নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি সভ্য পৃথিবীর, যেখানে মানুষের মাঝে সত্যিই শুধু মানুষ পাবো, যেখানে মানুষের বেশে কোন অমানুষ থাকবে না ।

অচেনা হৃদি

অচেনা হৃদির ডিজিটাল ডায়েরিতে আপনাকে স্বাগতম!

অচেনা হৃদি › বিস্তারিত পোস্টঃ

চুরেল (২য় পর্ব)

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১


গল্পের পূর্বসুত্রঃ শিমুল তার মোটরসাইকেলে চড়ে শহরের উদ্দেশ্যে রওয়ানা হয়। শহরের উপকণ্ঠে পৌঁছাতেই সে বৃষ্টির মুখে পড়ে। বৃষ্টি থেকে বাঁচতে মোটরসাইকেল রেখে সে রাস্তার পাশের একটি পুরনো আমলের এক বাড়ির বারান্দায় গিয়ে উঠে। সেখানে তার সাথে রিয়া নামের এক মেয়ের দেখা হয়, যে নিজেকে ঐ পুরনো বাড়ির মেয়ে বলে পরিচয় দেয়। রিয়া শিমুলকে সৌজন্য দেখিয়ে ঘরে নিয়ে যায় ও চা খেতে দেয়। রিয়ার দেয়া চায়ে চুমুক দেবার পর শিমুল নিজেকে এক ভয়ংকর জগতে বন্দী হিসেবে দেখতে পায়।
(গল্পের পূর্বাংশ পড়ুন- চুরেল (১ম পর্ব))


পল পল করে সময় বয়ে যেতে থাকে। শিমুল পড়ে রয়েছে ঘুণে খাওয়া পুরনো চেয়ারে। ওর হাত পা সব অসাড় হয়ে আছে, যেন সে প্যারালাইসিসে ভোগা রোগী। দেহের সব শক্তি জড়ো করে শিমুল চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে চাইলো। হাতের চাপে চেয়ারের ডান পাশের হাতল খুলে ঝুলে পড়ল। কিন্তু চেয়ার হতে সে মোটেই আলগা হতে পারলো না।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসছে, আগের চেয়ে আলো অনেক ফিকে হয়ে গেছে। কিন্তু শিমুলের কোন পরিবর্তন হচ্ছে না। শিমুল ভাবতে থাকে এটা যদি স্বপ্ন হয় তবে তা হবে পৃথিবীর দীর্ঘতম স্বপ্নের রেকর্ড। আর যদি স্বপ্ন না হয়, তাহলে সবই হ্যালুসিনেশন।
শিমুল বিজ্ঞানের ছাত্র, সে পড়েছে গণিত নিয়ে। যুক্তি ও বাস্তবতার বাইরে পৃথিবীতে কিছুই ঘটে না- এটাই তার বিশ্বাস। কিন্তু আজ সে যে অস্বাভাবিকতার ভেতর আটকে পড়েছে এর কি যুক্তি?

