![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার সবচেয়ে প্রিয় চলচ্চিত্রকার স্ট্যানলি কুবরিকঃ
চলচিত্রকার হিসাবে কুবরিক ‘ভিডি ওয়েল’ । চলচ্চিত্রের ইতিহাসের সর্বাপেক্ষা সৃজনশীল ও প্রভাবশালী নির্মাতা । তাকে বলা হয় চলচ্চিত্রের ঈশ্বর । কুবরিক তার সিনেমার সেটে সর্বব্যাপী, সর্বত্রচারী, সর্বগত এবং সর্বনিয়ন্তা- চূড়ান্ত পারফেকশনিস্ট । চলচ্চিত্রে যুগান্তকারী কৌশলের উদ্ভাবক । তার মুভিগুলোর অন্যতন বৈশিষ্ট্য হল খুব কাছ থেকে নেয়া ক্লোজ-আপে অভিনেতার অঙ্গভঙ্গি ও আবেগের স্পষ্ট প্রকাশ । ছবিতে তিনি জুম লেন্স আর ক্লাসিকাল মিউজিক এর সার্থক প্রয়োগ করেছেন । একই শট ১১৮ বার নিয়ে তিনি রেকর্ড করেছেন । কুবরিকের চলচ্চিত্রের অধিকাংশই বিশ্ববিখ্যাত সাহিত্যকর্মের চিত্ররূপ । তার অধিকাংশ সিনেমাকেই নির্দিষ্ট কোন জেনারে স্পেসিফাই করা কঠিন ।
তার চলচ্চিত্রে সমাজ-সচেতনতা এবং সভ্যতার অবক্ষয় মূর্ত হয়ে উঠেছে। সিনেমার থিম মাথায় আসার পর কুবরিক গবেষণায় লেগে যেতেন । সিনেমা বানাতে প্রায় ৪-৫ বছর লাগতো ।তার সিনেমার প্রায় প্রতিটি চরিত্রই সমাজের একটা বৃহৎ অংশের প্রতিনিধিত্ব করতো । তাকে বলা যায় একজন সার্থক এক্সপ্রেশনিস্ট এবং সুররিয়ালিষ্ট । চরিত্রগুলোর সমাজ বাস্তবতাকে তিনি এস্কেপ করতেন, চরিত্রগুলোকে তিনি কাল্পনিক রুপ প্রদান করতেন নিজের মনের মত করে । আর একজন সচেতন ওপ্টিমিষ্ট হিসাবে এই আইরোনিক পেসিমিজম সৃষ্টির উদ্দেশ্য থাকতো চরিত্রগুলোকে বিদ্রুপ করা । যাতে তাদেরকে দেখে করূণা হয়, উপহাস করতে ইচ্ছে হয় । পার্ভাটিজম ও ভায়োলেন্স এর নান্দনিকায়ন তার মুভির অন্যতম বৈশিষ্ট্য ।
তার ১৩ সৃষ্টির মাঝে আমি দেখেছি 'পাথস অব গ্লোরি', 'স্পার্টাকাস', 'ললিতা', ড. স্ট্রেঞ্জলাভ অর: হাও আই লার্নড টু স্টপ ওরিয়িং অ্যান্ড লাভ দ্য বম, '২০০১: এ স্পেস ওডেসি', 'এ ক্লকওয়ার্ক অরেঞ্জ', 'ফুল মেটাল জ্যাকেট' ও 'আইস ওয়াইড শাট' । 'এ ক্লকওয়ার্ক অরেঞ্জ' এর টিনএজ হুলিগান আলেক্স ডি লার্জ আমার ভাষ্যমতে তার সৃষ্ট সেরা চরিত্র আলেক্সজেন্ডার কোহেন আলেক্স ডি লার্জ চরিত্রটি সম্পর্কে বলেছিলেন ‘seeking idle de-contextualized violence as entertainment as an escape from the emptiness of their dystopian society’ ।
মার্টিন স্করসেজিঃ
"You talkin' to me? You talkin' to me? You talkin' to me? Then who the hell else are you talking... you talking to me? Well I'm the only one here. Who the fuck do you think you're talking to? Oh yeah? OK."
রবার্ট ডি নিরো ডাইলোক টা আমার খুব ফেভারিট । ট্যাক্সি ড্রাইভারের একটা জনপ্রিয় ডাইলোক ।
'ট্যাক্সি ড্রাইভার', 'রেজিং বুল', 'গুডফেলাস', 'এজ অফ ইনোসেন্স', 'দ্যা ডিপার্টেড', 'ক্যাসিনো' এই মুভির লিষ্ট যার সৃষ্টি তিনি মার্টিন স্করসেজি । তার মুভিতে বিপথগানী কিছু চরিত্রের ক্রেইজিনেস, টেনশন আর কনফ্লিক্ট মুর্ত হয়েছে যেখানে তারা মুক্তির পথের খোঁজে ছুটে বেড়ায় । তার সিনেমার বাস্তবে ছুটে বেড়ানো প্রচণ্ডভাবে অস্তিত্বশীল সাধারণ চরিত্রগুলো অসাধারন হয়ে উঠে । সহিংস এবং বেদনাদায়ক পথকেই শৈল্পিকভাবে উপস্থাপন করেছেন । মুভির শেষে দেখা যায় চরিত্রগুলো যেই অসীমে ছিল সেই অসীমেই রয়ে গেছে । ট্যাক্সি ড্রাইভারের ট্রাভিস বিকেল আমার দেখা অন্যতম অবসেশনাল চরিত্র । রবার্ট ডি নিরো স্করসেজির আটটি মুভিতে অভিনয় করেছেন । ইগোইজম, বাস্তব-সংগতি, ইমোশন আর স্যালভেশন এই চারের সম্মিলনে গড়ে উঠে তার ফিল্ম গুলো ।
কুয়েন্টিন টরেন্টিনোঃ
কোয়েন্টিন জেরোম টরেন্টিনো!! "কিউ" তার ডাকনাম!!
ভায়োলেন্স বা সহিংসতাকে নান্দনিকায়্নের মাধ্যমে তিনি নৈসর্গ্যিক রূপ দিয়েছেন । আর্টিস্ট অভ এক্সট্রিম ভালোলেন্স এর ভাষ্যমতে “Violence is one of the most fun things to watch.”। ভায়োলেন্সকে এক্সপ্রেসিভ আর্ট হিসাবে স্পষ্ট রুপায়ন করেছেন যা অবয়বগত ভাবেই মাধুর্যমণ্ডিত । তার অফবিটের এবং সাটিয়ারিক্যাল মুভিগুলোতে ক্রোনলজিক্যাল অর্ডারের কিছু ঘটনা স্তরবিচ্ছেদ ঘটিয়ে উপস্থাপন করার টেকনিক তিনি আপ্লাই করেন । পাল্প ফিকশন, রিজর্ভার ডগ্স, ইনগ্লোরিয়াস বাস্টার্ড্স, ফ্রম ডাস্ক টিল ডউন, জ্যাকি ব্রাউন মুভি গুলো তার স্বকীয়তায় ভাস্বর
ম্যাগপাই এমন একটা পাখি যে কিনা তার খাবার সংগ্রহ কিংবা আবাশ নির্মানে অত্যন্ত সাহসীকতার পরিচয় দেয় । এখান থেকে কিছু খড়কুটো তো আরেক জায়গা থেকে কোন উজ্জ্বল বস্তু অথবা কোন পতঙ্গের শুটকিট সবই সে প্রয়োজনে ব্যবহার করে । টরেন্টিনো কে কালচারাল ম্যাগপাই বলা যায় । । তার মুভির আরেকটি বিশেষত্ব হল পপ মিউজিকের ইউস এবং লংসিকোয়েন্স ও অবশ্যই এক্সেপশনাল, বুদ্ধিদীপ্ত ও সার্প ডাইলোগ, যেমন ইনগ্লোরিয়াস বাস্টার্ড্স এ ব্রাড পিট এর ডাইলোক ‘আই থিঙ্ক দিস মাইট যাষ্ট বি মাই বেষ্ট মাষ্টারপিস’ আমাকে প্রচন্ড ফেসিনেট করেছিল।
বার্নাডো বেরতোলুচ্চিঃ
‘This is something that I dream about: to live films, to arrive at the point at which one can live for films, can think cinematographically, eat cinematographically, sleep cinematographically, as a poet, a painter, lives, eats, sleeps painting’
– বার্নাডো বেরতোলুচ্চি
ছোট বেলা থেকেই তাই ইচ্ছা ছিল বাবার মত কবি হবেন । পরবর্তিতে তিনি একজন এক্সপ্রেশনিষ্ট ফিল্মমেকার হিসাবে আবির্ভুত হন । অবশ্য তিনি কবিতাও লিখেন । তার মুভি গুলো তার সুররিয়ালিষ্ বা সিম্বলিষ্ট বা মেটারিয়ালিষ্ট আউটলুকের পরিচয় দেয় । যেমন, লাষ্ট ট্যাঙ্গো ইন প্যারিসে গ্রে গোল্ডেন লাইটিং জেন আর পল এর রিলেশনশিপ এর সিম্বোলিক এক্সপ্রেশন । লাইটিং, এডিটিং, কালার এর ব্যবহার, ক্যামেরার মুভ প্রভৃতি প্রাত্যহিক জীবনের বাস্তবতা এই ইটালিয়ান পরিচালকের মুভির অন্যতম স্টাইল । তার মুভি যেন মাইক্রোষ্কোপের নিচে রাখা মানুষের আত্মা । সেক্স আর পলিটিক্স তার মুভির সবচেয়ে উল্লেখ্য থিম । ‘কনফ্রন্টিষ্ট’ ফেসিষ্ট আইডোলজির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ । লাষ্ট ট্যাঙ্গো ইন প্যারিস, ড্রিমার্স সহ অন্যান্য মুভিতে তিনি মানব জীবনে সেক্সুয়াল রিলেশনের সাইকোলজি ফুটিয়ে তুলেছেন । সমাজের বিভিন্নরকম যৌন সম্পর্কগুলো তিনি আইস্থেথিক্যালি ও রিয়েলিষ্টিক অ্যাটমোস্ফিয়ারে উপস্থাপন করেছেন ।
তিনি ইনসেস্ট মত বিতর্কিত বিষয়ও এসেছে তার মুভিতে । তাকে বলা যায় মাস্টার অভ ভয়ারিজম। ড্রিমার্স সিনেমায় তিনি নিজেই বলেছেন, “চলচ্চিত্রকার মানে ভয়ারিস্ট, ক্যামেরা হল তার গোপন বাইনোকুলার”। তবে এই ভয়ারিজমের আড়ালে তিনি জটিল মনস্তত্ত্বের ছাপ রেখেছেন । তার বায়োগ্রাফিক্যাল মুভি দ্যি লাষ্ট ইম্পেরর এনে দিয়েছিল নয়টি একাডেমি অ্যাওয়ার্ড ।
আলফ্রেড হিচককঃ
