![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শেষ বলে তো নেই তো কিছু ,শেষের পরেই শুরু আবার
ভাবতে শেখ,জিতবে তুমি, জিততে তোমার হবেই এবার ।
নিজেকে শুধু জান বলেই ,ভাব তুমি অনেক দুখী
জানতে যদি সবার ব্যথা,বুঝতে তখন কজন সুখী !
দুঃখ দুঃখ যতই জপ, দুঃখ তো আর কমবে না
বরং তাতে সুখের স্মৃতি,মনের কোণে জমবে না
যতই কঠিন যাক না সময়, চেষ্টা কর এগিয়ে যাবার
ভাবতে শেখ, জিতবে তুমি, জিততে তোমার হবেই এবার।
শুন্য থেকে শীর্ষে ওঠার,কত শত গল্প আছে
বাধাঁ বিঘ্ন পার হয়ে সব, একাই তারা এগিয়ে গেছে,
সেই হিসেবে এগিয়ে তুমি,পিছে তোমার কতজন!
অক্ষমতার ভয় কাটিয়ে, দৃঢ় কর তোমার মন ।
অবহেলায় নষ্ট করার;সময় তোমার নেই যে আর ;
ভাবতে শেখ,জিতবে তুমি,জিততে তোমার হবেই এবার।।
©somewhere in net ltd.