নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেখানেই অন্যায়,সেখানেই প্রতিবাদ

প্রতিদিন যুদ্ধ করছি,নতুন একটা দিনের আশায়

অচেনা সহযোদ্ধা

কিছুই বলার নাই

অচেনা সহযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

পিচাশের জন্য রক্ত চাই

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৮

রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে ছিলাম।সামনে অনেকগুলো লেগুনা(মিনি বাস) ছিল।দেখলাম কিছু পুলিশ লেগুনার ভিতরে আড্ডা মারতেছে



খুব স্বাভাবিক ব্যাপার-সেপার,আজকে হরতালের দিন পুলিশ থাকতেই পারে। কিন্তু বিপত্তি ঘটল যখন লেগুনার ড্রাইভার ফুলিসগুলারে লেগুনা থেকে নেমে যেতে বলল।এদের মধ্যে এক ফুলিস কয়েক ধাপ এডভান্স।উনি লেগুনার ড্রাইভার কে চোখের পলকে ৫-৬ টা থাপ্পড় মারলেন।ড্রাইভার টা নুন্নতম প্রতিবাদ করল না।কিন্তু ফুলিস অফিসার থামলেন না,আরও কয়েক ঘা লাগালেন ড্রাইভারটা কে।এরি মধ্যে দেখলাম ড্রাইভার বেচারার মাথা ফেটে গেল বাসের সাথে বারি খেয়ে।গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে।



কোন দাম নেই এই রক্তের



এত কম রক্তে ওদের পোষাবে না,ওদের আরও রক্ত চাই

ক্ষমতার জোরে ওরা নরপিচাশে পরিণত হয়েছে............

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৩

মোঃ আনারুল ইসলাম বলেছেন: সবই ডিজিট্যাল বাংলাদেশের নমুনা মাত্র ।

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:২৮

অচেনা সহযোদ্ধা বলেছেন: :(

২| ১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৩৮

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এটা ও বি এন পি করেছে হয়তো। পুলিশগুলো বি এন পি র লোক ।

১৬ ই নভেম্বর, ২০১৩ দুপুর ২:৪১

অচেনা সহযোদ্ধা বলেছেন: B:-) B:-) B:-)

৩| ২৮ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:৫৪

দূষ্ট বালক বলেছেন: মাহমুদুর রহমান সুজন বলেছেন: এটা ও বি এন পি করেছে হয়তো। পুলিশগুলো বি এন পি র লোক

২৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

অচেনা সহযোদ্ধা বলেছেন: একে অপরকে দোষারোপই ধ্বংস করবে বাংলাদেশকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.