নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

কবি- তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

৩১ শে জানুয়ারি, ২০২৩ রাত ১২:২৬

তারাশঙ্কর বন্দোপাধ্যয়ের একটি কালজয়ী উপন্যাস 'কবি''। তৎকালীন নিম্নবর্গের মানুষের জীবনের পটভূমি নিয়ে এই উপন্যাস এগিয়েছে। শুরুটা হয় একটা আশ্চর্য সংবাদের ভিত্তিতে। ডোম বংশের ছেলে নিতাইয়ের হঠাৎ কবি হওয়া নিয়ে।

সেসময়ে কবিয়াল বলে এক ধরণের গোষ্ঠী ছিল।বর্তমানে আমাদের বাউল শিল্পীদের মত। আরেক গোষ্ঠী ছিল "ঝুমুরের দল" বর্তমানের যাত্রপালার মত ঘুরিয়া ঘুরিয়া বিভিন্ন মেলায় গান পরিবেশন ও দেহ ব্যবসা করত। গ্রামের সাধারণ জনতা রাতের গভীরতার সাথে সাথে কবিয়ালদের গালাগালি আর মেয়েদের অর্ধ-উলঙ্গ নাচের সাথে মিলিয়া যাইত।
এর ফাঁকে আবার পেছনে তাবু খাটিয়ে চলত দেহ ব্যবসা। তারাশঙ্করের বর্ণনায় সেই ক্ষণস্থায়ী যৌনপল্লী।
"সে যেন একটা বিরাট মধুচক্রে অবিরাম গুঞ্জন উঠিতেছে।"

কবি একটি সামাজিক নিম্নবর্গের উপন্যাস। এখানে তাদের রুচিবোধ, দিনযাপন থেকে শুরু করে ভাষার ব্যবহার খুব যত্নসহকারে উপস্থাপন করা হয়েছে।

নিতাই চরণের কবি হওয়া নিয়ে উপন্যাসের যাত্রা। শেষ পর্যন্ত আমরা তার দুদর্শাগ্রস্ত প্রত্যাবর্তন দেখতে পাবো। নিতাইয়ের জীবনের উত্থানের সাথে তার ভেতরকার পরিবর্তন আবার পতনমুখ হবার সাথে তার বোধোদয়ের দিয়ে লোকায়ত দর্শনের সাথে পরিচয় ঘটবে। আদ্যোপান্ত একটি ভালো মানুষ নিতাইয়ের জীবন দর্শনের পালাবদল যেন তৎকালীন ওই সব সমাজের চিত্র ধারণ করে। তৎকালীন বাঙ্গলার নিম্নবর্গের মেয়েদের যৌনতার খানিকটা বিবরণ দেখা যায় এ উপন্যাসে।

কবি উপন্যাসের সব থেকে সুন্দরতম বচনঃ-
এই খেদ আমার মনে মনে।
ভালোবেসে মিটল না এ আশ—কুলাল না এ জীবনে।
হায়, জীবন এত ছোট কেনে?
এ ভুবনে?


উপমাঃ-
প্রথম দিকে কবির মন কেড়ে নেয়া মেয়েটিকে অপূর্ব উপমায় ফুটিয়ে তুলতে মোটেও কার্পণ্য করেনি লেখক
"মেয়েটির রঙ্গ কালো, কিন্তু দীঘল দেহভঙ্গিতে ভুঁইচাপার সবুজ সরল ডাটার মত একটি অপরূপ শ্রী।"

কবির কোন কথায় যখন সে আহত হত তখন তার রূপের যে অনিন্দ্য উপস্থাপন করেছেন, তা অনবদ্য।
"বর্ষার রসপরিপুষ্ট ঘনশ্যাম পত্রশ্রীর মত তাহার সে মুখখানি মুহূর্ত্তে মুহূর্ত্তে পরিবর্ত্তিত হেমন্ত শেষের পাতার মত পান্ডুর হইয়া আসিল।"

বিচ্ছেদের সময়ে কবির মনের মানুষের প্রস্থানও যে কতটা বেদনাময় ও সুন্দর হতে পারে তা লেখকে যথার্থই ফুটিয়ে তুলেছেন।
"জোৎস্নার রহস্যময় শুভ্রতার মধ্যে দ্রুত চলন্ত কাশফুলটি যেন মিশিয়া মিলাইয়া গেল।"