শিমুল তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা একে একে ভাবতে থাকে। ঘটনা ভেবে ভেবে সে এই অস্বাভাবিকতার সূত্রটা বের করতে চায়।
প্রথমত, জোরে বৃষ্টি শুরু হল। বাইক থামিয়ে শিমুল একটা পুরনো ম্যানশনের দিকে দৌড় দেয়। এই ঘটনার পেছনে কি অস্বাভাবিক কিছু আছে? নাহ, এমন যদি হত কাদায় পা পিছলে পড়ে শিমুল জ্ঞান হারিয়ে ফেলেছে, তারপর বেহুশ অবস্থায় তার বিভ্রম হচ্ছে, তাহলে ঠিক ছিল। কিন্তু এমন তো ঘটেনি। কারণ তখন সবে মাত্র বৃষ্টি শুরু হয়েছিল, রাস্তায় পানি জমেনি, কাদাও ছিল না। কাজেই পা পিছলে পড়ে জ্ঞান হারানোর সম্ভাবনা নেই।
তারপর, বারান্দায় সুন্দরীকে দেখা। নাহ এটাও অস্বাভাবিক নয়।
তারপর, সুন্দরীর ঘরে ঢুকে চা পান....
ইয়েস, ঘটনার শুরু এখানেই। মেয়েটা যেই চা খেতে দিয়েছিল তাতে হয়তো কড়া কোন ড্রাগ ছিল। তাই চায়ে চুমুক দেবার পর শিমুল হুঁশ-জ্ঞান হারিয়ে হ্যালুসিনেশন দেখতে শুরু করে। এই ঘরদোর সবই ঠিক আছে। এমনকি যে ভাঙা চেয়ারে সে বসে আছে এটাও একটা ভালো সোফা, কিন্তু ড্রাগের নেশায় পড়ে শিমুল সোফাটিকে ভাঙা চেয়ার হিসেবে দেখছে। আর সাজানো গোছানো ঘরটিকে পুরনো গুদামের মত লাগছে। শিমুলের ধারণা যদি ঠিক হয় তাহলে রিয়া নামের মেয়েটিও আশেপাশে আছে, কিন্তু নেশাগ্রস্ত শিমুল তাকে দেখছে না। এই মেয়েটা এমন কেন করছে? তার কি মাথায় সমস্যা আছে? শিমুল অস্ফুট স্বরে ডাকার চেষ্টা করে, ‘রিয়া’।
কোন সাড়া নেই।
শিমুল গলায় জোর এনে আবার ডেকে উঠে, ‘রিয়া, আপনি কোথায়?’
শিমুলের পেছনে কেউ জবাব দিল, ‘আমি তোর খুব কাছেই আছি।’
কথা শুনে শিমুলের পিলে চমকে উঠে। কথা যে বলেছে, সে কি মানুষ নাকি ভালুক। গলার আওয়াজ শুনে ভয় পেতে যে কেউ বাধ্য হবে। ভীতু শিমুল জানতে চায়, ‘কে? আমার পেছনে কে? রিয়া কোথায়?’
-‘আমি রিয়া। কি বলতে চাস রে ফটকা? বলে ফেল।’
-‘অসম্ভব। রিয়ার গলা কি এমন?’
-‘হ্যাঁ এমন, তাতে তোর কি আসে যায়? রিয়ার গলা তুই খাবি নাকি? কি বলতে চাচ্ছিস বলে ফেল গাধা।’
হতবিহ্বল শিমুল বলে, ‘আচ্ছা আপনি রিয়া হন আর যে হন। প্লিজ আমার সামনে আসুন।’
পেছনের সেই লোক ভয়ংকর খ্যানখ্যানে গলায় অট্টহাসি জুড়ে দেয়। এই হাসি কোন মানুষের হাসি নয়, ঠিক যেন দোযখবাসী শয়তানের হাসি। হাসি থামিয়ে সে বলল, ‘ঠিক আছে, আমি সামনে চলে আসছি।’ শিমুল টের পায় কেউ একজন পেছন হতে ভাঙা কাঠ আর পুরনো কাপড়ের স্তূপ পেরিয়ে খসখস শব্দ করে সামনে আসছে। সে এসে শিমুলের ঠিক সামনে মুখোমুখি দাঁড়ায়।
শিমুল এই ব্যক্তির চেহারা দেখে বাকরুদ্ধ হয়ে পড়ে। এটা নারী নাকি পুরুষ কিছুই বোঝার উপায় নেই। কোন মানুষ মারা গেলে চার পাঁচদিন পর মৃতদেহে পচন ধরলে যেমন দেখা যায় ঠিক তেমন একটা মৃত মানুষ তার সামনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে। চোখ মুখ, গায়ের ত্বক পচে ফুলে উঠেছে। আর তার পেটটা অসম্ভব রকম ফোলা। সেই ফোলা পেট মৃদু মৃদু নড়ছে, যেন এখনি পেট ফেটে পচা নাড়ি ভুঁড়ি বের হয়ে আসবে।
শিমুল ভয়ে ভয়ে বলল, ‘রিয়া কোথায়? রিয়াকে ডাকুন প্লিজ। আমি তাকে শুধু একটা কথা বলতে চাই।’
-‘তাকে খুব দরকার? আচ্ছা, এনে দিচ্ছি তাকে।’
লোকটি মাথা নুয়ে নিজের ফুলে ওঠা পেটের দিকে তাকায়। সেই পেট ধীরে ধীরে ছোট হয়ে আসে। তার হাতের ত্বকের মরা ফ্যাকাশে রূপ বদলে সতেজ কোমল হয়ে আসে। অদ্ভুত দর্শন এই মানুষের সারাদেহের অবস্থা বদলে যায়। তারপর সে মাথা তুলে চেয়ারে বন্দী শিমুলের দিকে তাকায়।
আজ যেন শিমুলের চমকের দিন, সে সামনের লোকটির চেহারা দেখে আরেকবারের জন্য চমকে উঠে।
-‘আরে রিয়া, আপনি? একটু আগে আপনার চেহারা এমন ছিল কেন?’
রিনরিনে সেই হাসি দিয়ে রিয়া বলে, ‘সেটাই তো আমার আসল চেহারা।’
-‘আসল চেহারা! অসম্ভব! আমি আজ এসব কি দেখছি?’
-‘সবই তো ঠিক দেখছিস গাধা কোথাকার। সমস্যা কোথায় পেলি?’
-‘সমস্যা নেই? আপনি যে ভয়ংকর জম্বির মত হয়ে গেলেন, আবার মানুষের মত হচ্ছেন, এগুলো কি স্বাভাবিক? এসব তো আমি জীবনে আর দেখিনি। আমার সাথে কি খেলা খেলছেন আপনি? আমাকে যেতে দিন।’
সুন্দরী রূপি পিশাচ রিয়া হেসে বলল, ‘আরে ফটকা, তোকে যেতে দেবো? সিংহের গুহায় ঢুকে কোন হরিণ কি আর বের হতে পারে? তুই তো একদম তোর মরার জায়গায় চলে এসেছিস। আমার বাচ্চাটা খুব ক্ষুধার্ত, সে এখন তোকে খাবে। তোর আর ফিরে যাওয়া লাগবে না।’
-‘আপনার বাচ্চা আমাকে খাবে?’
-‘হ্যাঁ, তার জন্যেই তো তোকে ধরে রেখেছি। মানুষের তাজা রক্ত ছাড়া তার ক্ষুধা মেটে না, আমি রাস্তা থেকে তোর মত যুবকদের ভুলিয়ে ভালিয়ে এখানে এনে আটকাই, কিন্তু তুই তো গাধা, নিজেই এসে আটকে গেছিস। আমি সবসময় রাস্তায় সুযোগ বুঝে যুবক ড্রাইভারদের গাড়ি নষ্ট করে দিই। তারা যখন গাড়ি থেকে বের হয় তখন আমি সুন্দর চেহারা আর মনমাতানো কথার মায়ায় বন্দী করে তাদেরকে এই পোড়ো বাড়িতে নিয়ে আসি। তারপর তাদের রক্ত দিয়ে আমার বাচ্চার ক্ষুধা মেটাই।’
-‘কি বলেন এসব? কেন আপনি এগুলো করেন?’
রিয়া হেসে উঠে। এবার তার হাসিতে মুক্তো ঝরেনি, এবারের হাসি দেখে মনে হল সুন্দরী নারীর এক অপার্থিব ভয়াল চেহারার হাসি। রিয়া বলে, ‘এখন এসব করাই কাজ। আমি তো মানুষের মত বাঁচতে চেয়েছিলাম, তোর মত কিছু লোক আমাকে এমন বানিয়েছে। আমি এখন তোদের ধরে ধরে শেষ করব।’
-‘আমি কিছুই বুঝতে পারছি না। আপনার প্রত্যেকটা কাজ আমার কাছে দুঃস্বপ্নের মত মনে হচ্ছে। প্লিজ আমাকে খুলে বলুন আপনি আসলে কি চান?’
