![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষমা কর ক্ষমা, হে মুক্তি সেনা
তোমার বাংলাকে আজ করেছি অচেনা।
দিন যায় দিন আসে, এভাবেই যায় চলে
এইভাবে, একে কি আর বেচে থাকা বলে।
ঘর ছাড়লেই খোকা, আজো মা কাঁদে-
ভাবে বুঝি জড়াল সে মৃত্যুর ফাঁদে-
হইতো গাড়ীর নিচে, হয়তো নদীর জলে
নইতো কোন এক রাজনীতির ছোবলে।
আসে না ফিরে খোকা, যায় যে চলে
প্রাণটা নেয় কেড়ে;এভাবে নানা ছলে,
এইভাবে, একে কি আর বেচে থাকা বলে
দিন যায় দিন আসে, এভাবেই যায় চলে
এইভাবে, একে কি আর বেচে থাকা বলে।
নেই কোন পাক সেনা, তবু শিশু অনাহারে
আমাদের হাত আজো, সজ্জিত হাতিয়ারে।
পৃষ্ট কৃষক মজুর, অভাবের যাঁতাকলে
লড়াই করে আজো, বাঁচবে আবার বলে।
ভায়ের লাশের পাশে, আজো আমি নানা ছলে
নীরব বসে আছি, প্রাণে বেচে গেছি বলে।
দিন যায় দিন আসে, এভাবেই যায় চলে
এইভাবে, একে কি আর বেচে থাকা বলে।....
২| ২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৪২
স্বরে অ বলেছেন: অনেক ধন্যবাদ,পড়ার জন্য ।
৩| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩০
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ভাল লিখছেন
৪| ২২ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
স্বরে অ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৫| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১১:০১
হাম্বা বলেছেন: +++
৬| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৮
স্বরে অ বলেছেন: অনেক ধন্যবাদ ।
৭| ২৫ শে মার্চ, ২০১৩ রাত ৯:৫৯
বোকামন বলেছেন: পৃষ্ট কৃষক মজুর, অভাবের যাঁতাকলে
লড়াই করে আজো, বাঁচবে আবার বলে। ......
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
স্বরে অ বলেছেন: ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৩৭
চৌকশ বলেছেন: ভালো লিখেছেন । ধন্যবাদ শেয়ার করার জন্য ।