নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি খুব সুখে আছ, আমাকে বলেছে মেঘদূত...

কবি এখন নষ্ট মানুষ

ছেঁচা ঝিনুক

এক সময় আমার এমন কিছু সময় ছিল ঘর ভরা ছিল নিলূপ্ত অনটন। কাকের ডানার মতো দৈন্যতার সে আধারে ... মাংসহীন হাড়ের অস্তিত্ব পর্যন্ত চোখে দেখিনি। পাঁচ পয়সার আইসক্রিমের জন্য মার আঁচল ধরে কতো কেঁদেছি। দেখেছি তাঁর মুখ গ্রীষ্মের অত্যুষ্ণ নিশ্বাসে লাল হয়ে গেছে। না পারার অক্ষমতাকে বুকে চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলতো “কাঁদিসনা, দেখিস! এবার ঈদে ঠিকই তোকে একটা লাল জামা কিনে দিব” বহু দূরের সেই প্রাপ্তির আশায় নিঃপাপ অভিমানটুকু মুছে বলতাম “মনে রাখিস! দিবি কিন্তু মাইরী” শৈশবের সেই দীনতার ছবি এই মাঝ-বয়সে এসে আজ হারিয়ে ফেলেছি। একটা নতুন মুখ অবলম্বন করে কালের মহাশ্রুতে আমি দীর্ঘকাল ভাসতে ভাসতে এই যৌবনের চূড়ায় এসে এখনো আমি খুব অভাবী। নাহ্ মিতা, ধন-সম্পদ, টাকা-পয়সার প্রাচুর্য়ে নিত্য আমার অবগাহন। তবুও সেই লাল জামার আদলে আজ সবুজ একটা মন আমার খুব প্রয়োজন... সরকার অহিদ ৩১/১০১১

ছেঁচা ঝিনুক › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধ কথা

২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৫৪

বানান ভুল নয় শুদ্ধ করেই বলি
“এই পৃথিবী আমি” তুমি শুধুই আমার।
জ্যোৎস্নার পরশে যে আগুন জ্বলে
আষাঢের ধারায় পোড়ে মরে যে অন্তর
আজ নিশ্চয় করে বলি এর ইন্ধন শুধুই তুমি।
আমাকে বাঁচতে দাও…
কতো দিন ডাস্টবিনের নূন খেয়েছি
কিন্তু লাবন্য কোথায়?
একটু স্বাদ পেতে দাও
পান্তাভাত ও শুকনো মরিচের মতো
একটি লাল মজা আমি পেতে চাই।
ওহ্ ! এই যে সিগারেটের আগুন
তার কি আর ওর আছে?
বানান ভুল নয়; শুদ্ধ করেই বলি
“মৃত্যু বলতে কিছুই নাই”
তাই আমি তোমাকে চাই,
তোমাকে নিয়ে বাঁচতে চাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১১:০২

লালমেঘ বলেছেন: ওহ্ ! এই যে সিগারেটের আগুন
তার কি আর ওর আছে?

২| ০৫ ই এপ্রিল, ২০১৫ রাত ৩:১২

ভ্রমরের ডানা বলেছেন: বানান ভুল নয়; শুদ্ধ করেই বলি
“মৃত্যু বলতে কিছুই নাই


অসাম লাগলো। শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.