-‘গাধা, খুলে বলার মত কিছু নেই। আমি ছিলাম সুন্দর একটা মেয়ে। আমার একটা সুন্দর জীবন ছিল। জীবনে অনেক বড় হবার মত সুন্দর একটা স্বপ্ন ছিল। আমি যখন কলেজে নতুন ভর্তি হলাম তখন এক ছেলের ফাঁদে পড়ে গেলাম। ছেলেটা আমার সাথে প্রেম করতে চাইল। প্রথম দিকে তাকে একদম গুরুত্ব দিতাম না। কিন্তু সে নাছোড়বান্দার মত পেছনে লেগেই রইল। একটা সময় মনে হল সে আমার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। আমি তার প্রেমের ফাঁদে পড়ে গেলাম। তারপর অনেক ভুল করলাম। আমার ভেতর খুব নীরবে আরেক মানুষের বীজ উপ্ত হল। আমি গর্ভবতী হয়ে পড়লাম। তারপর আমার পৃথিবীটা বদলে গেল। আমার সেই নাগর আমাকে বিয়ে করল না। উল্টো এবরশন করাতে চাইল। উপায় না দেখে আমিও এবরশনে রাজি হয়ে গিয়েছিলাম। কিন্তু ডাক্তার বলল- এবরশন করার সময় পেরিয়ে গেছে। এমন কথা শুনে আমার দেবনাগর আমাকে রেখে পালায়। আমি এক ভয়ংকর বিপদে পড়ি। আমার পরিবারের কাছে সব জানাজানি হয়। কিন্তু তখন পৃথিবীতে আমার আপন বলে আর কেউ রইল না। বুঝলি রে ফটকা, পৃথিবীকে আমি খুব ভালোবাসি, কিন্তু যখন এই পৃথিবী আমাকে চায় না তখন তো আমাকে সরে যেতেই হয়। তাই না? আমি সরে গেলাম। কিন্তু আমার ভেতর যে আরেকটা সত্ত্বা আছে, তার তো দোষ ছিল না। তার জন্যেই আমি মরেও যেতে পারলাম না। ঈশ্বর আমাকে এখন এক অদ্ভুত ক্রিয়েচার বানিয়ে রেখেছেন। আমি আমার পেটে সেই বাচ্চাকে বহন করছি। সেই বাচ্চা রক্ত চায়। তাজা রক্ত। তাই তো আমি এই পোড়োবাড়িতে লুকিয়ে রয়েছি। আমার বাচ্চার যখন রক্তের ক্ষুধা লাগে তখন এই মহাসড়ক দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া যুবক ড্রাইভারদের শিকার করে নিয়ে আসি। তোকে আনতে কোন ঝামেলাই হয়নি। একটু পর আমার বাচ্চার ঘুম ভাংবে, তখন তাকে তোর রক্ত খাওয়াবো।’
শিমুল বলল, ‘আপনার কথা আর প্রত্যেকটা কাজ খুব অদ্ভুত। বুঝলাম আপনি একটা মৃত মানুষ। আমার খুব জরুরী কাজে যেতে হবে। আমার বন্ধুর বোনের অপারেশন হবে। তাকে রক্ত দিতে হবে। আমি রক্ত দিতে যাচ্ছিলাম। আপনি আমাকে আটকে রেখেছেন। প্লিজ আমাকে যেতে দিন।’
দোযখবাসি শয়তান আবার খলবলিয়ে হেসে উঠে, ‘দারুণ ফটকা, তুই খুব কথা বলতে পারিস। সবাই তো আমার মরা চেহারা দেখেই অর্ধেক মরে যায়। আর তুই এখনো বেঁচে থাকার ফিকির করছিস। এখনো কি সুন্দরভাবে গুছিয়ে কথা বলছিস। তুই সহজেই মেয়ে পটাতে পারবি। কয় জনকে পটিয়েছিস এই পর্যন্ত?’
-‘আমি কাউকে পটাইনি, কারো ক্ষতি করিনি কখনো। আমি উপকার ছাড়া কারো কোন ক্ষতি কখনো করিনি। আমাকে যেতে দিন। কথা দিচ্ছি যতদিন বেঁচে থাকবো সবার উপকার করেই যাবো। শুধু একবার আমাকে সুযোগ দিন।’
-‘হা হা হা, কিরে ফটকা, বেলা নামের মেয়েটার কথা মনে আছে? সেই মেয়েটাকে তুই তো কিছুই করিসনি, শুধু কয়েক বন্ধু মিলে রুটি বানানোর মত বেলন দিয়ে ডলে দিয়েছিস। খুব উপকার হয়েছিল মেয়েটার, তাই না রে? আজ আমার একটু উপকার কর, আমার বাচ্চাটাকে আদর করে দে।’
শিমুলের অসাড় দেহের মেরুদণ্ড বেয়ে যেন সাপের মত একটা ঠাণ্ডা স্রোত নিচে নেমে গেল। রিয়া নামের এই পিশাচিনী বেলার কথা জানে? বেলার কথা মনে পড়ল শিমুলের, সহজ সরল একটা মেয়ে। কি অকপটে সে শিমুলকে বিশ্বাস করে নিয়েছিল। আর সেই বিশ্বাসের এক করুণ পরিণতি পেয়েছিল। বেলা মেয়েটা কি তবে রিয়ার বেশে ফিরে এসেছে?
শিমুল কম্পিত কণ্ঠে জানতে চায়, ‘তুমিই কি সেই বেলা?’
-‘ধুর গাধা, বেলার কি কোন বাচ্চা ছিল? আমার তো আছে। আমি, বেলা আর হাজারো মৃত লোক একই ভুবনে থাকি। তাই তো বেলার কথা জানি। কিন্তু আমি বেলাদের মত নই। তারা পুরো মরে গেছে। তাদের কোন দেহ নেই, কিন্তু আমার একটা গলিত দেহ আছে। আমি মরে গিয়েও মরতে পারিনি। পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছি। যতদিন মাটির উপর চলব ততদিন তোর মত নারীলোভীদের রক্ত শুষে নেব।’
-‘আমি কিচ্ছু বিশ্বাস করি না। যা দেখছি সব মিথ্যা, তুমিও মিথ্যা, সবই একটা দুঃস্বপ্ন। এখনি আমি জেগে উঠে দেখবো সবকিছু স্বাভাবিক আছে।’
রিয়া হাসতে হাসতে এগিয়ে আসে, তার একটা হাত রাখে শিমুলের বাম হাতের ওপর। রিয়ার শীতল হাতের ছোঁয়ায় শিমুলের হাতে তীব্র ব্যথার সঞ্চার হয়। রিয়া জানতে চায়, ‘এখনো কি স্বপ্ন স্বপ্ন লাগছে? তোর হাতটা কেমন হয় দেখতো।’ শিমুলের হাতে ব্যথা ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে তার হাতের চামড়া বৃদ্ধদের মত কুঁচকে যেতে থাকে। সেই হাত হতে রিয়া যেন রক্ত-পানি সব শুষে নিচ্ছে। দেখতে দেখতে শিমুলের বাম হাত শুকিয়ে মমির হাত হয়ে যায়। ভয়ে ও বিস্ময়ে বাকরুদ্ধ শিমুল ভাষা হারিয়ে বিস্ফারিত চোখে রিয়ার দিকে তাকিয়ে রয়। রিয়ার চেহারা বদলাতে শুরু করে। সুন্দর চেহারাটা পুরো বিকৃত হয়ে ভয়ংকর পিশাচ চেহারা আবার ফিরে আসে। তার পচা অন্ত্র ভর্তি পেট আবার মৃদু দুলতে শুরু করে। দুলতে দুলতে পেটের উপরের অংশে বুকের কাছে চটের মত ছিঁড়ে বড় ফাঁক হয়ে যায়। সেই ফাঁক গলিয়ে বের হয়ে আসে ভয়ানক একটা মাথা। মাথাটা দেখে শিমুল বুঝে যায় এটাই রিয়ার সেই বাচ্চা। কি ভয়ংকর তার চোখ, যেমন মা তেমন বাচ্চা। ক্যাংগারুর পেটের থলে থেকে যেভাবে ক্যাংগারুর ছানা বের হয়ে আসে সেভাবেই পিশাচিনী রিয়ার পেট হতে মুচড়াতে মুচড়াতে বাচ্চা বেরিয়ে এলো। বানরের মত সেই বাচ্চাটা পিশাচিনী রিয়ার গা বেয়ে নিচে নেমে আসে।

