নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

একেবারে নিরবেই চলে গেলেন একজন মহান বাঙ্গালী বিজ্ঞানী ড. মাকসুদুল আলম।

২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:১৫

:'( :'( বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ড. মাকসুদুল আলম আর নেই। :'( :'(
তার বয়স হয়েছিল ষাট বছর। বাংলাদেশের হয়ে পাট ছাড়াও পেঁপে, রাবার এবং এক ধরণের ছত্রাকের জীবন রহস্য উন্মোচন করেছেন ড. মাকসুদুল আলম।
তিনি বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউটের জুট জেনোম সিকোয়েন্সিং প্রকল্পের প্রধান বিজ্ঞানী ছিলেন।
এছাড়া যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব হাওয়াই ম্যানোয়া'র মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান ছিলেন তিনি।
পাট গবেষণা ইন্সটিটিউটের কর্মকর্তারা জানাচ্ছেন, গতকাল গভীর রাতে যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের একটি হাসপাতালে চিকিৎসা-রত অবস্থায় মারা যান তিনি। গত ২রা ডিসেম্বর ফুসফুসে জটিলতার কারণে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়।



একেবারে নিরবেই চলে গেলেন আরো এক মহান বাঙ্গালী বিজ্ঞানী। গতকাল রাতে চলে গেলেন কর্মক্ষেত্রে নিজ দেশের নাম উজ্জ্বল করা বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী ড. মাকসুদুল আলম। বড়ই অদ্ভুত দেশের মানুষ আমরা। এইখানে দেশের জন্য কিছু করার চেয়ে দেশের সাথে বিশ্বাসঘাতকতাকারীরা বেশি জনপ্রিয়তা ও প্রচার লাভ করে। এই কারনেই বোধহয় গু-লাম আজমের মত জানোয়ারের মৃত্যুর পর সব মিডিয়াতে সরাসরি সম্প্রচার করে আর ড: মাকসুদুলের মত দেশবরেণ্য বিজ্ঞানীর স্থান হয় পত্রিকার কোন এক কোনায়!!!!!
আসলেই বড় অকৃতজ্ঞ এক জাতি আমরা...।

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪২

খেলাঘর বলেছেন:


জাতি বিজ্ঞান ও বিজ্ঞানীদের বুঝতে পারে না; মোল্লারা তার থেকে সোজা কথা বলে।

The scientists say that when human beings die, they are gone; the mollas say that human being will have another life; people love that.

২| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:৪৬

এমএম মিন্টু বলেছেন: যে যাওয়ার সেতো ভাই নিরবেই যাবে ।

৩| ২১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

ফেরদাউস আল আমিন বলেছেন: সে জন্যই তো বিজ্ঞানী ও প্রকৌশলীরা এই দেশে থাকতে চান না। প্রথমতঃ তাদের ক্ষেত্রে কাজ করার সুযোগ নেই; বাইরে কাজ করে নাম করলেও জনগন(তথা মিডিয়া) বলবে, তিনি দেশের জন্য কি করেছেন।

৪| ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:১৩

মহান অতন্দ্র বলেছেন: এই কারনেই বোধহয় গু-লাম আজমের মত জানোয়ারের মৃত্যুর পর সব মিডিয়াতে সরাসরি সম্প্রচার করে আর ড: মাকসুদুলের মত দেশবরেণ্য বিজ্ঞানীর স্থান হয় পত্রিকার কোন এক কোনায়!!!!!
আসলেই বড় অকৃতজ্ঞ এক জাতি আমরা...।


একমত ।

২১ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:৪১

অচেনা হিমালয় বলেছেন: ekhom moner kothatai belechen, dhonnobad...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.