নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি বাঙ্গালী। বাংলা আমার অহংকার।

অচেনা হিমালয়

কোনটা বাস্তব, কোনটা কল্পনা, কোনটা আলো, কোনটা হতাশা, কোনটা ছায়া, কোনটা মরিচিকা......। অচেনা হিমালয়ের জগতে সব মিলে-মিশে একাকার......!!

অচেনা হিমালয় › বিস্তারিত পোস্টঃ

শেষ হলো আইসিসিকে নিয়ে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মোড়লগিরি!!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

অবশেষে বিতর্কিত ‘বিগ থ্রি’ প্রথা থেকে সরে আসার ঘোষণা দিলো ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়াকে নিয়ে যে মোড়ল প্রথা চালুর প্রক্রিয়া চলছিল বৃহস্পতিবার তা বাতিলের ঘোষণা দিল আইসিসি। বিশ্ব ক্রিকেটে তাদের মোড়লগিরি এবারর শেষ হচ্ছে।
আইসিসির সার্বিক কার্যক্রমে একটা বড় পরিবর্তনের কথা বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ধনী বোর্ড- বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই), ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) এবং ক্রিকেট অস্ট্রেলিয়াকে (সিএ) নিয়ে ২০১৪ সাল থেকে ক্রিকেট বিশ্ব শাসন করার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, দুবাইয়ে আয়োজিত আইসিসির এক সভায় তা বাতিল করা হলো।
আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, কারো আঙুলের ইশারায় নয়, এখন থেকে আইসিসি চেয়ারম্যান স্বাধীনভাবেই তার কার্যক্রম পরিচালনা করবেন।
আইসিসির সভায় আরও সিদ্ধান্ত হয়েছে- সংস্থাটির কার্যকরী পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড আর থাকতে পারবে না।
আইসিসির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘২০১৪ সালের রেজোল্যুশনের পুনর্মূল্যায়ন করা হয়েছে। এছাড়াও প্রশাসনিক, অর্থনৈতিক, কর্পোরেট এবং ক্রিকেটিং কাঠামো নিয়েও এসেছে নতুন সিদ্ধান্ত।
বিসিসিআইয়ের বর্তমান সভাপতি ও আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর তার পূর্বসূরি এন শ্রীনিবাসনের ইচ্ছার সঙ্গে যে একমত নন সেটির আভাস আগেই পাওয়া গিয়েছিল। গত বছরের নভেম্বরে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিশ্ব ক্রিকেটে শক্তির ভারসাম্য নেই। মূল ৩টি দেশ তর্জন গর্জন করছে বাকিদের উপর।’
বৃহস্পতিবারের সভা শেষে শশাঙ্ক মনোহর বলেন, ‘ক্রিকেট বিশ্বে কেউ বড়, কেউ ছোট এমনটা খেলার জন্য সুফল বয়ে আনবে না। আইসিসির কাছে সকল দেশই সমান।’
এর মধ্য দিয়ে তিন মোড়লের দাপটের অবসান হলো।
সুত্রঃ অনলাইন

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

অগ্নি কল্লোল বলেছেন: সুবহান আল্লাহ।।

২| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: চোরের দশ দিন গেরস্থের একদিন!!!

সু-খবর শোনালেন...ধন্যবাদ।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৪

অচেনা হিমালয় বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.