চয়ই কারও ভালো লাগবেনা। তারপরেও লিখলাম শুধু সংকটের আদি ভিত্তি মৌল উপস্থাপনের প্রয়াসে। আমার ব্যাখ্যা বিশ্লেষন ভুল হতেই পারে।
ধন্যবাদ।
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:২৭
দূর্যোধন বলেছেন: রুমি আলম,মারফতি প্যাঁচাল নয় মোটেই।আপনার আলোচনা ভাল লেগেছে।হ্যাঁ,আমলাতান্ত্রিক প্যাঁচের কারনে সরকারী নীতিমালা প্রনয়ন ও বাস্তবায়নে প্রচুর ত্রুটি থেকে যায়,কিন্তু আমলাদের নিজ থেকেই ক্ষমতা তুলে দেয়ার ব্যাপারটি কিভাবে দেখবেন/নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সরকারে উপদেষ্টারা মন্ত্রীদের চেয়ে বেশী তৎপর থাকছেন কথায় ও (অ)কাজে,অধিকন্তু বিএনপি সরকারের সময় গ্যাসফিল্ড দুর্ঘটনায় জড়িত থাকা এলাহীকে তো না চেনার কারন নয় বর্তমান সরকারের!ব্যাপারটা ভাগেজোগে আপোষে খাওয়ার কারনেই হয়।অভিজ্ঞ আমলা লাইনঘাট ঠিক করে দেয়,সরকার জনগনের ভালোমন্দ না বুঝেই নিজের হিসাব মেলাতে ব্যস্ত হয়ে পড়ে।মোটাদাগে এই-ই তো ঘটছ,তাই না?
অন্যান্য সমস্যা উল্লেখ করিনি,(অনেকেগুলো কারনের মাঝে একটি ) কারন হলো ,একটি নিয়ে যতটুকু আলোচনা করা যায়,সেই উদ্দেশ্যে।বেশী ইস্যু নিয়ে আলোচনা করতে গেলে সবদিক ধরে যুক্তিপূর্ন আলোচনা করা যেত না,পোস্টেও আঁটতো বলে মনে হয় না।
যাই হোক,আপনাকে ধন্যবাদ।
১৬৮| ২৩ শে জুন, ২০১২ দুপুর ১:০৭
মোঃ আলাউল হক সৌরভ বলেছেন: হায় প্রধানমন্ত্রী
আই এম একদম ফেডআপ !
অসাধারণ পোস্ট । অনেক পরিশ্রমী এবং তথ্যবহুল পোস্ট এটা ।
প্রিয়তে নিলাম ।
২৩ শে জুন, ২০১২ বিকাল ৪:২৮
দূর্যোধন বলেছেন: সেইম টু আমি!
অনেক অনেক ধন্যবাদ ,আলাউল হক সৌরভ কে
১৬৯| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৫:১৯
ইমুব্লগ বলেছেন: প্রধানমন্ত্রীর কথা মোটেই হিসেবে নয়া উচিত না।
২৩ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৩
দূর্যোধন বলেছেন: হুম.....
১৭০| ২৩ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৫
নিঃসংগ যোদ্ধা বলেছেন: অসাধারন সুন্দর একটি পোস্টের জন্য অনেক ধন্যবাদ।
২৩ শে জুন, ২০১২ বিকাল ৫:৪৮
দূর্যোধন বলেছেন: কষ্ট করে পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ,নিঃসংগ যোদ্ধা
১৭১| ২৩ শে জুন, ২০১২ রাত ১১:৫১
রুমি আলম বলেছেন: আমার প্রথম মন্তব্যে মোটেই কোনো রাজনৈতিক দল ও সরকারের আলাদাভাবে দোষ ধরিনি বা খুজিও নি। আমি শুধু আমাদের রাস্ট্র ব্যবস্থায় বিরাজমান সংকটের ভিত্তি মুল উধঘাটনের নিমিত্তে বিভিন্ন ক্ষতিকর উপাদান তথা অনুসঙ্গের প্রাসঙ্গিক উপস্থিতি এবং সেই সব অনুসঙ্গগুলো কিভাবে আমাদের রাস্ট্র ব্যবস্থায় সংকট তৈরি করে সেটাই দেখানোর চেস্টা করেছি। বোধকরি আপনিও দ্বিমত পোষন করেন নি।
কিন্তু লক্ষ্যনীয় বিষয় হলো, আমার উল্লিখিত অনেকগুলো ক্ষতিকর উপাদানের মধ্যে আপনি শুধু একটি 'আমলাতন্ত্র' নিয়ে কথা বলেছেন। রাজনৈতিক কালচারের সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিছুই ব্যাখ্যা বা মতামত দেননি। যেটা আমি খুব প্রত্যাশা করেছিলাম।
যাইহোক, আপনি আমলাতন্ত্রের যে দিকটি নিয়ে উত্তরে লিখেছেন সেটাও সংকট নিরুপনের মৌলিক কোনো সমাধান নয় বলেই আমি মনে করি। কেননা, এই আমলাতন্ত্র ব্রিটিশদের হাতে তৈরি হয়ে পাকিস্তানের আমলে একেবারে রাক্ষস জাতীয় প্রানীতে পরিনত হয়েছিল। সেটার ধারাবাহিকতা রক্ষা এখনো আড়ালে আবডালে চলছে। অপরদিকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই সামরিক ও বেসামরিক উভয় শ্রেণীর আমলারাই রাজকোষের টাকা খরচ নিজেদের বিশ্বপরিস্থিতির সঙ্গে তালমিলিয়ে চলার উপযোগী হিসেবে গড়তে সভা, সেমিনার, প্রশিক্ষন ইত্যাদি গ্রহন প্রক্রিয়া এখনো বহমান। অথচ যেকোন দেশেই রাজনৈতিক প্রক্রিয়া ছাড়া সামনে এগিয়ে যাওয়া অসম্ভব। কিন্তু খেয়াল করলে দেখবেন, আমাদের দেশের রাজনৈতিক নেতারা কোনোভাবেই জনগনের টাকায় নিজেদের তৈরি করার সুযোগ পায়না বা প্রচলিতভাবে সুযোগ নেই। হ্যা, এখানে বলা যেতেই পারে, রাজনৈতিক নেতারা ক্ষমতায় গিয়ে এইকরে সেইকরে ইত্যাদি করে। কিন্তু কথা হলো তারা তো রাজকোষের টাকায় নিজেদের তৈরি করেনি জনগনকে শাসন করার জন্য। তাহলে তাদের দায়বদ্ধতা কোথায় বা এই দায়বোধ কিভাবে তৈরি হবে? উপরন্তু নেতারা মনে করছে যে, তারা ভোট তো টাকা দিয়েই কিনেছে। তাহলে বুঝুন অবস্থা?
