নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

দ্রব্যের তারিখ ভ্রান্তি

২০ শে ডিসেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪১

ছবিঃ সংগ্রহীত
আমি একটা পণ্য কিনতে গেলে এটার প্যকেট বা বোতল ভালভাবে পর্যবেক্ষণ করি এবং তারিখ ঠিক কিনা সেটা দেখি। কারন নকল পণ্যের প্যাকেট বা বোতল ভালমানের হয়না। ধরলেই বোঝা যায় যে এটা আসল বা নকল। এটাও গেলো কয়েক বছরে নকলকারীরা রপ্ত করে সে অনুযায়ী তাঁরা উন্নত করেছে।এখন আর ধরা যায় না। অনেক সময় দেখা যায় কোম্পানির থেকেও তাদেরটা আহামরি। আর এই ছবির দেখে ঘাবড়ে গিয়েছি। আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। এমনকি আপনাকেও না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ৯:৫২

ফটিকলাল বলেছেন: অনেক বিএসটিআই অনুমোদিত পন্যেও তো ভেজাল থাকে। এরা যেসব পন্য পরীক্ষা করে সার্টিফাই করেন সে প্রক্রিয়াও তো ত্রুটিপূর্ন। লাভ তো নেই, ঘুরে ফিরে সে বিষটাই পেটে যাচ্ছে।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৪

অধীতি বলেছেন: জেনেও খেতে হচ্ছে।

২| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৪

ঢুকিচেপা বলেছেন: ভাই আপনি তো মহাভাগ্যবান!!!!!!!!! টাইম মেশিনে বানানো তেল পেয়েছেন!!!!!!!!!!

কোম্পানীর নামটা দেখান আমরাও একটু দেখি

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২৩

অধীতি বলেছেন: ছবিটা সংগ্রহীত।

৩| ২০ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:০১

রাজীব নুর বলেছেন: ফেসবুকে ছবিটা দেখেছি।
অনেক কোম্পানীই এখন এই কাজ করছে।
পাউরুটি গুলোতে এই কাজ করে।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:১৯

অধীতি বলেছেন: পাওরুটিগুলো এই কাজ করছে প্রতিদিন। আর এদের তিন বছর মেয়াদ দেখে আশ্চর্য হয়েছি।

৪| ২১ শে ডিসেম্বর, ২০২০ সকাল ১১:৪৫

শাহ আজিজ বলেছেন: ব্যাপারটা মনে হয় উলটে গেছে । তবে সন্দেহজনক হচ্ছে প্রেস প্রিন্টেড দেখে আসলে এটা উৎপাদনের সময় স্ট্যাম্প প্রিন্ট হয়ে থাকে ।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২০

অধীতি বলেছেন: এরা হচ্ছে খুচরো কম্পানি। তিন বছর একটা তেলের মেয়াদ আমার কাছে আশ্চর্য লাগে।

৫| ২১ শে ডিসেম্বর, ২০২০ দুপুর ১:২২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই দায়সারা টাইপের একটি পোস্ট! এই পোষ্টটি আরো অসাধারন হতে পারত। নাগরিক সাংবাদিকতার ক্ষেত্রে এই পোস্টটি হতে পারত চমৎকার উদহারন। পোস্টে আমি যা অভাব অনুভব করছি তাহলো, এটা কোন কোম্পানীর তেল, কোন জায়গা থেকে কিনেছেন, দোকানদার কি বলল? কোম্পানীর কোন ঠিকানা আছে কি না। বিএসটি আই অনুমোদনের ব্যাপারটি সঠিক কিনা।

২১ শে ডিসেম্বর, ২০২০ রাত ১১:২২

অধীতি বলেছেন: ভালো একটা বিষয় শিখলাম। এটা সংগ্রহীত ছবি। সংগ্রহীত লিখতে খেয়ালছিল না।তবে পোস্টে উল্লেখ করেছি। সামনে এরকম করার চেষ্টা করবো।

৬| ২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:১৬

মোড়ল সাহেব বলেছেন: যারা নকল করছে, তাদের প্রতিভাও একেবারে বাজে নয়। যথেষ্ট ভালো দক্ষতার সঙ্গে তারা নকল করে থাকে। ব

২২ শে ডিসেম্বর, ২০২০ রাত ৮:২৮

অধীতি বলেছেন: অন্তত প্রতিভা কাজে লাগাচ্ছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.