শৈশবে দুষ্টুমির জন্য হিচককের বাবা স্থানীয় পুলিশ প্রশাসনকে প্রায়ই চিঠি দিয়ে পাঠাতেন যেন হিচকককে ১০ মিনিটের জন্য আটকে রাখা হয় । বড় হয়ে তিনি হলেন মাস্টার অব সাসপেন্স এবং রহস্যের জাদুকর । সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী ছবির এই কিংবদন্তী দর্শকদের নিয়ে পিয়ানোর মতো খেলতে ভালোবাসতেন । চলচ্চিত্র ইতিহাসে তাকেই প্রথম থ্রিলার কিংবা ভৌতিক ছবির সফল ও আধুনিক রূপকার ধরা হয় । আজও তার মুভি গুলো দর্শক, সমালোচকদের চিন্তার খোরাক জোগায় । হৃদকম্পন বাড়িয়ে দেয়া মুভি গুলোর আবেদন আজও বিন্দুমাত্র কমেনি । তার মুভিতে ক্যামেরার মুভমেন্ট এমন যেভাবে দর্শক ভয়ারিষ্টিক চাহুনিতে উপভোগ করে থ্রিলিং সব মোমেন্ট গুলো । আমার দেখা হিচককের মুভি গুলো হল সাইকোলজিক্যাল বিষয়ক চলচ্চিত্র ‘সাইকো’, মনস্তাত্ত্বিক থ্রিলার ‘রেবেকা’, ‘দ্য বার্ডস’, সাসপেন্সধর্মী গোয়েন্দা চলচ্চিত্র ‘নর্থ বাই নর্থওয়েস্ট’, ‘ভার্টিগো’, ‘দ্য ম্যান হু নিউ টু মাচ’, ‘রেয়ার উইন্ডো’, ‘স্ট্রেঞ্জার্স অফ এ ট্রেইন’, ‘রোপ’, ‘স্পেলবাউন্ড’, ‘নটরিয়াস’, ‘লাইফবোট’, ‘শ্যাডো অফ এ ডাউট’ । 'দ্য মোমেন্ট অব সাইকো' উপন্যাস অবলম্বনে তৈরি হয় 'সাইকো'। উপন্যাসের লেখক মন্তব্য করেছিলেন, 'যে কোনো আমেরিকান থ্রিলারধর্মী ছবির জন্য এর প্রতিটি উত্তেজক দৃশ্য একেকটি নির্দেশনা হয়ে থাকবে। এটা ছবির জগতটা পুরোপুরি বদলে দিয়েছে।' গোসলখানার ৪৫ সেকেন্ড ব্যাপ্তির সেই ভয়ঙ্কর দৃশ্য দর্শকদের চিরকাল আতঙ্কিত করবে । হিচককের মুভির এন্ডিংয়ে টুইষ্ট অবশসম্ভাবী । ভীতি, ফ্যান্টাসি, হিউমার আর বুদ্ধিদীপ্ততা এই চারের কম্বিনেশনে প্লটগুলো মেইনলি মার্ডার, অপরাধ, ভায়োলেন্স উপর বেস করে নির্মিত । ফিল্ম মেকিয়ের অনেক টেকনিক্যাল বিষয় হিচকক আবিস্কৃত ।
এছাডা ফেদরিকো ফেলোনি, ক্রিস্টোফার নোলান, আব্বাস কিয়ারোস্তামি, ফ্রান্সিস ফোর্ড কপোলা, ফ্রাংক কাপরা, রোমান পোলানস্কি মুভিগুলো হাতের কাছে পেলে আমি মিস করি না
!!!
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
“You talkin’ to me”
ডোন্ড মাইন্ড!! একটা ডাইলোক দিয়া ফালাইলাম!!
ধন্যবাদ!!
২| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২৩
নাহোল বলেছেন:
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:০৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
Keep your friends close, but your enemies closer
-Michael Corleone (GF-2)
৩| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৩৩
আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
এইভাবে আমার সাধের পোষ্টটা লিখে ফেললেন! মাইনাস!!!
অবশ্য আমার ফেভারিট পরিচালক এখানে হবে 'কিউ', লোকে যা কয় কউক গা। "পাল্প ফিকশান" এখনও মাথা থেকে বাইর হয় নাই। আর কিছুদিন যাক, দেখবেন লোকে "গুড ফেলাজ" আর "ট্যাক্সি ড্রাইভার"-এর সাথে সাথে "ডিপার্টেড" এর নামও নিব। কুবরিককে নিয়া কিছু কবার মতো বয়স এখনও হয় নাই, উনার অধিকাংশ মুভি দেখে ফেলবার পর জানা হইছিল যে উনি এত বিখ্যাত পরিচালক!! বেরতোলুচ্চির মুভি দেখি নাই। তয় আপনার জায়গায় আমি হইলে অবশ্যই নোলান আর পোলানস্কিরে নিয়া কইতাম..
খুব পছন্দ হইল পোষ্টটা, তাই শোকেসড্!
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
হ!! পালপ ফিকশনের ডান্স পার্ট টা চ্রম লাগছে!!! আমোরাস প্যারোস(লাভ ইস বিচ) মুভিটাও তাহলে দেইখো!! অনেকটাই সেম থিমের মুভি!! অসাম লাগছে!! আইএমডি্বি লিষ্টে আছে!!
বেরতোলুচ্চির মুভির লাইটিংয়ে মেনিং থাকে!! য়ামার ছয় আর সাতেই আছে নোলান আর পোলানস্কি!!
থ্যাংকু!!
৪| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৪৪
েরজা , বলেছেন: ১০০০ টা পিলাচ ।
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:১৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
অনেক অনেক অনেক ধন্যবাদ!!
৫| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৪৬
তামান্না সাদিকা বলেছেন: অবশ্যই ++
কুয়েন্টিন টরেন্টিনো কে জানার জন্য কোন লিংক দিতে পারবেন...
প্লিজ
প্লিজ..
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২২
ফাহাদ চৌধুরী বলেছেন:
আপনি উইকিতে দেখতে পারেন !!ওখানেই পর্যাপ্ত ইনফরমেসন পাবেন!!
কিউ
কিউ কে কালচারাল ম্যগপাই বলার মানে স্টিলিং নয়!! তিনি সেই স্টিলিং এর মাঝে আইসস্থেটিক অনার প্রদর্শন করেন!!
৬| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৪৭
শাওন ইমতিয়াজ বলেছেন: +++
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:২৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
থ্যাংস ভেরি মাছ!!
৭| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:২৯
কাউসার রুশো বলেছেন: মি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
এইভাবে আমার সাধের পোষ্টটা লিখে ফেললেন! মাইনাস!!!
যে কয়জনের নাম কইছেন তাদের গুরু ছাড়া আর কিছু কওয়ার নাই
আমার সেরা কয়েকজনের নাম-
মাজিদ মাজিদি, আলফ্রেড হিচকক, সত্যজিত রায়, রোমান পোলানস্কি, ফ্রান্সিস ফোর্ড কপোলা. ফ্রাঙ্ক কাপরা, স্টিভেন স্পিলবার্গ, ডেভিড লিন, ইঙ্গমার বার্গম্যান, মার্টিন স্করসিস............. নাহ! কইয়া শেষ করতে পারুম না
প্রিয়তে
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩১
ফাহাদ চৌধুরী বলেছেন:
মাজিদির তিন্টা মুভি দেখছি!! কালার ওব প্যারাডাইস, সং অফ স্প্যারো, চিল্ড্রেন অফ হিয়েভেন!! অবশ্যই ক্লাসিকাল মুভিতে তিনি অন্যতম সেরা!! বার্গম্যান এর মুভি এখনো দেখা হয় নি!
থ্যাংস ভেরি মাস!!
৮| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৩০
আমি বলতে চাই বলেছেন: +++++++++++++++++++=
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৩৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
থ্যাংস অ্যা লট!!
৯| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৮
অন্ধ আগন্তুক বলেছেন: সবাই ই বস !
যা বলার ছিলো সব বলে দিয়েছেন আপনি ।
বেরতোলুচ্চি এর লাস্ট ট্যাংগো ইন প্যারিস ছাড়া আর কোনটা দেখি নাই ।
অন্যদের কম বেশী দেখা হয়েছে ।
আলেক্স এখন পর্যন্ত মাস্টারপিস !
আর এখনকার সময়ে নোলান বস ! ব্যাটম্যানের মতো সুপারহিরো মার্কা মুভিরে যে ক্ল্যাসিক সাইকোলজিকাল একটা মুভিতে বানায় ফেলতে পারে , সে একটা পিস !
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
আলেক্সের ব্যাপারে কি আর বলবো- 'ওহ ব্লিস!! ব্লিস এন্ড হিয়েভেন!!'
বেত্তারুচ্চির মুভির প্লট ইনার সাইড টা আমার খুব পছন্দের!!
প্রেস্টিজ, মোমেন্টো, ডার্ক নাইট, ব্যাটম্যান বিগিন্স এর স্রষ্টা সম্পর্কে আর কিছু নাইবা বল্লাম!!
থ্যাংক্স!!
১০| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৮
অর্ক হাসনাত কুয়েটিয়ান বলেছেন: অন্ধ আগন্তুক বলেছেন:আর এখনকার সময়ে নোলান বস ! ব্যাটম্যানের মতো সুপারহিরো মার্কা মুভিরে যে ক্ল্যাসিক সাইকোলজিকাল একটা মুভিতে বানায় ফেলতে পারে , সে একটা পিস !