নিশ্চল শিমুলের চারপাশে কুকুরের মত গন্ধ শুঁকতে শুঁকতে চক্রাকারে ঘুরতে থাকে অদ্ভুত এক মানবশিশু। চারপাশের কাঠ এবং পুরনো কাপড়ে খসখসে শব্দ উঠছে। তার চক্রের পরিধি ছোট হতে থাকে। একসময় শিমুলের পায়ের কাছে এসে চোখে চোখ রেখে তাকায়। ফোলা ফোলা তার ছোট চোখ মুখ, এই চোখে মুখে যে অভিব্যক্তি ফুটছে তা শিমুলের পরিচিত নয়। তবে সে বুঝতে পারে অন্তিম সময় উপস্থিত।
ভয়াল চেহারার মানব শিশুটি শিমুলের পা বেয়ে উঠতে থাকে। শিমুল শেষবারের মত চিৎকার করতে চায়। কিন্তু গলায় এসে তার আওয়াজ থেমে গেল। সুড়সুড় করে পিশাচ ছানা শিমুলের বুকের কাছে উঠে আসে। ধীরে ধীরে সে তার পচে ফুলে ওঠা ঠোঁট দিয়ে শিমুলের বুক স্পর্শ করে।



উৎসর্গঃ ব্লগার কাওসার চৌধুরীকে। ব্লগিং শুরু করার দিন থেকে যিনি আমার পাশে থেকেছেন। যিনি সামুতে আমাকে প্রথম ব্লগার হিসেবে নিজের লেখা উৎসর্গ করেছিলেন। পাশে থেকে উৎসাহ দেবার জন্য ধন্যবাদ। :)

