![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুই বলার নাই
এই ব্লগে অনেক বুয়েটিয়ান আছে বলেই জানি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর ও ব্লগে বুয়েট নিয়ে হাতে গোনা কয়েকটা লেখা পেলাম মাত্র,তাই আমার এ পোস্টের উৎপত্তি
প্রথমেই বলে নেয়া ভাল,
আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে,২০১৫ সালে এইচ.এস.সি পরীক্ষা দিব...।ssc এর রেজাল্ট normal gpa-5 ছিল।ঢাকার অখ্যাত একটা কলেজে পড়ি তাই বর্তমানে মানসিকভাবে বর্তমানে কিছুটা দুর্বল।মরার উপর খাঁড়ার ঘা হিসেবে ২০১৩ শিক্ষাবর্ষে HSC এর বইয়ে এসেছে অনেক পরিবর্তন।
অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন বুয়েটে পড়ব
তাই এই স্বপ্ন পূরণের জন্য কিভাবে পড়াশোনা করলে ভাল হয়???
যদি কোন বড় ভাইয়া বিষয়ভিত্তিক একটু DIRECTION দিয়ে হেল্প করতেন তবে কৃতজ্ঞ থাকতাম
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৩২
অচেনা সহযোদ্ধা বলেছেন: ভাইয়া বুয়েটে কোন সাবজেক্টে পড়তেন????
কোন বিষয় কিভাবে চর্চা করলে বুয়েট এডমিশনের জন্য ভাল হয়?????জানাবেন please
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫২
মুহসিন বলেছেন: সেইকালে কম্পিউটার বিজ্ঞানই ছিলো আমার প্রিয় বিষয়। এখন অবশ্য সবাই প্রথমে নিতে চায় ইলেকট্রিক্যাল।
প্রধানতঃ অংক, সমীকরণ/ কম্বিনেশন। তবে আমি প্রচুর প্রশ্ন সলভ করতাম। প্র্যাকটিস মেকস এ ম্যান পারফেক্ট।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪
অচেনা সহযোদ্ধা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৮
মশিকুর বলেছেন:
বর্তমানে ম্যাথ প্রথম পত্র খুব গুছানো হয়েছে। বিশেষ করে ক্যালকুলাস প্রথম পত্রের সাথে অ্যাড করায়। করন ফিজিক্স প্রথম পত্রে ক্যালকুলাসের বেসিক জরুরি।
তবে পদার্থ বিজ্ঞান সৃজনশীল করায় প্রবলেম হবে ভর্তি পরীক্ষা গুলতে। বুয়েটের ভর্তি পরিক্ষায় ৩০০ MCQ, আর ৩০০ থিউরি/ম্যাথ। কিন্তু যেহেতু সৃজনশীল পদ্ধতিতে প্রতিপাদন কম আসে এবং মাত্র চারটা প্রশ্ন এন্সার করতে হয়। তাই বেসিক খুব একটা গ্রো করে না। তার উপর এখন বই অনেক অনেক ছোট হয়ে গেছে। এখন হয়তো এ+ পাওয়া সহজ কিন্তু ভর্তি পরীক্ষা গুলো ততই টাফ হয়ে গেল।
তুমি যেহেতু মাত্র প্রথম বর্ষে। কয়েকটা জিনিষ মাথায় রাখো..
১) বেসিক ক্লিয়ার রাখো(যাই পড় বুঝে পড়)
২) সংজ্ঞা গুলো বুঝে পড়। এগুলো যেকোন অধ্যায়ের প্রান।
৩) ফিজিক্সসের প্রতিটা ম্যাথ করবে(আগের বইয়ের), এটা মাস্ট(ভর্তি পরীক্ষায় কাজে দিবে)
৪) প্রতিপাদন আসে না। তাই বলে না পড়ার কোন যুক্তি নাই। প্রতিপাদন পড়লে সুত্র গুলো মনে থাকে, ইউনিট সম্পর্কে ধারনা পাওয়া যায়।
৫) এইচ এস সির পর ভর্তি কোচিং তাদের জন্যই যাদের ১, ২, ৩, ৪ কমপ্লিট। অন্যরা হুদাই ভর্তি কোচিংএ ভর্তি হয়, ১ মাস ক্লাস করে তারপর বলে ভালো পড়ায় না। আসলে নিজেরই বেসিক ভালো না।
আমি অবশ্য বুয়েটের কেউ না। অনেক দিন যাবত এগুলো নিয়ে আছিতো তাই অভিজ্ঞতা থেকে বললাম। বুয়েটিয়ানরা আরও ভালো বলতে পারবেন।
শুভকামনা।
৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
অচেনা সহযোদ্ধা বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ভাইয়া
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২১
েবনিটগ বলেছেন: amar o jana dorkar... O level A Level background theme ki BUET e vorti hows jay (porikhkhay onghsho neya jay seta jani)?
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৮
তাসজিদ বলেছেন: শুভকামনা
৬| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:২৬
নবীউল করিম বলেছেন: ssc এর রেজাল্ট normal gpa-5 ছিল ঃ যদি এটা ঠিক হয়ে থাকে, তবে বুয়েটে পড়ার চিন্তা বাদ দেওয়া ঠিক হবে। কারন আপনি ভর্তি পরীক্ষা দেবার সুযোগ পাবেন বলে মনে হচ্ছে না।
Past tense থেকে present tense এ আসেন......... কি চেয়েছিলেন, কি আপনার বাবা-মা চায় বা চেয়েছিল, সেগুলো অতীত! এখন সেগুলোর চাহিদা নাও থাকতে পারে বা অন্য বিষয় বেশী চাহিদা হতে পারে।
এমন কনও বিষয় পড়ার জন্য বেছে নেন যেটা আপনি যখন বিশ্ববিদ্যালয় থেকে বেড় হবেন তখন ডিম্যান্ড থাকবে! আর মনে রাখবেন যে বিশয়ই পড়েন না কেন, যদি ফলাফল ভালো না হয় তাহলে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়াবেন! আর যদি বাংলায় পড়ে ১/২/৩ থাকেন তবে সেটা অনেক ভালো।
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৫:১২
মুহসিন বলেছেন: আমি পড়েছি অনেক আগে। গণিত পারমুটেশন কম্বিরনশন, পদার্থ - আলো-তাপ-শব্দ -গতি সব মিলিয়ে খিচুড়ী অংক আর রসায়নে সবধরণের কম্বিনেশন অংক/ সমীকরণ খুব ভালো লাগতো। প্রথম বিশজনের ভেতর ছিলাম।