দ্বিতীয় ধাপে এসে আমরা নিতাইয়ের আর একজন মনের মানুষের সন্ধ্যান পাবো। তার সম্পর্কে তারাশঙ্করের বর্ণনা আমাকে বিহ্বলিত করেছে।
★ মেয়েটা শুধু মুখ ভরিয়া হাসেনা, সর্বাঙ্গ ভরিয়া হাসে।
★ সঙ্গে সঙ্গে সিক্তবাসের স্বচ্ছতার আড়ালের তাহার সু পরিস্ফুট সর্বাঙ্গও হাসিয়া উঠিল।
★মধ্যরাত্রির নিস্তরঙ্গ স্তব্ধ জোৎস্নার মধ্যেও একটা ভয় আছে। সে ভয় সে করিল না।

এই মেয়েটির নাম ছিল বসন্ত তাকে বসন নামে ডাকত সবাই। বসনের মৃত্যুতে মূলত কবি উপন্যাসের সমাপ্তি ঘনিয়ে আসে। এর পরে কবি তার গ্রামের দিকে যাত্রা করেন এবং তার প্রথম মনের মানুষ ঠাকুরঝির মৃত্যু সংবাদে হতবিহ্বল হয়ে যান। যার জন্য কবি লিখেছিলেন "কালো যদি মন্দ তবে কেশ পাকিলে কাঁদ কেনে?" কবি জীবনের বাস্তবতায় নিতাই চরণের নীচ বংশের কারণে অনন্য কবিয়ালদের থেকে তার পার্থক্য স্পষ্ট প্রতীয়মান হয়।

কবি উপন্যাস সবার পড়া উচিত। এটি গ্রামীণ মানুষের জীবনের একটি প্রতিচ্ছবি।

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:২৫

মোঃ মাইদুল সরকার বলেছেন: একটি অনন্য উপন্যাস। জীবন এত ছোট কেন ভূবনে- গভীর ভাবনার বিষয়। উপন্যাসের উপমা, বর্ণনা, অলংকার, ডায়লগ সবকিছু নিখুত। +++++

৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

অধীতি বলেছেন: হ্যাঁ, একদম।

২| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: চমৎকার একটি বই।
অসাধারন একটি বই।
এই বই সকলের পড়া উচিৎ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:১০

অধীতি বলেছেন: হ্যাঁ, মুগ্ধতা ছড়ানো।

৩| ৩১ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:৫৬

সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: এই বইটি অনেকদিন ধরে পড়বো পড়বো করে পড়া হচ্ছে না। উপমা গুলো কি চমৎকার!!

০১ লা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ২:০৯

অধীতি বলেছেন: পড়ে ফেলুন। বই মেলায় সংগ্রহ করে নিবেন।

৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৩:৩৫

হিমন বলেছেন: একবার এক লেখায় হুমায়ুন আহমেদ বলেছিলেন, বাংলাসাহিত্যে তারাশঙ্কর বন্দোপাধ্যায়ের কবি উপন্যাস নোবেল পুরষ্কার পাওয়ার যোগ্য। এরপরই উৎসাহী হয়ে বইটা পড়ি। এর মত মনোমুগ্ধকর, সাহিত্যগুণে উন্নীত বই বাংলায় কমই আছে। আপনার ধারাবর্ণনাও সুন্দর হয়েছে। আপনার লেখা পড়ে কিছু মানুষ হলেও বইটি পড়তে আগ্রহী হবে।
(শিরোনামে লেখকের নামের বানান ভুল আছে।) ধন্যবাদ।

০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৬:৩১

অধীতি বলেছেন: ধন্যবাদ আপনাকে। ঠিক করে দিয়েছি।

৫| ০২ রা ফেব্রুয়ারি, ২০২৩ ভোর ৫:১৭

জুল ভার্ন বলেছেন: আমার খুব প্রিয় উপন্যাস 'কবি'!

০৩ রা ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১০:২৮

অধীতি বলেছেন: ধন্যবাদ।

৬| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:০৫

নেওয়াজ আলি বলেছেন: মানুষের জীবনের মৌলিক কথা উনি লিখেছেন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪৭

অধীতি বলেছেন: হ্যাঁ।

৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ১১:৪১

অপু তানভীর বলেছেন: এই উপন্যানটা আমি কিনেছিলাম ভুল করে । আমি খুজছিলাম হুমায়ূন আহমেদের কবি বই বিক্রেতা আমাকে জানালো যে ঐ কবি নেই তবে এই কবি টা নিয়ে যান । ভাল লাগবে । কী মনে করে নিয়েও নিলাম । তখনও তারাশঙ্করের কোন বই আমি পড়ি নি । কবি পড়ে খুবই ভাল লেগেছিলো ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১:৪৮

অধীতি বলেছেন: ভুল করে সে ফুল হয়ে যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.