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
হুম!! আমিও প্রেস্টিজ, মোমেন্টো, ডার্ক নাইট, ব্যাটম্যান বিগিন্স এর স্রষ্টা সম্পর্কে আর কিছু নাইবা বল্লাম!!
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
কুয়েটিয়ান??? কোন ব্যাচ!!
১১| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১০:১৬
সায়েম মুন বলেছেন: বসগো কথা সবই তো আপনি বলছেন। আমি শুধু স্যালুট জানাইলাম
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৫৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
"My Mama always said, 'Life was like a box of chocolates; you never know what you're gonna get.'"
-Tom Hanks, Forrest Gump!!
পারসিউট অফ হ্যাপিনেস আর পিয়ানিষ্ট কি দেক্সেন!!?? না দেখলে কালই কালেক্ট করে ফেলেন!!
১২| ২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪৪
অজন্তা তাজরীন বলেছেন: thanks again!!++
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১২:০৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ!!
আমার একটা প্রচন্ড পছন্দের মুভি ' ডেড পয়েট সোসাইটি" দেখতে পারেন -'ওহ ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন' বলে টিচার কে সম্মান জানানোর জন্য বেঞ্চের উপর দাড়িয়ে পড়ে তখন ইমোশন ধরে রাখা কঠিন হয়ে পড়ে!!
১৩| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৩
হাসান মাহবুব বলেছেন: দারুন পোস্ট। আমার প্রিয় পাঁচ, কুবরিক, স্করসিস, মাইকেল হ্যানেক, ফেদেরিকো ফেলিনি, টারান্টিনো।
২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:২০
ফাহাদ চৌধুরী বলেছেন:
ইঙ্গমার বার্গম্যান আর মাইকেল হ্যানেক এর একটা মুভিও দেখা হয় নাই!!
আমার ৬, সাত আর আট এ নোলান পোলানস্কি আর ফেলিনি !!
থ্যাংস হামা ভাই!!
১৪| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৩
সবাক বলেছেন: তখন প্রিয় পোস্টে উঠিয়ে রেখেছিলাম। এখন পড়লাম। যাইহোক এবার যেতে হবে মুভি কিনতে
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
কুবরিক কালেকশন কে ফাষ্ট প্রায়োরিটি প্রদান করিলে ঠকিবেন্ন !! আই অ্যাম ৯৯.৯৯% শিউর!!!
১৫| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩০
নস্টালজিক বলেছেন: বাঘের বাচ্চা পোস্ট !
ঘুমাতে যাচ্ছিলাম , মুখবই এ তোমার লিঙ্ক ধরে এসে পড়লাম।।
বিশদ আলোচনা পরে ....
ব্লগে প্রিয় কিছু মানুষ আছে এ রকম ভালো পোস্ট দিলে মনটাই ভালো হয়ে যায় !
আই মিন ইট !
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ৩:০৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
ফোর্থ লাইনের জন্য বস আপনাকে অজশ্র অজশ্র ধন্যবাদ!!
অবশ্যই বস!! একটা বিশদের অপেক্ষায় থাকলাম!!!
'ওয়েলি-ওয়েলি-ওয়েলি-ওয়েলি-ওয়েলি-ওয়েল!!!
ভিডি ওয়েল ব্রো!! ভিডি ওয়েল!!'
আলেক্সের এই ডাইলোক দুইটার প্যাটেন্ট আমার নামে কর্তাম চাই!!
এক বিলিয়ন পোকার চিপ্স এর শুভেচ্ছা!!
১৬| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ২:৪১
সবাক বলেছেন: জো পরামর্শ জাহাপনা
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ৩:০৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
এবং অবশ্যই অ্যা ক্লকওয়াইজ অরেঞ্জ আগে দেইখেন!! এই মুভিটার প্রতি আমার স্পেশাল ফেসিনেসন আছে!!
১৭| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ২:৪৮
শান্তির দেবদূত বলেছেন: ওরে চরম গবেষণাধর্মী পোষ!! আমি ভালোই ছবি দেখি, তবে একবারে সিনেমাখোর না। যে ছবিটা সময়ের আলোচিত সেটাই সাধারনত দেখি। আর এই ছবি দেখার ব্যাপারে পরিচালকের কোন ইনফ্লুয়েন্স থাকে না। বেশি ভাগ ক্ষেত্রে পরিচালকের নামই জানি না। ছবিটা দেখেই খালাস । তোমার এই পোষ্টটা পড়ার পর পরিচালকের ব্যাপারে আগ্রহ বেড়েছে। ভালো লাগলো।
সবচেয়ে যেটা ভালো লেগেছে, প্রবন্ধ আকারে লেখা হলেও মোটেও বোরিং লাগেনি। সচরাচর প্রবন্ধগুলো যেমন হয় আর কি ..... একটানে পড়ে গেলাম। ভালো থাক, শুভেচ্ছা রইলো।
তুমি কুয়েটের কোন ডিপার্টমেন্টের?
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ৩:১৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
থ্যাংকিউ ভাই!!
কিছু পরিচালকের নাম দেখেই মুভিটা নিশ্চিন্তে দেখতে বসা যায়!! দুইদিন আগে এক্সপেন্ডেবল দেখতে বসছিলাম!! মেজাজটাই খারাপ হয়ে গেছে!! পুরা অখাদ্য!!
অমিত এর কাছে শুনেছি আপনি ৯৮ ব্যাচের!!
আমি টুকেটু - মেকানিক্যাল!!
আমারখোমা পুস্তক !!
১৮| ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:৩৩
আহমেদ মারুফ অমিয় বলেছেন: +++++++
২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:২৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
I'm going to make him an offer he can't refuse-
গডফাদারের ভিটো কর্লিয়নি মার্লন ব্রান্ডোর ডাইলোক!! আমার খুব ফেভ!!
১৯| ২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:২৯
অজন্তা তাজরীন বলেছেন: তখন + ক্লিক করতে ভুলে গিয়েছিলাম এইবার দিয়ে দিলাম এবং প্রিয়তে
২৬ শে অক্টোবর, ২০১০ সকাল ৯:১৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
প্লাস প্রদানে কৃতজ্ঞতা!!
প্রিয়তে নেয়ায় অজশ্র ধন্যবাদ!!
ভাল থাকুন সবসময়!!
২০| ২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১২:২২
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: বিশদ আলোচনা পরে হবে। আপনি মেক্যানিক্যাল? আমি তো ভাবতাম আপনি ইলেক্ট্রিক্যাল!
২৬ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:১৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
আমি পুরাটাই মেকানিক্যাল, আপনে ইলেক্ট্রিকাল, ইসেন্ট ইট?
বিশদালোচনার অপেক্ষায় থাকিলাম!!!
কুবরিক আর হিচককের কয়ডা মুভি দেক্সেন?
গ্রেসিয়াস!!
২১| ২৬ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৭
পাপতাড়ুয়া বলেছেন: আমার প্রিয় পরিচালক শাহীন সুমন।
শরীফউদ্দীন খান দীপু।
২৬ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
উনারাই কি বাংলার অবিসংবাদীতো নায়িকা
দ্বয় মুন্মুন্মুয়ুরির আবিস্কারক!!
২২| ২৬ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১১
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: খুবই উপকারী পোস্ট। টারান্টিনো'র আমি শুধু একটা মুভিই দেখেছি, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস। ভালো লেগেছে। কুবরিকের মুভি একটাও দেখা হয়নি, শুনেছি অনেক নার্ভ লাগে দেখতে। 'আইজ ওয়াইড শাট' দেখার ইচ্ছে আছে, দেখি সাহসে কুলায় কিনা।
আমার পছন্দের তালিকায় প্রথমেই আসবে পোলানস্কি ও স্পিলবার্গ। এদের নাম শুনলেই আমার মুভি দেখার আগ্রহ ব্যাপকভাবে চাগিয়ে ওঠে। 'দ্য পিয়ানিস্ট' এবং 'শিন্ডলার্স লিস্ট' দিয়েই আমার এদের মুভি দেখার হাতেখড়ি... এবং বলার অপেক্ষা রাখে না যে এই দু'টোই আমার দেখা সর্বকালের সবচেয়ে সেরা মুভি। এছাড়াও 'রিকুয়েম ফর আ ড্রিম' দেখে ড্যারেন আরোনফস্কি'র কাজ আমার ভালো লেগেছে।
এই মুহূর্তে একজন পরিচালকের নাম মনে পড়ছে, বিলি অগাস্ট। এই লোকের মাত্র একটা ছবিই (লা মিজারেবলস) আমি দেখেছি,তাও পুরোটা না, আদ্ধেকটা। খুব টানটান লেগেছিলো মেকিংটা। প্রশংসার যোগ্য।
দূর্ভাগ্যবশতঃ হিচকক আমার এখনও দেখা হয়নি। বার্তোলুচ্চির 'দ্য লাস্ট ট্যাংগো ইন প্যারিস' ডিভিডি খারাপ ছিলো বলে পুরোটা দেখতে পারিনি।
জিউসেপ্পে টর্নাটোর কে কেমন লাগে আপনার? মালেনা, কিংবা সিনেমা প্যারাডিসো?
২৬ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:০৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
হায়!! হায়!! কি বলেন এখোনো একটাও দেখেন্নাই কুবরিকের!!?? অতি স্বত্তর দেইখা ফালান!! মাত্র ১৩ টা মুভি ডিরেক্ট করছেন তিনি!! স্পিলবার্গের এআই এর মুল কন্সেপ্ত কিন্তু কুবরিকের!! কুবরিকই প্রথম পারফিউম তৈরির প্লান করেছিলেন!! হি ইস দ্য বস অফ অল বসেস!! সময় করে কুবরিকের মুভি গুলো দেখতে পারেন!! 'আইস ওয়াইড শাট' দুঃখবাদ আর ভবিতব্যবাদ বেসিসের সাইকোলজিকাল বিদ্রূপাত্মক থ্রিলারকে একে কাল্ট ফিল্মের অন্তর্গত করা যায় !! 'আইস ওয়াইড শাট' এর মাস্কিউরেড পার্টিটা সেইরকম লাগছে!!
পোলানস্কি বস!! পিয়ানিষ্ট তার বেষ্ট! স্পিল্বার্গের সিন্ডলার্স লিষ্ট, সেভিং প্রাইভেট রায়ান, এ আই, মিউনিখ বেশি ভাল লাগছে!!!