মোদ্দাকথা, সুশিক্ষিত জনগন ছাড়া শাসন ব্যবস্থা পরিচালনার জন্য গনতান্ত্রিক বা যেকোনো পদ্ধতি অসফল হতে বাধ্য।
আমাদের রাজনৈতিক কালচার নিয়েই সমস্যা। এটার চেঞ্জ না হলে বিচ্ছিন্ন কোনো লুটপাট বা সরকারী মিথ্যাচারের সমালোচনা করে কিছু ফল হবে বলে আমার মনে হয়না। এতে লাভের মধ্যে এটাই হবে যে, শুধু শাসক শ্রেনীতে কিছু ব্যক্তির বা একটি দলের বিকল্প হিসেবে আরেকটি দল আসবে এবং যথাবিহিত ধারায় তাদের অগ্রজদের কুকামের ধারাবাহিকতা অতি উচ্চ সফলতার সঙ্গে রক্ষা করবে। এটা নিশ্চিতভাবেই বলতে পারি।
ধন্যবাদ।
২৪ শে জুন, ২০১২ রাত ১০:১৭
দূর্যোধন বলেছেন: দঃখিত রুমি আলম,সময়ের অভাবে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে দেরি হয়ে গেলো।এমনকি এখনও আপনার সুন্দর ও বিশ্লেষনমূলক মন্তব্যের দীর্ঘ জবাব দিতে পারছিনা।তবে অবশ্যই আমি সময় করতে পারলে অন্যান্য সমস্যা গুলো নিয়েও আলোকপাত করবো।
ততক্ষন,ভালো থাকুন
০৭ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫৯
দূর্যোধন বলেছেন: একটু বেশি সময় নিয়ে ফেললাম,রুমি আলম।
আপনার বক্তব্যের সাথে আগেও সহমত জানিয়েছিলাম,একই সাথে খেয়াল করলে দেখবেন,আমি বলেছি-শুধু আমলাতন্ত্রই গনতন্ত্রের জন্য প্রতিবন্ধকতা নয়।আরো অঙ্ক কারন আছে,যা সময় এবং স্থানের অভাবের জন্য আলোচনা করতে পারি নি।
আপনি সেইসব প্রতিবন্ধকতার মাঝে অন্যতম আরেকটি সমস্যা তুলে ধরেছেন,যেটা নিয়ে আমি বলার চিন্তা করছিলাম।সুশিক্ষিত জনগন একটি সুন্দর সুস্থ রাজনীতির নিয়ামক।যে দেশে মার্কা দেখে এখনো ভোট হয়,যে দেশে বেহেস্তের টিকেটের প্রলোভনে মানুষ কোনো দলের প্রতি আনুগত্য প্রকাশ করে-সে দেশে এত সহজে সুন্দর সুস্থ গনতন্ত্র ও দূর্নীতিমুক্ত পরিবেশ গড়ে উঠতে পারে না।আমাদের শুধু স্বাক্ষরতার হার বাড়ালেই হবেনা,সাক্ষরতারও নয়।সঠিক শিক্ষা সর্বত্র পৌঁছে না দিতে পারলে পালাক্রমে এক একটি দূর্নীতিবাজ দ্বারা আমরা ধর্ষিত হতেই থাকবো।
১৭২| ২৪ শে জুন, ২০১২ ভোর ৪:২০
কামরুল হাসান শািহ বলেছেন: কালীদাস বলেছেন: কেউ গালি দেয় নাই এখনো? সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ
২৪ শে জুন, ২০১২ রাত ১০:১৮
দূর্যোধন বলেছেন: আলহামদুলিল্লাহ !
১৭৩| ২৪ শে জুন, ২০১২ ভোর ৫:১৩
রাফা বলেছেন: আপনি ভুল বুঝেছেন ব্রো: আমি" না" ভোটের কথা বলি নাই। আমি বলতে চেয়েছি অন্ধভাবে শধু প্রতিক দেখে ভোট না দিয়ে যোগ্য মানুষ দেখে ভোট দেই।
হোতে পারে সে কোনো দলেরই না কিংবা ক্ষুদ্র কোনো দলের নিতান্তই ভালো কোন মানুষ।
ধন্যবাদ। মার্কা দেখে আর যেনো ভোট না দেই।
২৪ শে জুন, ২০১২ রাত ১০:১৯
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ রাফা,পরিষ্কার করার জন্য।ভুল বোঝাবুঝি হলে দুঃখপ্রকাশ করছি।
১৭৪| ২৪ শে জুন, ২০১২ সকাল ১০:০০
রেজোওয়ানা বলেছেন: গতকাল একবারও কারেন্ট যায় নাই, দেশের বিদ্যুত ব্যবস্থায় যুগান্তকারী বিপ্লব সাধিত হয়েছে, আর আপনি কিনা এখানে ....
আমিও দেখতে আসছিলাম গালি খাইলেন কিনা
২৪ শে জুন, ২০১২ রাত ১০:২১
দূর্যোধন বলেছেন: যেহেতু গতকাল যায় নাই,তার মানে এই পোস্টের পর টনক নড়েছে।
সুতরাং,কোথায় আমাকে ধন্যবাদ দেবেন,তা না করে গালি খাচ্ছি কিনা দেখতে আসছেন
১৭৫| ২৪ শে জুন, ২০১২ সকাল ১০:১১
দাস্তান বলেছেন: I am একদম fedup
২৪ শে জুন, ২০১২ রাত ১০:২২
দূর্যোধন বলেছেন: সেইম টু আমি,দাস্তান!
১৭৬| ২৪ শে জুন, ২০১২ সকাল ১১:৫৭
©অশনি সংকেত বলেছেন: বিনা যুদ্ধে নাহি দিব ছাড়,সূচাগ্র মেদিনীর অধিকার.... ।-
সমসাময়িক সচেতন পোস্ট। খুব ভালো।
++++++++++
২৪ শে জুন, ২০১২ রাত ১০:২৫
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ অশনি সংকেত
১৭৭| ২৪ শে জুন, ২০১২ দুপুর ১২:০৭
ডেভিড বলেছেন: বিটিভি দেখুন, সুখে শান্তিতে জীবন যাপন করুণ - আমিন
২৪ শে জুন, ২০১২ রাত ১০:২৭
দূর্যোধন বলেছেন: মিয়াবিবির বাক্স যতক্ষন দেখি,ততক্ষন সব দুঃখ ভুলে যাই
১৭৮| ২৪ শে জুন, ২০১২ বিকাল ৪:১১
শ।মসীর বলেছেন: আপনি কি এখনও মুক্ত বাতাসে
২৪ শে জুন, ২০১২ রাত ১০:২৯
দূর্যোধন বলেছেন: প্রভুর অশেষ কৃপায় আর সফটওয়্যারের কল্যানে
১৭৯| ২৪ শে জুন, ২০১২ বিকাল ৪:৩৯
বোহেমিয়ান বলেছেন: অসাধারণ !!!
২৪ শে জুন, ২০১২ রাত ১০:৩১
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ বোহেমিয়ান !
১৮০| ২৪ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
স্বর্ণমৃগ বলেছেন: মাই গুডনেস!!!
আপনি দেখছি পুরাই ডিজিটাল ব্লগার!
এত্তগুলান লিঙ্কু দেখে আই এ্যাম একদম ফেডাপ!
এমন মাথা হ্যাং করা পোস্ট দিয়ে কামডা ঠিক করেন নাই!
পোস্ট শোকেসে, হ্যাট'স অফ টু ইউ!
ফেবুতে শেয়ার দিলাম।
২৪ শে জুন, ২০১২ রাত ১০:৩৪
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ স্বর্নমৃগ!
আমরা সবাই-ই তো ডিজিটাল ব্লগার।লিংক দেখে ফেড আপ হবেন না,স্থানাভাব হবে ভেবে আপনাদের সুবিধার্থে কমিয়ে দিয়েছি
মাথা ঠান্ডা রেখে পড়ুন।রুপের ছাঁটে পরিবর্তন দেখতে পাচ্ছি
ভালো থাকুন।
১৮১| ২৪ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪৩
কাঙাল মামা বলেছেন: হাসিনা গংকে যদি এসব পোস্ট গিলাইতে পারতাম!!
২৪ শে জুন, ২০১২ রাত ১০:৩৭
দূর্যোধন বলেছেন: কি আর করবেন,আশাটাও কাঙালই থেকে যায়
১৮২| ২৪ শে জুন, ২০১২ রাত ৮:০১
কুন্তল_এ বলেছেন: কিছু বলার নাই।
২৪ শে জুন, ২০১২ রাত ১০:৩৯
দূর্যোধন বলেছেন: কিন্তু বলতে হবে।
১৮৩| ২৪ শে জুন, ২০১২ রাত ৯:৩৫
মহসিন৭১ বলেছেন: ভাই সমস্যা হলো যিনি যখন ক্ষমতায় থাকেন তিনি তখন সাধারণ মানুষের কথা বুঝতে চান না। তাদের চারপাশে থাকে পাইক বরকন্দাজ, উকিল মোক্তার, হালে এসএসএফ। আমাদের দেশের নেতারা ক্ষমতায় থাকাকালে জনতার কাতারে এসে জনতার কথা শুনলে দ্বিতীয়বার ক্ষমতায় যেতে পারতো। কে বোঝে কার কথা। কে শোনে কার কথা। যখন নির্বাচনে হেরে যায় তখন বলে কারচুপি হয়েছে। কারণ ক্ষমতায় থাকাকালে নানা জরিপে দেখে অনেক আসন পাবে। যখন দেখে ৩০ আসন তখন বলে কারচুপি। আসলে কারচুপি করে আর কত আসন নেয়া যায়।
২৪ শে জুন, ২০১২ রাত ১০:৪০
দূর্যোধন বলেছেন: দারুন বলেছেন মহসিন৭১! একমত!
