নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দৈনন্দিন পথনির্দেশিকা

দৈনন্দিন পথনির্দেশিকা। এটি একটি দৈনিক ইসলামী বাণীর কার্যক্রম। পবিত্র কোরআন, হাদীস, ফিকাহ, ঐতিহাসিক ঘটনাবলীর বাণী, ভিডিও (ডকুমেন্টারী,কার্টুন, আলোচনা), অডিও, ছবি এ কার্যক্রমের আওতায় প্রকাশিত হয়। আপনি যদি দৈনিক ইমেইলে এই বাণী দেখতে চান তাহলে মেইল করুন OHIOF

দৈনন্দিন পথনির্দেশিকা

দৈনন্দিন পথনির্দেশিকা। এটি একটি দৈনিক ইসলামী বাণীর কার্যক্রম। পবিত্র কোরআন, হাদীস, ফিকাহ, ঐতিহাসিক ঘটনাবলীর বাণী, ভিডিও (ডকুমেন্টারী,কার্টুন, আলোচনা), অডিও, ছবি এ কার্যক্রমের আওতায় প্রকাশিত হয়। আপনি যদি দৈনিক ইমেইলে এই বাণী দেখতে চান তাহলে মেইল করুন [email protected]এ বিস্তারিত দেখুনঃ http://ohioftruth.blogspot.com/ http://www.youtube.com/user/TrueOHI

দৈনন্দিন পথনির্দেশিকা › বিস্তারিত পোস্টঃ

সম্পদের হিসাব দাখিল

১৮ ই মার্চ, ২০০৯ সকাল ৭:৪০

السلام عليكم



দৈনন্দিন পথনির্দেশিকা



সম্পদের হিসাব দাখিল



একবার দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রা) তৎকালীন মিসরের ওয়ালী (গভর্নর) হযরত আমর ইবনুল আস(রা) কে পত্র লিখলেন যে-



"আমি জানতে পেরেছি যে, আপনার কাছে উট, বকরী, গরু, ঘোড়া এবং গোলাম রয়েছে; ওয়ালী নিযুক্ত হবার আগে এসব আপনার ছিল না এবং এজন্যে আপনাকে অর্থ দেয়া হয়নি; এরপরও এ সম্পদ আপনার কাছে কোত্থেকে এলো; আমার কাছে আপনার চেয়ে উত্তম মুহাজির ছিলো,যাদেরকে আমি ওয়ালী নিয়োগ করতে পারতাম; কিন্তু এ পদ যদি আপনার লাভ এবং আমাদের ক্ষতির জন্য হয়, তাহলে আপনাকে কেন অগ্রাধিকার দেয়া হবে? এ সম্পদ আপনার কাছে কোত্থেকে এসেছে তা শীঘ্র লিখে জানান"



হযরত আমর ইবনুল আস(রা) সে পত্রের এ জবাব দিলেন-



"আমীরুল মু'মিনীন! আপনি আমার সম্পদ সম্পর্কে যা লিখেছেন তা ঠিক; এখানে জিনিসপত্র সস্তা এবং লড়াই হয়ে থাকে (যা থেকে যুদ্ধলব্ধ সামগ্রী অব্যাহতভাবে প্রাপ্তি ঘটে); বস্তুতঃ অনুমিত অর্থ দিয়ে আমি এ জিনিষ ক্রয় করেছি; যদি আপনার খেয়ানত বৈধও হতো, তাহলেও আমি খেয়ানত করতাম না; কেননা আপনি আমার ওপর আস্থা এনেছেন; রইলো আপনার সেই কথা; আপনি বলেছেন যে, আপনার কাছে আমার চেয়ে উত্তম মুহাজির ছিলো; তাহলে আপনি এ পদ তাদেরকে কেন দেননি; আমিতো এজন্য আপনার দরজা খট খটাইনি(কখনো ধরণা দেইনি)"



হযরত ওমর ফারুক (রা) এ জবাবে সন্তুষ্ট হলেন না; হযরত মাসলামা আনসারী (রা) কে তিনি এক ফরমানসহ হযরত আমর ইবনুল আস(রা) এর কাছে মিসর প্রেরণ করলেন; ফরমানে নির্দেশ ছিলো যে, আপনার সমগ্র সম্পদ তার সামনে রাখবেন; সে তার অর্ধেক (অন্য বর্ণনায় যতটুকু ঠিক মনে করবে) বাইতুল মালের জন্য নিয়ে নেবে.



এ ব্যবস্থায় হযরত আমর ইবনুল আস(রা) খুব দুঃখিত হলেন ঠিকই কিন্তু আমীরুল মু'মিনীনের (সরকারী ফরমান) নির্দেশ পালন করলেন এবং সমগ্র সম্পদ হযরত মাসলামা আনসারী (রা) –এর সামনে পেশ করে দিলেন; তিনি তা থেকে অর্ধেক(বা কিছু অংশ) বায়তুল মালে (সরকারী কোষাগার) নিয়ে নিলেন ও বাকী অংশ ফেরত দিলেন.





[ইছাবাহ, কানযুল আ'মাল ও হযরত ওমর (রা) সরকারী পত্রাবলী]



তথ্যকণিকা- বিশ্বনবীর সাহাবী ১ম খন্ড পৃষ্ঠা ৩৩৫-৩৩৬(তালিবুল হাশেমী)



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.