নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবিঃ সংগ্রহীত
প্রতিবারের মত এবারও বাংলা একাডেমি তাদের পুরস্কার দিয়েছে। মোট ১১ টি ক্যাটাগরিতে ১৫ জনকে পুরস্কৃত করেছেন।
কবিতা ফারুক মাহমুদ ও তারিক সুজাত
কথাসাহিত্য তাপস মজুমদার ও পারভেজ হোসেন
প্রবন্ধ ও গবেষণা মাসুদুজ্জামান
অনুবাদ আলম খোরশেদ
নাটক মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল
শিশুসাহিত্য ধ্রুব এষ
মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা মুহাম্মদ শামসুল হক
বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা সুভাষ সিংহ রায়
বিজ্ঞান, কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞান মোকারম হোসেন
আত্মজীবনী, স্মৃতিকথা বা ভ্রমণ কাহিনী ইকতিয়ার চৌধুরী ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।
বাংলা একাডেমি পুরস্কার নিয়ে প্রতিবছরই বিতর্ক হয়। এবারও কি হবে কিনা জানিনা। বর্তমানের লেখকদের সঙ্গে পরিচিত নই, যাদের কে চিনি তারা আবার লিস্টে জায়াগা পান না। সব মিলিয়ে মাঝের কয়েক বছর এই পুরস্কার কলঙ্কই কামাইছিলো।
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৮
অধীতি বলেছেন: তথাকথিত এলিট বলে যারা গন্য তাদের কাছে এরা পরিচিত।
২| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:০০
জুল ভার্ন বলেছেন: লেহন পুরস্কার।
২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:১৮
অধীতি বলেছেন: সাচ্চা
৩| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৮:৩৪
ঢাবিয়ান বলেছেন: ধ্রুব এষ বাদে আর কারো নাম কখনও শুনিনি। তাও ধ্রুব এষ এর নাম শুনেছি প্রচ্ছদ অঙ্কন চিত্র শিল্পী হিসেবে। শিশু সাহিত্যে তিনি কি বই লিখেছেন, জানেন কি ?
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:০৬
অধীতি বলেছেন: জলোচ্ছ্বাসের শিশু নামে ওনার একটা বই পড়েছিলাম। মূলত কিশোর বয়সে আমরা যেই ধরণের লেখা পড়েছি,আগ্রহী হয়েছি ওটা ওরকম ছিল না। ওই বইটা হয়ত বড়দের জন্য লেখা। ওনাকে মূলত আমি একজন প্রচ্ছদ শিল্পী হিসেবে জানতাম।
৪| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৫১
রানার ব্লগ বলেছেন: ধ্রুব এষ বাদে বাকি কারুর নাম শুনি নাই। এমন কি কালে ভাদ্রে এদের কোন লেখাও চোখে পরে নাই।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:০৮
অধীতি বলেছেন: এখন গুগল সার্চ করে দেখতেছি এদের সম্পর্কে।
৫| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:২৯
রাজীব নুর বলেছেন: গত ১০ বছরে যারা বাংলা একাডেমিতে জয়েন করেছে তাঁরা নিশ্চয়ই সৎ ও মেধাবী নয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর যেমন শিক্ষাখাতের বারোটা বেজেছে, ঠিক তেমনি বাংলা একাডেমির অবস্থাও একই রকম। যোগ্য ও দক্ষ লোক বাংলা একাদেমিতে নেই। অন্যসব সরকারি অফিস যেমন চলে, বাংলা একাডেমির অবস্থা তার চেয়েও করুণ।
২৬ শে জানুয়ারি, ২০২৩ রাত ১:০৯
অধীতি বলেছেন: এটার একটা বাস্তব প্রমান আদর্শ প্রকাশনী নিয়ে বর্তমানে চলা বিতর্ক।
৬| ২৫ শে জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- ফেসবুকে দেখলাম।
৭| ২৬ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৪৩
অনল চৌধুরী বলেছেন: পাঠাদের দ্রারা পরিচালিত একটা ফাজিল সংস্থার কাছে থেকে ফাজলামি ছাড়া আর কি আশা করা যায় !!
