![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগটা দিনকে দিন বোরিঙ হয়ে যাচ্ছে। তাই চলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা আজকের দিনের জন্য এই পোস্টে সুখ দু:খের কথা বলে দু:খটাকে হালকা করি। বিশেষ দ্রষ্টব্য সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও এখানে মন্তব্য করতে পারবেন। আসেন শুরু করি।
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৮
অদীত বলেছেন: বেতন ভালো পাই, তবে কিছু পেইন থাকেই। ছাত্রী-প্রশাসনিক আরো অনেক কিছু মিলিয়েই। তবে অন্যদেরটা জানতে আগ্রহী, সবাই কি আমার মতোই এমন পেইনে থাকেন কি না।
২| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫১
রাকীব হাসান বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক আপনি?
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫
অদীত বলেছেন: নাম উহ্যই থাকুক ।
৩| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫১
তিতাস একটি নদীর নাম বলেছেন: আমি পাবলিকে সহকারী অধ্যাপক পদে আছি---কিন্তু ছেড়ে দিচ্ছি খুব শীঘ্রই। প্রাইভেটে ট্রাই করব।
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬
অদীত বলেছেন: ভালো সিদ্ধান্ত। তবে পেইনটা কি পলিটিক্সের ভাই?
৪| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫
আরজু পনি বলেছেন:
আমি গরীব মানুষ তাই মন্তব্য করার কোন সুযোগ নাই এখানে ।
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৬
অদীত বলেছেন: মন্তব্য করতে তো আর পয়সা লাগে না রে ভাই।
৫| ১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৮
নিষ্কর্মা বলেছেন: বাংলাদেশে আমার জানা মতে সরকারি বিশ্ববিদ্যালয়ে বেতন কম আর পলিটিক্স সমস্যা, প্রাইভেটগুলোতে মালিক পক্ষের চাপ সবচেয়ে বড় সমস্যা।
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৫৯
অদীত বলেছেন: ধন্যবাদ।
৬| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১০
স্বপ্নবাজ অভি বলেছেন: স্যার ছাত্ররা কি পারবে মন্তব্য করতে ?
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:১২
অদীত বলেছেন: করতে পারেন, তবে পরিচ্ছন্ন যেন থাকে।
৭| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৩৯
এম এম হোসাইন বলেছেন: @তিতাস একটি নদীর নাম
পাব্লিক ছেরে প্রাইভেটে যাওয়ার কারনটা কি এক্টু বলবেন প্লিজ।
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৬
অদীত বলেছেন: বলেন না ভাই।
৮| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪০
দুরন্ত-পথিক বলেছেন: স্যার,আমি ছাত্র তাই আপনার মত আমার কোন পেইন নাই।
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৭
অদীত বলেছেন: আপনাদের পেইন না থাকাই স্বাভাবিক। পেইন তো পোহাতে হয় শিক্ষকদের।
৯| ১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪২
এম এম হোসাইন বলেছেন: ''সরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসররাও এখানে মন্তব্য করতে পারবে''
লেকচারাররা পারবে না?
[আমি কিন্তু এর মধ্যে পরি না]
১৮ ই জুন, ২০১৩ রাত ১১:৪৮
অদীত বলেছেন: শিক্ষক না হইলে মন্তব্য না করাই ভালো।
১০| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:১০
ইকরাম বাপ্পী বলেছেন: স্যার আমি ছাত্র। আমার কাছেতো আপনিই বড় পেইন। আপনারো তাহলে পেইন আছে? ইশ শুনে যে কী মজা লাগতেছে!!!!! অনেকেই বলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যদি ভালো সম্পর্ক করা যায় তাহলে ফলাফল ভালো হয়। আপনার মতামত কী? শিক্ষকরা কী মূল্যায়নের সময় নিরপেক্ষ থাকতে পারেন না?
