![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় আমার এমন কিছু সময় ছিল ঘর ভরা ছিল নিলূপ্ত অনটন। কাকের ডানার মতো দৈন্যতার সে আধারে ... মাংসহীন হাড়ের অস্তিত্ব পর্যন্ত চোখে দেখিনি। পাঁচ পয়সার আইসক্রিমের জন্য মার আঁচল ধরে কতো কেঁদেছি। দেখেছি তাঁর মুখ গ্রীষ্মের অত্যুষ্ণ নিশ্বাসে লাল হয়ে গেছে। না পারার অক্ষমতাকে বুকে চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলতো “কাঁদিসনা, দেখিস! এবার ঈদে ঠিকই তোকে একটা লাল জামা কিনে দিব” বহু দূরের সেই প্রাপ্তির আশায় নিঃপাপ অভিমানটুকু মুছে বলতাম “মনে রাখিস! দিবি কিন্তু মাইরী” শৈশবের সেই দীনতার ছবি এই মাঝ-বয়সে এসে আজ হারিয়ে ফেলেছি। একটা নতুন মুখ অবলম্বন করে কালের মহাশ্রুতে আমি দীর্ঘকাল ভাসতে ভাসতে এই যৌবনের চূড়ায় এসে এখনো আমি খুব অভাবী। নাহ্ মিতা, ধন-সম্পদ, টাকা-পয়সার প্রাচুর্য়ে নিত্য আমার অবগাহন। তবুও সেই লাল জামার আদলে আজ সবুজ একটা মন আমার খুব প্রয়োজন... সরকার অহিদ ৩১/১০১১
তোমাকে কাছে পেলেই-
সময় হয়ে উঠে আরো সুন্দর
আমার বুক থেকে, চোখ থেকে
সাদা মেঘমালার মতো উড়ে যায়
আমার শতো ক্লান্তিময় মুহুর্ত।
তোমার হাত খাকলে হাতে,
ভাল লাগে ট্রাফিক জ্যামের যন্ত্রণা
ঘণ্টা থেকে ঘণ্টা বসে থাকতে ভাল লাগে
যানজটময়, জরাজীর্ণ এই ভাঙ্গা বাসের গদিতে।
তুমি আছো বলে এই পৃথিবী হয় ছোট্ট কুড়েঘর।
এক লাফে ডিঙ্গাতে পারি সমূদ্র, অরণ্য
আর নক্ষত্রের দেশ।
তোমার চোখে একটু তাকিয়েই বলতে পারি
ফেরদাউসের নির্মল ঝর্ণা কোথায়।
আমার বেলা-অবেলা, দিন-রাতের সমস্ত বিষাদ
তোমার চোখের ডিঙ্গি নায়ে হয় নিরুদ্দেশ।
তোমাকে কাছে পেকেলই হয়ে যাই আরো সুন্দর,
জীবন হয়ে উঠে আরো পবিত্র।
©somewhere in net ltd.