এরা সরকারী সংস্থা হওয়ার পরও সরকারের শত্রু ইউনুসেকে দেবতা জ্ঞানে পূজা করে তার অপকর্ম নিয়ে লেখা বই মেলা থেকে সরিয়েছে। আমার লেখক জীবনও ধ্বংস করতে চেয়েছিলো।
যেসব গরু-ছাগলকে পুরস্কার দেয়া হয়েছে, এই ব্লগেই তার চেয়ে ভালো ২০ জন লেখক আছেন যারা এই পদক দাবী করতে পারেন।
এরা যে কি করে নিজেরাও বোঝেনা। জাতির মননের প্রতীক !!!!!!!!
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৭
অধীতি বলেছেন: ড. সলিমুল্লাহ খান সহ অনেক বিজ্ঞজন দের এরা সদস্যপদ দেয়নি। মাঝে মাঝে পুরাতন সংখ্যাগুলো কিনতে যেতাম। বর্তমান সংখ্যার খোঁজ জানেনা এরা। জিজ্ঞেস করলে বলে খুঁজে নেও।
৮| ২৬ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৫:০৪
ঈশ্বরকণা বলেছেন: দেশের কনটেম্পোরারি সাহিত্য বা রাইটারদের লেখা সম্পর্কে তেমন জানিনা । তারিক সুজাতের নামটা পরিচিত অনেক আগে থেকেই । তাও কবি হিসেবে যত না জানতাম তার চেয়েও বেশি এরশাদ বিরোধী আন্দোলনের এক পর্যায়ে ৯০-এ প্রথম গঠিত হওয়া জাতীয় কবিতা পরিদের সাথে যুক্ত ছিলেন বলে তার নাম বেশি পরিচিত আমার কাছে।আর ফোকলোরের জন্য নির্বাচিত আব্দুল খালেক সম্ভবত রাজশাহী ইউনিভার্সিটি -র প্রাক্তন ভিসি বাংলার অধ্যাপক ডক্টর আব্দুল খালেক | উনার ফোকলোর নিয়ে কাজ আছে যদিও আমি তার কাজের সাথে খুব পরিচিত নই।তার বড় ভাই প্রফেসর মাজহারুল ইসলামও রাজশাহী ইউনিভার্সিটির ভিসি ছিলেন সম্ভবত আশির দশকের শুরুতে । আমি উনার কাজের সাথে পরিচিত । বাংলা সাহিত্য নিয়ে উনার পান্ডিত্যপূর্ণ কাজগুলোর কিছু কিছু একসময় খুবই আগ্রহের সাথে আমি পড়েছি । ধ্রুব এষ যদিও প্রচ্ছদ শিল্পী হিসেবেই আমার কাছেও শুরুতে পরিচিত ছিলেন কিন্তু উনি শিশু সাহিত্যিকও।সেটাও আমি অবশ্য জেনেছিলাম মাত্রই কয়েকবছর আগে দেশের একজন নামকরা প্রকাশকের সাথে কথা বলার সময়। আর এবার বাংলা একাডেমি পদকের জন্য নির্বাচিত কারো নামের সাথে আমি পরিচিত নই ।
২৬ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৪
অধীতি বলেছেন: আমিও ধ্রুব এষ কে প্রচ্ছদ শিল্পী হিসেবে জানতাম তবে কিছুদিন আগে পুরাতন বইয়ের দোকানে ওনার একটা বই পাই "জলোচ্ছ্বাসের শিশু" ওনার অটোগ্রাফ সহ।
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:৪৫
সোনাগাজী বলেছেন:
বাংলা একাডেমীতে যারা বড় বড় পোষ্টে আছে, তারা কি কোন কারণে সমাজে পরিচিত?