নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি খুব সুখে আছ, আমাকে বলেছে মেঘদূত...

কবি এখন নষ্ট মানুষ

ছেঁচা ঝিনুক

এক সময় আমার এমন কিছু সময় ছিল ঘর ভরা ছিল নিলূপ্ত অনটন। কাকের ডানার মতো দৈন্যতার সে আধারে ... মাংসহীন হাড়ের অস্তিত্ব পর্যন্ত চোখে দেখিনি। পাঁচ পয়সার আইসক্রিমের জন্য মার আঁচল ধরে কতো কেঁদেছি। দেখেছি তাঁর মুখ গ্রীষ্মের অত্যুষ্ণ নিশ্বাসে লাল হয়ে গেছে। না পারার অক্ষমতাকে বুকে চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলতো “কাঁদিসনা, দেখিস! এবার ঈদে ঠিকই তোকে একটা লাল জামা কিনে দিব” বহু দূরের সেই প্রাপ্তির আশায় নিঃপাপ অভিমানটুকু মুছে বলতাম “মনে রাখিস! দিবি কিন্তু মাইরী” শৈশবের সেই দীনতার ছবি এই মাঝ-বয়সে এসে আজ হারিয়ে ফেলেছি। একটা নতুন মুখ অবলম্বন করে কালের মহাশ্রুতে আমি দীর্ঘকাল ভাসতে ভাসতে এই যৌবনের চূড়ায় এসে এখনো আমি খুব অভাবী। নাহ্ মিতা, ধন-সম্পদ, টাকা-পয়সার প্রাচুর্য়ে নিত্য আমার অবগাহন। তবুও সেই লাল জামার আদলে আজ সবুজ একটা মন আমার খুব প্রয়োজন... সরকার অহিদ ৩১/১০১১

সকল পোস্টঃ

এখন আমার কোন স্বপ্ন নেই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

এখন আমার কোন স্বপ্ন নেই
দু চোখের তারায় নীল জ্যোৎস্না
কখনো কোথাও আমার আকাশ ভেঙ্গে হয়েছে সমুদ্র।
এখন আমি তোমাকে ভয় করি,
ভালবাসাকে ভয় করি,
ভয় করি কিছু স্বপ্নকে,,,,,
১৪/০২/২০১৭

মন্তব্য৩ টি রেটিং+০

শুদ্ধ কথা

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৪

বানান ভুল নয় শুদ্ধ করেই বলি
“এই পৃথিবী আমি” তুমি শুধুই আমার।
জ্যোৎস্নার পরশে যে আগুন জ্বলে
আষাঢের ধারায় পোড়ে মরে যে অন্তর
আজ নিশ্চয় করে বলি এর ইন্ধন শুধুই তুমি।
আমাকে বাঁচতে...

মন্তব্য২ টি রেটিং+১

গোলাপ

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭

একটি গোলাপ পাবো বলে
মাঠের পর মাঠ কতো অরণ্য আমি হেটেছি;
সংসার করেছি বিরাণ মরুভুমি।...

মন্তব্য২ টি রেটিং+১

তোমাকে কাছে পেলেই

২৬ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:০৩

তোমাকে কাছে পেলেই-
সময় হয়ে উঠে আরো সুন্দর
আমার বুক থেকে, চোখ থেকে
সাদা মেঘমালার মতো উড়ে যায়
আমার শতো ক্লান্তিময় মুহুর্ত।

তোমার হাত খাকলে হাতে,
ভাল লাগে ট্রাফিক জ্যামের যন্ত্রণা
ঘণ্টা...

মন্তব্য০ টি রেটিং+০

অন্ধাকারে বুকটা হা-হা করে উঠে।

২৫ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৩৭

অন্ধাকারে বুকটা হা-হা করে উঠে।
ধু-ধু মরুভূমিতে আঁচল ঝুলিয়ে ঘুরে বেড়ায়
মধ্য-বয়সী এলোকেশী এক বিদেহী প্রাণ।

বুক ছেনে ছেনে চৈত্রের উন্মাতাল হাওয়া
পুড়ে দিয়ে যায় রক্তচোষা দেহটাকে।
“আগুন” “আগুন” বলে...

মন্তব্য১ টি রেটিং+০

আমাকে দেবার মতো এক গ্লাস পানি

২৩ শে মার্চ, ২০১৫ রাত ১০:১৯

“আমাকে দেবার মতো এক গ্লাস পানি
আমাকে দেবার মতো এক গ্লাস পানি
শুধু তোমার হাতেই সুন্দর মানায়।
একটু আহ্লাদিত শাসন তোমার ঠোঁটেই নেচে উঠে
আমাকে আরো এক চামচ অতিরিক্ত থাবার তুমিই...

মন্তব্য২ টি রেটিং+০

বৃষ্টি এলেই

১৫ ই মার্চ, ২০১৫ রাত ১১:৩৭


“বৃষ্টি এলেই তারাগুলো জ্বলে উঠে।
জ্বলজ্বলে দিনগুলো আমাকে অভিমানী করে তুলে
তোমার রেখে যাওয়া সেই মৃত সহচর
আমকে পদ্মাবতীদের গল্প শুনায়।
হীরামন পাখিটি ফিরে পেলে কি না জানি না।
বৃষ্টি এলেই বুড়ো হয়ে যায়...

মন্তব্য৩ টি রেটিং+০

ঐ হাতে কিসের এতো যাদু

০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১০:১৪

ঐ হাতে কিসের এতো যাদু

আমার এ লোনাভরা বুক থর থর কেঁপে উঠে
একটি আলতো ছোঁয়া মৃদু পায়ে ঘুরে বেড়ায়
আমার চুলের বাঁকানো সব গলিপথে।

তখন শেষ রাতের নিভে আসা তারাদের...

মন্তব্য০ টি রেটিং+০

full version

©somewhere in net ltd.