![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা কিছু চেয়েছিলাম, আর চাইবো বলে ভেবেছিলাম, সবকিছু হারিয়ে গেছে শেষ পথটার বাঁকে.....
স্বপ্নচারিনী,
অনেক দিন ধরেই তোমাকে কিছু লেখার কথা ভাবছি। কিন্তু এতোদিন ধরে হয়ে ওঠেনি। কেন জানো? কি নামে তোমাকে সম্বোধন করবো বুঝতে পারছিলাম না। তোমার তো নামের কোন অভাব নেই। কখনো তুমি সুহাসিনী, কখনো সুভাষিনী, আবার কখনো সুনয়না - আমার হৃদয়সাম্রাজ্যের একচ্ছত্র অধিকারিনী। কিন্তু সবকিছু ছাপিয়ে ঐ স্বপ্নচারিনী নামটাতেই তোমাকে সবচেয়ে বেশি মানায়। কারন তোমার অস্তিত্ব বলো, বিচরন বলো কিংবা আধিপত্য বলো সবকিছুই তো কেবলি আমার স্বপ্নে।
জানো আমার কল্পলোকে একটা ভালোবাসার ঝর্ণা আছে। খুব ভালোবেসে আমি তার নাম দিয়েছিলাম Fountain of Love!!!
স্বপ্নের মাঝে আমি প্রায়-ই সেখানে যেতাম। ছোট্ট কিন্তু অসম্ভব সুন্দর কিছু স্মৃতি নিয়ে ঘুম ভেঙ্গে ফিরে আসতাম কল্পলোকের সেই ঝর্ণার পাশ থেকে...
আজ স্বপ্নের ঘোরে আমি সেখানে আবার গিয়েছিলাম। কিন্তু এবার আমার সাথে ছিলে তুমি। কিছুক্ষণ ছিলাম সেখানে আমি...তোমার কাজ-কারবার দেখছিলাম। সোনালী গলাওয়ালা কতগুলো হাঁসের বাচ্চার সাথে তোমার কত কথা!!! কিন্তু মিটিমিটি হাসি দেয়া ছাড়া আমার সাথে আর কোনো কথাই বললেনা তুমি।
তারপর হঠাৎ নিজেকে আবিষ্কার করলাম একটা খোলা ময়দানে। তুমি একটা হলুদ শাড়ি পড়ে সবুজ ঘাসের মাঠের মাঝে একটা বেদীতে বসেছিলে। কালো একটা গোলাপ......তোমার চুলে! আমি অবাক হয়ে দেখছিলাম তোমার হাত ভরা কালো কাঁচের চুড়ি...মুখে কেমন জানি একটা হাসি লেপ্টে ছিল তোমার...কোনো একটা অদ্ভুত কারণে তোমাকে অসম্ভব রকম সুন্দর দেখাচ্ছিলো...
তোমার কাছ থেকে বেশ খানিকটা দূরেই আমি দাঁড়িয়ে ছিলাম...তোমার চারপাশে অনেক হইচই...আর তোমার পাশেই আমার জগৎ জুড়ে সুনশান নীরবতা...এক সময় তুমি চোখ মেলে আমার দিকে তাকালে...নিমেষে আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসলো...অনেক চেষ্টা করেও কেন জানি আমি ভালোমতো তোমার দিকে তাকাতে পারছিলাম না...ঘুম ভেঙ্গে গেল আমার...আমি অবাক হয়ে খেয়াল করলাম, আমার দুই চোখের কোন থেকে কান পর্যন্ত ভেজা...
জানো? আমার জীবনের এই ২১ বছরে এতো সুন্দর স্বপ্ন আমি খুব কম-ই দেখেছি।
ঘুম ভেঙ্গে যাওয়ার পর থেকে বুকের ভিতরটায় কই যেন একটা সুক্ষ্ম কষ্ট কাঁটার মতো বিঁধছে। তাই তোমায় লিখতে বসেছি। যদি কাঁটার আঘাত কিছুটা হলেও কমে।
কল্পলোকের আমার সেই Fountain of Love, স্বপ্নীল জগৎ, তার প্রতিটাক্ষণ...তোমার হাত ভরা কালো কাঁচের চুড়ি...কিংবা দূর থেকে তোমার আমার দিকে তাকানোর সেই দৃষ্টি...সবকিছু এতো সুন্দর ছিল যে বলে বোঝানো যাবে না!!!