'রিকুয়েম ফর আ ড্রিম' এর লাষ্ট ফিফটিন মিনিট শকিং সিন এভার!! আমার প্রচন্ড ফেভ মুভি!! বিলি অগাষ্টের মুভি মনে হয় এখনো দেখিনাই!! বার্তোলুচ্চির ‘কনফ্রন্টিষ্ট’আর 'লাস্ট ট্যাংগো ইন প্যারিস' বেষ্ট!! তার মুভির মেকিং আর ইনার সাইট টা আমাকে বেশি টানে!!
টরেন্টিনোর সবচেয়ে বস মুভি 'পাল্প ফিকশন' !! এইটা মাষ্ট সি!! জিউসেপ্পে টর্নাটোর ইটালিয়ান বস!! নুভান সিনামা প্যারাডুসো অসাম একটা ক্লাসিক মুভি!!
থ্যাংকু!! ভাল থাকুন!! বেশি বেশি মুভি দেখুন!!
২৩| ২৬ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৩
অমিত চক্রবর্তী বলেছেন: মন্তব্য করতে বাধ্য করিলেন জনাব!
ভিডি ওয়েল ব্রো, ভিডি ওয়েল!!!
২৬ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:১৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
অ্যাপি-পোলি-লজিস!!!
২৪| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ৮:০৭
সুলতানা শিরীন সাজি বলেছেন:
একসময় অনেক ছবি দেখতাম......।
এখন কমে গেছে......এমন সুন্দর লেখা পড়লে মনে হয় আবার শুরু করি।
এই শীতেই শুরু করতে হবে আবার ও।
অনেক শুভকামনা ফাহাদ
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
হুম!!
আপনি হিচককের মুভি গুলো দেখতে পারেন!!
আশা করি ভাল লাগবে!!
ধন্যবাদ!! ভাল থাকুন!! বেশি বেশি মুভি দেখুন!!
২৫| ২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১০:০৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আমি ইলেক্ট্রিক্যাল না, সিভিল।
আচ্ছা ভিডি ওয়েল মানে কি?
২৬ শে অক্টোবর, ২০১০ রাত ১১:৪২
ফাহাদ চৌধুরী বলেছেন:
'Viddy well little brother, Viddy well.' ক্লক ওয়াইস অরেঞ্জ এর আলেক্স ডি লার্জ একটা ডাইলোক ছিল!!
ল্যাটিন ভিডি শব্দটার অর্থ হল দেখা বা বুঝা(টু সি অথবা টু আন্ডারস্টান্ড)। আমি যদ্দুর জানি বিখ্যাত ডাইলোক 'ভিনি ভিডি ভিসি' (Veni Vidi Vici) থেকে কুবরিক ভিডি কে মোডিফাই করে ভিডি হিসাবে ইউস করছে!!
শিয়ার ফোর্স ডায়াগ্রাম!!
২৬| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১২:১৫
শূণ্য উপত্যকা বলেছেন: মুভি বলতে গেলে দেখিই না। সময় হয় না। তাই কোন ধারনায় নাই এদের সম্পর্কে।
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৩৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
বড় বড় ডিরেক্টর রা কিন্তু বেশির ভাগ চলচিত্র তৈরি করেন বিখ্যাত কোন বই অবলম্বনে!!
ভাল থাকুন সবসময়!!!
২৭| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১:২৯
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: শিয়ার ফোর্স ডায়াগ্রাম না রে ভাই, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম!
২৭ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
অই হইলো!! রিভার্সিবল তো!! একটা থাকলে আরেকটা! এসএম এ স্যারের ভিক্টিম হৈসিলাম!! যদিও তৎকালে ভালোই পারিতাম!!
হিচককের সাইকো আর রেবেকা দেক্সেন্নি!! ??
২৮| ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ২:০৪
পাহাড়ের কান্না বলেছেন: আমার যেকোন কিছুতেই ধৈর্য্য নাই। তাই মুভি দেখাও তেমন হয়না। এমন কি গল্পের বই শুরু কর্লেও শেষ করতে পারিনা। আসলে কোন কিছুর গভীরে প্রকাশ কর্তে পারিনা। মনোযোগের অভাবে। বই পড়তে গেলে মুভি দেখতে ইচ্ছা করে মুভি দেখতে গেলে গান শুনতে ইচ্ছা করে পুরা ল্যাড়াসেড়া অবস্থা। এতগুলা মুভির কথা কইলেন এর মধ্যে দেখছি মোটে একটা। লিস্ট ধইরা ধইরা দেখার চেষ্টা করুম।
২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ১:০৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
ধৈর্য ধর ধৈর্য ধর বাঁধ বাঁধ বুক! শত দিকে শত দুঃখ আসুক !!- রবীন্দ্রনাথঠাকুর!!
আসুন আমোরা ধৈর্য ধারন করি! ! বেশি বেশি মুভি দেখি
!!
আমিও বই ফড়তাম পারি না!! ধৈর্য কুলায় না!! তয় মুভি দেখার ধৈর্যে কুন কমতি নাইক্কা!!
২৯| ২৭ শে অক্টোবর, ২০১০ দুপুর ২:৫১
চতুষ্কোণ বলেছেন: হিচককের সাইকো বরাবরের প্রিয়। স্পার্টাকাসও দারুন লেগেছিল। তবে অনেক ছবিই দেখা হয়নি মনে হয়। পোষ্ট এককথায় চমৎকার।+++
২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:২১
ফাহাদ চৌধুরী বলেছেন:
সিনামার ইতিহাসে অন্যতম বিখ্যাত দৃশ্য সাইকো্লজিক্যাল থ্রিলার সাইকোর ওই সাওয়ার সিন!! অসম্ভব ক্লোজ আপ ছিল দৃশ্যটা!!স্পার্টাকাসও বেশ ভাল লাগছে!!
ধন্যবাদ!!
৩০| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩০
তায়েফ আহমাদ বলেছেন: চতুর্মাত্রিকে মন্তব্য করেছি।
২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:০১
ফাহাদ চৌধুরী বলেছেন:
হুম!! রিপ্লেও দিয়েছি!!
থ্যাংক্স!!
৩১| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩৩
কালপুরুষ বলেছেন: অনেক চলচ্চিত্র বোদ্ধার কাছেই এই পাঁচজন সেরাদের তালিকায় অন্তর্ভূক্ত হবেন এবং আমারও অনেক পছন্দের এঁরা। এর সাথে আর যাঁদের যোগ করতে চাই তাঁরা হলেন -
সত্যজিৎ রায়, আকিরা কুরোসাওয়া, রোমান পোলানস্কি, স্টিফেন স্পিলবার্গ, কার্লো পন্টি এবং "রোমান হলি ডে", "ক্রেনস্ আর ফ্লাইং", "ব্যাটেলশিপ পোটেমকিন" এবং "দ্যা টু ইউমেন ছবিগুলো যাঁরা পরিচালনা করেছেন ( নামগুলো স্মরণ করতে পারছিনা)।
২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
সর্গেই আইসেনস্টেইন এর "ব্যাটেলশিপ পোটেমকিন"!! "দ্যা টু উইমেন" ভিত্তরিও ডি সিকা'র বোধ হয়, শিউর না!!রোমান হলিডে ওয়ান অফ দ্যা বেষ্ট রোমান্টিক মুভি!! "ক্রেনস্ আর ফ্লাইং", দেখি নাই!! আকিরা কুরোসাওয়ার মুভি দেখা হয় নাই!! পোলানস্কির চায়নাটাউন টা এখনো দেখা হয় নাই!!
ধন্যবাদ!!
৩২| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৩:৩৫
কালপুরুষ বলেছেন: বানানটা শুদ্ধ করলাম। "দ্যা টু উইমেন" - সোফিয়া লরেন অভিনীত যুদ্ধভিত্তিক একটা ছবি।
৩৩| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৯
শিরীষ বলেছেন: মেগা হিট পোস্ট। বক্স অফিসে আগুন ধরে গেছে মনে হয়
২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
হা হা হা!!
আপনার ব্লগ থেকে এই মাত্র আসলাম!!
আপনার ফেভ মুভি নিয়া কিছু বল্লেন্না???
৩৪| ২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৫
অরণ্য সৌভিক বলেছেন: টারান্টিনো, টারান্টিনো, টারান্টিনো
২৭ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
কুবরিক! কুবরিক!কুবরিক!
৩৫| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ২:২১
রাজসোহান বলেছেন: ডি চ্যাও
২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:৩৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
কুন্দেশি ভাষা !! বুঝতাম্পারতাছি না
!! এদ্দিন কই আছিলা?
৩৬| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ২:৩০
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: জটিলস পোষ্ট। +++++++++++++
শুভকামনা।।
২৮ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:৪৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
এত্তডি পিলাছ এর জন্য বিশাল বিশাল থ্যাংক্স!!
শুভকামনা।।
৩৭| ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:১৫
কালীদাস বলেছেন: রিয়াল লাইফে একটার বেশি প্লাস দেয়া যায়না, মন থেকে শখানেক দিলাম
২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩০
ফাহাদ চৌধুরী বলেছেন:
বিশাল বিশাল থেঙ্কু!!
আপনের ফেভারিট লয়া কিছু কইলেন না??
৩৮| ২৮ শে অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৫৯
দারাশিকো বলেছেন: আমি এখনো সিনেমার ছাত্র... বুঝতে চেষ্টা করতেছি... তবে যে ভুলটা করে যাচ্ছি এখনো সেটা হলো পরিচালক ধরে সিনেমা দেখি না, ফলে একটা পরিচালককে বোঝার ক্ষমতা এখনো হয় নাই। কুব্রিক এর কয়েকটা দেখছি, স্করসেজিরও তাই, টরেন্টিনোর পাল্প ফিকশন, বাস্টার্ড দেখছি বাকিগুলা কেন জানি দেখতে ইচ্ছা হয় নাই, এত যত্নের সাথে ভায়েলেন্স দেখায় যে দেখতে ইচ্ছা করে না, তবে যে দুটো দেখেছি দুটোই বেস্ট। টেনশন ক্রিয়েট করার এক বিশাল ক্ষমতা আছে টরান্টিনোর। বেরতুলোচ্চির সিনেমা দেখা হয় নাই এখনো, তবে এইটা সত্যি নোলানকেই এখন আমার বস মনে হচ্ছে। রিডলি স্কটের সিনেমা খুব ভালো পাই ..