মন্তব্য ২৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭

বিজন রয় বলেছেন: ওহ হো, প্রথম পর্ব তো আগে পড়তে হবে, নাহলে এটা বুঝবো কেমনে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩০

অচেনা হৃদি বলেছেন: :)

ঠিক বলেছেন।
গল্পের প্রথম অংশের লিংক শুরুতেই জুড়ে দিয়েছি। পড়ুন।

মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় গল্প লিখতে পারা বড় গুন। আপনি পেরেছেন।
আমার বড় ভাই কাসার চৌধুরীকে উৎসর্গ বিশেষ ধন্যবাদ আপনাকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

অচেনা হৃদি বলেছেন: :)

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষায় গল্প লিখতে পারা বড় গুন। আপনি পেরেছেন।
আমার বড় ভাই কাসার চৌধুরীকে উৎসর্গ বিশেষ ধন্যবাদ আপনাকে।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৩

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ রাজীব ভাইয়া। মনে হচ্ছে আজ আমার গল্পটি পড়েই মন্তব্য করছেন।
কাওসার চৌধুরীকে উৎসর্গ করায় আপনার ভালো লেগেছে জেনে বিশেষভাবে প্রীত হলাম। :)

৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সব বিষয়েই পাকা !!
তবে ইচড়ে পাকা নয় !!
গল্প, কবিতা, উপন্যাস,
রম্য, সমসাময়িক কিছুই বাদ যায়নি!!
মনে হয় একটু হেয়ালীপনাও আছে!
সত্য মিথ্যার কিছুটা মিশেল খারাপ না।
গল্প ভালো লাগলো। তার চেয়ে বেশী ভালো
লাগলো গল্পটি কাওসার চৌধুরীকে উৎসর্গ করার জন্য।
তিনি আমারও খুব প্রিয় ব্লগার, লেখক।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ ভাইয়া। রাজীব নুর ভাইয়ার পাশাপাশি আপনার মন্তব্যটাও আমার কাছে অন্যরকম মনে হয়েছে। কারণ রাজীব ভাইয়ার মত আপনিও উৎসর্গের ব্যপারটিকে পছন্দ করেছেন।
ধন্যবাদ। আশা করি আমি ভবিষ্যতে এর চেয়ে পাকা তথা ভালো লেখা উপহার দিতে পারবো।
দোয়া করবেন।

৫| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৯

সৈয়দ ইসলাম বলেছেন:





এই ছবি সরান! এমন ছবি প্রথম পাতার অনুপযোগী!



