নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্লানি মুছে গেলে পরে এসো,
এ ভাঙ্গা প্রাচীর বাঁধা হয়ে দাড়াবেনা।
লেকের পাড়ে বকুল ফুল কুড়োতে নিও।
বৃষ্টির দিনে কদম ফুলটি দিও।
এ কারাগার আমাকে ভালবাসে।
কারাপ্রহরী আমার মস্তিস্কে ঘৃণার বীজ বপন করে।
আমার প্রেম নেই ভালবাসা নেই,
আমি আমার শ্রেণী কক্ষে অসহায় বোধ করি,
যখন তারা আমার জানতে চাওয়ার টুটি চেপে ধরে,
তখন ব্লাকবোর্ডের উপর থেকে সিনিয়রদের এঁকে যাওয়া
এবড়োথেবড়ো শেক্সপিয়ার আমাকে উপহাস করে।
চসার ক্যান্টাবেরির সন্ধ্যা দেখে,
আমার চতুর্দিক থেকে গালি ভেসে আসে,
এ গালি আমাকে সাহিত্য শেখায়।
আমি গালি শিখি,আমার বইয়ের পাতায় ভেসে ওঠে
তোমার উষ্ণ ঠোঁটের গল্প,
তোমার মৌনতার অধ্যায় তারা লুকিয়ে ফেলে।
তোমার স্নিগ্ধতা পড়তে গেলে বলে
তোমাকে চাকুরি করতে হবে।
এই নাও পড় বিসিএসের জন্য পড়,
চটি বইয়ে জন্মের সাল ছন্দ আকারে দেয়া আছে।
আমি যেদিন শেক্সপিয়ারকে দেখি
সিনিয়রদের পেন্সিলে আঁকা তার টাক মস্তক
আমি হেসে ফেলি
আমার হাসি আমার জন্য গালির আশির্বাদ নিয়ে আসে
এরপর আমি তোমার জন্য হাসি,তাও গালি হয়ে যায়।
আমার মস্তিস্কে একরাশ গালি ধু ধু করে ঘুরপাক খায়
বিশ্বরোডে চলা নিয়ন্ত্রণহীন ট্রাকের মত আমার গায়ে বিধে।
আমি নতুন করে ম্যানার শিখি
আমি শিখি চুল তেল দিয়ে ভাজ করে রাখা,
আমি শিখি রোবটের মত হাটা,
আমি শিখি চুপ করে বসে থাকা,
আমি শিখি পরাধীনতা,
আমি শিখি চাটুকারিতা,
আমি শিখি গালি আর ভৎসনা,
আমাকে নতুন শেখানো হয় কিছু নিয়মঃ-
আমাকে শেখানো হয় প্যান্টশার্ট পরে ফুলবাবু হয়ে থাকা,
আমাকে শেখানো হয় পহেলা ফাল্গুনে আবদ্ধ থাকা,
আমাকে শেখানো হয় একগাদা চাকরির খবর,
আমাকে শেখানো হয় শিক্ষকদের দেরী হলেও আমার দেরী না হওয়া,
আমা শেখানো হয় নিজ দ্বয়িত্ব নিজে পালন করতে শেখা,
যেমন ধরুনঃ-
আমার ক্লাস আমাকেই তাদের থেকে আদায় করতে গিয়ে গালি খাওয়া,
আমার বই, আমার কলম , আমার খাতা সাথে রাখা,
আমার কান তাদের গালি শোনার জন্য প্রস্তুত রাখা।
অথচ
আমাকে কখনো বলা হয়নি তুমি শেলি,ওয়ার্ডস ওয়ার্থ হও,
আমাকে কখনো বলা হয়নি তুমি উচ্ছল হও,
আমাকে কখনো বলা হয়নি তুমি প্রকৃতির সাথে শেখো,
আমাকে কখনো বলা হয়নি তুমি চোখে চোখ রেখে কথা বল,
আমাকে কখনো বলা হয়নি তুমি ভালবাসো প্রচন্ড ভালবাসো,
আমাকে কখনো বলা হয়নি তুমি সিলেবাসের বাহিরের জগৎ দেখো,
আমাকে কখনো বলা হয়নি তুমি মানুষের জীবন দর্পন আঁকো।
তারপর যখন আমি টিকটিকির মত টিকটিক করে উঠি ,
তারা আমার ভেতর একটি চাকুরিজীবি দেখতে পায়।
হো হো করে আশীর্বাদ করে!