জানি এই চিঠি তোমার কাছে কখনো পৌঁছাবে না। তবুও একটা অনুরোধ করবো, এই সুন্দরতম মুহুর্তগুলো আমি আবারো পেতে চাই...প্লিজ তুমি প্রতিদিন এভাবে আমার স্বপ্নে এসো, তার জন্যে যদি প্রতিরাতেই ঘুমের ঘোরে কাঁদতে হয়, আমি তাও রাজি আছি...স্বপ্নের কান্না কেউ তো দেখে না!!!
ভালো থেকো।
বিঃদ্রঃ চিঠিটা স্বপ্নচারিনীর কাছে পৌঁছেছিল, কিন্তু যখন পৌঁছেছিল তখন মনের বিরুদ্ধে তার কিছুই করা সম্ভব ছিলনা। বড্ড অসময়ে যে এসেছিল চিঠিটা।
কৃতজ্ঞতা ও উৎসর্গ: আমার অসম্ভব ভালো এক বন্ধুকে।
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৭
অচিন রুপকথা বলেছেন: ধন্যবাদ ভাইয়া..
কিন্তু স্ট্রেইট ফেস কেন বুঝলাম না?(কনফিউজড)
২| ২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৩৬
মুখোশে ঢাকা আমি মুকিত বলেছেন: স্বপ্নচারিনী এখন কেমন আছে?
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৮
অচিন রুপকথা বলেছেন: হয়তো হাসিমুখে ভালো থাকার চেষ্টা করছে।
৩| ২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪২
কবি ও কবিতা বলেছেন: জানো আমার কল্পলোকে একটা ভালোবাসার ঝর্ণা আছে
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৯
অচিন রুপকথা বলেছেন: সেকি আপনারও ঝর্ণা আছে, কবি?
৪| ২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪২
শিশিরের বিন্দু বলেছেন: জানো আমার কল্পলোকে একটা ভালোবাসার ঝর্ণা আছে। খুব ভালোবেসে আমি তার নাম দিয়েছিলাম Fountain of Love!!
মানুষের জীবনটা প্রকৃতির অদ্ভুত খেয়ালে প্রতি মুহূর্তে বদলে যায় যেন।
ভালো লেগেছে চিঠি।
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫১
অচিন রুপকথা বলেছেন: হুমম বদলে যায়...
আর তাইতো আমি রূপকথা...কারন জীবন বদলায়, রূপকথা বদলায় না......
ধন্যবাদ শিশিরের বিন্দু।
৫| ২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৩
লাবণ্য ও মেঘমালা বলেছেন:
সব কিছুরই একটা সঠিক সময় থাকে, কিন্তু আমরা সেটা বুঝি না, সময় থাকতেই আঁকড়ে ধরি না।
ভালো থাকুক সপ্নচারিনী, ভালো থাকুক যে এই চিঠিটা লিখেছে।
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৬
অচিন রুপকথা বলেছেন: লাবণ্য ও মেঘমালা বলেছেন:
সব কিছুরই একটা সঠিক সময় থাকে, কিন্তু আমরা সেটা বুঝি না, সময় থাকতেই আঁকড়ে ধরি না।
ঠিকই বলেছো আপু।
ওদের দুজনের কেউই ভালো নেই এখন।
৬| ২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৪
তেরো বলেছেন: হুম !!
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫৭
অচিন রুপকথা বলেছেন:
৭| ২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৭
শিপন মোল্লা বলেছেন: আপাতোত পিয়েতে রাখলাম পরে পড়ে মন্তব্য করবো।
২২ শে আগস্ট, ২০১১ রাত ১০:০০
অচিন রুপকথা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া..