২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪২

অচেনা হৃদি বলেছেন: এই গল্পের অনেক হরর বর্ননা আমি কেটে সরল এবং গতানুগতিক লেখাটুকুই রেখেছি। আবার এই লেখার সাথে চমতকারভাবে মিলে যায় এরকম অনেকগুলো হরর ইমেজ ডাউনলোড করেও আমি এই লেখাতে যুক্ত করিনি। কারণ আমি প্রিয় সামুর অনুপযোগী লেখা কিংবা ছবি শেয়ার করতে সত্যিই আগ্রহী নই।
যে ছবিটা দিয়েছি তা অনেক ভেবে চিন্তে দিয়েছি। সামু কর্তৃপক্ষের আপত্তি না থাকলে এই ছবি আমি সরাবো না।

আমার লেখাতে ভালো একটি মন্তব্য করায় আপনাকে ধন্যবাদ।

৬| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪০

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ সম্মানিত সনেট কবি। :)

৭| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০

চাঁদগাজী বলেছেন:


আপনার নিজের কাছে ভালো লেগেছে? আমার মনে হয়, আপনি অন্য ধরণের লেখায় মনোযোগ দেয়া ঠিক হবে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০০

অচেনা হৃদি বলেছেন: নির্মোহ এবং নিরপেক্ষ একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার নিজের কাছে ভালো লেগেছে?
মিলিয়ন ডলার কোশ্চেন। সত্য কথা হল, আমার নিজের লেখা আমার কাছে অনেক ভালো লাগে। সেই লেখা অন্যের দৃষ্টিতে যত পচা হোক, নিজের কাছে ভালো লাগে। ভালো লেগেছে বলেই তো আমি সময় ও শ্রম ব্যয় করে একটা টপিক বেছে নিয়ে লিখেছি। তাই না? লিখে শেষ করে আমার কাছে নিজের লিখাকেই খারাপ লাগবে কেন? আসলে, শুরুর দিকে আমি পপুলার টপিক নিয়ে কিছু ভালো লেখা দিতে পেরেছিলাম বলে হয়ত আমার কাছে আপনারা সবসময় ভালো কিছু আশা করছেন। এটা ভালো দিক। তবে আফটার অল, মনে রাখতে হবে আমি লেখালেখির ক্ষেত্রে নতুন। তাই আমার লেখার মাঝে ত্রুটি কিংবা অসম্পুর্নতা পাবেন এটাই স্বাভাবিক। আমিও লেখনীর মান উন্নত করার চেষ্টা করছি। আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করা অব্যহত রাখবেন।

আপনি অন্য ধরণের লেখায় মনোযোগ দেয়া ঠিক হবে।
বিলিয়ন ডলার পরামর্শ। সমস্যা হল, যে লেখাগুলো লিখলে সবচেয়ে বেশি বাহবা পাওয়া যায় আমার কাছে সেধরনের লেখা ভালো লাগছে না। অন্যদিকে প্রায়ই যে লেখাটি আমি শ্রম দিয়ে সম্পুর্ন করছি সেই লেখাটিই সবচেয়ে কম লাইক কমেন্ট পাচ্ছে। এ এক অদ্ভুত ব্যপার, আমি নিজেই বুঝতে পারছি না আমার কোন ধরনের লেখায় মনোযোগ দেয়া উচিৎ।

এনিওয়ে, উন্নতির চেষ্টা অব্যহত থাকবে। পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

৮| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৭

প্যালাগোলাছ বলেছেন: খারাপ না । চাদগাজীর ম্যাওপ্যাও পোস্ট থেকে অন্তত ভালো ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

অচেনা হৃদি বলেছেন: এভাবে মন্তব্য করা উচিৎ হয়নি। চাঁদগাজী অনেক অভিজ্ঞ এবং সিনিয়র ব্লগার। আপনি আমার লেখাকে তাঁর লেখার সাথে তুলনা করলে মোটেও ভালো দেখায় না। আপনি দেখুন উনার লেখাগুলোর পাঠক আমার চেয়ে বেশি। এই ব্লগে উনার রাজনৈতিক পোস্টের অনেক পাঠক আছেন।
একেক জনের লেখা একেক রকম। সবার লেখা সব পাঠকের কাছে সমানভাবে পছন্দনীয় হয় না, এটা সম্ভবও নয়। কাজেই ব্লগে কার লেখা ভালো, কারটা খারাপ না তা বলার আগে সাবধান হওয়া উচিৎ।

