![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!
আর্মি স্টেডিয়ামে চলছে ওই ভাড়া করা শিল্পীদের উচ্চাঙ্গসঙ্গীত নির্লজ্জ প্রদর্শনি। জাতে উঠতে গিয়ে উপস্থিত সবাই ওখানে নির্লজ্জের মত বসে হাততালি দিয়ে চলেছে, দাঁড়িয়ে সম্মান জানাচ্ছে শিল্পীদের। ভাবতে অবাক লাগে, ওরা শিল্পের এত্তোবড় সমঝদার! উচ্চাঙ্গ সঙ্গীত মর্মে ধারণ করে চিনিয়ে দিয়ে যাচ্ছে নিজেদের জাতকুল!
অথচ মাত্র গতকাল, এই মঞ্চ থেকে, পৃথিবীর মঞ্চ থেকে চিরবিদায় নিলেন বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী। তাঁর মৃত্যু শিল্প সমঝদারদের কাউকে আহত করেনি, শিল্পবোদ্ধা আয়োজকদের সামান্যতম হলেও দুঃখিত করেনি।
পুঁজিবাদী বিশ্ব আর আত্মিক নির্লজ্জ দেউলিয়া ব্যবসায়িদের কাছে শিল্পী কাইয়ুম চৌধুরীর জীবনের কোন মূল্য নাই। কথিত শিল্পসমঝদারেরা জানেই না কাইয়ুম চৌধুরী কী ছিলেন আর কী হারালো বাংলাদেশ!
শিল্পী কাইয়ুম চৌধুরীর প্রতি সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান স্থগিত করতে পারত বেঙ্গল কর্তৃপক্ষ কিন্তু তারা সেটা করেনি।
অথচ ফিল হিউজ যখন বলের আঘাতে মারা গেলেন তখন ক্রিকেট বিশ্ব থমকে গিয়েছিল। আন্তর্জাতিক ম্যাচগুলো স্থগিত হয়ে গিয়েছিল। হিউজ কী ব্রাডম্যান কিংবা ওয়াহ ভ্রাত্বদ্বয় লেবেলের ক্রিকেটার ছিলেন। উত্তর না! তাহলে কেন স্থগিত হয়ে গেল ক্রিকেট ম্যাচগুলো? ক্রিকেটে ত কাড়িকাড়ি অর্থের ব্যাপারস্যাপার। সিডিউলড একদিন খেলা নাই মানে চরম আর্থিক লোকসান। স্পন্সরেরা চাপ দিতে পারে, ক্রিকেট বাণিজ্য ক্ষতিগ্রস্থ হতে পারে। প্রফেশোনালিজমের এই যুগে এভাবে মানবিক হওয়া কী প্রফেশনালদের মানায়?
বাংলাদেশের বরেণ্য চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরী স্কয়ার নিবেদিত বেঙ্গল ফাউণ্ডেশোনের বেঙ্গল ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিবালে যা কিনা পল্লীকবি জসিমউদ্দিনকে নিবেদিত সেখানে আমন্ত্রিত ছিলেন। তিনি বক্তব্যের পর আবারও সম্পূরক বক্তব্য দিতে গিয়ে পরবর্তিতে মারা যান কিন্তু তারপরেও উক্ত অনুষ্ঠান চলেছিল রাতভর। পোশাকি শোকপ্রকাশ করা হয়েছে সেখানেও কিন্তু একদিনের জন্যে অনুষ্ঠান স্থগিত করতে পারেনি কর্তৃপক্ষ। অথচ এই অনুষ্ঠান ছিল শিল্প আর শিল্পির সমঝদারদের জন্যে। ক্লাসিক্যাল মিউজিক ক্লাস এক্ট সন্দেহ নেই কিন্তু সেটা মানবিকতার উর্ধ্বে যে ছিল সেটা আগে কখনই খেয়াল করা হয়নি।
বেঙ্গল ফাউণ্ডেশোনের এই নির্লজ্জ ক্লাসিক্যাল মিউজিক ফেস্টিবালের অকথ্য ধৃষ্টতা প্রদর্শনের চলতি এই আয়োজনের প্রতি নিন্দা-ধিক্কার আর প্রতিবাদ জানাচ্ছি।
২| ০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৭
মৃদুল শ্রাবন বলেছেন: আমরা যেখানে যা ভালোমানুষি দেখাই সবই লোক দেখানো। আমরা মানুষকেই শ্রদ্ধা করতেই জানিনা। আর তো মৃত্যু মানুষ !!!!
৩| ০২ রা ডিসেম্বর, ২০১৪ রাত ২:১৩
কামরুল ইসলাম রুবেল বলেছেন: আকাইম্যা কথাবার্তা
০৬ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:৪০
অচেনা হিমালয় বলেছেন: ভদ্র ভাষায় কথা বলতে শিখুন। সেটা আপনার জন্যই ভালো।
৪| ০৮ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১:৪৮
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ওহহো, খুব অভদ্র ভাষা হয়ে গেলো বুঝি? ব্লগে নয়া আমদানী, তাইনা?
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৮
তিক্তভাষী বলেছেন: কাইয়ুম চৌধুরী আমাদের বরেন্য চিত্রশিল্পী। তার মৃত্যু দুঃখজনক।
হিউজ ক্রিকেট খেলতে গিয়ে বলের আঘাতে মারা গেছেন। ক্রিকেট বিশ্ব তার স্মৃতিতে খেলা বন্ধ রেখেছে। ভালোকথা। কিন্তু উচ্চাঙ্গ সংগীতের আঘাতে তো কারো মারা যাওয়ার কথা্ নয়। আপনার দেয়া তুলনাটা ঠিক বুঝলাম না।