![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি এন.এস.ইউ তে বিবিএ তে পড়ি। বেশির ভাগ সময় অনলাইনে সময় অতিবাহিত করি। ক্রিকেট খেলতে পছন্দ করি। আর কামনা করি নতুন ভবিষ্যতের যেখানে থাকবে না ক্ষিদা, পিপাসা আর লোভ লালসা।
সাধারণ এবং বেশির ভাগেরই জানা কিছু নিয়মাবলীঃ
১.মনিটর-এ যেন জানালা দিয়ে আসা রোদ না পড়ে।
২.টাইপিং করার সময় কব্জি বাঁকা করা যাবে না।
৩.টাইপিং করার সময় হাত ৯০ডিগ্রি বাঁকা করতে হবে।
৪.সবসময় পিঠে হেলান দিয়ে বসতে হবে।
৫.পা সবসময় মাটিতে রাখুন।
৬.সবসময় লেখার সময় বড় ফন্টে লেখুন। কাজ শেষ করার আগে স্বাভাবিক ফন্টে নিয়ে যান।
৭.নির্দিষ্ট সময় পরপর ব্রেক নিয়ে প্রকৃতি উপভোগ করুন। মানে ঘুরাফিরা করুন।
৮.আপনার নখ সবসময় ছোট রাখুন।
২| ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১২:০১
সাইমুম বলেছেন: ধন্যবাদ আশফাক। পুরো ৫।
৩| ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১২:১১
আশফাকুর রহমান বলেছেন: @হাসিবঃ সুন্দর ব্যাখার জন্য ধন্যবাদ
৪| ২৮ শে জুলাই, ২০০৭ রাত ১২:২৭
বইপাগল বলেছেন: সবসময় লেখার সময় বড় ফন্টে না রেখে বরং জুম করেও রাখা যেতে পারে বড় করে দেখার জন্যে। ৫
৫| ২৯ শে জুলাই, ২০০৭ রাত ১২:৪০
আশফাকুর রহমান বলেছেন: @বইপাগলঃ হা, তাও করা যেতে পারে
©somewhere in net ltd.
১|
২৭ শে জুলাই, ২০০৭ রাত ১১:৫৯
হাসিব বলেছেন: ১.মনিটর-এ যেন জানালা দিয়ে আসা রোদ না পড়ে।
>> কি হবে রোদ লাগলে ?
২.টাইপিং করার সময় কব্জি বাঁকা করা যাবে না।
>> করলে ? টাইপ ভুল হবে ?
৩.টাইপিং করার সময় হাত ৯০ডিগ্রি বাঁকা করতে হবে।
>> ৯০ ডিগ্রি হইলে সেইটা বাকা হয় কেমতে ?
৪.সবসময় পিঠে হেলান দিয়ে বসতে হবে।
>> না হেলান দিলে ? কম্পিউটার ডিস্টাব দিবো ?
৫.পা সবসময় মাটিতে রাখুন।
>> অবশ্যই । পা আকাশে রাখলে কম্পিউটার সেন্টু খাইতে পারে ।
৬.সবসময় লেখার সময় বড় ফন্টে লেখুন। কাজ শেষ করার আগে স্বাভাবিক ফন্টে নিয়ে যান।
>> তাতো বটেই !
৭.নির্দিষ্ট সময় পরপর ব্রেক নিয়ে প্রকৃতি উপভোগ করুন। মানে ঘুরাফিরা করুন।
>> আর কিছু উপভোগ করবেন না । নিষেধ আছে ।
৮.আপনার নখ সবসময় ছোট রাখুন।
>> কারন হাদিসে বলছে নখ ছোট রাখতে