লংকায় গিয়েই রাবন হবার সংস্কৃতির পরিবর্তন ঘটানো প্রয়োজন,যতটুকু সম্ভব।
১৮৪| ২৪ শে জুন, ২০১২ রাত ১০:২৮
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: প্রথমেই অসাধারণ এই বিশ্লেষনের জন্য। শেখ হাসিনা চাইলে এই পোস্ট প্রিন্ট করে বাধিয়ে রাখতে পারেন, তার কাজের এত সুন্দর সারাংশের জন্য।
আপনি বলেছেন, শেখ হাসিনার হাতে আর দেড় বছর সময় আছে? এতটা নিশ্চিত হলেন কি করে? আমার বিশ্বাস ওনাদের হাতে আরো অনেক সময় আছে, দেশটাকে শুষে নেবার জন্য... সময় হলেই বুঝবেন...
যদি কোন কালে আরব বসন্তের ছোয়া লাগে, তাহলেই হয়ত এর হাত থেকে সাময়িক মুক্তি লাভ সম্ভব। শুধু মাত্র বিদ্যুতের কারণেই এই দেশে বাংলাদেশী বসন্তের তান্ডব শুরু হয়ে যাওয়া উচিত !
পহেলা জুলাই থেকে আবাসিক গ্রাহকদের জন্য বিদ্যুতের মূল্য ৩০% বাড়ানোর ঘোষনা আসার সম্ভবনা। বর্তমানে বিদ্যুতের মূল্য স্ল্যাব এর যে নিয়ম তাতে, ৪০০ ইউনিটের ওপরে বিদ্যুতের মূল্য গেলেই গ্রাহককে প্রায় দ্বিগুণ মূল্য দিতে হয়।
অর্থাৎ, ৪০০ X ৭.৮৯ = ৩১৫৬ টাকা ++
এর ওপর ৩০% মূল্য বৃদ্ধি হলে কি অবস্থা হবে বোঝেন?
দেখা যাবে বাড়ী ভাড়া'র অর্ধেক বা কাছাকাছি বিদ্যুতের বিল !!
বেতন কয় টাকা বাড়ে আমাদের??
একটা বাস্তব উদাহরণ দেখুন। জনৈক অবসরপ্রাপ্ত ভদ্রলোক তার আড়াই কাঠা জায়গায় নয়টি টিনশেড দেয়া রুম করে সেটা স্বল্প আয়ের লোকদের কাছে ভাড়া দিয়ে সে টাকায় তার মাসের খরচ চালান। সেই বাসার গত বছর জুন থেকে পরবর্তী মাস গুলোর বিদ্যুত বিল দেখুন। আর এবছর মে-জুন এর বিদ্যুত বিল দেখুন (নতুন পলিসি অনুসারে)।
এবার চিন্তা করুন, জুলাই থেকে নভেম্বর মাস পর্যন্ত তার বিদ্যুত বিল কোন পর্যায়ে যাবে (৩০% বৃদ্ধি ধরে) এবং তার জীবন যাত্রার ব্যয় নির্ধারণে কি পরিমাণ চাপ পড়বে??
২৪ শে জুন, ২০১২ রাত ১০:৪৪
দূর্যোধন বলেছেন: হ্যাঁ জহির ভাই,যেভাবে অনায্যভাবে সরকার একের পর এক চাপ বৃদ্ধি করে যাচ্ছে ,তার বিরদ্ধে সব নাগরিকেরই গর্জে ওঠা উচিত ছিলো।আমরা সবাই বিজিএমইএ'র আনিসুল হক নই,আমাদের বাসায় টনচারেকের এসি ঘোরেনা,মাস শেষে হিসেব ছাড়া টাকাও কামাই না।আমরা তাই বলতে পারি-সরকার বিদ্যুত নিয়ে নয়ছয় করছে,জনগনের পকেটের টাকারও হিসেব ছাড়া ধ্বংস করেছে,কিছু সুবিধাভোগীর পকেটে ভরেও দিয়েছে।
৩০% বৃদ্ধি হলে বাংলাদেশে অবশ্যই অবশ্যই সকল মানুষের রুখে দাড়ানো উচিত।বিভ্রান্ত সরকারী নীতির কারনে আমরাতো সাফার করতে পারি না,তাই না !
১৮৫| ২৪ শে জুন, ২০১২ রাত ১১:০৮
টাক্কা বলেছেন: অসাধারণ লিখেছেন। সব সরকারই জনগণকে ভেজে খেতে আসে। এদের অত্যাচার থেকে বাচতে জনগণ ঠিকই আগামীবার হয়ত বিএনপিুকে ভোট দিবে, আবার ৫ বছর পর বিএনপির অত্যাচার থেকে বাচতে আওয়ামীলীগ কে ভোট দিবে। এভাবে চলতে থাকবে।
২৫ শে জুন, ২০১২ রাত ১২:১৪
দূর্যোধন বলেছেন: কিন্তু কি করা যায় ? এই সংস্কৃতির পরিবর্তনের জন্য কিছুতো করা প্রয়োজন!
১৮৬| ২৫ শে জুন, ২০১২ রাত ১২:৩২
বাপ্পাদিত্য বলেছেন: তথ্যবহুল লিখা... ধন্যবাদ...
২৮ শে জুন, ২০১২ রাত ৮:৫৮
দূর্যোধন বলেছেন: আপনাকেও ধন্যবাদ,বাপ্পাদিত্য ।
১৮৭| ২৫ শে জুন, ২০১২ রাত ৩:১১
ওবায়েদুল আকবর বলেছেন: আপনার মত এভাবে বলার যোগ্যতা বাংলাদেশের ইতিহাসের কোন বিরোধী দলের কখনোই ছিলনা। আমার মনে হয় প্রতিবার সরকারি দলরে শিক্ষা দেওয়ার বদলে একবার বিরোধী দলরে শিক্ষা দিলে কেমন হয়? বিরোধী দলের এই আলু পোড়া খাওয়ার নিয়ম চেন্জ হওয়া উচিৎ। এরপরে হয়ত প্রধানমন্ত্রী হবেন খালেদা আর বিরোধী দলীয় নেত্রী হবেন শেখ হাসিনা। কিন্তু নির্বাচনে সরকারি দলের আসন্ন ভরাডুবি করানোর জন্য শেখ হাসিনা ভবিষ্যতে কেন আওয়ামীলীগের দলীয় ফোরামে শাস্তি পাবেনা সেটাইতো বুঝতে পারতেছিনা যেমন বুঝতে পারিনা ২০০৮ এ কেন খালেদা বিএনপি থেকে শাস্তি পেলনা। আমার মনে হয় সমস্যা সরকারি দলের চেয়ে বিরোধী দলে বেশী। এদের কে দল নিরপেক্ষভাবে একটা গদাম দেওয়া উচিৎ যাতে এরপর বিরোধী দলে গেলে তারা ব্যার্থতার জন্য দলীয় প্রধানকে সাস্তি প্রদান করে।
আর পরিশেষে আপনাকে বাংলাদেশের জাতীয় সংসদে অলটাইম বিরোধী দলীয় সংসাদ সদস্য হিসেবে দেখতে চাই কারণ তাহলে সরকারি দল ঠিক থাকবে।
আমাদের দেশে বিরোধী দলে এটাকিং ফরোয়ার্ডের বড়ই অভাব।
২৮ শে জুন, ২০১২ রাত ৮:৫৯
দূর্যোধন বলেছেন: আপনি আমাকে বিরোধী দলে থাকার প্রার্থনা করে অভিশাপ না দিলেও পারতেন!আমারও কি কমিশন বানিজ্য করার ইচ্ছে হয় না!
