নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

ভুমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হয়ে দিকবিদিক ছোটাছুটি না করে সতর্কতা অবলম্বনে নিম্নক্ত কাজগুলো মাথায় রাখুন

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:০৯

আজ (রবিবার) ভোর ৫টা ৭ মিনিটে বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়। এসময় প্রায় সকল মানুষ ই ঘুম্মন্ত অবস্থায় ছিলেন |
সারাদেশে ৬.৮ মাত্রার যে তীব্র ভূমিকম্পে গেল তাতে ভূমিকম্পে হুড়োহুড়িতে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে।
কিন্তু এই ভূমিকম্পটি যদি কিছুকাল পরে কোন এক ব্যস্ত সময়ে হতো তাহলে কয়েক হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া যেত, যারা কিনা ভূমিকম্পে নয় শুধুমাত্র ভূমিকম্পনের আতংকে মারা যেত|
তাই সকলকে সতর্ক করে বলছি-
***ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হবেন না ***
***ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হবেন না ***
***ভূমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হবেন না ***
আপনি সতর্কিত হয়ে হয়ত ভূমিকম্প বন্ধ করতে পারবেন না, কিন্তু. এই সতর্কতা হয়ত বাঁচিয়ে দিতে পারবে আপনার ও আপনার পরিবারের অনেকের জীবন | তাই সকলের নিকট বিনীত অনুরোধ ভুমিকম্পের সময় আতঙ্কগ্রস্থ হয়ে দিকবিদিক ছোটাছুটি না করে সতর্কতা অবলম্বনে নিম্নক্ত কাজগুলো মাথায় রাখুন-



ভূমিকম্পের সময় প্রয়োজনীয় সতর্কতা:
ভুমিকম্পের সময় মোটেই আতঙ্কিত হবেন না। এই দূর্যোগে রক্ষা পেতে সাধারণভাবে কিছু বিধি অনুসরন করুন।
বিধি ১: নিজেকে এবং পরিবারকে রক্ষা করুন!
ভূমিকম্পের স্থায়িত্ব হয় কয়েক সেকেন্ড হতে সর্বোচ্চ মিনিটখানেক। এই সময়ে ঘরে অবস্থান করলে টেবিল বা ডেস্কের নিচে সপরিবারে অবস্থান নিন। আপনার মাথায় কোনকিছুর আঘাত পাওয়া থেকে রক্ষা পাবেন।
বিধি ২: গ্যাস, তেল বা ইলেক্ট্রিক চুলা দ্রুত বন্ধ করুন!
ভূমিকম্পের সময় আগুন লেগে ক্ষয়-ক্ষতির পরিমান অনেক বেড়ে যেতে পারে। এমন পরিস্থিতি থেকে রক্ষা পেতে যত দ্রুত সম্ভব রান্না ঘরের গ্যাস, তেল বা ইলেক্ট্রিক চুলা বন্ধ করুন। মনে রাখবেন যত ছোট ভূমিকম্পই হোক না কেন চুলা বন্ধ করতে হবে।
বিধি ৩: তাড়াহুড়ো করে বাইরে বের হবেন না!
ভূমিকম্পের সময় তাড়াহুড়ো করে বাইরে বের হতে গেলে ভিড়ের মধ্যে চাপা পড়ে বা উপর হতে মাথায় কিছু পড়ে আহত হতে পারেন। এই জন্য তাড়াহুড়ো না করে ধীরস্থিরভাবে আশপাশ পর্যবেক্ষণ করে তারপর বাইরে বের হবার চেষ্টা করুন।
বিধি ৪: দরজা খোলার ব্যবস্থা করুন!
দালানে বসবাসকারীদের প্রধান সমস্যা হয় ভূমিকম্পের সময় দরজা আটকে বন্দী হয়ে যাওয়া। এইজন্য বাইরে যাবার দরজা খোলার ব্যবস্থা করুন।
বিধি ৫: বাইরে বেড় হবার সময় মাথা রক্ষা করুন!
ভূমিকম্পের সময় বহুতল ভবন হতে বাইরে বেড় হবার সময় অনেকেই উপর হতে কোন কিছু পড়ে মাথায় আঘাত পেয়ে থাকেন। এটা এড়াতে বাইরে বের হবার সময় মাথার উপর শক্ত বোর্ড বা ট্রে জাতীয় কিছু ধরে রাখুন। শক্ত কিছু না পাওয়া গেলে, মাথায় অবশ্যই বালিশ দিয়ে তারপর ঘর থেকে বের হবেন। এতে করে উপর থেকে কিছু পড়লেও আপনার মাথায় আঘাত লাগবে না।
বিধি ৬: সিনেমা হল বা ডিপার্টমেণ্টাল স্টোরের মত পাবলিক প্লেসে করনীয়!
সিনেমা হল, অডিটোরিয়াম, ডিপার্টমেণ্টাল স্টোর, রেল স্টেশন বা এয়ারপোর্টের মত পাবলিক প্লেসে থাকলে সেখানে কর্তব্যরত নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের পরামর্শ অনুসরন করুন।
বিধি ৭: গাড়ি বামদিকে পার্ক করুন!
ভূমিকম্পের সময় আপনি যদি গাড়ি চালানো অবস্থায় থাকেন তাহলে ধীরে ধীরে আপনার গাড়িটি রাস্তার বামপাশে পার্ক করুন। কোন অবস্থাতেই ভূমিকম্প চলাকালিন সময় গাড়ি চালাবেন না।
বিধি ৮: পাহাড়ী রাস্তায় ভূমিধ্বস এবং গড়িয়ে পড়া পাথর খেয়াল করুন!
ভুমিকম্প চলাকালিন সময়ে আপনার গাড়িটি পাহাড়ী এলাকায় থাকলে ভূমিধ্বস এবং গড়িয়ে পড়া পাথরের আঘাত এড়াতে নিরাপদ স্থানে গাড়িটি পার্ক করুন।
বিধি ৯: গুজবে বিভ্রান্ত হবেন না!
ভূমিকম্পের সময় গুজব বা ভুল তথ্যের কারনে অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে অনেকে বিপদ ডেকে আনেন। এই জন্য কোনো প্রকার গুজবে বিভ্রান্ত হবেন না।

মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪

ধমনী বলেছেন: ভূমিকম্প শুরু হলে ওসব মনে থাকে না।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮

মাঘের নীল আকাশ বলেছেন: ছাদ যখন মাথার উপর ভেঙ্গে পড়ে, তখন আপনি যাই করুন না কেন কোনটাই কাজে আসবে না!

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

রুহুল গনি জ্যোতি বলেছেন: খুব ভাল লি‌খে‌ছেন। আপনা‌কে অসংখ্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

অচেনা হিমালয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৬

নাজমুল হাসান মজুমদার বলেছেন: শুভেচ্ছা শেয়ার ক্করার জন্যে

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

অচেনা হিমালয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

সুমন কর বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

অচেনা হিমালয় বলেছেন: আপনাকেও ধন্যবাদ...

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩১

কল্লোল পথিক বলেছেন: পোস্টটি স্টিকি করা হউক।
ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪০

অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ...

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

লেখাজোকা শামীম বলেছেন: সবচেয়ে আগে দরকার ভূমিকম্প প্রতিরোধক বহুতল ভবন নির্মাণ। এটা করা ছাড়া অন্য কোন বুদ্ধি করে লাভ নাই।
যিনি কোটি টাকা খরচ করে বাড়ি বানাচ্ছেন, তার উচিত নিজের জীবন ও সম্পদ রক্ষার ব্যবস্থা নেয়া। আধুনিক প্রযুক্তি আমাদের সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.