অট: এই পোস্টা সিনেমাখোর গ্রুপে দেন নাই, দিয়া দেন প্লিজ
২৮ শে অক্টোবর, ২০১০ রাত ৮:২৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
আমিও ভাই ছাত্র!! বুঝতে চেষ্টা করছি!! আমার যেটা মনে হয় স্কাটারলি মুভি দেখলে ফারাক করা একটু কষ্টকর হয়!! সে জন্যই আমি ডিরেক্টর ওয়াইস দেখি!! একান্তই আমার মতামত!! কুবরিক, টরেন্টিনো ওরা ভায়োলেন্সের নান্দনিকায় করেছেন!! সেজন্যই তাদের মুভি গুলো হরর না হয়ে সাইআনালাইক্যাল হয়ে উঠে!!
নোলান!!! প্রেস্টিজ, মোমেন্টো, ডার্ক নাইট, ব্যাটম্যান বিগিন্স এর স্রষ্টা সম্পর্কে আর কিছু নাইবা বল্লাম!!
রিডলে স্কট আরেক বস!! গ্লাডিয়েটর আমা মোষ্ট ফেভ পাঁচ মুভির একটা!! হ্যানিবাল, কিংডোম ওফ হিয়েভেন অসাম দুইটা মুভি!!
সিনেমাখোরে দিয়ে দিলাম!!
৩৯| ২৮ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৯
কালীদাস বলেছেন: ভাই, এগুলা অনেক উঁচু দরের মুভি! হিসেবে আমি বাজারের সস্তা মুভির ফ্যান.....
গ্ল্যাডিয়েটর, ব্রেভ হার্ট, টারমিনেটের ২ আমার অন্যতম ফেভ!!
২৮ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪২
ফাহাদ চৌধুরী বলেছেন:
গ্ল্যাডিয়েটর, ব্রেভ হার্ট আমারও খুব পছন্দের!!
'হোয়াট উই ডু ইন লাইফ ইকোস ইন ইটার্নিটি'-গ্লাডিয়েটরের এই ডাইলোক্টা খুব ভাল্লাগছিল!! নিগ্রো গ্লাডিয়েটর মুভির শেষে ম্যাক্সিমাসের কথা ম্যাক্সিমাস ফিরায়া দেয় 'উই শেল মিট আগেইন মাই ফ্রেন্ড বাট নট ইয়েট, নট ইয়েট'
৪০| ২৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:০৬
রাজসোহান বলেছেন: তুমার লগে কথা নাই
২৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
কেনু??
ঝামুটুমাড়বলগেরাটে!!
৪১| ২৯ শে অক্টোবর, ২০১০ বিকাল ৫:১৭
রাজসোহান বলেছেন: তাও কথা নাই
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ৯:০৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
সোহাব ইস আ গুড বয়!!
৪২| ২৯ শে অক্টোবর, ২০১০ রাত ৯:৪৩
সায়েম মুন বলেছেন:
"My Mama always said, 'Life was like a box of chocolates; you never know what you're gonna get.'"
-Tom Hanks, Forrest Gump!!
------------------------------------------------------------------------------
আর একটা ডায়ালগ ছিল--- দৌঁড়ানোর ব্যাপারে! ঠিকমত মনে নাই
পারসিউট অফ হ্যাপিনেস আর পিয়ানিষ্ট কি দেক্সেন!!?? না দেখলে কালই কালেক্ট করে ফেলেন!!
-------------------------------------------------------------------------------
পিয়ানিষ্ট টা দ্যাখছি। পারসিউট অফ হ্যাপিনেস টা দ্যাখতে হবে
২৯ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৩২
ফাহাদ চৌধুরী বলেছেন:
Run! Forest Run!--এই ডাইলোগটা না!??
পারসিউট অফ হ্যাপিনেস মাষ্ট সি !! গ্রেইট ইন্সপিরেশনাল মুভি!! একটা ফ্রেন্ড আছে ঐ জবের প্রতি প্রচন্ড বিরক্ত!! যেদিন প্রচন্ড মেজাজ বিলা হৈয়া থাকে সেদিনই ঐ পারসিউট অফ হ্যাপিনেস দেখে!! ওর ভাষ্য মতে দিস মুভি গিভস হিম দ্যা ফুয়েল ফর ফার্দার লাইফ!!
৪৩| ৩০ শে অক্টোবর, ২০১০ রাত ৮:৪৭
সায়েম মুন বলেছেন: মাই মাম সেইড--এরপর ঐ টাইপের একটা ডায়ালগ। ডায়ালগটা আর একটু বড় ছিল।
পারসিউট অফ হ্যাপিনেস দেখার আগ্রহ চরমে উঠলো।
৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১২:২৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
হুম!! পুরাটা মনে আস্তাসে না!!
দেইখা ফালান অতি সত্তর!!
৪৪| ৩১ শে অক্টোবর, ২০১০ সকাল ১১:৫৫
নস্টালজিক বলেছেন: বার্তোলুচি!
ড্রিমারস আর দ্য লিটল বুদ্ধা দেখে অসম্ভব ভালো লাগসিলো। লো লুনা -ও অসাধারণ।
সেই থেকেই আমি বার্তোলুচির ফ্যান।
স্করসিস ওর ক্লকওয়ার্ক ওরেন্জ নি:সন্দেহে মাস্টারপিস!
টারান্টিনহো-র একসেট্রিক এক্সপেরিমেন্ট দারুন লাগে।
৩১ শে অক্টোবর, ২০১০ বিকাল ৪:৪৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
রিলেসন সিপ রায়টকে শেষে স্টুডেন্ট রায় দ্বারা সিম্বোলাইজ করা ড্রিমারস !! দ্য লিটল বুদ্ধা ডাউনলোডে আছে আর লো লুনা -ও ডাউনলোডামু!!
টারান্টিনো হল কালচারাল ম্যাগপাই!!
থ্যাংকিউ বস!!
৪৫| ৩১ শে অক্টোবর, ২০১০ রাত ১০:৪২
শায়মা বলেছেন: ৪৫ জনের ভালো লাগালাম।
০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
প্লাস প্রদানের জন্য ধন্যবাদ!!
৪৬| ০১ লা নভেম্বর, ২০১০ দুপুর ১:২৪
করবি বলেছেন: +++++
০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩১
ফাহাদ চৌধুরী বলেছেন:
অনেক ধন্যবাদ!! ভাল থাকুন!!
৪৭| ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ৮:৫৩
ছায়াপাখির অরণ্য বলেছেন: প্রিয়তে। মুভি একটা একটা করে সবগুলাই দেখব ইনশাল্লাহ।
০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
ম্যালা ম্যালা ধন্যবাদ!! দেইখা ফালান!! অনেক অনেক ফায়দা হবে ইনশাআল্লাহ!!
৪৮| ০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ২:৪০
সুবিদ্ বলেছেন: থাম্বস আপ, দারুন একটা পোষ্ট...
আমি মোটেও সিনেমাখোর না, তবে বেশকিছু ছবি দেখা হয়েছে।
আমার পছন্দের প্রথমে হিচকক, 'রেবেকা'-র মেকিংয়ের জাদু আমি ভুলবোনা...
আরো কথা হবে।
০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
হিচকক এর মুভির একটা বিশেষ দিক হল এইখানে কোন guess ই মিলেনা!! !! রেবেকা পারফেক্ট উদাহরন!! পুরাটাতেই একটা গোথিক মিষ্টোরি বা সাস্পেন্স আছে!! হিচকক ২ বছর আগে আমার নাম্বারোয়ানে ছিল!!
থ্যাংস ব্রাদার!!
৪৯| ০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৯
মৃগরাজ বলেছেন: ১। ক্লিন্ট ইস্টউড, নায়করূপী ইস্টউড নয়, পরিচালক হিসেবে ইস্টউের নাম নিচ্ছি। বিশেষ করে আনফরগিভেন (১৯৯২), মিলিয়ন ডলার বেবি, মিসটিক রিভার, গ্র্যান টরিনো এর মত সামাজিক ছবির পরিচালনার জন্য।
২। ক্রিস্টোফার নোলান, তার কথা না বললেই নয়।
৩।মার্টিন স্করসেজি, ডিপার্টেড আর সাটার আইল্যানড দেখেছি মাত্র
৪। আন্টইন ফুকুয়া, ট্রেনিং ডে চরম ভাল ছবি, আর দেখেছি ব্রুকলিনস ফাইনেস্ট, এই দুটোই কপ(পুলিশ) মুভি
৫। রিডলি স্কট, গ্ল্যাডিয়েটর, কিংডম অব হ্যাভেন, রবিনহুড
৬। পিটার জ্যাকসন, শুধুমাত্র লর্ড অব দ্যা রিংস টিলজিই দেখেছি।
০৪ ঠা নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
রিডলে স্কট, ক্লিন্ট স্টিডউড, আর নোলানের অনেক মুভি দেক্সি!!
I am Maximus Decimus Meriduis, commander of the armies of the north, General of the Felix Legion, loyal servant to the true emporer Marcuc Arelius. Father to a Murdered son, husband to a murdered wife, and I will have my vengeance, in this life or the next.
গ্ল্যাডিয়েটর এর এই ডাইলোগটা প্রচন্ড রকম থ্রিলিং!! ট্রেনিং ডের ডাইলোক গুলো প্রচন্ড ভাল লাগছে!!লর্ড অব দ্যা রিংস টিলজি আরেকবার দেখবো ভাবতাছি!! এই সিরিস্টা মনোযোগ দিয়ে দেখা হয় নাই!! স্যাটার আইল্যান্ড পিসিতে আছে!! এখোনো দেখা হয় নাই!! দেখতে হবে!!
থ্যাংকিউ ভেরি মাচ ফর শেয়ারিং ইউর ফেভারিটস!!!