৯| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

কাওসার চৌধুরী বলেছেন:
শু-ভে-চ্ছা- রইলো আপুনি,
গল্পটি পড়া শেষ করে 'উৎসর্গ' অংশে নিজের নাম দেখতে পেয়ে দারুন ভাল লাগার এক অনুভূতি হলো। আমার মত সাধারন একজন ব্লগারকে আপনার চমৎকার একটি 'হরর' গল্প উৎসর্গ করার জন্য কৃতজ্ঞতা রইলো। গল্পটি পড়ছিলাম আর ভাবছিলাম খুব সুন্দর একটা মন্তব্য করে আপনাকে প্রেরণা দেব। গল্পের প্রথম অংশটি পড়ে কিছুটা পরিণতি আঁচ করতে পেরেছিলাম। কিন্তু লেখায় এবং কাহিনীর বর্ণনায় এত পরিনীতিতিবোধ দেখে সারপ্রাইজ হলাম। গল্পের এ অংশটি প্রথম অংশের চেয়ে ঢের বেশি সাবলীল এবং অর্থবহ।

আমি এ পর্যন্ত আপনার যত গল্প পড়েছি তার মধ্যে নিঃসন্দেহে এটাই সেরা। গল্পটি লেখতে অনেক সময় নিয়েছেন, কাহিনীর পরিণতি নিয়ে অনেক ভেবেছেন এটা স্পষ্ট। লেখার মান উন্নয়নের জন্য তা খুবই দরকার। আশা করি, এ ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।

আপনি নিয়মিত লিখুন; ভাল মানের লেখক হওয়ার সব গুণাবলী আপনার আছে। শুধু প্রয়োজন নিজের মুক্ত চিন্তাকে আরো বিকশিত করা, নিজের উপর বিশ্বাস রাখা। নিজের লেখার নিজেই সমালোচক হতে হবে। বরাবরের মতই শুভ কামনা রইলো। আগামী ২ বছরের মধ্যে বইমেলায় আপুনির একটি 'বাংলাদেশি টাইপ হরর গল্পের বই' দেখতে চাই। আমার বিশ্বাস তা সম্ভব। এজন্য দরকার নিজের উপরে বিশ্বাস লালন করা আর পরিশ্রম করার মানসিকতা থাকা।

আবারও কৃতজ্ঞতা 'আপু'। শুভ রাত্রি।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১২

অচেনা হৃদি বলেছেন: লেখা উৎসর্গ করেছি দেখে ভালো লেগেছে, স্বাভাবিক। তবে আমি যখন একদম নতুন ছিলাম তখন আপনার গল্প আমাকে উৎসর্গ করেছেন দেখে খুব বেশি ভালো লেগেছিল। আমার ধারণা, আমার ভালো লাগার পরিমাণটা আপনার চেয়ে বেশি ছিল। আপনাকে তো মাঝে মাঝে কেউ কেউ উৎসর্গ করে, আমাকে তো কেউ করে না, একজনে করলে সেটাই অনেক বড় বলে মনে হয়। :)

উৎসর্গ করতে হলে ভালো জিনিস করতে হয়, তবে আমার এই লেখা কতটুকু ভালো ছিল তা আমি জানি না। এটা তো একটা গতানুগতিক ভূতের গল্প বলা চলে। কিন্তু বেশি ভালো লেখা উৎসর্গ করব- এই আশা নিয়ে যদি বসে থাকি তাহলে হয়তো আর উৎসর্গ করা হবেও না। কারণ আমার মন সদা পরিবর্তনশীল, কখন যে ব্লগ থেকে নীরবে কেটে পড়ি তা নিজেও জানি না। তাই উৎসর্গ করেই ফেললাম। :)

আগামী ২ বছরের মধ্যে বইমেলায় আপুনির একটি 'বাংলাদেশি টাইপ হরর গল্পের বই' দেখতে চাই। আমার বিশ্বাস তা সম্ভব। এজন্য দরকার নিজের উপরে বিশ্বাস লালন করা আর পরিশ্রম করার মানসিকতা থাকা। আশাবাদ ব্যক্ত করায় ধন্যবাদ। শুধু হরর লেখা নয়, আমি সব ধরনের লেখাই বাংলাদেশি টাইপের লিখতে চাই। কিন্তু বাংলাদেশি গল্প উপন্যাস কম পড়েছি, সেই তুলনায় আমি অনেক ইংরেজি সাহিত্য পড়েছি। এখন আমি বাংলাদেশি টাইপ লিখতে গেলেও সেখানে ইংরেজি ভাব চলে আসে। :( এই গল্পে আমি চেষ্টা করেছি যেন চুরেল পেত্নীকে জম্বির মত না বানাতে হয়, কিন্তু জম্বি জম্বি ভাব চলেই এলো!

