নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভেসে আসি সমুদ্রের ঢেউয়ে,বালুচর চুষে নেয় আমারে।

অধীতি

আপনারেই চিনার তরে,পরিচয় দেই কি করে??

অধীতি › বিস্তারিত পোস্টঃ

স্মৃতি

১৩ ই জুন, ২০২৩ রাত ১১:২০

শহর কি ঘুমায়? জানা নেই আমার। কিভাবে জানবো। যতদিন নির্ঘুম শহরের বুকে দু-চোখ বন্ধ করিনি ততদিন সে জেগেই ছিল। সিরামিক আলোর সময়ে নিজেকে ধুসর দেখে চমকে উঠতাম। এলইডি যুগে এসে সে শিহরণ জাগেনা। সিরামিক আলোয় কবিতা নিয়ে ভাবতাম। আমি এবং পাশে শুয়ে থাকা কুকুরটা বিষন্ন হয়ে থাকতাম। ধূষর একটা ক্যানভাস, রাত তিনটে, সিরামিক বাতি, আমি এবং একটি কুকুর, চায়ের দোকান, একজন রিকশা চালক সিগারেট হাতে, সাই সাই করে ছুটে চলে ট্রাক, বাস, গলির মোড়ের আবছায়ায় দাড়ানো গণিকা। শহরের এই বিচিত্র চিত্রটির সঙ্গে বেশ পরিচয় আছে।

একটা বর্ষা রাতে বের হয়েছিলাম, তখনও দেখেছি শহর জেগে আছে। বর্ষায় বড় অদ্ভুত লাগে। বৃষ্টির ফোঁটাগুলো জোনাকির মত ঝিলমিল করে। শান্ত রাস্তা দিয়ে জলকেলি খেলতে খেলতে চলে যায় দূরপাল্লার গাড়ি। ছাতার নীচে দেখা যায় সিগারেটের ধোয়া। গলির মোড়ের গণিকাও ঘুম যায় শান্ত নীরব ঝিমঝিম বর্ষায়। শুধু সেই কুকুরটি, দোকানের নীচ থেকে মাথা বের করে চিনে নেয়, রুটির আবদার করে।

কার্তিক অথবা হেমন্তের সন্ধ্যায় রায় সাহেব বাজার মোড়ে বড় চাঁদকে দেখা যায় কোন টাওয়ারে লটকে থাকতে। জীবনানন্দের সেই কার্তিকের জোৎস্না শহরে উপভোগ করা যায় না। কৃত্রিম আলোর ঝলমলে আবরণে বিবর্ণ চাঁদ মেঘের আড়ালে চলে যায়। তখন হয়ত আমি জানালার ফাঁক গলে খুঁজে ফিরি নিঃসঙ্গ চাঁদ, শিরিষের ডালে বসে থাকা একাকী পেঁচা, কিংবা ঘুমন্ত নদীর কলকল মোহনা।

পৌষের রাতে একটা ফিনফিনে চাদরে আবৃত হয়ে বের হই, ডিসেম্বরের একটা বিকেলে চায়ের কাপ হতে সন্ধ্যা নামাই, ফেব্রুয়ারির মধ্যরাতে ভাষা শহিদের ব্যঞ্জনা করি। কখনো শহরটিকে ঘুমোতে দেখিনা। ভোরের দিকে কুকুরটিও ঘুমিয়ে যায়। শহরটা জেগে থাকে। একটা ব্যাস্ত রাতে ফটোগ্রাফি করি। পরাবাস্তব জীবনের ভবিষ্যৎ চিন্তা করে ঘুমুতে যাই। আহা জীবন, কি অনিন্দ্য, কি অদ্ভুত! ঠিক শহরের মত গতিশীল।

ছবিঃ নিজের তোলা
৩০ জ্যৈষ্ঠ, ১৪৩০
বাংলাবাজার

মন্তব্য ১৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২৩ ভোর ৬:৩৫

নাহল তরকারি বলেছেন: সুন্দর।

১৪ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৪

অধীতি বলেছেন: ধন্যবাদ।

২| ১৪ ই জুন, ২০২৩ সকাল ৭:২৭

অপু তানভীর বলেছেন: ঢাকা শহর ঘুমায় না । অন্তত কয়েকটা জায়গা কখনই ঘুমায় না । তবে রাতের ঢাকার চেহারা একেবারে আলাদা । একেবারে ভিন্ন । গতশীতে বাসা থেকে ফেরার সময় ট্রেন লেট করলো । ঢাকায় পৌছানোর কথা ছিল রাত দশটার দিকে সেই ট্রেন এসে হাজির হল রাত দুইটার পরে । কমলাপুরে থামার আগে কিছুটা সময় থামলো তেজগাও । তারপর কাওরান বাজারের পাশ দিয়ে গেল । আমি দরজায় দাড়িয়ে কাওরানবাজার দেখলাম । প্রতিদিন আমি এই কাউরান বাজার দিয়েই যাই অথচ রাতের এই কাওরানবাজার একেবারে অন্য রকম মনে হল। তখনও সেখানে দিনের মত কর্ম ব্যস্ততা অথচ চেহারা একেবারে ভিন্ন !

১৪ ই জুন, ২০২৩ বিকাল ৫:২২

অধীতি বলেছেন: রাতের রূপ অবর্ণনীয়। অচেনা, ভৌতিক, হিমহিমে, নান্দনিক।

৩| ১৪ ই জুন, ২০২৩ সকাল ৮:২৫

রানার ব্লগ বলেছেন: আমি ঘুমালেই শহর ঘুমায়।

১৪ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৩

অধীতি বলেছেন: এটাই, আমার শহর আমার সাথেই ঘুমায়।

৪| ১৪ ই জুন, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: আবেগ থেকে লেখা বলেই, অন্যের আবেগে গিয়ে ধাক্কা দিতে সক্ষম।

১৪ ই জুন, ২০২৩ বিকাল ৫:২১

অধীতি বলেছেন: আপনি চমৎকার মানুষ। কিছু কিছু জিনিস ধরে ফেলেন।

৫| ১৪ ই জুন, ২০২৩ দুপুর ২:৪১

মোঃ মাইদুল সরকার বলেছেন:
শহরের কিছু কিছু অংশ ঘুমায়না, অবকাশ পায়না তাই জেগে থাকে।+++++

১৪ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৪

অধীতি বলেছেন: নির্ঘুম শহরে কিছু কাল আমরাও ঘুমাই না।

৬| ১৪ ই জুন, ২০২৩ বিকাল ৫:২৬

নিবর্হণ নির্ঘোষ বলেছেন: আপনার এই লিখাটা

এই অনুভূতিটা একটা কবিতা হয়ে গেছে । দারুণ রোমান্টিক লিখা লিখলেন । রাত নিয়ে দারুণ অনুভূতি আওড়ালেন । মনটা ভালো হয়ে গেল আমার !!

আর ছবিগুলো তো বিস্ময়ে তাকিয়ে থাকবার মত !!

০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:১৬

অধীতি বলেছেন: অনেক ধন্যবাদ প্রিয়। শহর নিয়ে লিখে ফেলুন।

৭| ১৪ ই জুন, ২০২৩ রাত ৯:২১

রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন, সেটা জানতে।

ধন্যবাদ। ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.