মন্তব্যের জন্য অপেক্ষা করবো।
৮| ২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৪৮
রিয়েল ডেমোন বলেছেন: বাহ ! একটা ছেলের মনের কথা অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। লেখার বর্ণনা লেখার ভাষা শৈলী অসাধারন। দিনে দিনে লেখগুলো অনেক অনেক সুন্দর হচ্ছে।
সোনালী গলাওয়ালা কতগুলো হাঁসের বাচ্চার সাথে তোমার কত কথা!!! কিন্তু মিটিমিটি হাসি দেয়া ছাড়া আমার সাথে আর কোনো কথাই বললেনা তুমি।
এই লাইনগুলো বেশী সুন্দর লাগলো।
২২ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৬
অচিন রুপকথা বলেছেন: এমন লেখা একটা ছেলের অনুভূতি জানা ছাড়া আমার পক্ষে লেখা প্রায় অসম্ভব। তাই হেল্প নিতে হয়েছে। বলতে গেলে সম্পূর্ণ ক্রেডিটটাই তার। আমি শুধু কিছুটা গুছিয়ে লিখেছি, এই যা।
কৃতজ্ঞতাটা অনেকক্ষন ধরে দেয়ার ট্রাই করছিলাম, কিন্তু সামুর যা সার্ভার...
যাইহোক,ভালো লাগার জন্য ধন্যবাদ।
৯| ২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:৫১
শশী হিমু বলেছেন: চিঠিটা অনেক ভালো লাগলো!
২২ শে আগস্ট, ২০১১ রাত ১০:০৮
অচিন রুপকথা বলেছেন: অনেক ধন্যবাদ শশী ভাই...
১০| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১০:২৭
ক্ষণিকের আগুন্তক বলেছেন: দারুণ লিখছো আপু,কিন্তু কাকে উদ্দেশ্য করে লিখা???আনিওয়ে খুব ভালো লাগলো।
২২ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৮
অচিন রুপকথা বলেছেন: এম্মা কাকে উদ্দেশ্য করে লিখবো আবার?? আমি কি ছেলে নাকি???
তবে হ্যা স্বপ্নচারিনী হতে আপত্তি নেই।
ভালো লাগার জন্য থ্যাঙ্কু।
১১| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১০:২৯
ক্ষণিকের আগুন্তক বলেছেন: দারুণ লিখছো আপু,কিন্তু কাকে উদ্দেশ্য করে লিখা???আনিওয়ে খুব ভালো লাগলো।
২২ শে আগস্ট, ২০১১ রাত ১১:৪৮
অচিন রুপকথা বলেছেন:
১২| ২২ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৩
সমুদ্র কন্যা বলেছেন: আপনার বন্ধুটি, স্বপ্নচারিণী...........যে যেখানেই থাকুক ভাল থাকুক।
চিঠিটা খুব সুন্দর।
২২ শে আগস্ট, ২০১১ রাত ১১:৫১
অচিন রুপকথা বলেছেন: ধন্যবাদ সমুদ্র কন্যা...
১৩| ২৩ শে আগস্ট, ২০১১ রাত ৩:৫৪
শিপন মোল্লা বলেছেন: সুলেখক অসাধারন লিখেছেন। সবচেয়ে ভাল লাগলো স্বপ্নচারিণী দ্বিচারিনী হয়নি ।
স্বপ্নচারিনী বন্ধু ও আপনার জন্য শুভ কামনা রইলো।
২৩ শে আগস্ট, ২০১১ সকাল ১১:১৯
অচিন রুপকথা বলেছেন: ধন্যবাদ ভাইয়া...
ভালো থাকবেন।
১৪| ২৪ শে আগস্ট, ২০১১ দুপুর ১:০১
রিক্তের বেদন২০১০ বলেছেন: !!!
২৪ শে আগস্ট, ২০১১ দুপুর ১:০৫
অচিন রুপকথা বলেছেন: :#> :#> :#>
১৫| ২৪ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:১৭
ডেইফ বলেছেন:
সুন্দর!
ভাল থাকুক সেই চিঠির প্রাপক এবং প্রেরক।
সুন্দর লেখনী!
২৪ শে আগস্ট, ২০১১ বিকাল ৪:২৫
অচিন রুপকথা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া...