সুন্দর মন্তব্য, ভালো অনুভূতি এবং সুচিন্তিত পরামর্শের জন্য ধন্যবাদ। দোয়া করবেন। :)

১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

প্রামানিক বলেছেন: চমৎকার হরর গল্প, খুব ভালো লাগল।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:২১

অচেনা হৃদি বলেছেন: ধন্যবাদ প্রামানিক ভাইয়া।
আমার গল্প আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
:)
মন্তব্যে হৃদিপুর্ন ভালোবাসা!

১১| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

ফারিহা হোসেন প্রভা বলেছেন: চুরেল!!!
বাহ চমৎকার হয়েছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২

অচেনা হৃদি বলেছেন: হুম্ম চুরেল!
বাংলা গল্পের হিন্দি নাম।
কি করি বলুন চেয়েছিলাম ভূতের গল্প লিখতে, গল্পটাতে পেত্নির কথা উল্লেখ করতে মন চাইলো না। তাই চুরেল!
:)
মন্তব্যে ধন্যবাদ।

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৭

বলেছেন: কাওসার চৌধুরী বলেছেন: আগামী ২ বছরের মধ্যে বইমেলায় আপুনির একটি 'বাংলাদেশি টাইপ হরর গল্পের বই' দেখতে চাই। আমার বিশ্বাস তা সম্ভব ===স হ ম ত

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

অচেনা হৃদি বলেছেন: সুন্দর একটা আশাবাদে সহমত ব্যক্ত করায় আপনার জন্য হৃদির শুভেচ্ছা রইল। :)

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০০

রক বেনন বলেছেন: ভয়াল চেহারার মানব শিশুটি শিমুলের পা বেয়ে উঠতে থাকে। শিমুল শেষবারের মত চিৎকার করতে চায়। কিন্তু গলায় এসে তার আওয়াজ থেমে গেল। সুড়সুড় করে পিশাচ ছানা শিমুলের বুকের কাছে উঠে আসে। ধীরে ধীরে সে তার পচে ফুলে ওঠা ঠোঁট দিয়ে শিমুলের বুক স্পর্শ করে। তারপর তার পচে গলে যাওয়া জিহ্বা দিয়ে শিমুলের সারা মুখ চাঁটতে থাকে আর শিমুলের ভরে উঠে পূতিদুর্গন্ধময় রক্তমিশ্রিত হলুদ পুঁজে। শিমুলের বোধ শক্তি লোপ পেতে থাকে। তার অনুভূতি হয়ত সেদিন বেলার তীব্র আপত্তি আর বাধা দেয়া সত্ত্বেও জোরপূর্বক তার গায়ে উঠা আর বেলার মুখে তার নষ্ট কামনা মিশ্রিত ঘাম আর থুথুর গড়িয়ে পড়ার অনুভুতির ন্যায় একাকার হয়ে উঠে। শিমুলের নাকের ফুটো দিয়ে শিশুটির পুঁজে ভরা জিহ্বাটি যেন মগজে গিয়ে ঠাই নিচ্ছে.।.।.।.।।।

আপনার অনুমতি না নিয়েই আরেকটু যোগ করলাম। :) গল্প ভালো লেগেছে। হরর ফ্যান্টাসি জবর লেগেছে।

২৭ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:২৩

অচেনা হৃদি বলেছেন: আপনার অনুমতি না নিয়েই আরেকটু যোগ করলাম। ব্যপার না। একজন ভালো পাঠকের মত কাজ করেছেন। আপনি এন্ডিং দিয়েছেন গল্পে। সুন্দর হয়েছে, ধন্যবাদ।
:)

আপনি যেভাবে লিখেছেন এভাবে যদি পৃথিবীর লম্পটেরা শাস্তি পেত তবে তনু কিংবা তাসফিয়ার মত মেয়েরা এতো করুণভাবে জীবন হারাতো না। জানি গল্পের মত হবে না, এই অন্ধকারের কীটেরা ঠিকই পৃথিবীর উপর বুক ফুলিয়ে হেঁটে বেড়াবে। :(

সুন্দর একটি মন্তব্যের জন্য ধন্যবাদ।

১৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:১৬

ফারিহা হোসেন প্রভা বলেছেন: পরের বার কিন্তু ভূতরে গল্প চাই।

২৮ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:২৬

অচেনা হৃদি বলেছেন: :)

ভূতের গল্প লিখা একটু কঠিন। এই গল্প লিখে আমি টের পেয়েছি।
দেখি, ভবিষ্যতে কি লেখা যায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.