১৮৮| ২৫ শে জুন, ২০১২ সকাল ৯:২২
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: প্রথম আলোর আজকের খবরঃ
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য তিনটি বিতরণকারী সংস্থা প্রস্তাব দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে। গতকাল রোববার দেওয়া এ প্রস্তাবে আগামী ১ জুলাই থেকে মূল্যবৃদ্ধি কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।
সংস্থাগুলোর সূত্র জানায়, ঢাকার প্রধান বিতরণকারী সংস্থা (ডিপিডিসি) প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৫০ দশমিক ৭৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। ঢাকার অপর বিতরণকারী সংস্থা ডেসকো প্রায় ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। আর পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) দিয়েছে ৫৬ দশমিক ৮৬ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব।
বিইআরসি আগের মতো গ্রাহকের কোনো স্বার্থের কথা বিবেচনা না করে সংস্থাগুলোর প্রস্তাবে সাড়া দিলে অতীতের সব রেকর্ড ভেঙে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ৫০ শতাংশের বেশি বাড়বে।
এ ছাড়া পিডিবিও আজকালের মধ্যে তাদের বিতরণ এলাকার গ্রাহকদের বিদ্যুতের দাম ৫৫ থেকে ৫৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠাবে বলে জানা গেছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) এখন প্রতি ইউনিট বিদ্যুতে গড়ে ৪২ পয়সা লোকসান দিচ্ছে। এই লোকসান সমন্বয় করার পাশাপাশি বিদ্যুতের পাইকারি দাম যে হারে বাড়বে আরইবি তার সমান মূল্যবৃদ্ধি চায় গ্রাহক পর্যায়ে।
এর আগে গত ৬ জুন পিডিবি বিদ্যুতের পাইকারি (বাল্ক) দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে পাঠিয়েছে। ওই প্রস্তাবে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম দুই টাকা এক পয়সা (প্রায় ৫০ শতাংশ) বাড়ানোর প্রস্তাব করেছে এবং ১ জুলাই থেকে তা কার্যকর চেয়েছে।
পিডিবির ওই প্রস্তাব পাওয়ার পর বিইআরসির পক্ষ থেকে বলা হয়েছিল, পাইকারিতে এবার ৫০ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে ৩০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হতে পারে।
সর্বশেষ গত মার্চে জ্বালানি তেলের বর্ধিত দামের সঙ্গে সমন্বয় রেখে বিইআরসি বিদ্যুতের পাইকারি দাম ইউনিটপ্রতি ২৮ পয়সা বাড়ায়।
৩০% নয়, যদি ৫০% বিদ্যুতের মূল্য গ্রাহক পর্যায়ে বাড়ে, সাধারণ মানুষের কি অবস্থা হবে??!!
২৮ শে জুন, ২০১২ রাত ৯:০০
দূর্যোধন বলেছেন: দুঃখজনক সংবাদ,জহির ভাই।
১৮৯| ২৫ শে জুন, ২০১২ সকাল ৯:২৩
মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: বাংলানিউজ২৪ এও আরো বিস্তারিতভাবে খবর লিখেছেঃ
বিদ্যুতের দাম ৫৫ শতাংশ বাড়ানোর উদ্যোগ
বিদ্যুতের অবিশ্বাস্য ও অকল্পনীয় রকমের দাম বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমান সররকার সাড়ে তিন বছরে ৬ দফায় গ্রাহক পর্যায়ে দাম বাড়িয়েছে ৩৬ শতাংশ। আর চলতি দফায় এক বারেই প্রায় ৫৩ থেকে ৫৬ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ এনর্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)।
রোববার গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর জন্য ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) এবং ওয়েস্টজোন পাওয়ার ড্রিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে বিদ্যুতের দাম বাড়ানোর এ প্রস্তাব দিয়েছে।
এছাড়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) দু’একদিনের মধ্যেই দাম বাড়ানোর প্রস্তাব দেবে।
বিইআরসি সূত্র জানায়, গত ৬ জুন বিদ্যুতের পাইকারি দাম ৫০ ভাগ বাড়ানোর জন্য পিডিবি একটি প্রস্তাব জমা দিয়েছে। পাইকারি দাম বাড়ানোর পর বিতরণ কোম্পানি লোকসান করে এ জন্য একই সঙ্গে বিইআরসি পাইকারি এবং খুচরা দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। বিইআরসি থেকে বিতরণ কোম্পানিগুলোকে দাম বৃদ্ধির প্রস্তাব দিতে বলা হয়।
ডিপিডিসি সচিব মরণ কুমার চক্রবর্তী স্বাক্ষরিত একটি প্রস্তাব রোববার বিকেলে বিইআরসিতে জমা দিয়েছে। প্রস্তাবে খুচরা বিদ্যুতের দাম ৫৩ দশমিক ৭৩ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
প্রস্তাবে ডিপিডিসি উল্লেখ করেছে, গত ফেব্রুয়ারি ও মার্চে যথাক্রমে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হয় ১৯ দশমিক ৯৫ এবং ৭ দশমিক ৭৩ শতাংশ। কিন্তু ওই সময়ে গ্রাহক পর্যায়ে (খুচরা) দাম বাড়ানো হয়েছে যথাক্রমে ৭ দশমিক ৭৬ ও ৬ দশমিক ২৫ শতাংশ। এছাড়া পাইকারি দাম ৫০ শতাংশ বাড়ানো হলে ৫৩ দশমিক ৭৩ শতাংশ বাড়ানো প্রয়োজন পড়বে। আর তা না হলে সংস্থা আর্থিক ক্ষতির মুখে পড়বে।
ডিপিডিসি তাদের এই বর্ধিত মূল্য জুলাই মাস থেকেই কার্যকর করার প্রস্তাব করেছে।
ওয়েস্টজোন তাদের প্রস্তাবে বিদ্যুতের দাম ৫৬ দশমিক ৮৬ ভাগ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। কোম্পানিটির সচিব রবীন্দ্রনাথ দত্ত জানিয়েছেন, রোববার খুলনা থেকে কুরিয়ার সার্ভিসে এনার্জি রেগুলেটরি কমিশনের বরাবরে প্রস্তাব পাঠানো হয়েছে।
পিডিবি সূত্র জানায়, দু’একদিনের মধ্যে তারা গ্রাহক পর্যায়ে দাম বৃদ্ধির প্রস্তাব বিইআরসিতে জমা দেবেন। তারা ৫৫ থেকে ৫৬ শতাংশ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান।
আরইবি এক কর্মকর্তা বাংলানিউজকে জানান, তাদের প্রস্তাব চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দু’এক দিনের মধ্যেই তা বিইআরসিতে জমা দেবেন।
আরইবির ইউনিটপ্রতি বিদ্যুৎ বিক্রিতে ৪২ পয়সা লোকসান করছে। লোকসানের ৪২ পয়সা এবং পাইকারি দাম যে পরিমান বৃদ্ধি পাবে, তার সমপরিমান বিদ্যুতের দাম বৃদ্ধি করতে চায় সংস্থটি।
সূত্র জানায়, গত কয়েকদিন ধরে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে দফায় দফায় বৈঠক করেছে বিতরণ কোম্পানিগুলো। অতীতে কোনো দিন সমন্বিত বৈঠক না হলেও এবার বিভিন্ন বিতরণ কোম্পানি এক সঙ্গে বৈঠক করেছে। ওই বৈঠকে পিডিবির তরফ থেকে জানানো হয়েছে, তারা বিইআরসিতে আরেকটি সংশোধিত দাম বৃদ্ধির প্রস্তাব দিতে যাচ্ছে। এতে ৫৫ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব থাকছে বলে জানা গেছে।
পাইকারি দামের ৭০ শতাংশ প্রভাব পড়ে গ্রাহক পর্যায়ে। সে কারণে পিডিবির দেওয়া ৫০ শতাংশ পাইকারি দাম বৃদ্ধির প্রস্তাবের বিপরীতে খুচরা দাম সর্বোচ্চ ৩৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব দেওয়ার কথা।
কিন্তু পাইকারি প্রস্তাবের চেয়েও বেশি প্রস্তাব দেওয়ার কারণ সম্পর্কে ডিপিডিসির এক কর্মকর্তা জানিয়েছেন, পিডিবি তাদের প্রস্তাব সংশোধন করে ৫৫ শতাংশ করতে যাচ্ছে। আর সে কারণেই সংস্থাগুলোকেও এইভাবে প্রস্তাব দিতে বলা হয়েছে।
পাইকারি দাম বাড়ানোর প্রস্তাবের পর বিইআরসি সদস্য ড. সেলিম মাহমুদ বাংলানিউজকে জানিয়েছেন, ৫০ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই পরিমাণ দাম বাড়ালে সংস্থাগুলো লোকসানে পড়বে। তাই খুচরা দাম বাড়ানোর প্রস্তাবও জমা দিতে বলা হয়েছে।
পিডিবির একটি সূত্র জানিয়েছে, সরকার কয়েক দফায় দাম বাড়িয়ে সমালোচনার শিকার হয়েছে। এ ছাড়া সমালোচকারও বারে বারে সুযোগ পান। সরকার দফায় দফায় দাম বাড়িয়ে সেই সুযোগ দিতে চান না। এ ছাড়া নির্বাচন এগিয়ে আসায় এর পরে আর সরকার দাম বাড়িয়ে ঝুঁকি নিতে চাইবে না। সরকার মনে করছে, এতো আগে দাম বাড়ালে ভোট আসতে আসতে জনগণ ভুলে যাবে।
বর্তমান সরকার ২০০৯ সালের ডিসেম্বরে শুধু পল্লী বিদ্যুতায়ন বোর্ড ( আরইবি) গ্রাহকদের ৬ দশমিক ৫৭ ভাগ দাম বাড়ায়। এরপর ২০১০ সালের মার্চে আরইবি ছাড়া অন্যান্য সংস্থা গ্রাহক পর্যায়ে বিদুতের দাম গড়ে ৬ দশমিক ৩২ ভাগ বাড়ায়।
এরপর ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে ৫ ভাগ খুচরা দাম বাড়ানো হয়। এরপর একই বছরের ডিসেম্বর মাসে পাইকারি দর ১২ দশমিক ৭৯ শতাংশ, চলতি বছরে ফেব্রুয়ারি মাসে ৭ দশমিক ০১ শতাংশ সর্শেষ ১ মার্চে ৬ দশমিক ২৫ শতাংশ দাম বাড়ানো হয়।
সর্বশেষ ২৯ মার্চ দাম বাড়ানোর ফলে বর্তমানে বিদ্যুতের পাইকারি গড় দর রয়েছে ৪ টাকা ০২ পয়সা ও গ্রাহক পর্যায়ে ইউনিট প্রতি গড় দর রয়েছে ৫ দশমিক ৩২ টাকা।
২৮ শে জুন, ২০১২ রাত ৯:০১
দূর্যোধন বলেছেন: নজরে লিংকটি আনার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
১৯০| ২৫ শে জুন, ২০১২ সকাল ১০:১৮
ক্লিকবাজ বলেছেন: আফসুস, পৃথিবীতে এমন কোন গালি নাই যেটা তাদের জন্য প্রযোজ্য।
২৮ শে জুন, ২০১২ রাত ৯:০২
দূর্যোধন বলেছেন:
১৯১| ২৫ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:৪০
আরজু পনি বলেছেন:
উপস্! ৬১ টি লিংক!! (যদি ভুল না করে থাকি) কয়েকটা ঠিক মতো কাজ করছে না। সম্ভবত আমার নেটের সমস্যার জন্যেই হতে পারে।
একজায়গায় শেয়ার করেছিলাম রিএ্যাকশন দেখার জন্যে কিন্তু আফসোস!
