| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ভাই দুইটা টাকা হইবো, সারাদিন গাঞ্জা টানিনাই”
আমি হাসিমুখে লোকটার দিকে তাকিয়ে দশটি টাকা বাড়িয়ে দিলাম।কিন্তু লোকটা অনেকক্ষন নিশ্চুপ থেকে টাকার দিকে তাকিয়ে থেকে আমার দিকে বিমর্ষ চাহনী দিলো।আমি তাই টাকাটা আবার পকেটে ঢুকিয়ে তাকে মিষ্টি হাসি উপহার দিলাম।
“বিয়া করছেন?”
“না, আজকে বাসায় যেয়ে মেয়ে দেখতে যাবো।”
সেদিন ছিলো ১৪১৬ সনের ৯ই বৈশাখ, একটি বৃষ্টির দিন।সারাদিন আকাশ কালো করে ঝমঝম বারিধারা।আমি অফিসের সামনের বাস স্ট্যান্ডের ছাউনীতে বসে আছি শেষ বিকেলে।রাস্তা ছিমছাম ফাকা হয়ে আছে।কেমন যেন মোহ ধরিয়ে দেয়া এক নীরবতা চারদিকে।সিদ্দিক নামে ১০ বছরের টোকাই ছেলেটি তার সব দন্ত বাহির করে রাস্তার এপার ওপার হো হো করে লাফিয়ে বেড়াচ্ছে। আমি আজকে আমার মার সাথে মেয়ে দেখতে যাবো।আমি অনেকদিন ধরে বাসায় বিয়ে করবো বলে মা বাবার কান ঝালাপালা করে ফেলেছি।এমন নয় যে আমার পছন্দের কোন পাত্রী আছে।কিন্তু জীবনের ২৬টি বসন্ত আমাকে প্রেম থেকে বঞ্চিত করেছে,আর বঞ্চনার জীবন কাটাতে চাইনা।মূলত বিয়ের ভাবনাটা এসেছে আমার বন্ধু মাজেদের বিয়ের অনুষ্ঠানে গিয়ে।৩ বছর প্রেম করে বিয়ে করা বন্ধু আর তার বউয়ের আনন্দ দেখে আমার মনে হয়েছিলো, কি পাইলাম এ জীবনে!
সেই থেকেই আমি দিনরাত বিয়ের স্বপ্ন দেখি।
আজকে এই পড়ন্ত বিকেলে যখন বাসস্ট্যান্ডে নিশ্চুপ বসে আছি তখন বারবার মনে হচ্ছে, আহা! পাশে যদি একজন প্রেয়সী থাকতো।গুন গুন করে হাবিবের দ্বিধা গানটা গেয়ে যাচ্ছি।কিছুক্ষণ পর আমার পাশের গাঁজাখোরের নাম জানতে পারলাম।হালিম মিয়া তার জীবন কাহিনী যা বর্ণনা করলো তার সারমর্ম হলো, সে একজন কবিরাজ ছিলো।তার গ্রাম শিলাইকন্দতে।সে বহু নাম কামাই করলেও একবার ভুল ওষুধ দিয়ে ধরা খায়।পরে তাকে বিবস্ত্র অবস্থায় ট্রেনে উঠিয়ে দিয়ে গ্রামছাড়া করে এলাকার লোকজন।সেই দুঃখে হালিম মিয়া এখন গাঁজা খায় আর গান বানায়।
“একটা গান শুনবেন?” হালিম মিয়া জানতে চাইলো আমার কাছে।আমি উদাসীন হয়ে উত্তর দিলাম, "শুনি"।
হালিম মিয়া উকিল মুন্সীর বিখ্যাত গানটা “আমার গায়ে যত দুঃখ সয়” গাইতে থাকে আর আমি তন্ময় হয়ে তার কর্কশ কন্ঠে একটি গানের অপমৃত্যু প্রত্যক্ষ করি।কিন্তু বিশ্বাস করুন, আমার একটুও খারাপ লাগছিলোনা।আমি, টোকাই সিদ্দিক এবং হালিম মিয়া তখন ছমছমে প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ।আমাদের কাছে তখন সব কিছুই আনন্দের।বৃষ্টির ঝাপটা আমাদের ভালো লাগে, মাটির সোঁদা গন্ধে আমরা পাচ্ছি জান্নাতের সুবাস।
“শুনুন”, হঠাৎ করে এমন রমনী কন্ঠের ডাক শুনে আমি থমকিয়ে গেলাম।কি যেন হলো জানিনা, আমি ঘাড় ঘুরিয়ে মেয়েটিকে দেখতে পারছিলাম না।বুকটা কেমন ধক ধক করছিলো।কি অদ্ভুত কান্ড দেখুন তো!
