নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছফাকে বেশি পড়া হয়নি। তার উপরে যে প্রবন্ধ পড়েছি তাতে আফসোস হয় তার ছায়া মাড়াতে না পারার জন্য।
সংগ্রহীত
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৬
অধীতি বলেছেন: শাহবাগের গ্রণ্থগারে তার উপর একটা সাময়িকী পেয়েছিলাম আহা কি যে রত্ন ছিলেন।
২| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:১৯
রাজীব নুর বলেছেন: ছফা একজন জ্ঞানী মানুষ। তার সব বই সবার পড়া উচিত।
১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫
অধীতি বলেছেন: সমগ্র কিনে ফেলবো।
৩| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪
ঢুকিচেপা বলেছেন: ওনার বেশকিছু বই পড়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে।
১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১১
অধীতি বলেছেন: আমি গল্প সমগ্র পড়েছি। বাস্তবতায় ঠাসা।
৪| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ১২:৪২
ইফতেখার ভূইয়া বলেছেন: শাহবাগের আজিজ মার্কেটে যাতায়াতের কারনে মূলত আহমদ ছফা-র ব্যাপারে জানতে পারি। তার বেশ কিছু লিখা আমার হাতে এসেছে। খুব শীঘ্রই তার কিছু লিখা প্রকাশ করার ইচ্ছে আছে আমাদের সাইটে। এখানে লক্ষ্য রাখুন। লিখার জন্য ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১১
অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৫| ১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: উপযুক্ত সম্মান পায়নি দেশের সরকারগুলির কাছে
১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:১৪
অধীতি বলেছেন: কোন বুদ্ধিজীবী পায়নি। বর্তমানে ফরহাদ মজহার,সলিমুল্লাহ খান এরাও পাচ্ছে না।
৬| ১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:১৫
পদ্মপুকুর বলেছেন: স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে সবচেয়ে ঋজু বুদ্ধিজীবি ব্যক্তিত্ব আহমদ ছফা। মধ্য নব্বুইয়ে যখন আহমদ ছফাকে কেন্দ্র করে আজিজে একটা বুদ্ধিবৃত্তিক আবহ তৈরী হয়েছিলো, আমার সৌভাগ্য হয়েছিলো দুয়েকবার সে পথ মাড়াবার। অবশ্য বয়স বেশ কম হওয়ায় সে আবহকে আত্মস্থ করার মত যোগ্যতা ছিলো না।
আহমদ ছফার সবচেয়ে উজ্জল দিকটি হলো- সত্যভাষণের ক্ষেত্রে তিনি কোন ভয়-লোভ-ব্যক্তিগত চিন্তার দ্বারা প্রভাবিত হননি। যা আজকের দিনের তথাকথিত বুদ্ধিজীবিদের মধ্যে ব্যাপকভাবে অনুপস্থিত। আহমদ ছফা তাঁর ব্যক্তিত্ব ও যোগ্যতা দিয়ে এদেশের বুদ্ধিজীবিতার একটা মানদণ্ড দাঁড়া করিয়ে গিয়েছেন। ঠিক এ কারণেই আহমদ ছফার মৃত্যুর অব্যবহিত পরেই সলিমুল্লাহ খান একটা প্রবন্ধে তাঁকে 'আমাদের কালের নায়ক' উপাধিতে ভূষিত করেছিলেন।
১৭ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১১:২১
অধীতি বলেছেন: সলিমুল্লাহ খানই প্রকাশ্যে ছফা চর্চা শুরু করেন। তার কারণে আমরা ছফাকে বেশি জানতে পারছি।
৭| ১৭ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২৬
উলডুমা কেরামত বলেছেন: খুব অল্প লেখায় একটি ভালো পোষ্ট পড়লাম। ব্লগারকে ধন্যবাদ।
১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৫
অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
৮| ১৭ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৩:৫৭
সাড়ে চুয়াত্তর বলেছেন: আহমদ ছফা কাউকে পরওয়া করে/ তেল দিয়ে কথা বলতেন না অন্যান্য অনেক তথাকথিত বুদ্ধিজীবীদের মত।
১৭ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:১৬
অধীতি বলেছেন: বর্তামানে সলিমুল্লা খান ও ফরহাদ মজহারকে ওরকম দেখতেছি।
৯| ২০ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:০৫
মোঃ মাইদুল সরকার বলেছেন:
এমন জ্ঞানী একজন মানুষকে সেভাবে মূল্যায়ন করেনি দেশ, জাতী।
২৩ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:৩০
অধীতি বলেছেন: পৃথিবীতে যারা যুগের থেকে চিন্তায় এগিয়ে থাকে তারা সমকালে সম্মান পায়নি। আমরাও অভাগা।
১০| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৬
মোড়ল সাহেব বলেছেন: কয়েকটি পড়েছি। তবে তোর সমান নয়।
২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:৩৭
অধীতি বলেছেন: হা হা হা।
©somewhere in net ltd.
১| ১৬ ই ডিসেম্বর, ২০২০ রাত ৯:৪৮
ডঃ এম এ আলী বলেছেন:
হ্যাঁ আফছোছ হওয়ারই কথা ।
ছফা রচিত প্রতিটি গল্প , উপন্যাস , কবিতার ভাষিক সৌকর্য, বিষয়বস্তু ও রচনাশৈলীর অভিনবত্বে অনন্য। মানসিক, সাংস্কৃতিক ও আর্থসামাজিক সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুষঙ্গসহ ছফার চরিত্র সৃষ্টির তথা কাহিনিকথনের পারঙ্গমতা অসামান্য। অনেকের মতে ছফার ওঙ্কার (১৯৭৫) বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সর্বোত্তম সাহিত্যিক বহিঃপ্রকাশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক রাজনীতির পরিপ্রেক্ষিতে রচিত গাভী বিত্তান্ত (১৯৯৫) বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক উপন্যাসগুলোর একটি।