৫০| ০৪ ঠা নভেম্বর, ২০১০ রাত ৮:১৫
জুন বলেছেন: ফাহাদ এদের সবার মধ্যে আমি হিচকক কে সেরা বলবো । সিনেমা হলে বসে সেই কবে দ্যা বার্ডস , স্পেল বাউন্ড, রেবেকা দেখেছি ।এখনো মনে পরে সেই প্রিয় ছবিগুলোর কথা।
তাছাড়া বিটিভি তে এক সময় প্রত্যেক সপ্তাহে আলফ্রেড হিচকক শো দেখাতো তার জন্য উন্মুখ হয়ে বসে থাকতাম ।
বর্তমানে ফ্রান্সিস ফোর্ড কাপোলার ভাগ্নে নিকোলাস কেইজ আমার প্রিয় নায়ক।
ক্লিন্ট ইস্টউডের ডার্টি হ্যারি আমার প্রিয় একটি ছবি।
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:২৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
তিনটা মুভিই আমার অনেক ভাল লেগেছে!! বিশেষত রেবেকা!!
নিকোলাস কেজের ফেস অফ টা ভাল লেগেছিল!!
ক্লিন্ট ইস্টউডের মিলি্যন ডলার বেবি, আনফরগিভেন, গ্রান টরিনো, গুড ব্যাড আন্ড দ্যা আগ্লি, ফিষ্টফুল অফ ডলার্স বশি ভাল লাগছে!!
থ্যাংক্স!!
৫১| ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:৪৪
কুন্তল_এ বলেছেন: ধন্যবাদ পোষ্টের জন্য। মন্তব্যগুলো পড়ে মুভি সম্বন্ধে ভাল ইনফরমেশন পেলাম।
আপনার পছন্দের ৫ জনই বস। আমি এঁদের সাথে যোগ করতে চাই আরো দু'জনকে, ১. ডেভিড লিঞ্চ - মুলহোল্যান্ড ড্রাইভ ও ব্লু ভেলভেট-এর জন্য, এবং ২. ব্রায়ান সিঙ্গার - দ্য ইউজুয়াল সাসপেক্টস এর জন্য (যেটা তিনি মাত্র ২৮ বছর বয়সে বানিয়েছিলেন)।
+
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
ব্লু ভেলভেট গত সপ্তাহেই দেখলাম!! মুলহোল্যান্ড ড্রাইভ মুভিটা দেখার ইচ্ছা আছে!! দ্য ইউজুয়াল সাসপেক্টসও দেখেছি!! তবে ব্রায়ান সিঙ্গার নামটার সাথে পরিচয় হৈল!!
থ্যাংকিউ!!
৫২| ০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:০২
রাজসোহান বলেছেন:
০৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
খুব বিজি ভাইডি!!
৫৩| ০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:০৭
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: + এর হাফ সেঞ্ছুরি পূর্ণ কইরা গেলাম।
'সাইকো' -ছাড়া একটাও দেখি নাই। :!>
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫০
ফাহাদ চৌধুরী বলেছেন:
'সাইকো' দেখছেন!! হিসককের ওয়ান অফ দ্যা বেষ্ট ক্রিয়েশন দেইখা ফেলছেন!!রেবেকা'টা দেইখেন !!! ভাল লাগবে আশা করি!!
পিলাস খুপ ভালু পাই
৫৪| ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ১:২৮
মিরাজ is বলেছেন: জানা হল.........
যে টাইপ মুভির নাম দেখলাম এই টাইপ মুভি দেখি না বললেই চলে......শুধু ডিপার্টেদ মনে হয় দেখা......
ধন্যবাদ শেয়ারের জন্য ।
০৮ ই নভেম্বর, ২০১০ ভোর ৫:২৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
ডিপার্টেড এর পরিচাল্ক মার্টিন স্করসেজির 'ট্যাক্সি ড্রাইভার' 'গুডফেলাস' ও ট্রাই করতে পারেন!! আশা রাখি ভাল লাগবে!!
থ্যাংকু!!
৫৫| ০৯ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৯
আলম িসিিদ্দকী বলেছেন: +
০৯ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৪৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
ধন্যবাদ!!
৫৬| ১৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:০৬
বিদগ্ধজন বলেছেন: আমিও আপনার মতো ডিরেক্টর দেখেই মুভি দেখি। আপনার পছন্দের পাঁচের সাথে আমার চারটা মিলেছে। তবে আমি আজীবনই হিচকককে এক নাম্বারে রাখব। আমি এখন ভাবি তার সময়ে যদি টেকনলজির উৎকর্ষতা এখনকার মতো থাকতো তাহলে তিনি কী যে করতেন!! হিচককের প্রায় সবই দেখেছি। শুধু সাইকো দেখেছি আঠার বার! ফ্রেন্জি না কি যেন একটা মুভি দেখেছিলাম, একটু পর পর গায়ে কাঁটা দিয়ে উঠতো।
প্রিয় পোস্টে।
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০২
ফাহাদ চৌধুরী বলেছেন:
কুবরিকই প্রথমে আ.আই তৈরি করতে চেয়েছিলেন ১৯৭০ সালের দিকে কিন্তু সাফিসিয়েন্ট টেকনিক্যাল সাপোর্ট ছিল না ডেভিডের চরিত্রটার জন্য!! পরে স্পিলবার্গ আ.আই তৈরি করেন কুবরিকেরই ফিল্মিং স্টাইলে!!!!
হিচককের টর্ন কার্টেইন, টোপাজ আর দ্য রং ম্যান মুভি তিনটা দেখা হয় নি এখনো!! সাইকো দেখেছি বেশ কবার হবে!! বিশেষত বাথরুমের ঐ সিনটা!!
থ্যাংস!!
৫৭| ১৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ১:৩৯
মেহেরুবা বলেছেন: দারুন একটা পোষ্ট!+
ঈদ মোবারক
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:০৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
ধন্যবাদ!!
অনেকদিন পর!!
ঈদ মোবারক
৫৮| ১৬ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: এসএম এ প্রতিটা ক্লাস টেস্টে জিরো পাইতাম!
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
এস এম!!
প্রথম কেলাস টেষ্টে ফ্রেঞ্ছকাট আইসা বল্ল আমার কলম কামড়ানো দেখতে খুব মজা লাগে!! স্পষ্ট মনে আছে!!
৫৯| ১৬ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩২
অভিবাসী বলেছেন: ++++++++++++++++++
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪১
ফাহাদ চৌধুরী বলেছেন:
গ্রেসিয়াস!!
৬০| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৮
কালীদাস বলেছেন: ঈদ মুবারক, ফাহাদ
!!
১৬ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫২
ফাহাদ চৌধুরী বলেছেন:
আপনে গানের পোষ্ট দেন্না বহু দিন!!
ঈদ মুবারক!!
৬১| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:২৬
কালীদাস বলেছেন: ভাল হয়ে গেছি
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
দ্যাটস ব্যাড!
৬২| ১৬ ই নভেম্বর, ২০১০ রাত ১০:৫৭
শূণ্য উপত্যকা বলেছেন: ঈদ মোবারক। শুভেচ্ছা।
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
আপনাকেও ঈদের শুভেচ্ছা।!!
থ্যাংকু!!
৬৩| ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ১২:২৬
স্বদেশ হাসনাইন বলেছেন: ++++++++++++
শুভেচ্ছা সুন্দর পোস্টের জন্য
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৩৭
ফাহাদ চৌধুরী বলেছেন:
আপনাকে ধন্যবাদ ও ঈদের শুভেচ্ছা!!
৬৪| ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১৯
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ঈদ মুবারাক।
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪২
ফাহাদ চৌধুরী বলেছেন:
ঈদ মোবারক!! ঈদ কেমুন কাটলো!??
৬৫| ১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৪৪
সায়েম মুন বলেছেন: ঈদ মোবারক ফাহাদ ভাই
১৭ ই নভেম্বর, ২০১০ রাত ৯:৫১
ফাহাদ চৌধুরী বলেছেন:
সায়েম ভাই ঈদ মোবারক!!
আপনার দুট লেখা পড়বো আজকে রাতেই!! আছেন কিরাম!! ঈদ কেমুন কাটলো!!?
৬৬| ১৮ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৩৯
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: নতুন লেখা দেন না কেন?
১৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:৫০
ফাহাদ চৌধুরী বলেছেন:
লেখালেখির টাইম পাইতাছিনা!! রাত জাগা হৈতাসে না!!
৬৭| ১৮ ই নভেম্বর, ২০১০ সকাল ১১:০৪
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ইনসমনিয়াক টিম ঝিমায়ে পরসে।
১৮ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
টেক ইনিশিয়েটিভ!!
আবার জমবে মেলা বট তলায়!!
৬৮| ২০ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪১
বিদগ্ধজন বলেছেন: হুম! ফাহাদ ভাই বাথরুমের ঐ দৃশ্যটা আসলেই খুব ভয়ংকর। সাইকো যখন মেয়েটিকে স্ট্যাব করে ফেলে যায় তখন মেয়েটির ঠিকরে বেরিয়ে আসা চোখ দেখলে গায়ে কাঁটা দিয়ে উঠে। এই দৃশ্যটা আমার ছোটভাইয়েরও খুব পছন্দ।
থ্যান্কস, হ্যাপি ব্লগিং।
২০ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
ঐ ৪৫ সেকেন্ডের প্রতিটা মুহুর্তই থ্রিলিং!! ইভেন পানির ড্রেইনেজ হওয়ার দৃশ্যটাও!!
ছুডু ভাই ইরেগুলার কেনু?
থ্যাংস, হ্যাপি ব্লগিং।
৬৯| ২৩ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫০
বিদগ্ধজন বলেছেন: ছুডু ভাইয়ের কথা আর কইয়েন না! সে ব্লগআ্যাডিক্ট হয়ে গিয়েছিল। এমনও দিন গেছে যে সে টানা ১৫/১৬ ঘণ্টা ব্লগ বসে আছে। আক্ষরিক অর্থেই নাওয়া-খাওয়া ভুলে ব্লগিং করা যাকে বলে। এমনকি বাকিটুকু সময়ও শুধুই ব্লগ নিয়ে আলোচনা। লেখাপড়া পুরোপুরি শিঁকেয় উঠেছিল। তাকে বুঝিয়েও কোনো লাভ হয়নি। আর আপনাদের মতো কিছু সিনিয়র যেমন- আপনি,হামা,নির্ঝর, অমিত ওদের সাথেও খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠেছিল। কিন্তু সে ওইটকু বুঝতোনা এ আপনারা বাস্তব জীবন ঠিক রেখে তারপর ভার্চুয়ালে আসেন। এরপর বাধ্য হয়ে নেট লাইন বিচ্ছিন্ন করলাম। এরপরও দোখি খাতায় কি সব যেন হাবিজাবি লিখে রাখে। সম্ভবত পরবর্তীতে আসার প্রস্তুতি।
২৭ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
আমারও একই অবস্থা গেছে এক সময়!! ইভেন কম্পু টেবিলে বইসাই খাওয়া দাওয়া!!
