![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুলের প্রতি ভালবাসা নেই এ রকম মানুষ খুব কমই পাওয়া যাবে। পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে নানা ফুলের সমাহার । এর মধ্য থেকে সবচেয়ে সুন্দর ও নজরকাড়া কিছু ফুলের ছবি ও সংক্ষিপ্ত বর্ণনা এখানে দেওয়া হলো-
Cherry Blossom
জাপানী এই ফুলটি বসন্তের শ্রেষ্ঠ উপহার।এর সবচেয়ে সুন্দর রং হলো সাদা এবং গোলাপী।
Canna
এর ফুলগুলো শুধু সুন্দর নয় বরং এর পাতাগুলোও খুব সুন্দর (অনেকটা কলা পাতার মতো)।
Bird of paradise
এটির আকৃতি এবং রং এর জন্য এটিকে এই নামকরণ করা হয়েছে, সাধারনণত এটি দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়।এটিকে অবশ্য crane flower ও বলা হয়।
Hydrangea
এটি অনেকটা তুষার বলের মত। এটি বিবাহ অনুষ্ঠানে খুব ব্যবহৃত হয়।
Calla Lily
ফুলটি দেখতে আসলেই খুব সুন্দর,কিন্তু এই সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে বিষ।এই গাছটির প্রতিটি অংশ বিষাক্ত যা গবাদীপশু এবং বাচ্চাদের মৃত্যু ঘটাতে পারে।
Black Eyed Susan
এটি একটি বন্য ফুল, তবে এটির উজ্জ্বল সোনালী-হলুদ পাপড়ি আর মাঝের গাড় কাল অংশটি সহজেই একে চিনতে সাহাজ্য করে।
Bleeding Heart
এই ফুলটি এপ্রিল-জুনের দিকে দেখা যায় ।এটি সাধারণত সাদা,লাল অথবা গোলাপী রং এর হয়ে থাকে। দূর থেকে দেখলে মনে হয় একটি সারিতে যেন অনেকগুলো হৃদয় ঝুলছে।
Blue Bells
এরা দু;খ ও নিঃসঙ্গতার প্রতীক। বসন্তে অনেক ইউরোপীয়ান কাঠ এ ফুল দ্বারা চাদরের মত ঢেকে যায়।যখন গাছগুলো পুরো নীলে ছেয়ে যায় তখন এদের স্বর্গীয় বৃক্ষের মত দেখা যায়।
Lantana
ফুলগুলো অনেক রং এর হয়ে থাকে ,এগুলো সাধারণত ঝোপ-ঝাড়ে জন্মে । বয়স বাড়ার সাথে সাথে ফুলের পাপড়ির রং বদলাতে থাকে।
Rose
গোলাপের সৌন্দর্য নিয়ে আর কিইবা বলার আছে ,কারণ এর সৌন্দর্য সম্পর্কে জানে না এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না।
Dendrobium
এ ফুলগুলো খুব ছোট কিন্তু ফুলগুলো এত সুন্দর যে, প্রথম দর্শনেই মানুষ এটিকে পছন্দ করে ফেলবে। এ গাছটি এত সুন্দরভাবে গড়া যে , এটিকে যাদুকরী এক গাছ মনে হয়
Oriental Poppy
এই ফুলটির রং আসলেই কমনীয় এবং চোখ ধাঁধানো। বসন্তে ফুল দেওয়ার পর গাছটি পুরোপুরি মারা যায় এবং পরবর্তী শরতের বৃষ্টির সময় গাছে আবার পাতা দেখা দেয়।
Ixora
এটি সাধারণত ওয়েস্ট ইন্ডিয়ান জেসমিন নামে পরিচিত। হিন্দুরা তাদের পূজোয় এগুলো ব্যবহার করে এবং সাধারণ জনসাধারন এগুলো ঔষধ হিসেবেও ব্যবহার করে।
Lily of the Valley
ফুলটি খুব সুন্দর এবং এর ঘ্রাণও খুব সুন্দর। এ ফুলটিকে নিয়ে অনেক পৌরাণিক কাহিনী আছে।
Colorado Columbine
এটি পাথুরে পাহাড়ে জন্মায়। এটি Colorado এর ১৪০০০ ফিট পর্বতে যারা আরোহণ করে তাদের জন্য একটি উপহার।
১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:২৫
অগ্রপথিক... বলেছেন: ধন্যবাদ
২| ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৪০
শান ই মিল্লাত বলেছেন: সুন্দর ফুলের সুন্দর ছবি। প্রিয়তে+++
১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৩
অগ্রপথিক... বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৪১
বিশ্বাসী বলেছেন: ওয়াও ! সো বিউটিফুল !!
১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৪
অগ্রপথিক... বলেছেন: ধন্যবাদ
৪| ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৪৫
ঘুমন্ত আমি বলেছেন: খুব সুন্দর।প্লাস
১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:৫৪
অগ্রপথিক... বলেছেন: ধন্যবাদ
৫| ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:১৩
তারেকমামু বলেছেন: Blue Bells,
Lily of the Valley
.......
Purai bosss.......
১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪০
অগ্রপথিক... বলেছেন: ধন্যবাদ
৬| ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:২৯
সানজিদা হোসেন বলেছেন: খুব সুন্দর
১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৯:৪০
অগ্রপথিক... বলেছেন: ধন্যবাদ
৭| ১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ১০:৫৩
আশরাফ মাহমুদ মুন্না বলেছেন: .
সাধারণভাবে পোষ্টটি সুন্দর হয়েছে, তবে ব্লিডিং হার্ট নামে ফুলটির অবয়বের সাথে নামের এত সুন্দর মিল দেখে জোশ্ লেগেছে। হয়তো নামের সাথে আকৃতির মিল আছে এমন অনেক ফুল রয়েছে, তবে যেহেতু এটা হার্ট এবং সবচাইতে আলোচিত বিষয় কবি-সাহিত্যিক-শিল্পী এবং বিজ্ঞান জগতে, তাই এটার আবেদন অন্যগুলোর তুলনায় একটু বেশীই হবে। আপনি কী বলেন?
ধন্যবাদ।
১৯ শে নভেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:০৩
অগ্রপথিক... বলেছেন: আমার কাছেও তাই মনে হয়,ফুলটার আরেকটি ছবি দেখুন-
৮| ২৮ শে ডিসেম্বর, ২০১১ রাত ২:১২
রাতুল_শাহ বলেছেন: প্রিয়তে রাখলাম।
২৮ শে ডিসেম্বর, ২০১১ ভোর ৬:৫৫
অগ্রপথিক... বলেছেন: ধন্যবাদ
৯| ৩০ শে জুলাই, ২০১২ দুপুর ২:৩৮
নিভৃত সরল ভাবনা বলেছেন: সুন্দর ফুলের সুন্দর ছবি। প্রিয়তে+
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১১ সকাল ৮:১২
সৌভিক ঘোষাল বলেছেন: সুন্দর সব ছবি। ধন্যবাদ।