কি বলবো! আর পরিবার তন্ত্র চাই না। আসল গনতন্ত্রের রাজনীতি দেখতে চাই।
আপনার এক পোস্ট লিংক সহ দেথতে আমাকে একাধিকবার লোডশেডিংয়ের খপ্পরে পড়তে হলো
ইহাই হইলো দূর্যোধনীয় পোস্ট। সাব্বাস!
২৮ শে জুন, ২০১২ রাত ৯:০৫
দূর্যোধন বলেছেন: 'সাব্বাস' সাদরে গৃহীত হলো,আরজু পনি।
যেসব লিংক কাজ করছেনা,সেগুলো নজরে আনলে ভালো হতো।
ধন্যবাদ।
১৯২| ২৬ শে জুন, ২০১২ দুপুর ১:৫৯
স্বর্ণমৃগ বলেছেন: খোদা! বিদ্যুতের দাম যদি এভাবে বাড়তে থাকে...
চিন্তা করার ও শক্তি নাই!
২৮ শে জুন, ২০১২ রাত ৯:০৬
দূর্যোধন বলেছেন: অন্ধকারেই ভবিষ্যতে চিন্তা করতে হবে,মনে হচ্ছে।
১৯৩| ২৬ শে জুন, ২০১২ বিকাল ৪:৫৪
লর্ড কার্জন বলেছেন: এই বিদ্যুৎ সমস্যার কারণে এখন ভার্সিটি বন্ধ হলেও বাড়িতে যেতে মন চায় না। তিন বছর আগে যখন ভার্সিটিতে আসি তখনো মাসের বরাদ্দ ছিল ৩০০০-৩৫০০ টাকা। এখনও তাই আছে। কিন্তু তিন বছর পর তো বাজারের অবস্থা এক নয়। আব্বুর আয়ও বাড়ে নি। কিন্তু খরচ দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেশের ভাগ্যে যে কী আছে ভাবতেই ভয় লাগে। আর প্রধানমন্ত্রী বোধহয় মানুষের আয় বেড়েছে বলতে উনার দলের লোকজনের আয় বাড়াকে বুঝিয়েছেন।
২৮ শে জুন, ২০১২ রাত ৯:০৮
দূর্যোধন বলেছেন: হ্যাঁ,খরচা দিনকে দিন বেড়েই যাচ্ছে কিন্তু সেই অনুযায়ী আয় বাড়ছে না।আয় যদিও বাড়ে,তখন দেখা যায় বাজারে লোকদের দাবী,''আপনাদের বেতন বাড়ছে,তাই জিনিসপত্রের দামও বেশী''! নজরদারিই নেই।
খুবই দুঃখজনক,খুবই হতাশাজনক।
১৯৪| ২৬ শে জুন, ২০১২ সন্ধ্যা ৬:০১
অনন্ত আরেফিন বলেছেন: লিঙ্ক গুলোর জন্য ধন্যবাদ। খুবই দুঃখ লাগে যখন দেখি এতো গুলো বছর পেরিয়ে যাবার পরেও আমরা একজন যোগ্য শাসক খুঁজে পেলাম না। পোস্টে +
২৮ শে জুন, ২০১২ রাত ৯:০৯
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ অনন্ত আরেফিন,আপনার কমেন্টেই দেশের অনেক মানুষের হতাশার ছাপ স্পষ্ট।
১৯৫| ২৭ শে জুন, ২০১২ বিকাল ৪:৩১
মাহমুদা সোনিয়া বলেছেন: দুর্দান্ত হয়েছে ভাই। যে নিরঙ্কুশ সমর্থন পেয়ে তারা ক্ষমতায় এসেছিল, তার এক ভাগ সফলতাও নেই। বিদ্যুৎ, আবাসন, গ্যাস, পানি, রাস্তাঘাট, চিকিৎসা মৌলিক কোন খাতেই তেমন উন্নতি নেই।
আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি, যানবাহন ও নিত্য পণ্যের মূল্য বৃদ্ধি সবচেয়ে বেশী অসহনীয়। আর একটা দেশের পুজিবাজার হলে সেই দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি, অথচ অর্থ মন্ত্রী বলেন, "দুষ্ট বাজার," "শেয়ার বাজার পুরোপুরি ধ্বংস হয়ে গেলেও অর্থনীতির কোন ক্ষতি হবে না।"
দু দলের মধ্যে পালাকরে আমরাও আকেকবার একেকজন কে ক্ষমতায় বসাবো বড় আশা নিয়ে। কিন্তু সব শেয়ালের এক সুরের মতোই হয়।
আই অ্যাম একদম ফেড আপ
একটা পরিবর্তন চাই।
২৮ শে জুন, ২০১২ রাত ৯:১২
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ সুলেখিকা।
আমাদের আশা বারবার বৃথা যেতে দেয়া উচিত নয়।এই বারের নির্বাচনের আগে তরুনদের একাট্টা হতে হবে।সুশাসক ছাড়া এই দেশের উন্নতি নেই,আমাদের স্বপ্নও নষ্ট হয়ে যেতে দিতে পারি না আমরা।
১৯৬| ২৭ শে জুন, ২০১২ রাত ১০:৫১
ভিয়েনাস বলেছেন: গোটা একটা সরকার কে পোস্ট বন্দি করেছেন।
চমৎকার দলিলসম পোস্ট।
২৮ শে জুন, ২০১২ রাত ৯:১৪
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ভিয়েনাস,সবার ত্রুটিগুলো নজরে আসা দরকার।
১৯৭| ২৮ শে জুন, ২০১২ বিকাল ৪:০৩
মাস্টার বলেছেন: প্রধানমন্ত্রী বলিলেন, এত সস্তা বিদ্যুৎ পৃথিবীর আর কোথাও নেই
২৮ শে জুন, ২০১২ রাত ৯:১৫
দূর্যোধন বলেছেন: এইদেশে দায়িত্বশীলদের বক্তব্যও খুবই সস্তা,তা প্রমান হলো।
১৯৮| ২৮ শে জুন, ২০১২ রাত ৯:০৩
কালো হিমু বলেছেন: রীতিমত গবেষণা করেছেন দেখছি।
+++ +++ +++
২৮ শে জুন, ২০১২ রাত ৯:১৬
দূর্যোধন বলেছেন: আপনাকেও ধন্যবাদ,কালো হিমু
১৯৯| ২৯ শে জুন, ২০১২ দুপুর ১২:০৫
করিম লাঠিয়াল বলেছেন:
অতিরিক্ত আত্মবিশ্বাস পতন ডেকে আনে।
৩০ শে জুন, ২০১২ রাত ১০:২০
দূর্যোধন বলেছেন:
২০০| ৩০ শে জুন, ২০১২ সকাল ১১:২৫
~মাইনাচ~ বলেছেন: আপনার ফাসিঁ চাই, ডাইরেক্ট
৩০ শে জুন, ২০১২ রাত ১০:২১
দূর্যোধন বলেছেন: ফাঁসি কি ইনডাইরেক্ট আছে নাকি হে !