১৬| ২৪ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৭:৫১
সায়েম মুন বলেছেন: চিঠিটা সময়মত পৌঁছিলে তো ভালই হৈত।
খুব ভাল লাগলো!
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৭
অচিন রুপকথা বলেছেন: কি জানি...হয়তোবা ভালোই হতো।
মন্তব্যের জন্য এবং ভালো লাগার জন্য ধন্যবাদ সায়েম ভাই।
১৭| ২৪ শে আগস্ট, ২০১১ রাত ৯:১৪
সত্যবাদী মনোবট বলেছেন:
কল্পনাতে তোমায় আঁকি
তোমায় ভালোবেসে বুকে রাখি
আমার স্বপ্নে তোমার বেঁচে থাকা
স্বপ্নচারী........শুধু তোমার জন্য....................
ভালো লাগলো......... আমার ঘরে স্বাগতম
২৪ শে আগস্ট, ২০১১ রাত ৯:২৩
অচিন রুপকথা বলেছেন: বাহ!!! সুন্দর কবিতা...ধন্যবাদ ভাইয়া
সময় করে ঘুরে আসবো আপনার ব্লগে...আমন্ত্রনের জন্য ধন্যবাদ আবারো।
১৮| ২৪ শে আগস্ট, ২০১১ রাত ১০:৩৩
জলমেঘ বলেছেন: চিঠির কথাগুলো অনেক ভালো লাগলো
২৪ শে আগস্ট, ২০১১ রাত ১০:৫১
অচিন রুপকথা বলেছেন: অনেক ধন্যবাদ আপু...
১৯| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ৯:২৯
রিক্তের বেদন২০১০ বলেছেন: স্বপ্নচারিনী হতে আপত্তি নেই ???
২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:১৭
অচিন রুপকথা বলেছেন: কথার কথা বললাম আর কি!!!
২০| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৩৬
জিসান শা ইকরাম বলেছেন: চমত্কার বর্ণনাময় চিঠি, ভালো লাগলো।
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩২
অচিন রুপকথা বলেছেন: অনেক ধন্যবাদ...
২১| ২৮ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৩৭
জিসান শা ইকরাম বলেছেন: চমত্কার বর্ণনাময় চিঠি, ভালো লাগলো।
২৮ শে আগস্ট, ২০১১ বিকাল ৩:৩৪
অচিন রুপকথা বলেছেন:
২২| ৩০ শে আগস্ট, ২০১১ রাত ১২:১৫
ইনকগনিটো বলেছেন: একটা বেকায়দা প্রশ্ন করি?? আমার কেন যেন মনে হচ্ছে যে স্বপ্নচারিণীর কথা এখানে উঠে এসেছে , সেটি আপনি। আমি কি ভুল?? সত্যি বলবেন কিন্তু।
লেখা চমৎকার!! ভালো লাগলো।
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ৮:৫৬
অচিন রুপকথা বলেছেন: চিঠিতে স্বপ্নচারিনীর যে বর্ণনা আছে, আমি তার ধারে-কাছেও নেই। সুতরাং বুঝতেই পারছেন আমি স্বপ্নচারিনী কিনা?
মন্তব্যের জন্য ধন্যবাদ।
২৩| ৩০ শে আগস্ট, ২০১১ সকাল ৯:১৪
রেজোওয়ানা বলেছেন: সুন্দর চিঠি.....
ঈদের শুভেচ্ছা
৩০ শে আগস্ট, ২০১১ সকাল ১০:৪৩
অচিন রুপকথা বলেছেন: ধন্যবাদ আপু...
আপনাকেও ঈদের অগ্রিম শুভেচ্ছা...
২৪| ২৫ শে ডিসেম্বর, ২০১১ রাত ৩:৩৫
রিক্তের বেদন২০১০ বলেছেন: ইনকগনিটোর প্রশ্নটা আসলেই বেকায়দা ছিলো !
২৫ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৫৫
অচিন রুপকথা বলেছেন: সেটা এত্তোদিন পর বুঝতে পারলা???
©somewhere in net ltd.
১|
২২ শে আগস্ট, ২০১১ রাত ৯:২১
জয় রাজ খান বলেছেন: চিঠিটা সুন্দর