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৭
অদীত বলেছেন: ভালো সম্পর্ক হলেই যে নাম্বার ভালো দিব, তা কিন্তু নয়। সবকিছুই নিজের উপর।
তবে কিছু শিক্ষক মূল্যায়নের সময় নিরপেক্ষ থাকেন না, তা-ও দেখা যায়। তবে ভালো মন্দের মিশেল তো সবখানেই। ফেরেশতাদের সাথেও ইবলিশও তো ছিল।
১১| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:১৯
শহুরে আগন্তুক বলেছেন: ২৮ তারিখ থেকে ফাইনাল পরীক্ষা । এক দিন করে বন্ধ । ভেবেছিলাম ৬ তারিখ থেকে পাওয়া গরমের ছুটিতে পড়াশুনা করবো । কিন্তু এক বিশিষ্ট বিজ্ঞ শিক্ষক এমন একটা রিপোর্টের কাজ ধরিয়ে দিলেন (Valuation….Fu wang ceramics এর বিগত ৫ বছরের ডাটার ভিত্তিতে পরের ৫ বছরের Forecasting ). এক সপ্তাহ ধরে এই করছি । রিপোর্টের টোটাল পার্ট হবে ১১ টা । দিন রাত পিসি –তে কাজ করে আজ এক সপ্তাহে মাত্র একটা পার্ট শেষ হল এবং সেটাও ভূল হয়েছে ।
ইচ্ছা করতেছে স্যারকে একটা কিছু করে নিজে সুইসাইড করি !
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:২৮
অদীত বলেছেন: এটা অমানবিকই বটে। ঐ শিক্ষকের কোন গবেষণার কাজের অংশ কি সেটা?
১২| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫
বর্ণান্ধ বলেছেন: পোলাপাইন খালি সবকিছুতে 'ফান' চায়, এটা আমার কাছে মাঝে মাঝে পেইন মনে হয়। স্টান্ডার্ড পার্সেন্টেজ রাখতে গিয়ে মাঝে মাঝে এ+ এর হার বাড়াতে হয় এটা আর একধরনের পেইন।
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৯
অদীত বলেছেন: হমম ভাই, এটাও সত্যি। খানিকটা রিল্যাক্স চায়। আমাদের আবার এ প্লাস বাড়াতে কমাতে হয় না। শিক্ষকরা খানিকটা স্বাধীন।
১৩| ১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫
শহুরে আগন্তুক বলেছেন: না বোধহয় । পেইন দেওয়া আরকি । সুযোগ যখন পেয়েছেন ছাড়বেন কেন ?
আমার ধারণা ইউনিভার্সিটিতে শিক্ষকরা লেকচারার হিসেবে সুস্থ মানুষ হিসেবেই ঢুকেন । কিন্তু প্রমোশনের সাথে সাথে পাগল হতে থাকেন । প্রোফেসর পর্যায়ে যাওয়ার পর তাদের থেকে দূরে থাকা উচিত সবার ।
১৯ শে জুন, ২০১৩ রাত ১২:৪০
অদীত বলেছেন: না এটা ঠিক না। মানুষ প্রমোশনে পাগল হন না। জ্ঞানের প্রসার ঘটে, খনিকটা বিচ্ছিন্ন হয়ে যায়।
১৪| ১৯ শে জুন, ২০১৩ রাত ১:০৩
রমিত বলেছেন: আমাদের বর্তমান সমাজে পেশাজীবিদের মধ্যে আমরা শিক্ষকরাই সবচাইতে বেশী অবহেলিত। Click This Link
২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৮
অদীত বলেছেন: পড়লাম ভালো একটি লেখা।
১৫| ১৯ শে জুন, ২০১৩ রাত ২:১৩
ধুম্রজ্বাল বলেছেন: পেইন নাই এমন কোন জগৎ আছে ?কোন নাটক, সিনেমা ?