২০১| ৩০ শে জুন, ২০১২ সকাল ১১:২৮
আকাশ৮৬ বলেছেন:
৩০ শে জুন, ২০১২ রাত ১০:২২
দূর্যোধন বলেছেন:
২০২| ৩০ শে জুন, ২০১২ দুপুর ১২:৪৪
আরিফ রুবেল বলেছেন: এবারের বন্যায় ঘর-বাড়ি-গবাদি পশু এমনকি সাধারন মানুষ ভেসে গেলেও বহাল তবিয়তে টিকে থাকবে এই মহা-জট সরকার (যদিও সবচেয়ে বেশি দরকার ছিল সরকার এবং প্রধান বিরোধী জোটের ভেসে যাওয়া) । জাতি যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই থাকবে, অবস্থার তেমন কোন বদল হবে না। অথচ এই সরকার ক্ষমতায় আসছেই দিন বদলের কথা বলে।
প্রধানমন্ত্রী এবং তার সাঙ্গ-পাঙ্গদের বক্তব্যগুলো একসাথে এক পোস্টে দেয়ার জন্য অনেক ধন্যবাদ। অনলাইন মিডিয়া আরো শক্তিশালী হোক, ভুলোমনা বাঙালী দেখুক তাদের ভোটে নির্বাচিত সরকার কি বলে, আর কি করে !
৩০ শে জুন, ২০১২ রাত ১০:২৬
দূর্যোধন বলেছেন: সরকার বিভিন্ন ইস্যুতে ব্যর্থ,একই সাথে বিরোধীদল বলে যে কিছু একটা আছে,তাই আমরা মনে করতে পারিনা।তুচ্ছাতিতুচ্ছ যাবতীয় ইস্যু নিয়ে (সমানের আসনে বসা,বাড়ি ফেরত) তাদের যত মাথা ব্যাথা-অকর্মন্য এক বিরোধীদল!
অনলাইন মিডিয়া শক্তিশালী হচ্ছে এবং হবেই।আসুন আমরা সবধরনের অসঙ্গতি নিয়ে মুখ খুলি।
ধন্যবাদ আপনাকে,আরিফ রুবেল।
২০৩| ০১ লা জুলাই, ২০১২ রাত ১২:৫৬
মৃত্যুঞ্জয় বলেছেন: দাদা ১০ টাকা কেজি চাল হবে এই রকম কিছুও তো ছিল সঙ্গে, যেটা কিছুদিন আগে একবার ব্লগে পুষ্ট হইছিল ভিডিও লগে দিয়া, পরে অনেক খুজছি মাগার পাইনি আইজকা দেহি ম্যাদাম এর কথা পুরাই ঘুইরা গেছে
০১ লা জুলাই, ২০১২ বিকাল ৩:৩৪
দূর্যোধন বলেছেন: এখনো খুঁজে পান নি?
২০৪| ০১ লা জুলাই, ২০১২ রাত ১:২২
শিশিরের বিন্দু বলেছেন: আগেই পড়েছি কিন্তু মন্তব্য করার মতো কিছুই খুজে পাচ্ছিলাম না, আসলে এটা তো নতুন কিছুই না, আমরা একেকবার গরম চুলা থেকে উত্তপ্ত কড়াইয়ে ঝাপ দেই, এবং ভবিষ্যতেও দিবো, আর এই ধারা যে বা যারা পরিবর্তন করার সামর্থ্য রাখে তাড়াও এখন এইসব দুর্নীতির অংশীদার, আমি ছাত্র সমাজের কথা বলছি।
বাই দা ওয়ে চমৎকার পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
০১ লা জুলাই, ২০১২ বিকাল ৩:৩৫
দূর্যোধন বলেছেন: আপনাকেও পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ ,শিশিরের বিন্দু।
২০৫| ০১ লা জুলাই, ২০১২ সকাল ১১:৩৮
অন্য পুরুষ বলেছেন: এককথায় অসাধারণ। তথ্যের প্রাচুর্যে বড়ই মুগ্ধ হইছি। :দ
০১ লা জুলাই, ২০১২ বিকাল ৩:৩৬
দূর্যোধন বলেছেন: যথাসম্ভব তথ্যসন্নিবেশিত করার চেষ্টা করা হয়েছে।আপনাকে ধন্যবাদ।
২০৬| ০৫ ই জুলাই, ২০১২ সকাল ১০:২৯
যাযাবর৮১ বলেছেন:
সাড়ে তিন বছরে এখন পর্যন্ত এমন কোনো উন্নতি হয়নি,যার কারনে আপনি বলতে পারেন অঙ্গীকারের চেয়ে বেশি কাজ করেছেন।বিদ্যুত খাতের দুরাবস্থার একটি অংশই এখানে বলা হলো।আমরা কাজই দেখতে চাই মাননীয় প্রধানমন্ত্রী,কথার ফুলঝুড়ি নয়।চারদলীয় জোটসরকারের দুর্নীতির বিচার জনগন ঘটিয়েছে বড়ই নির্মমভাবে,নির্বাচনের আগে পুত্রের কৃতকর্মের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েও পদে থাকতে পারেন নি বেগম খালেদা জিয়া।সুতরাং,কথার চেয়ে নিজেদের কাজেই প্রমান করুন,সময়েই আপনার কাজের বিচার ভোটে নির্ধারিত হবে।
এককথায় অসাধারণ।
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
মুক্তি
দিনে দিনে গেল আজ চলে
..আরো একটি বছর,
স্বাধীনতার ঐ লাল সূর্য
..হয়েছে কেন ধূসর?
সংগ্রামে ত্যাগে অগ্নি জাতি
..ঘুমন্ত কেন যে তবে?
সোনার দেশ লুণ্ঠিত আজি
...কতটা নগ্ন ভাবে!
লাখো শহীদের রক্তে ভেজা
..আজো কাঁদে যে জননী,
পথোহারা জাতি নাই দিশা
...কাটে নারে ঐ রজনী্।
হারিয়ে গেছে চার দশক
.....সময় নয়তো কম,
এমন করে হলে পতন
..থাকে কি জাতির দম?
শৃঙ্খল বাধা জঞ্জাল ঠেলে
..দৃপ্ত প্রাণে ছুটো আজ,
হাতে হাত রেখে হাতে নেরে
...দেশ গড়ার কাজ।
নতুন স্বপ্ন নতুন করে
..জাতির প্রাণে জাগুক
দারিদ্রতার শৃঙ্খল ভেঙ্গে
..পূর্ণাঙ্গ মুক্তি আসুক।
০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২২
দূর্যোধন বলেছেন: সুন্দর কবিতাটির জন্য ধন্যবাদ জানবেন,যাযাবর।
২০৭| ০৫ ই জুলাই, ২০১২ দুপুর ২:৪৩
একজন ঘূণপোকা বলেছেন: চরম একটা পোস্ট
হাজার পেলাস
০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৪
দূর্যোধন বলেছেন: প্লাসের জন্য ধন্যবাদ,ঘূণপোকা।
২০৮| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৫
নীলঞ্জন বলেছেন: রাজনৈতিক অঙ্গীকার আর তা পূরণ!!!!!!!!!!!!
পোস্টে +++++++++
০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৫
দূর্যোধন বলেছেন: কিন্তু পূরণ করার জন্য চাপ প্রয়োগে আমরা সচেষ্ট হই,সেই সংস্কৃতি শুরুর জন্য আমাদের চেষ্টা চালাতে হবে।
২০৯| ০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:১৩
মুক্তির মিছিল বলেছেন: মাননীয় প্রধান মন্ত্রী তাঁর দেয়া প্রতিশ্রুতির চাইতেও বেশী যা করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে- শেয়ার বাজার লুট, কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্প থেকে ৩০ হাজার কোটি টাকা লুট এবং সর্ব শেষ পদ্মা সেতুর টাকা লোপাটের ইচ্ছা
০৬ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২৭
দূর্যোধন বলেছেন: কিছুই পূরণ করেন নি।
২১০| ১২ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৬
নিখিলেস প্যারিসে বলেছেন: দারুন কষ্টকর পোস্ট...
