নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি খুব সুখে আছ, আমাকে বলেছে মেঘদূত...

কবি এখন নষ্ট মানুষ

ছেঁচা ঝিনুক

এক সময় আমার এমন কিছু সময় ছিল ঘর ভরা ছিল নিলূপ্ত অনটন। কাকের ডানার মতো দৈন্যতার সে আধারে ... মাংসহীন হাড়ের অস্তিত্ব পর্যন্ত চোখে দেখিনি। পাঁচ পয়সার আইসক্রিমের জন্য মার আঁচল ধরে কতো কেঁদেছি। দেখেছি তাঁর মুখ গ্রীষ্মের অত্যুষ্ণ নিশ্বাসে লাল হয়ে গেছে। না পারার অক্ষমতাকে বুকে চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলতো “কাঁদিসনা, দেখিস! এবার ঈদে ঠিকই তোকে একটা লাল জামা কিনে দিব” বহু দূরের সেই প্রাপ্তির আশায় নিঃপাপ অভিমানটুকু মুছে বলতাম “মনে রাখিস! দিবি কিন্তু মাইরী” শৈশবের সেই দীনতার ছবি এই মাঝ-বয়সে এসে আজ হারিয়ে ফেলেছি। একটা নতুন মুখ অবলম্বন করে কালের মহাশ্রুতে আমি দীর্ঘকাল ভাসতে ভাসতে এই যৌবনের চূড়ায় এসে এখনো আমি খুব অভাবী। নাহ্ মিতা, ধন-সম্পদ, টাকা-পয়সার প্রাচুর্য়ে নিত্য আমার অবগাহন। তবুও সেই লাল জামার আদলে আজ সবুজ একটা মন আমার খুব প্রয়োজন... সরকার অহিদ ৩১/১০১১

ছেঁচা ঝিনুক › বিস্তারিত পোস্টঃ

এখন আমার কোন স্বপ্ন নেই

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:০৫

এখন আমার কোন স্বপ্ন নেই
দু চোখের তারায় নীল জ্যোৎস্না
কখনো কোথাও আমার আকাশ ভেঙ্গে হয়েছে সমুদ্র।
এখন আমি তোমাকে ভয় করি,
ভালবাসাকে ভয় করি,
ভয় করি কিছু স্বপ্নকে,,,,,
১৪/০২/২০১৭

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৪

টুনটুনি০৪ বলেছেন: আপনার এতো ভয় পাওয়ার কারন কী?

২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:২৬

অতঃপর হৃদয় বলেছেন: স্বপ্ন বুনেন।

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২২

ছেঁচা ঝিনুক বলেছেন: বলতেও ভয়, টুনটুনি০৪

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.