নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই পৌষের সন্ধ্যায় শীত আসে কুয়াশা হয়ে
সূর্যের লাল দরবার মিয়িয়ে যায় বকের পালের ডানায়
নীরব নদীতে ধরনী ওঠে গুঞ্জরিয়ে
বেলার আয়ু কমে পৌষের নিঝুম সন্ধ্যায়
তুমি-আমি লেপ কাঁথায় গড়াগড়ি
তাল-খেজুরের রসের গুড়ে শালিক ছানা চোর
তিনটে হাস বিশখালীর জলে সাতার কাটে
স্রোতের নিমন্ত্রণ ফেলে ফেরে নীড়ে
ঘুঘুর দল ধান শালিকের মাঠে প্রান্তরে
ম্রিয়মান আলোয় গুচ্ছগ্রাম ছাড়িয়ে চলে মৃত ধানসিড়ির কোলে।
এক দুই তিন
মুয়াজ্জিনের আজান প্রান্তরে বাজে প্রতিধ্বনি হয়ে
তুলসী গাছের নীচে সান্ধ্য আলোয়
পৃথিবীর রং প্রস্ফুটিত হয় লাল টকটকে সিঁদুরে
একটি কাক উড়ে যায় মগডালে
সন্ধ্যা আসে সান্ধ্য হয়ে
পৌষের কুয়াশায় নিশিরে
আবছায়া অলিন্দের চৌপায়ায়।
ছবিঃ গুগল
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৩
অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে
২| ১৮ ই নভেম্বর, ২০২১ রাত ১১:২৫
শায়মা বলেছেন: শীত আসলে আমার ছোট্ট বেলায় ফিরে যেতে ইচ্ছে করে।
১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:১৪
অধীতি বলেছেন: হ্যাঁ, শীতের আমেজ অন্যরকম।
৩| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৫
রাজীব নুর বলেছেন: অতি মনোরম।
৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৮
অধীতি বলেছেন: কবিতা পাঠের জন্য কৃতজ্ঞতা।
৪| ১৯ শে নভেম্বর, ২০২১ রাত ১১:৫৬
খায়রুল আহসান বলেছেন: পৌষের সন্ধ্যায় গ্রামীন জনপদে এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়। কুয়াশা যেমন নিঃশব্দে নামতে শুরু করে, তেমনি কাটা ধানের ক্ষেতে কৃ্ষকের লাগানো নাড়ার আগুনের ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশে উড়ে যায়। গবাদি পশুর গায়ে চট, বস্তা ইত্যাদির 'কোট' পরানো হয়। এসব আমার ছোটবেলার স্মৃতি, যা শীতকালে বেশ মনে পড়ে।
৩০ শে নভেম্বর, ২০২১ বিকাল ৪:৩৮
অধীতি বলেছেন: হ্যাঁ। পিঠাপুলির উৎসবে আমেজ তৈরি হয়। খেজুর গুড় আরো কতশত সৌন্দর্য। কবিতা পাঠের জন্য কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:৩২
মোঃ মাইদুল সরকার বলেছেন: কবিতায় যাপিত জীবনের গল্প সুন্দর ভাবে ফুটে উঠেছে।