![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছুই বলার নাই
এই ব্লগে অনেক বুয়েটিয়ান আছে বলেই জানি কিন্তু অনেক খোঁজাখুঁজি করার পর ও ব্লগে বুয়েট নিয়ে হাতে গোনা কয়েকটা লেখা পেলাম মাত্র,তাই আমার এ পোস্টের উৎপত্তি
প্রথমেই বলে নেয়া ভাল,
আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে,২০১৫ সালে এইচ.এস.সি পরীক্ষা দিব...।ssc এর রেজাল্ট normal gpa-5 ছিল।ঢাকার অখ্যাত একটা কলেজে পড়ি তাই বর্তমানে মানসিকভাবে বর্তমানে কিছুটা দুর্বল।মরার উপর খাঁড়ার ঘা হিসেবে ২০১৩ শিক্ষাবর্ষে HSC এর বইয়ে এসেছে অনেক পরিবর্তন।
অনেক ছোটবেলা থেকেই স্বপ্ন বুয়েটে পড়ব
তাই এই স্বপ্ন পূরণের জন্য কিভাবে পড়াশোনা করলে ভাল হয়???
যদি কোন বড় ভাইয়া বিষয়ভিত্তিক একটু DIRECTION দিয়ে হেল্প করতেন তবে কৃতজ্ঞ থাকতাম
২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩২
সুমন কর বলেছেন: পাকাচুল ভাল বলেছেন।
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৯
চেংরা পোলা বলেছেন: আমার পরামর্শ হল তুমি আগে ঢাবি নিশ্চিত কর। রেজাল্ট বের হওয়ার পর খুব দ্রুত ঢাবি পরীক্ষা এসে পরবে । ঢাবি ব্যাকাপ থাকলে বুয়েট পরীক্ষায় প্রেসার কম থাকে ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪২
পাকাচুল বলেছেন: কোন কলেজে পড়ছেন, সেটা বড় কথা নয়, যে কোনভাবে চেষ্টা করেন এইচ এস সিতে ভালো একটা রেজাল্ট করার জন্য।
কারণ বুয়েটে মেধাক্রম অনুসারে সীমিত সংখ্যক (৯,০০০-১০,০০০) ছাত্রছাত্রীকে পরীক্ষা দিতে দেয়। এবং সেটা শুধু এসএসসি আর এইচএসসি এর রেজাল্টের ভিত্তিতেই করা হয়। তাই আগে চেষ্টা করুন এইএসসিতে ভালো একটা রেজাল্ট করার জন্য।
শুভ কামনা আপনার জন্য।
আর একটা কথা, বুয়েট মানেই সব কিছু নয়। বুয়েটেই পড়তে হবে, না হলে জীবন বৃথা এটাও মনে করার কিছু নাই। আপনি আপনার সেরাটাই চেষ্টা করবেন। সফল আপনি হবেন।