২৩ বছর একই জায়গায়। কোনদিন পেইন খুজি নি।বরন্চ প্রতিদিন নুতন করে কর্মস্থলের প্রেমে পরেছি।
নিজের চাকরীকে ভালবাসুন।জীবন অনেক সুন্দর
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪০
অদীত বলেছেন: সত্য কথা ধন্যবাদ।
১৬| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:০৪
ইকরাম বাপ্পী বলেছেন: প্রফেশনাল হ্যাজার্ড বলে একটা কথা আছে। বিশ্ব বিদ্যালয়ে ঢুকার আগে যখন প্রফেশনাল পড়া লেখার একটা আশংকা দেখা দিয়েছিলো তখন এর সাথে পরিচয়। তখন বুঝি নাই। পড়ার সাথে যখন পার্ট টাইম করা শুরু করলাম তখন এর সাথে পরিচয় হতে শুরু হলো। এখনও পরিচয় পর্ব চলছে। কিন্তু এটা ছাড়া যে প্রফেশন নাই তা বুঝতে পারি। কিন্তু আরেক জনের জন্য কী এটা তৈরি করে দেওয়া ঠিক? ঠিক না। কিন্তু আমরা অনেকেই তা করি। এটা করার সময় আমার এখনও আশে নাই।
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪০
অদীত বলেছেন: ধন্যবাদ।
১৭| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:০৫
আতা2010 বলেছেন: মেয়েদের আসল শত্রু হল মেয়েরা।নাহলে কি করে ম্যাজিস্ট্রেট সাবরিনা একজন মেয়ে হয়ে অন্য এক মেয়ের যৌন নির্যাতনকারীকে জামিন দিতে পারে???
অভিযুক্ত ওই জারজের জামিন প্রার্থনা করে আবেদন করেন তার আইনজীবী নপুংসক জারজ তাপস চন্দ্র দাস। আর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাংলাদেশের নারীজাতির কলঙ্ক সাবরিনা নামের এক গনিকা মহিলা ওর জামিন মঞ্জুর করে পাঁচ হাজার টাকা মুচলেকায়
পুরান ঢাকার সেন্ট্রাল গার্লস হাইস্কুলের এক ছাত্রীকে (১৬) যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক বাসুদেব কুমার রায়কে (৩৮) জামিন দিয়েছেন আদালত।
Click This Link
আমার মনে হয় বাংলাদেশের নারীজাতির কলঙ্ক সাবরিনা নামের এক গনিকা মহিলার নিজের রেট !!!!!!!!!!! পাঁচ হাজার টাকা !!!!!!
নাহলে কি করে সে নিজে একজন মেয়ে হয়ে অন্য এক মেয়ের ধর্ষককে জামিন দিতে পারে ???????????
কয়েকদিন আগে একটি হিন্দু মেয়ের ধর্ষণ ও কথিত ধর্মান্তরকরণ নিয়ে ফেসবুক/ ব্লগ উল্টে ফেলা হলেও আজ খবর হওয়া এই ধর্ষক হিন্দুটিকে নিয়ে কেউ কিচ্ছু বলবে না।
ইন্সেস্ট সম্পর্কের দ্বারা জম্ম নেয়া হিন্দুরা পান থেকে চুন খসলে ধুতি তুলে ফালাফালি শুরু করে দেয়, কিন্তু মুসলমানরা হিন্দু শিক্ষকদের ধারাবাহিক ধর্ষণের ঘটনায় কোন উদ্বেগ প্রকাশ করছে না।
হিন্দু দের বড় বেশি পাখা গজাইছে। চিরতরে ধ্বংস হবার পূর্ব লক্ষন এটা ।
আমাদের বাংলাদেশের মুসলমানদের চামড়া কি গণ্ডারের চামড়াকেও হার মানিয়েছে????????????????? আমরা বাংলাদেশের মুসলমানরা আর কত কাল এই হিন্দু জারজদের দ্বারা নির্যাতিত হব ?????????????
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৪১
অদীত বলেছেন: অফ টপিকটা না নিয়ে আসলে ভালো করতেন।
১৮| ১৯ শে জুন, ২০১৩ সকাল ১০:১৭
ইমরাজ কবির মুন বলেছেন:
স্যার ছাত্রীরা কি পেইন দেয় তা দয়াপূর্বক জানাবেন কি ?
