নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তুমি খুব সুখে আছ, আমাকে বলেছে মেঘদূত...

কবি এখন নষ্ট মানুষ

ছেঁচা ঝিনুক

এক সময় আমার এমন কিছু সময় ছিল ঘর ভরা ছিল নিলূপ্ত অনটন। কাকের ডানার মতো দৈন্যতার সে আধারে ... মাংসহীন হাড়ের অস্তিত্ব পর্যন্ত চোখে দেখিনি। পাঁচ পয়সার আইসক্রিমের জন্য মার আঁচল ধরে কতো কেঁদেছি। দেখেছি তাঁর মুখ গ্রীষ্মের অত্যুষ্ণ নিশ্বাসে লাল হয়ে গেছে। না পারার অক্ষমতাকে বুকে চেপে চোখের জল মুছিয়ে দিয়ে বলতো “কাঁদিসনা, দেখিস! এবার ঈদে ঠিকই তোকে একটা লাল জামা কিনে দিব” বহু দূরের সেই প্রাপ্তির আশায় নিঃপাপ অভিমানটুকু মুছে বলতাম “মনে রাখিস! দিবি কিন্তু মাইরী” শৈশবের সেই দীনতার ছবি এই মাঝ-বয়সে এসে আজ হারিয়ে ফেলেছি। একটা নতুন মুখ অবলম্বন করে কালের মহাশ্রুতে আমি দীর্ঘকাল ভাসতে ভাসতে এই যৌবনের চূড়ায় এসে এখনো আমি খুব অভাবী। নাহ্ মিতা, ধন-সম্পদ, টাকা-পয়সার প্রাচুর্য়ে নিত্য আমার অবগাহন। তবুও সেই লাল জামার আদলে আজ সবুজ একটা মন আমার খুব প্রয়োজন... সরকার অহিদ ৩১/১০১১

ছেঁচা ঝিনুক › বিস্তারিত পোস্টঃ

গোলাপ

২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:১৭

একটি গোলাপ পাবো বলে

মাঠের পর মাঠ কতো অরণ্য আমি হেটেছি;

সংসার করেছি বিরাণ মরুভুমি।

নাহ্, একটিও গোলাপ গাছ নেই,

এই জগৎ-সংসার শ্মশাণ ঘর, খাঁ খাঁ গোরস্থান।

এই শহর, এই গ্রাম, মৃত স্তনের মতো ধুসর, বিবর্ণ,

একটি ফুল এখানে ফুটে নি কখনো; কোন দিন না।



তুমি কি গোলাপ দেখেছো কখনো?

তার গল্প শুনেছো?



আমাকে বলেছিল, বনো হাওয়ার দেশে

অন্তর পোড়া গন্ধ বিলায় সে,

তার বুকের কুল ঘেষে বয়ে চলছে বিষাদের নদী

সেই সব নদীর তীরে; শ্মশাণে জ্বলে চাঁদ, তারা।

শিমুলের মতো লাল লেলিহান জিহবার গ্রাসে

ধ্বংস হয় পৃথিবী আর পুড়ে ছাই হয়

শিশুর নিষ্পাপ হাসির মতো যুয়ানের বুক।



মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

২| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১০:৪৪

ছেঁচা ঝিনুক বলেছেন: সেলিম আনোয়ার, অনেক অনেক ধন্যবাদ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.