বলে তুমি চাকর,চাকরিজীবী!
তোমার আজ একটি পরিচয় দাড়ালো,
তুমি চাকর হতে পেরেছো।
আমার শেক্সপিয়ার আমাকে দেখে হাসে।
সিনিয়রেদের পেন্সিলে আঁকা এবথেবড়ো শেক্সপিয়ার।
আমার প্রেমিকা হাসে দু’টি সন্তানের জননী হয়ে।
ভৎসনা ছুড়ে মারে, বলে আরেকটু আগে চাকর হতে।
আমি গালির বন্যায় ভেসে যাই,
গালির স্রোত আমাকে উপহাস করে,
আমার মস্তিস্ক বলে এটা তোমার শিক্ষক না
শিক্ষক গালি দেয়না,
আমার কান,চোখ সত্য উপস্থাপন করে
আমি বিশ্বাস করতে বাধ্য হই।
লাল দেয়ালের পলেস্তারা খসে পড়ার শব্দে
একটি পাখি কার্নিশ ধরে উড়ে যায়।
আমি ছটফট করি ডানাহীন,
আমার টুটি চেপে ধরে রেখেছে
একগুচ্ছ গালি ও সার্টিফিকেটধারী গালিবাজ।
১৬ই চৈত্র, ১৪২৭
নবদ্বীপ-বসাক লেন।
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:২০
অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩১
আমি সাজিদ বলেছেন: চমৎকার
৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:৩৮
অধীতি বলেছেন: ধন্যবাদ।
৩| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৩:০৭
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার রচিলেন , ভালো লাগলো ।
৩১ শে মার্চ, ২০২১ রাত ১২:২৭
অধীতি বলেছেন: ধন্যবাদ দাদা। কবে বের হবো সেই চিন্তায়ই মশগুল।
৪| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৫৯
ঢাবিয়ান বলেছেন: হরেগরে কবি সাহিত্যিক হওয়ার আকাংখ্যার ভীরে এই যুগে ভাল লেখা সমাদৃত হবার সুযোগ পায় না। খুব ভাল লিখেছেন। ছাপার অক্ষরে এ ধরনের লেখাই পাঠকের হাতে যাওয়া উচিৎ।
৩১ শে মার্চ, ২০২১ রাত ১২:২৮
অধীতি বলেছেন: কৃতজ্ঞতা, চেষ্টায় আছি ভাল কিছু লেখার।
৫| ৩০ শে মার্চ, ২০২১ বিকাল ৫:৪২
রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে ছবিটা কি আপানর?
৩১ শে মার্চ, ২০২১ রাত ১২:২৩
অধীতি বলেছেন: হ্যা
৬| ৩১ শে মার্চ, ২০২১ রাত ৩:২১
সোনালী ডানার চিল বলেছেন: অনেক ভালো লাগলো। শুভকামনা কবি।
৩১ শে মার্চ, ২০২১ দুপুর ১:৪৫
অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৭| ৩১ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২০
মা.হাসান বলেছেন: আমাকে নতুন শেখানো হয় কিছু নিয়মঃ-
আমাকে শেখানো হয় প্যান্টশার্ট পরে ফুলবাবু হয়ে থাকা,
আমাকে শেখানো হয় পহেলা ফাল্গুনে আবদ্ধ থাকা,
আমাকে শেখানো হয় একগাদা চাকরির খবর,
আসল কথা বলে দিয়েছেন।
আপনার বয়স কত জানি না, চাকরি পেলে দেখবেন, এরিখ মারিয়া রেমার্ক যেমন বলেছিলেন- শোপেনহাওয়ারের বইয়ের চেয়ে বুটের পালিশ বা ইউনিফর্মের চকচকে বোতামের গুরুত্ব অনেক বেশি।
৩১ শে মার্চ, ২০২১ রাত ৮:৫২
অধীতি বলেছেন: চাকরির কাছাকাছি চলে গিয়েছি। সাত কলেজের প্যাচে পড়ে জীবন শেষ।এতক্ষণে মাস্টার্স শেষ হয়ে যত।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২১ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: কবিতাটা খুবই ভালো লাগলো।