আমার বছরখানেকের জন্য প্রাইভেট ইউনির শিক্ষক হওয়ার ইচ্ছা আসে, জানা থাকলে ভাল হতো আর কি ||
১৯ শে জুন, ২০১৩ দুপুর ১২:৫৮
অদীত বলেছেন: তরুণ শিক্ষকদের যা হয় আর কী। অপলকে চেয়ে থাকা, ভালো লাগার ভাব, এইসব আর কী। তবে সবকিছু নিজের উপর একটু মটিভেট করলেই হয়।
১৯| ১৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫
স্বপ্নচারিণী কবিতা বলেছেন:
স্যার, আমি এক স্যারের প্রেমে পড়েছিলাম খুব গভীরভাবে। সেই স্যারের সাথে অনেক কথা হত। সে কি বুঝতনা? নাকি বুঝেও না বুঝার ভান করত?
২০ শে জুন, ২০১৩ রাত ১২:২১
অদীত বলেছেন: আমার মনে হয় বুঝেও না বুঝার ভান করত। শিক্ষক তো ।
২০| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৩৫
আরজু পনি বলেছেন:
আপনিতো শিরোনামে নির্দিষ্ট করে দিয়েছেন কাদের কথা বলার সুযোগ আছে
আমার প্রথম মন্তব্য্ওে তো বলতে পারতেন যে, ঠিকাছে গরীব হইছেন তো কি হইছে, শিক্ষক, শিক্ষার্থী যা কিছু একটা অভিজ্ঞতা শেয়ার করে যান...তাতো বলেন নি
এখন ঘুমে চোখ খোলা রাখতে পাচ্ছি না, পরে শিক্ষকদের কি পরিমাণ জ্বালাইছি জানাবোনে
২১| ২০ শে জুন, ২০১৩ রাত ১২:৪০
গ্রামের মানুষ বলেছেন:
লেখক বলেছেন: শিক্ষক না হইলে মন্তব্য না করাই ভালো।
আমি গেরাম গঞ্জের অন্ধ-কালা মানুষ, তাই এমন গুরুত্বপূর্ণ পোষ্টে মন্তব্য করা থেকে বিরত থাকলাম।
গেরামের মাইনষে আমারে এমনে এমনে ক্যাডা বুড়া ডাকে না! এমুন একটা পোষ্টেও সাম্প্রদায়িকতার গন্ধ খুঁইজ্জা পাই!!!
২২| ২০ শে জুন, ২০১৩ রাত ১:০৮
তামিম ইবনে আমান বলেছেন: প্রাইভেট ভার্সিটিতে পড়ানোর চাইতে পাব্লিকে পড়াতে মজা মনে হয়। প্রাইভেটের পোলাপাইন বোরিং।
২০ শে জুন, ২০১৩ দুপুর ২:১২
অদীত বলেছেন: মেধার মানের একটা বিষয় আছে। পাব্লিকের ছাত্ররা যে শ্রমটা দেয়, প্রাইভেটে অনেকের মধ্যে আপনি তা পাবেন না।
২৩| ২০ শে জুন, ২০১৩ রাত ১:২৪
মুশাসি বলেছেন: বাবা মা শিক্ষক, ছোট থেকেই ইনাদের লাইফটা দেখে আসছি। শিক্ষকদের সবচেয়ে বেশি রেস্পেক্ট করি। কিন্তু জীবনে কখনো শিক্ষক হবো না সেই নাইন টেনের সিদ্ধান্ত।
২০ শে জুন, ২০১৩ দুপুর ১:৫৮
অদীত বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ রাত ১০:৪৫
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
কোন বিশ্ববিদ্যালয়ের কোন বিষয়ের শিক্ষক আপনি? কি দুঃখ আপনার? আমি স্টুডেন্ট কিন্তু আপনাদের দুঃখ জানতে মন চায়