নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Keep on the sunny side of life

শব্দ খুঁজি, সৃষ্টির অদম্য নেশায়

অক্টোপাস পল

সবই পারি, ভবিষ্যৎবাণী ছাড়া! (c) জিশান নিয়াজ

অক্টোপাস পল › বিস্তারিত পোস্টঃ

'কালো' মেয়ের জন্য দুটো কবিতা

১৬ ই জুন, ২০১২ রাত ১২:৪০

কালো জ্যোৎস্নার কালো রাতে



কালো চাঁদের অসীম বোধে



কালো পাখির চেনা ডাকে



কালো দ্রোহের প্রতিশোধে



কালো কাব্যের অনুবোধে



কালো বৃত্তের কালো মাঝে



কালো সবুজ কালো গাছে



কালো আঁধার কালো সাঁঝে



কালো গ্রহের কালো মেঘে



কালো তোমার কালো চোখে



কালো আমায় নিও মেখে!









পিনপতন নৈঃশব্দ্যের মতো আমি এলোমেলো অস্পষ্ট

দিকভ্রান্ত নাবিকের গ্রীবায় বাতিঘরের একচিলতে আলো

বৃষ্টির বড়ো বড়ো ফোঁটার মতো তুমি ঝরে যাও

টলটলে জল পুকুরের নুয়ে পড়া গাছের পাতায়।



অপ্রশস্ত মেঠো পথের ক্রমিক বিস্তারে আমি

চিরচেনা সরাইখানার বিস্মৃত অতিথি

ডানপিটে ডাহুকের লম্বা পদক্ষেপে

তুমি আমার পথ নির্দেশ, ঈশ্বরের আদেশ।



পোড়খাওয়া বৃদ্ধের নির্মোহ বিশ্লেষণে

পৃথিবীটা বড্ড কঠিন, আমার জন্য নয়

আকাশে জ্বলে ওঠা জিউসের বজ্রে তুমি

বলে দাও এখনই থেমে যাবার নয়।



উগরে দেয়া ধোঁয়া মিথ্যে মেঘে

আমার চোখে দেখি প্রত্যন্ত চরের ঢেউ

শুকিয়ে আসা নদীর শবযাত্রার রাতে

আকস্মিক বর্ষার ঝমঝম আবির্ভাবে

তুমি বারবার বিলিয়ে দাও স্বপ্ন

চিলেকোঠায় ওড়ানো লাল ঘুড়ির মতো।







মন্তব্য ১৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১২ রাত ১২:৪৬

শিশিরের বিন্দু বলেছেন: কালো মানেই কাল নয়। ভালই লিখেছেন। হ্যাপি ব্লগিং। :)

১৬ ই জুন, ২০১২ রাত ১২:৪৮

অক্টোপাস পল বলেছেন: প্রথমেরটা ফেবু স্ট্যাটাস থেকে। হুম, কালো মানেই কাল নয়। ধন্যবাদ বিন্দু।

২| ১৬ ই জুন, ২০১২ রাত ১২:৫১

নাজিম-উদ-দৌলা বলেছেন: অসাম লিখছিস মামা! ফেবুর টা আগেই পরছিলাম! জটিলের উপর মারাত্মক হইছে!

১৬ ই জুন, ২০১২ রাত ১২:৫২

অক্টোপাস পল বলেছেন: থ্যাংকস। সেফ হইছিস তাহলে? :)

৩| ১৬ ই জুন, ২০১২ রাত ১২:৫১

বেঈমান আমি বলেছেন: জিশান ভ্রাতা কেমন আছেন?কবিতায় +++

১৬ ই জুন, ২০১২ রাত ১২:৫৭

অক্টোপাস পল বলেছেন: ভালো আছি মোশাররফ ভাই। মাঝে পরীক্ষার ব্যস্ততা ছিল। এখন অখন্ড অবসর। ভালো থাকবেন। :)

৪| ১৬ ই জুন, ২০১২ রাত ১:০৭

নাজনীন১ বলেছেন: সুন্দর কবিতা!

১৬ ই জুন, ২০১২ রাত ১:০৯

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ নাজনীন আপু!

৫| ১৬ ই জুন, ২০১২ রাত ১:১২

বাউন্ডুলে শিকু বলেছেন: তুমি বারবার বিলিয়ে দাও স্বপ্ন
চিলেকোঠায় ওড়ানো লাল ঘুড়ির মতো।

সুন্দর

১৬ ই জুন, ২০১২ রাত ৯:২৯

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ।

৬| ১৬ ই জুন, ২০১২ ভোর ৪:১৮

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
অসাধারণ লাগসে কবিতা । শুভ কামনা রইল ।

১৬ ই জুন, ২০১২ রাত ৯:৩০

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ।

৭| ১৬ ই জুন, ২০১২ রাত ১০:০১

নাফিজ মুনতাসির বলেছেন: কবিতা :| :|

১৭ ই জুন, ২০১২ রাত ১১:৪৬

অক্টোপাস পল বলেছেন: ভালো লাগেনি? :-/ :-/

৮| ১৬ ই জুন, ২০১২ রাত ১০:১৩

শায়মা বলেছেন: অনেক সুন্দর ভাইয়া!!

১৭ ই জুন, ২০১২ রাত ১১:৪৪

অক্টোপাস পল বলেছেন: থ্যাংকু আপু!

৯| ১৬ ই জুন, ২০১২ রাত ১০:১৭

শহিদুল ইসলাম বলেছেন: সুন্দর !!

১৭ ই জুন, ২০১২ রাত ১১:৪৮

অক্টোপাস পল বলেছেন: ধন্যবাদ শহিদুল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.