![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্ম আমার শনিবার। শনির দশা বলে যদি কিছু থাকে, তবে তা আমার জন্য একশত ভাগ সত্য হবে। __________________ এই পৃথিবীর মধ্যে ছিল অনন্ত এক শীতলপাটি। অনেক দাঙ্গা ঝগড়াঝাঁটি পার হয়ে তাই ভালবাসা জাগিয়েছিল অনেক আশা, ফুটিয়েছিল অজস্র রং খানিকটা তার গদ্যে এবং খানিকটা তার পদ্যে ছিল। ______________ আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, এ ধরাতে তারেই খুঁজে হলাম পরবাসী বন্ধ চোখে রুপ দেখি তার, দু'চোখ মেলে পাইনা খুঁজে তারে
ছবি তোলার জন্য বর্তমানে মোবাইল ফোন এখন একটি অতি সহজ মাধ্যম। যদিও বিভিন্ন মডেলের মোবাইলে ক্যামেরা অপসন বিভিন্ন রকম হয়ে থাকে। তারপরও ভাল ছবি আমরা সবাই তুলতে চাই। ভাল ক্যামেরার অভাবে ভাল ছবি তুলতে পারছেন না, এমন যারা ভাবছেন, তাদের জন্য মোবাইল ফোন থেকে ভালভাবে ছবি তোলার কিছু সহজ টিপস শেয়ার করলাম।
Step 1: ছবির মাপ এবং মান নিয়ন্ত্রন করুন
প্রত্যেকটি হ্যান্ডসেটের ক্যামেরা অপসন আলাদা আলাদা, কিন্তু কয়েকটি অপসন সব সেটেই একই রকম থাকে। আপনার মোবাইলের মেনু-তে গিয়ে ক্যামেরা অপসনে যান, সেখান থেকে সবচেয়ে Best Quality & Size সিলেক্ট করুন। সাধরণ মোবাইলের ক্যামেরা গুলো VGA হয়ে থাকে যার মান 0.3 Megapixel বা তার চেয়ে কম হয়ে থাকে। অপরদিকে SVGA ক্যামেরা গুলো 0.5 - 5.3 Megapixels এর হয়ে থাকে। Best Quality & Image Size সিলেক্ট করায় আপনার মোবাইলের মেমরী খরচা হবে বেশী। কিন্তু ভাল ছবি তোলার জন্য এটা আপনাকে অব্যশই মেনে নিতে হবে।
Step 2: কিছু কমন সেটিং ঠিক করে নিন
ছবি তোলার আগে, সেটিংস থেকে দেখে নিন ক্যামেরাটিতে indoor or outdoor conditions or low light- সেটিংস আছে কি না। Options গুলো পরিবর্তন করে Result গুলো ভালভাবে পর্যবেক্ষন করুন। এই সেটিং গুলো আপনার Creativity-র উপর নির্ভর করবে।
Step 3: White Balance
White Balance ছবি তোলার Object-টির রংয়ের বিভিন্নতা এবং রংয়ের Temperature-এর নির্ভর করে Adjust করতে হয়। উদাহারন স্বরুপ, দিনের আলো সাধারণত ক্যামেরায় উজ্জ্বল নীল হয়ে থাকে, অপরদিকে বৈদ্যুতিক বাতিতে ক্যামেরায় হলুদ, কমলা এমনকি সবুজ রং আসতে পারে। সেক্ষেত্রে, আপনার ফোনের ক্যামেরা অপসনের White Balance আলোর অবস্থার উপর match করে নিন। এতে আপনি বেশী Natural colour পাবেন।
Step 4: Exposure and ISO
Exposure and ISO সাধারণত ক্যামেরার সাটার দিয়ে কতখানি আলো ভেতরে প্রবেশ করবে, সেটি নির্ধারন করে। তাই dark environment-এ
Exposure and ISO দুটোই High Level-এ রাখুন।
চলবে.......
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২১
অহেতুক অকারণ বলেছেন:
কানা বাবা, আপনার কথা বুজবার পারলাম না, একটু খোলাসা কইরা কন।।
২| ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৫
হাসিব মাহমুদ বলেছেন: খাইচে ! ভিজিএ ক্যাম্রাঅলাগো লাইগ্গা এক্সপোযার আর আইএসও !
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:২৭
অহেতুক অকারণ বলেছেন:
হাসিব ভাই VGA ভাইদের জন্য প্রথম দুইটা টিপস কাজে দিতে পারে অন্য গুলো SVGA ভাইদের জন্য।।
৩| ২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৩৫
মানুষ বলেছেন: মোবাইল ক্যামেরা আমার কাছে অসহ্য লাগে। বিপাশা বসুর ছবি তুললে মনে হবে ময়ুরীর ছবি ওটা
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:৫৫
অহেতুক অকারণ বলেছেন:
কেমন আছেন, মানুষ?
ময়ুরীকে খাটো করলেন কেন, বাংলাদেশের অনেক দর্শকের সে অতি প্রিয় একজন নায়িকা, এই কারণে আমি ও আপনি তার নামটা খুব ভালভাবে জানি।।
তবে নতুন ক্যামেরা মোবাইলগুলো কিন্তু বেশ ভাল।
৪| ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৩:১০
আরিফ থেকে আনা বলেছেন: হোয়াইট ব্যালেন্স কোন অবস্থায় কিরকম সেট করব বলে দিলে ভাল হয়, দিনে কেমন দিব রাতে কেমন দিব?
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২০
অহেতুক অকারণ বলেছেন:
সাধারণত হোয়াইট ব্যালেন্স করাটা নির্ভর করছে আপনার Object-টি যে আলোতে অবস্থান করছে তার উপর। সাধারণত হোয়াইট ব্যালেন্স করার জন্য মোবাইল ভেদে চারটি থেকে পাঁচটি অপশন থাকতে পারে। আপনি নিজেই অপশনটি বাছাই করুন। তবে কম আলোতে Exposure & ISO high level-এ দিলেই ভাল হয়।
৫| ২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:২৮
ঝড়ো হাওয়া বলেছেন: ভালো ... চলুক ...
২৪ শে আগস্ট, ২০০৮ বিকাল ৪:৪৬
অহেতুক অকারণ বলেছেন:
ধন্যবাদ ঝড়ো হাওয়া, বহুদিন পর কেমন আছেন??
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০০৮ দুপুর ২:১৯
কানা বাবা বলেছেন:
ডিগা সেটঅলাগো লিগা ক্যামেরার কুনু টিপ্স-টুপ্স নাই?