ধন্যবাদ
১৩ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৭
দূর্যোধন বলেছেন: আপনাকেও ধন্যবাদ,নিখিলেশ।
২১১| ১৩ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২৭
ইন২বাংলা বলেছেন: পুরা আমলনামা এক হাতে ধরাইয়া দিলেন.......
১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:২২
দূর্যোধন বলেছেন: হ !
২১২| ১৩ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৫৫
তামিম ইবনে আমান বলেছেন: ইন২বাংলা বলেছেন: পুরা আমলনামা এক হাতে ধরাইয়া দিলেন.......
=p
+ দিলাম
১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৩
দূর্যোধন বলেছেন:
২১৩| ১৩ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৫২
জেনারেশন সুপারস্টার বলেছেন: :#>
১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৪
দূর্যোধন বলেছেন:
২১৪| ১৫ ই জুলাই, ২০১২ ভোর ৪:২৪
একাকী আমি বলেছেন: বহু দিন ব্লগে আসি নাই তুমি কি নিজেরে ব্লগের হোমরা চোমরা ভাবো?শালার পো নিজের খোমা দেখাইতে পারলানা এখনো?ভন্ড প্রতারক।তোমার সব গোপন কথা আমার জানা আছে।নেক্সট স্টেপ ডিপেন্ড ওন ইউ।ফাজলামি করলে ব্লগে লেংটা করুম আর ভালো হয়ে গেলে মাফ করে দিমু।তোমার চামচা দিয়া নারি ব্লগারকে ডিস্টার্ব করো নিজে ডিস্টার্ব করো পরে নিজে ইভ টিসিং পোস্ট প্রশব করো?শালা ভন্ড।
১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৮
দূর্যোধন বলেছেন: জ্বি।নিজের নিকে এসেই না হয় বলুন,ভয়ের কি আছে?
আমি নিজেকে খুব সাধারন ব্লগারই মনে করি,আপনি হোমড়া চোমড়া ভাবলে কি আর করার আছে,দুলাভাই? (শালা বলে ডাকলেনই যখন!)
তো,আপুনি ভালো আছে?আপুনিকে ভালো করে সুখে রাখবেন।মাঝে মাঝে আপুনির জন্য জেগে না উঠলে কিভাবে ভালো দুলাভাই বলবো?
২১৫| ১৬ ই জুলাই, ২০১২ সকাল ৭:৩৯
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু
পাই নাতো তাই টেস্টু (
চাই চাই নতুন নতুন পোস্টু
তবেই পাবো অনেক অনেক টেস্টু
পূর্ণতার মাঝে জীবন সাজুক
অপূর্ণতার মাঝে পূর্ণতা আসুক।
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন।
১৬ ই জুলাই, ২০১২ দুপুর ১:২৯
দূর্যোধন বলেছেন: আবারও ধন্যবাদ নিন,সুন্দর মন্তব্যের জন্য!
পোস্ট শীঘ্রই আসছে।আরেকটু অপেক্ষা করুন না হয়।
২১৬| ১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৯
কবি আফতাব হোসেন বলেছেন:
উনার অনেক ডিগ্রি । কবিতা কি লিকেন উনি? আর হিপ্নোতেরাপি কি করেন?
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৩৭
দূর্যোধন বলেছেন: আরে!আমাড় প্রিয় কুভি য়াপ্তাব!কেমুন য়াচেন?ওনেকদিন পোড় য়াপনাকে দেকচি।য়োনলাইন কোভিতা লিকেন্না কেন?
২১৭| ১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৪
বেঈমান আমি বলেছেন:
আমি বন্দী কারাগারে
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৩:৫৭
দূর্যোধন বলেছেন: ওয়েল্কাম ব্যাক।কমেন্ট ব্যান তো ছুটলো।এখন কি লেফটেনান্ট জেনারেল ?
২১৮| ১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:০২
বেঈমান আমি বলেছেন: না এখনো ওয়াচ।পোস্ট দিমু মাগার দিতে পারছিনা।কি যে করি?
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১১
দূর্যোধন বলেছেন: আরেকটু সবুর করো,রসুন বুনেছি
২১৯| ১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:১৫
কেনজিয়া বলেছেন: শিরোনামের সাথে সহমত।
১৬ ই জুলাই, ২০১২ বিকাল ৪:২১
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ।
২২০| ১৭ ই জুলাই, ২০১২ দুপুর ২:২০
সালমাহ্যাপী বলেছেন: বাপ্রে বহুত কষ্ট করেছেন
কিভাবে পারেন???
যাই হোক পোস্টে ভালো লাগা।
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৬
দূর্যোধন বলেছেন: আপনিও পারবেন,এমন কিছুনা।
আপনাকে ধন্যবাদ,সালমা হ্যাপী ।
২২১| ১৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৭
গাজী খায়রুল হাসান বলেছেন: নতুন লেখা কই?
নতুন লেখা না দিলে কিন্তু হরতাল দিমু।
প্রত্যেকদিন আইসা কলা খাই। নো গুডা।
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৭
দূর্যোধন বলেছেন: দুঃখিত অপেক্ষায় রাখার জন্য।আর অল্প একটু ওয়েট করেন।
২২২| ১৯ শে জুলাই, ২০১২ রাত ৮:৪২
যাযাবর৮১ বলেছেন:
নাই কেনে নতুন পোস্টু
পাই নাতো তাই টেস্টু
আসুন আমার বাড়ি
নতুন পোস্টু পড়ি
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:০৯
দূর্যোধন বলেছেন: একটা গান শুনেছিলাম।কোনো ডিজ্যুস শিল্পির রিমিক্স হবে হয়তো।
''খুব চেনা চেনা,লাগছে তোমাকে..... ''
২২৩| ২২ শে জুলাই, ২০১২ রাত ৯:১১
যাযাবর৮১ বলেছেন:
শুভকামনা সর্বক্ষণ
থাকুক সুস্থ দেহ মন
২৩ শে জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১০
দূর্যোধন বলেছেন: আবারও ধন্যবাদ আপনাকে
২২৪| ২৬ শে জুলাই, ২০১২ রাত ১১:০৯
যাযাবর৮১ বলেছেন:
হৈহৈ রৈরৈ ভাইজান গেল কৈ?
নতুন লিখা লিখছি আমি
পড়ছে না কেন চৈ?
৩১ শে জুলাই, ২০১২ রাত ১০:০৮
দূর্যোধন বলেছেন: এই যে উপস্থিত!
২২৫| ২৯ শে জুলাই, ২০১২ রাত ২:২২
যাযাবর৮১ বলেছেন:
ভাইজান ভাইজান ডাক পাড়ি
ভাইজান গেল কাদের বাড়ি
ওরে ভাইজান আয়না ঘরে
আমার পোস্টু কেঁদে মরে
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০০
দূর্যোধন বলেছেন: দেখে এলাম তো!
২২৬| ৩১ শে জুলাই, ২০১২ সকাল ১১:৪০
কবি আফতাব হোসেন বলেছেন:
যাপনি কি গুম অয়ে গেচেন নাকি । নুটুন নুটুন লিকেন্না কেন?
হিপনোতেরাপি করেন । বেচি বেচি লিক্তে পারবেন । হিপ্নোথেরাপি ৮৫ ভাগ মানুচকেই চাভাবিক করে তোলে...
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০১
দূর্যোধন বলেছেন: টিকাচে কভি।য়ামাকে আড় দেড়ি না কোড়ে হিপ্নোতেড়াফি ধিন!
২২৭| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১০:১৮
বেঈমান আমি বলেছেন: ভাইয়া মনিটাকে ব্লগে দেখি না কেন?
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৩
দূর্যোধন বলেছেন: আবেশ প্রক্রিয়ায় আবেশিত হয়ে বেশ ''মনি মনি'' শিক্ষা হয়েছে দেখছি!