আবার রেগুলারিটি কামনা করছি!!
আমি আজ থেকে আবার কিছু দিনের জন্য রেগুলার হলাম!!
৭০| ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ৩:০১
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ঝাক্কাস।
আপনের কিমুন কাটলো? নতুন পোস্ট কৈ?
২৭ শে নভেম্বর, ২০১০ রাত ৯:১৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
থ্যাংস অ্যা বাঞ্চ!!
কাটল ঝিমায় ঝিমায়!
নতুন পোষ্টের কুনু ভবিষ্যত নাই!!
৭১| ২৬ শে নভেম্বর, ২০১০ রাত ১০:২৪
রুদ্রপ্রতাপ বলেছেন: হিচককের ছবি কমই দেখা হয়েছে। কুবরিক ইজ দা বস! তার একটা দেখার পর আর গুলো দেখতে ভুল করিনি...
নিয়মিত দেখিনা ক্যান?
২৭ শে নভেম্বর, ২০১০ রাত ৯:১৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
হিচককের বেশির ভাগ গুলাই দেখা শেষ!!
কুবরিক একটা বাকি!!
একটু বিজি!! আজ থাইকা কম বিজি!!তাই বেশি রেগুলার হলুম!!
৭২| ২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১১:৩৮
সায়েম মুন বলেছেন: ঈদ ভাল কেটেছিল।
আপনার খবর বলেন তো? কেমন কাটছে দিনকাল। ব্লগে দেখা যাচ্ছে না আগের মত। পরিচিত সবার মাঝে পালাই পালাই ভাব দেইখা মনটা খারাপ হয়ে যাচ্ছে।
ভাল থাকবেন!
২৮ শে নভেম্বর, ২০১০ রাত ১:০৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
আছি ভালোই!!
আকচুয়ালী সবাই নাই এজন্যই হয়তো ব্লগ আর আগের মত ভাল্লাগে না!!
দেখেন কোন ইনিশিয়েটিভ কাযে দেয় কিনা??!!!
ভাল থাকবেন!!!!!
৭৩| ২৮ শে নভেম্বর, ২০১০ দুপুর ২:২০
কেরামত আলী বলেছেন: নাইস পোস্ট
২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:০১
ফাহাদ চৌধুরী বলেছেন:
মেনি মেনি থ্যাংস!!
৭৪| ৩০ শে নভেম্বর, ২০১০ রাত ১১:০৬
প্রতীক মণ্ডল বলেছেন: আমি মুভি দেখিও কম, বুঝিও কম। :-( ...................খুব প্রিয় দুটা মুভি গডফাদার-১, রোড টু পার্ডিশন।
০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০০
ফাহাদ চৌধুরী বলেছেন:
আমি দেখি অনেক, কিন্তু বুঝি কম!!
i give you an offer you cant refuse-গডফাদার-১ এর এই ডাইলোগ টা জোস লাগছিল!! টম হ্যাংস এর রোড টু পার্ডিশন ও অসাম একটা মুভি!!
সাটার আইল্যান্ড দেখলাম!! ৭/১০!!
থ্যাংস!!
৭৫| ০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ৯:০১
হাম্বা বলেছেন: সিনেমার থিম মাথায় আসার পর কুবরিক গবেষণায় লেগে যেতেন । সিনেমা বানাতে প্রায় ৪-৫ বছর লাগতো
০১ লা ডিসেম্বর, ২০১০ সকাল ১১:০২
ফাহাদ চৌধুরী বলেছেন:
হ!! তার প্রতিটা মুভির পর ইন্টারভেলগুলো ঐরকম ই লং ডিউরেশন এর!!
থ্যাংকু!!
৭৬| ০৫ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৫০
হাওয়ায় উড়া ধূলা বলেছেন: ধনিয়াপাতা..
০৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:৫৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
৭৭| ০৫ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৫৫
সোমহেপি বলেছেন: আপনি মিয়া কিছু কইতে বাধ্য করলেন।আমি এখানের কাউকে চিনিনা।যে সিনেমা কয়টার নাম কইলেন কয়েকটা দেখছি কিন্ত্ত পরিচালকের নাম জানতাম না।এজন্য মনে করিয়াছিলাম ইহা আমার জন্য নহে ।ইহাতে আমার কিছুই বলিবার সাহস হয় নাই।কয়েকবার এসে ফিরে গেছি ।দেখেছি নতুন পোষ্ট আসে নাই।
একটা কথা অবশ্য বলা যেত
অনেক কিছু জানলাম।
লাইফ এজ বিউটিফুল এইটার পরিচালক কেডা?
০৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:১৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
'লাইফ ইজ বিউটিফুল'-অসাম একটা মুভি!! নামটা ঠিক মনে নেই!! তবে মেইন ক্যারেক্টার এর রুপদানকারীই ডিরেক্টর!!
থ্যাংস!!
৭৮| ০৬ ই ডিসেম্বর, ২০১০ রাত ১২:১৫
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো। নতুন লেখা কই? দেন নতুন লেখা ফাহাদ ভাই।
০৬ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৩০
ফাহাদ চৌধুরী বলেছেন:
এই সপ্তাহেই দিব!!
ধন্যবাদ!!
৭৯| ১৯ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৬:০১
চিলে কোঠার সেপাই বলেছেন: VIDDY WELL LITTLE BROTHER VIDDY WELL.
১৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
ওয়েলি ওয়েলি ওয়েলি ওয়েলি ওয়েল!!
৮০| ১৯ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৬:০৬
চিলে কোঠার সেপাই বলেছেন: আমার এক নাম্বার হইলেন: হিচকক তারপরে মাজিদ মাজিদি অতপর: স্করসিস অতপর: কুবরিক লাস্ট বাট নট দ্য লিস্ট সত্যজিৎ রয়।
১৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
সত্যজিত এর পথের পাচালী দেক্সি!!
আরো দেখতে হৈব!!
৮১| ১৯ শে ডিসেম্বর, ২০১০ ভোর ৬:৪১
দ্যা ডক্টর বলেছেন: The fcuk is that?
কিছু মনে নিয়েন না, অত্যধিক খুশি হয়ে মার্টিন স্করসেজি'র একটা মুভির ডায়ালড ঝেরে দিলাম
আমি খালি নোলানের লিস্ট শেষ করছি, থ্রিলার এর অন্য নাম নোলান দিতে ইচ্ছে করে মাঝে মাঝে।
১৯ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১১:৪৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
"u think I'm funny?"
সেইম মুভি থেকে!!
ইনসেপশন গত কাল দেখলাম!!
৮২| ১৯ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৫
দ্যা ডক্টর বলেছেন: সেম মুভি & সেম কেরেক্টার
নোলানের প্রথম দিকের মুভি Following (1998) দেখছেন? আইএমদিবি ৭.৭
২০ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৪৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
এখনো দেখি নাই!!
তবে পিসিতে আছে!!
কাল দেখবো!!
থ্যাংস!!
৮৩| ২৭ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:২৭
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৫
ফাহাদ চৌধুরী বলেছেন:
দিলাম!! এটাই!!
৮৪| ২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৮:৫৬
সায়েম মুন বলেছেন: কবিতাগুলা ড্রাফট মারছেন?!
আপনি শেষের দিকের কোন পোষ্টে গানের লিংকু দিছিলেন। আজকে নেট স্পিড ভাল হওয়ায় ডাউনলুডুর জন্য আসলাম। কিন্তু পোষ্ট লা-পাত্তা। নাহ আপনাদের সাথে আর পারা গেল না। কথাবার্তা নাই, পোষ্ট ড্রাফট। ঘটনা কিতা?!
২৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ৯:১৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
আর ভাল লাগতেছেনা সায়েম ভাই!!
ব্লগ এর যা পরিবেশ!!(কয় দিন ধইরা আমিও হাল্কা শুরু করছি)
লাষ্ট সপ্তাহে ব্লগে কয়টা ভাল পোষ্ট আসছে বলতে পারেন?!!
শুধু কমেন্ট পাবার জন্য পোষ্ট রেখে আর কি হবে? অনেকে পোষ্টও পড়েনা! এসে দায়সারা কমেন্ট করেই চলে আয়!! আর অনেক কিছু আছে যা লিখতে গেলে সেটাও একটা পোষ্ট হবে!
আর কমেন্টের ও যা অবস্থা 'ভাল লাগ্লো'
মেজাজ ক্রাপ হৈয়া আছে!! দেখি আর কয়দিন টিক্তে পারি এখানে!!
৮৫| ৩০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২০
শিরীষ বলেছেন: এইটার পর তো একটা কবিতার পোস্ট ছিল
৩০ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
আরো দুট ছিল!!
ম্যালাদিন পর!! ভাল আছেন আপনি ?
নুতুন কবিতা পোষ্ট দেন্না ম্যালাদিন হৈল!!
৮৬| ৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ৯:২৪
জুন বলেছেন: ফাহাদ সেই কবিতা দুটো কই যেটা তুমি হাসনাইনকে উৎসর্গ করেছিলে!
নাকি ওর সাথে কাট্টি !
৩১ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০০
ফাহাদ চৌধুরী বলেছেন:
ড্রাফটে আছে আপু!!
সব কবিতাই ড্রাফটে রেখে দিলাম!!
৮৭| ৩১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:১৯
সুপান্থ সুরাহী বলেছেন:
প্লাস...+++
অর্ধেকটা পড়ছি...
পরে বাকিটা পড়ব...
শুভ নববর্ষ
ভাল থাকা হোক প্রতিদিন
৩১ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৫:৫২
ফাহাদ চৌধুরী বলেছেন:
আচ্ছা!!
নববর্ষের শুভেচ্ছা!!
৮৮| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:১১
কালীদাস বলেছেন: হ্যাপি নিউ-ইয়ার, ফাহাদ!!
বছরটা আনন্দময়, কর্মময় হয়ে উঠুক......
৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
একটি নতুন বছরের নৌকার পাল ভাঁজ খুলে শুরু করুক নতুন যাত্রা! খরস্রোতা জলে শুরু হোক ভাঁজবিহীন এক সময়ের গল্প!!
Cheers to a new year!!
৮৯| ৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৩০
রেজোওয়ানা বলেছেন: আপ্নারব্লগটাকেমনজানিঅচেনালাগছেকিযেননেইযাইহোকনতুনবছরেরশুভেচ্ছা.......
৩১ শে ডিসেম্বর, ২০১০ রাত ১১:৪৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
..জ্যোৎস্নাখোর STOPZ HERE!!
সব ড্রাফটে!!
হ্যাপি নিউ ইয়ার!!
৯০| ০১ লা জানুয়ারি, ২০১১ রাত ৮:০৩
স্বপ্ন ও সমুদ্র বলেছেন: সোজা প্রিয়তে।
হ্যাপী নিউ ইয়ার।
০২ রা জানুয়ারি, ২০১১ রাত ৮:৩৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
হ্যাপী নিউ ইয়ার!!
৯১| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৫:১৭
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: কলম কামড়ানু ভালু না ভ্রাতা! কলম হলো গিয়ানের আধার (অসি অপেক্ষা মসী অধিকতর সাইজে ছোট ) উহাকে কাম্রালে কেম্নে হপে বলুন!
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:১০
ফাহাদ চৌধুরী বলেছেন:
হ!! ঠিক্কোইছেন!!
ঐ ফ্রেঞ্চকাট শয়তান্ডা যে টাইপের কুচ্চেন কর্তো তাতে গি্য়ানের আধারকে দন্তের মাধ্যমে কর্তন কবিয়া সাইজে ছুডু না করন ব্যতিত অন্য উপায় থাকিত না!!
ডেড পয়েটস দের কসম, প্রিয়ানী খুব ভালা পাই
====
অ্যানাদার মুভি পোষ্ট কামিং সুন? ডেড পয়েটস সোসাইটি, আইজ ওয়াইড শাট দেক্সেন!?/?
৯২| ০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০০
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: উঁহু! আমি এখন বেশিরভাগ 'দাদা'দের ফিলিম দেখি। ঋতুপর্ণ কিংবা অপর্ণা, আর নাহলে মণি রত্নম! এছাড়াও হিচকক দেকতে ইচ্চে করে। আজ অনেকগুলু কিনেও এনিচি। আপনি নুতুনপুস্ট দিয়ে পেলুন। দেকি কি পাউয়া যাই।
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১০:২৪
ফাহাদ চৌধুরী বলেছেন:
উপ্স!! এইমাত্র পিচ্চি দুই কজিন ফুনাইয়া কিছু দাদাদের মুভির লিষ্ট ধরায়া দিল কালেক্ট কইরা দিতে!!
ডেড পয়েট লয়া পোষ্টামু!! অসাধারন একটা মুভি!! দেখে ফেলেন!!! স্পেশালী সাজেষ্ট কর্লাম!!
হিচকক কুন্টা কুন্টা দেক্সেন?
৯৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:১৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ভার্টিগো দেখলাম মাত্র। ভালোই লাগলো, তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক বড্ড কড়া, কানের পর্দা প্রায় ফুটো হয়ে যাওয়ার জোগাড়। আর লাস্টে কথা নাই বার্তা নাই নায়িকা যখন ধুম করে পড়ে গেলো তখন একটু মদন হয়ে গিয়েছিলাম আর কি।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৩৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
এই জন্যই তাকে বলা হয় 'মাস্টার অব সাসপেন্স এবং রহস্যের জাদুকর'!!
সাইকো রেবেকা, বার্ডস, নর্থ বাই নর্থওয়েস্ট, ভার্টিগো, দ্য ম্যান হু নিউ টু মাচ, রেয়ার উইন্ডো, স্ট্রেঞ্জার্স অন এ ট্রেইন, রোপ, স্পেলবাউন্ড, নটরিয়াস, লাইফবোট, শ্যাডো অফ এ ডাউট দেক্সি!!
মিষ্ট্রি মাষ্টারের রেবেকা না দেখে থাকলে মিস্কোর্ছেন!!
৯৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৫৭
গানচিল বলেছেন: stanley Kubrik অবশ্যই ভাল নির্মাতা। তবে Tom Cruise আর Nicole Kidman কে নিয়ে নির্মিত তার Eye wide Shut (1999) একটা Lousy মুভি।
Robert De-Nero আমার সবচেয়ে ফেভারিট অভিনেতা। Meet The parents থেকে শুরু করে পিছনের সব ছবি আমার দেখা।
Untouchables
Cape Fear
Deer Hunter
Once Upon A Time In America
Awakenings
A Bronx tale
Heat
Midnight Run
Sleepers
এই ছবিগুলা দেখেছেন নিশ্চয়ই ! এর কোন একটা বাদ থাকলে দেখে নিবেন।
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৩
ফাহাদ চৌধুরী বলেছেন:
'Lousy' কথাটার সাথে আমার দ্বিমত ও বিরোধীতা আছে!! মুভিটার রিভিউ লিখছি!! হোপ সো নেক্সট পোষ্ট হবে Eye wide Shut আর ডেড পোয়েট সোসাইটি নিয়ে!!
Awakenings, A Bronx tale দেখা হয় নাই!! ট্যাক্সি ড্রাইভার এর কথাই তো মিস্কোর্ছেন!!
৯৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:১৩
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: আপ্নে এই কমেন্ট দেওনের আগেই রেবেকা নামাইতে দিসি। দেখি, কি মিস্কর্লাম ক্যামন মিস্কর্লাম!
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১:২৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
চরম একটা মনস্তাত্বিক থ্রিলার!! দেইখা একটা রিভিউও লেইখা ফালান!!
'ডেড পয়েট সোসাইটি' নেক্সট টার্গেট কইরালান!!নইলে আরেকটা মাষ্টারপিস মিস্কোর্বেন!
৯৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:০০
গানচিল বলেছেন: Taxi Driver ...।আপনি দেখেই ফেলেছেন এবং উল্লেখ ও করেছেন।তাই আর করিনি। হ্যা, ওটাও একটা গ্রেট মুভি। জুডি ফস্টারের প্রথম ছবিও বোধ হয়। আপনার কাছে Talking to me?,,,,,,,,মজার লাগলেও আমার কাছে লেগেছে যখন ডেটিং এর সময় Cybill Shepherd কে ডে-নিরো মুভিতে নিয়ে যায়। এবং ছবিটা ছিল একটা এডাল্ট মুভি
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২৯
ফাহাদ চৌধুরী বলেছেন:
মুভিগুলোকে আপনার্করা ট্যাগিং গুলো নিয়ে আমর্ঘোরাপত্তি আছে!! আপনার্মুভির পছন্দের জেনার লয়াও কুনু আইডিয়া পেলুম্না! তয় যা মনে হইতাসে আমার ফেভ জেনার এর লগে আপনার মিল খাইবো না!!
থ্যাংকু! আল্বিদা!!
৯৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৭
সিদ্দিক আহমেদ বলেছেন: বালা পাইলাম শুকেচে
২০ শে ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:২১
ফাহাদ চৌধুরী বলেছেন:
থ্যাংস!
৯৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:৪১
সিদ্দিক আহমেদ বলেছেন: আপ্নেরে thanks
২১ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:০৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
৯৯| ১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১২:৫৩
আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: হ্যালো! হ্যালো!
শুনতে পাচ্ছেন ??
১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১:০০
ফাহাদ চৌধুরী বলেছেন:
হ্যালু ! এখানেও বেলাবোসরা থাকেনা!
===
তিনজন জন রে সন্দ হৈতাসে! পুরা কনফু খাইতাসি!
১০০| ১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১:২২
আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: আমি এখানে বেলাল বসুর খোঁজে আসিনি।
১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১:২৮
ফাহাদ চৌধুরী বলেছেন:
২০০ কমেন্ট পুর্তি!
সন্দ লয়া ক্লু'দেন?
১০১| ১৭ ই মার্চ, ২০১১ দুপুর ১:৩৯
আমি ২৪৪১১৩৯ থেকে বলছি বলেছেন: আপনি ডাবল সেঞ্চুরি করেছেন! অভিনন্দন! মিষ্টি কই ?
কিসের জন্য ৩ জনকে সন্দেহ করছেন বলেন তো ? এরা কি কিছু চুরি বা ডাকাতি করেছে?
১৭ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৫০
ফাহাদ চৌধুরী বলেছেন:
হেঁ হেঁ!
আইচ্ছা ঠিকাছে!!
১০২| ১৭ ই মার্চ, ২০১১ বিকাল ৫:৫৫
ট্রোজানহর্স বলেছেন: আমারো প্রিয়
১৭ ই মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৩৬
ফাহাদ চৌধুরী বলেছেন:
থ্যাংস!
১০৩| ০৭ ই জুন, ২০১১ বিকাল ৩:৩৬
লেখাজোকা শামীম বলেছেন: +++++++++++
০৯ ই জুন, ২০১১ বিকাল ৫:৫০
ফাহাদ চৌধুরী বলেছেন: ধন্যবাদ!!
১০৪| ১৫ ই নভেম্বর, ২০১২ রাত ৩:২৬
আহমেদুল আরেফিন আসিফ বলেছেন: +++++++++++++
১৫ ই নভেম্বর, ২০১২ সকাল ১০:২১
ফাহাদ চৌধুরী বলেছেন:
ম্যালাদিন আগের লিষ্ট । এখন হয়তো এমন লিখতাম ।
কুবরিক
সত্যজিত
কিয়স্লস্কি
ফেলিনি
স্করসেসি/হিচকক
আরোফনসকি/টারিন্টিনো
বেত্তালুচ্চি/ কুরাসাওয়া/ আব্বাস কিয়ারোস্তামি
পোলানস্কি/ বার্গম্যান/ ক্যপোলা/ লিওনি/ ক্যাপরা,
নোলান/ ফিঞ্চার/ ডেভিড লিঞ্চ/
স্পিলবার্গ/ মাইকেল হ্যানেকে, বুনুয়েল
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১০ রাত ৮:১৭
জোনাক পোকা প্রামাণ্য জয় বলেছেন: +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++্ মুখে কি কিছু কওয়া লাগবো?