নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মনটা বড়ো বর্ণচোরা। সে নানা রকম বর্ণ ধারণ করতে খুব পটু। এই রঙ হলুদ,নীল, বেগুনী কিংবা আকাশী নয়, অদৃশ্য কিছু হাজার রকম রঙের ছুড়োছুড়ি এ মনে।।ফেসবুকের: অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে

একজন অদ্ভুত মানুষ

মধ্যবিত্তের ছেলে › বিস্তারিত পোস্টঃ

মানসিকতার অমানসিকতা

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৮

মানসিকতা! মানুষ হয়ে জন্ম নিয়েছি যখন মানসিকতা ত থাকবেই। খোদা যখন পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণি হিসেবে বানিয়েছেন তখন অদৃশ্য এই গুণ আমাদের মস্তিষ্কের ভিতরেই বসিয়ে দিয়েছেন। আর মনুষ্যজাতিকে পৃথিবীর অন্যান্য জাতি থেকে আলাদা প্রমান করতে গিয়ে আমরা মানসিকতাকে কাজে লাগাই। আসলে এই মানসিকতা একটা এমন গুণ যা ভাল-মন্দ বিচারের সময় পুংখানুপুংখ ভাবে ব্যবহার করি।
কেননা, বিশ্বপরিক্রমা যখন সময়ের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে আজ আমাদের মানসিকতা নয় মানবিকতাও ভুলক্রমে লাইনচ্যুৎ হয়ে হিংস্র হায়েনার মত আমরা দুর্বলকে খুব সহজে ক্ষতি করতে থাকি। আর কিছু কিছু মানব তো এই দুর্বলের উপর অত্যাচার নিত্যনতুন কর্মসংস্থানে পরিণত করে ফেলেছে। এই যেমন ধরুন, আমাদের মত উন্নয়নশীল দেশ যখন ভীনদেশীদের নিরপরাধ কাজকে অনুসরণ করে আমার দেশের তরুন বালক-বালিকা গুলো বলছে, আমি ত জানতামই না ধর্ষণ একটা অপরাধ!! বাস্তবিক অর্থে এই বাক্যটা শুনে হয়ত আপনার, বাহ বাহ দিতে ইচ্ছে করবে এই নির্বোধ বাচ্চাগুলোর বাবা-মা কে। "নির্বোধ"!! আসলে শুশীল পরিবার থেকে যা শেখার কথা ছিল তা যেহেতু জন্ম পরবর্তি সময় থেকে না শিখে অশিক্ষিতই রয়ে গেছে সেখানে ত নির্বোধ বলাই যায়। একটু ভেবে দেখুন, আমি-আপনি ঠিকই এই শিশুদের কাছে একেবারেই অবলা। হে হে হে, অবলা, কারন আমি-আপনি আজোও কোনো নারীকে কিভাবে ফাঁদে ফেলে দিতে হয় তা শিখতে পারি নি। আজ না হোক কাল কিংবা পরশু যেদিন এই নির্বোধ বাচ্চাগুলো আপনারই সামনে হাতে বিড়ি জ্বালিয়ে বলবে, " দে, বিড়ির শেষ টান মানে ১৮ বছরের কম বয়সী কিশরীর....। আমার যেখানে লিখে প্রকাশ করতে লজ্জা করছে সেখানে তাদের বলতে একটুও দ্বিধা হয় নি। আসলে দোষ কাদের দেবেন?!! প্রশ্ন করুন ত নিজেকে? ভাবছেন এই উত্তর খুঁজে আপনার লাভ কি হবে! আরে! লাভ-ক্ষতির হিসাবটা না হয় আপনি ব্যবসায়ীমহলের হাতেই ছেড়ে দিন। ভাবুন, আপনার স্ত্রী অথবা বোন নয়ত আপনার মেয়ে যখন এই সাত রঙে রঙিন দুনিয়াতে পা দিতেই মুখিয়ে থাকা হিংস্র মানবরূপী জ্বীভ থেকে লালা গড়ানো হায়নাগুলোর চোখে পরে যাবে তখন তার আশ্রয় দিতে হলে আপনারই আসতে হবে। নরম মাংস লোভী এই মানুষগুলো যখন কোনোদিনই স্বাভাবিক মানুষে পরিণত হতে পারবেই না তখন আমার-আপনারই সজাগ থাকতে হবে। আবার এদিকটাও ছোট বেলা থেকে শুনে আসছি এক হাতে তালি বাজে না। কিংবা, নারী, তুমি ত টক তেঁতুলের মত, দেখলেই জ্বীভে জল চলে আসে। বলি কি, জ্বীভে জল তখনই আসবে যখন জল চলে আসার মত ইঙ্গিত আমাদের মা-বোনরা ছুড়ে দেবেন। আবার হ্যা, বিপদে পরে যাওয়ার পর এই নারী জাতি ঠিকই আইনের আশ্রয় নিয়ে নেয় যখন আর করার কিছুই থাকে না।
আসলে আমি একটা জিনিস এখনোও বুঝি না, পুলিশি কেইস ত সেটাই হবে যা কিনা ধর্ষণ। অর্থাৎ, ছেলেটির পুর্ণ ইচ্ছাতে আর মেয়ের পুর্ণ অনিচ্ছাতে মিলতে হয়। আর বর্তমানে পুলিশি কেইস হয় ওই ধর্ষণ মামলাটিই যেটির blur করা ছেলেটির মুখ সংবলিত ভিডিওটি ১৮+ website এ ফ্রিতে আপলোড দেওয়া হয়। স্বাভাবিকভাবেই তখন মেয়েটিকে তার পরিবারের কাছে নির্দোষ প্রমানের জন্য আইনের আশ্রয় নিতেই হয়।।

বুঝাতে পেরেছি হয়ত। আসলে আপনি নিজেও তা বুঝেন। পার্থক্য এটাই আমি বলে দিয়েছি আপনি নিজের মধ্যে কথাগুলো সুপ্তাবস্থায় রেখে দিয়েছেন। হে হে....

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৩৯

সূর্যালোক । বলেছেন: ভালো লিখেছেন ।
মধ্যবিত্ত পরিবারের এই গল্পটি কেমন মধ্যবিত্ত পরিবারের অনুগল্প । পড়ার অনুরোধ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০২

মধ্যবিত্তের ছেলে বলেছেন: ধন্যবাদ সূর্যোলোক

২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৭

সনেট কবি বলেছেন: ভাল লিখেছেন।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৬

মধ্যবিত্তের ছেলে বলেছেন: ধন্যবাদ সনেট কবি।

৩| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:১০

রাজীব নুর বলেছেন: সৎ ব্যক্তিটি সম্পর্কে সোসাইটি যা বললো:
.
শুয়োরের বাচ্চায় ঘুষ খায় না।

২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫১

মধ্যবিত্তের ছেলে বলেছেন: রাজীব ভাই, সবাই কি আর সুষ্ঠুভাবে ঘুষ খেতে পারে!!

৪| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৬

বিচার মানি তালগাছ আমার বলেছেন: নতুন এক কাহিনী শুরু হইছে, বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ। বাহ! কী চমৎকার! খাটে যাওয়ার আগে হুঁশ ছিল না, এখন বিয়ে করবে না বলাতে ধর্ষণ হয়ে গেল?

৫| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৯

মধ্যবিত্তের ছেলে বলেছেন: এটা সুশীল সামাজিকতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.