২২৮| ৩১ শে জুলাই, ২০১২ রাত ১১:৪৯
অলসমস্তিষ্ক৭৭৭ বলেছেন: ভাগ্যিস ছদ্মনামে ব্লগান।তাই গুম হননাই
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৪
দূর্যোধন বলেছেন: কথা খুব একটা ভুল বলেন নি
২২৯| ০১ লা আগস্ট, ২০১২ দুপুর ১:০২
তিথির অনুভূতি বলেছেন: প্রিয়তে
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৫
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ তিথির অনুভূতি!খুশী হলাম।
২৩০| ০২ রা আগস্ট, ২০১২ রাত ১২:১৬
যাযাবর৮১ বলেছেন:
মনের কষ্টে দিলাম পোস্টু
যাযাবরের মনে অনেক কষ্টু
সময় করে যাবেন পইড়া
নাইলে কিন্তু আসুম উইড়া
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:০৬
দূর্যোধন বলেছেন: হাহাহাহাহাহাহাহা !
২৩১| ০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:১৮
বেঈমান আমি বলেছেন: ওগো ভাইয়ামনি
নাগিনকন্যার চোখে পড়িয়াছে চোখ
আবেশিত হইয়াছি আমি
তবে কি এখব ব্যাঘ্রের চোখে পড়িয়া
হইবো কলুষিত?
০৩ রা আগস্ট, ২০১২ সন্ধ্যা ৬:২০
দূর্যোধন বলেছেন: ঞঁ!
২৩২| ০৩ রা আগস্ট, ২০১২ রাত ১১:১৫
আমি দর্পন বলেছেন: উনি জাতির কাছে কোন ওয়াদা করেননি । বরখেলাপের প্রশ্নই আসে না ।
২৩৩| ১০ ই আগস্ট, ২০১২ রাত ২:৩২
জ্বীন কফিল বলেছেন: আমি দর্পন বলেছেন: উনি জাতির কাছে কোন ওয়াদা করেননি । বরখেলাপের প্রশ্নই আসে না ।
****************************
কস্কি মুমিন?!
১০ ই আগস্ট, ২০১২ দুপুর ১:১৩
দূর্যোধন বলেছেন:
২৩৪| ১৭ ই আগস্ট, ২০১২ রাত ১২:২৮
ঠেলা বলেছেন: ভাই এত ঠেলা কেমনে দেন?
মারাত্মক পোষ্ট +++
১৯ শে আগস্ট, ২০১২ দুপুর ২:০২
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ ঠেলা ।
২৩৫| ২৬ শে আগস্ট, ২০১২ রাত ১২:২৯
দলছুট শুভ বলেছেন: ময়না তদন্ত সফল। + + + +
+ প্রিয়তে ।
২৬ শে আগস্ট, ২০১২ সকাল ৯:৪১
দূর্যোধন বলেছেন: ধন্যবাদ।
ভালো থাকা হোক,শুভ।
২৩৬| ১৩ ই সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:৩৩
কারা বন্দি বলেছেন: পোষ্ট দেয়ার অনেকদিন পর পড়া হল লেখাটা- আমি বুঝতেই পারছি না কিভাবে এই পোষ্ট নজর এড়িয়ে গেল।
যাই হোক- প্রচন্ড আক্রোশে, অভিমানে অনিয়ম দুর্নীতি গুলো কে পাশ কাটিয়ে যেতাম, কেন জানি আজ থেকে আবারও গর্জে উঠতে ইচ্ছে করছে।
আমার মনে হয় এর ১০ ভাগের ১ ভাগ অভিযোগ ও যদি কনো মানুষ এর বিরুদ্ধে উঠে তাইলে আত্মহত্যা করে আত্মগ্লানি হতে মুক্তি নেয়া উচিত।
আজ আবার ও নতুন করে উপলব্ধি করলাম আমাদের নেত্রী দুইজন ত মানুষ ই নাহ।
আপনার গবেষনাধর্মী পোষ্টে প্লাস।
আপনার যদি জানা থাকে তো প্লীজ জানাবেন আমাদের নেতা নেত্রীরা কোন গ্রহের এলিয়ন ???
ধন্যবাদ আপনাকে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৪২
দূর্যোধন বলেছেন: জনগনের ভাগ্যে শনির দুর্দশা দেখে শনিগ্রহ ছাড়া অন্য কোনো গ্রহের নাম মনে পড়ছেনা।
ধন্যবাদ আপনাকেও।
২৩৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৯
@অরণ্য বলেছেন: ওয়াচে থাকার সময় পোস্টটা পড়ে প্রিয়তে নিয়েছিলাম, আপনি কি রাজনীতি করেন, নাকি আগে করতেন?
১৮ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:২৭
দূর্যোধন বলেছেন: রাজনীতির প্রসঙ্গটা ঠিক কেন মনে হলো?
২৩৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:১৮
দ্বিধান্বিত একজন বলেছেন: ভাই জটিল লিখছেন। ভাই এই লেখাটি আমি আপনার অনুমতি না নিয়ে সেইখ হাসিনা রে মেইল করলাম।
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:১৫
দূর্যোধন বলেছেন: হটমেইলে হলে কিন্তু হবে না
২৩৯| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৯
লাল নীল কালো বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রী সভা ঘোষণার পর এই ভেবে আনন্দিত ছিলাম যে এই মন্ত্রী সভা আগের চারদলীয় জোটসরকারের মন্ত্রী সভার মত নয়। ভাবছিলাম দেশে সত্যি সত্যি একটা পরিবর্তন আসবে। কিন্তু এখন অবস্থা এমন হয়েছে যে সামনে কি হবে, এই চিন্তাটা জোর করে মাথা থেকে সরিয়ে রাখতে হয়। অজানা একটা ভয় হয় ভবিষ্যতের কথা ভাবলে।
মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা, আপনি চাইলে এই দেশটার জন্যে সব কিছু না হোক অনেক কিছুই করতে পারতেন। কিন্তু আফসোস এমন একটা (মাত্র একটা ) কাজও করলেন না যাতে দেশটা আর দেশের প্রতারিত মানুষগুলা আগের চাইতে একটু ভালো থাকে।
২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১৬
দূর্যোধন বলেছেন: ভালো বলেছেন।
২৪০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
হাবিবউল্যাহ বলেছেন: দেশের জন্য উনি অনেক করেছেন।আপনারা চোখে ঠুলি পরে বসে আছেন মহাশয়!
গোলাপি আর এই পোষ্টে ইচ্ছে করেই কমেন্ট করিনাই।আপনের ওয়াল ঘুইরা এখন আবার কমেন্ট করলাম।
এই সময়ের জন্যেও এই পোস্ট চলে।অবস্থার কোন পরিবর্তন হয়নাই ভ্রাত!
০৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
দূর্যোধন বলেছেন: তাই তো দেখতাছি ! গতবছরের লেখা সবপোস্টই এইবারও ছাপায়া দিলে কেউ ধরতেই পারবো না -এই হাল দেখতাছি ! নাহ,কালজয়ী পোস্টই লেইখা ফালাইছি দেখি
২৪১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৫
হাবিবউল্যাহ বলেছেন: সামনে বিনপি আইলে তার ৩বছরের মাথায় এরকম পোস্ট আবার লিখতে হইব।
এবং সে পোষ্টের গুরুত্ব এরপরের দুই বছর ও থাকব।কালজয়ী পোষ্টের বন্যায় ব্লগ ভেসে যাবে তখন!
১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬
দূর্যোধন বলেছেন: আর কইয়েন্না ! পোস্টানি আর পোস্টানির জন্য অনলাইন ঘাঁটাঘাঁটির সময়ও বাইচ্যা যাইবো ।
২৪২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৩:৫২
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: আমার শোকেস ভরুম আপনার পোস্টেই!
শেষ এই নিকটার সবকিছু আপনার নামে উৎসর্গ করিতেসি ...
ঝাতি , শুনিয়া লইয়াছো তো হে...
২৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ দুপুর ১২:৪০
দ্বৈত দহন বলেছেন: ভাল লাগলো ।
কিন্তু আরো তো অনেক কিছু আছে যা দেশটাকে শেষ করে দিচ্ছে।সেগুলো নিয়ে লেখা কই???
২৪৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৯
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: মাননীয় প্রধানমন্ত্রী,আপনার হাতে আর মাত্র দেড় বছর সময় আছে।
ভালো বলেছেন ভাই।
©somewhere in net ltd.
১|
২১ শে জুন, ২০১২ বিকাল ৪:৩০
লেখোয়াড় বলেছেন:
প্রিয়তে নিয়ে রাখলাম।
তথ্যবহুল পোস্টতো, ধীরে পড়তে হবে।
ধন্যবাদ।