“জ্বী বলেন”, সিদ্দিক আমার হয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলো।মেয়েটির মুখ না দেখেও আমি বলে দিতে পারি যে আমার এই আচরণে সে আহত হয়েছে।
“আমি মতিঝিল যেতে চাচ্ছি এখান থেকে,কোন সিএনজি স্টেশন কি আশেপাশে পাওয়া যাবে অথবা কোন বাস ওদিকটায় যায় বলতে পারেন?”।
আমি মেয়েটির কথা শুনেই বুঝেছিলাম যে তার গন্তব্যে যাওয়াটা জরুরী।আমার নিজগন্তব্য হলো উত্তরা,কিন্তু জানিনা কি মনে করে আমি মেয়েটিকে বললাম, “আমিও মতিঝিলে যাবার জন্য দাঁড়িয়ে আছি"”।
অবশেষে আমি তার দিকে তাকালাম এবং পাগল হলাম।সাদা এপ্রোন পরা একজন মেডিকেল স্টুডেন্ট, মায়াময় চাহনী আর কত সাদাসিদে কথাবার্তা।আমি প্রেমে পড়লাম বা প্রেম আমার উপর পড়লো।
কিন্তু আমি এখন আর ওই বয়সে তো নেই যখন একটি মেয়ের দিকে লুলহাসি দিয়ে তাকানো যায়, তাকে বলা যায় “জানেন বাংলালিঙ্কের নতুন অফারে আপনি আমাকে অথবা আমি আপনাকে ফোন করলে যা বিল হবে তার দ্বিগুন আমাদের একাউন্টে জমা হবে।ভালো না?”
আমি বুঝতে পারছিনা আমার এভাবে আকস্মিক প্রেমে পরার কারণটা কি!প্রকৃতির কোন খেলা নাকি সত্যি আমার মেয়েটিকে ভালো লেগে গেলো।যেটাই হোক, যেভাবেই হোক আমি এই মেয়েটির সাথে সারা বাংলাদেশ ঘুরে বেড়াতে যাই, তার হাতের ভালোবাসা মাখা সকালের নাস্তা আর শীতের পিঠা খেতে চাই।
“আমি এখন কি করে যাবো বলতে পারেন?”
“আপনি একটু অপেক্ষা করুন, হয়তো একটা বাস পেয়ে যাবেন।আমি নিজেও অপেক্ষা করছি”
“ও আচ্ছা”
আমি আবার নিশ্চুপ,মেয়েটিও নিশ্চুপ।সিদ্দিক কৌতুহলী হয়ে আশেপাশে ঘুরঘুর করছে।হালিম মিয়া আবারো গান গাওয়া শুরু করলো।আমি মনে প্রাণে চাচ্ছি মেয়েটিও যেন প্রকৃতির একটি অংশ হয়ে যায়।আমার বুকে তখন তোলপাড় চলছে।আমার তাকে কিছু একটা বলতে হবে।কিন্তু আমি কি বলব!!
“ভাই আমার বয়স ২৬ বছর।আমার বাসা থেকে আমাকে বিয়ের জন্য খুব চাপ দিচ্ছে।কিন্তু আমার না আপনাকে দেখে খুব ভালো লেগে গেছে।আমি আর কাউকে বিয়ে করতে চাইনা।আমি বলছিনা আপনার আমাকে পছন্দ করতে হবে।কিন্তু আমি আপনাকে পছন্দ করে ফেলেছি।চাইলে আপনি আমাকে এখন থাপ্পর মারতে পারেন অথবা ইগনোর করতে পারেন,কিন্তু তবুও আমি আপনার পিছ পিছ ঘুরবো বলে সিদ্ধান্ত নিয়েছি"”। এই কথাগুলো আমি একটুও বিরতি না দিয়ে টানা মেয়েটির পাশে দাঁড়িয়ে বললাম এবং চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম।
“আমাকে পছন্দ করলে ভাই বলছেন কেন?”
এই কথা শুনে আমি আবার মত্যে নেমে আসলাম।চোখ খুলে তাকিয়ে দেখি মেয়েটি বিরক্ত চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে।আমি এবার সেই আগের মত লুলহাসি দেয়ার চেষ্টা করলাম,কিন্তু ভয়ে সম্ভব হলোনা।আমি অপেক্ষা করছি সে আবার কি বলে।কিন্তু সে আর কিছুই বললোনা।এভাবে অনেকক্ষন চুপ করে থাকতে থাকতে আমি হতাশ হয়ে নিজেকে মনে মনে ধিক্কার দিতে লাগলাম এই ছাগলের মত কাজ করার জন্য।সিদ্দিক আর হালিম মিয়া অন্য দিকে তাকিয়ে মিটি মিটি হাসছে আর আমি বোকার মত মেয়েটির দিকে তাকিয়ে আছি।
“আমি দুঃখিত”,এটুকু বলে আমি আবার ভাল ভাবে তার চোখের দিকে তাকিয়ে থাকলাম কিছু শোনার অপেক্ষায়।
“আপনি মদন এবং একটা ছাগল।ইচ্ছা করলে আপনি আমাকে ফলো করে বাসার ঠিকানা নিয়ে পরে বিয়ের প্রস্তাব পাঠাতে পারতেন,তাই না? এই যে আমাকে এইসব বললেন এখন আমি তো আপনাকে খারাপ ছেলেও ভাবতে পারতাম"”।
আমি জ্ঞানী মানুষের মত মাথা দুলিয়ে আস্তে আস্তে বললাম “তা ঠিক, তা ঠিক”।
“আপনাকে দেখেই অবশ্য মদন মদন লাগে,আমি মদন টাইপ কারো সাথে প্রেম বিয়ে করতে চাইনা, সরি।আর তাছাড়া এখন আমার প্রফ চলছে, ৩ দিন পর কম্যুনিটি মেডিসিনের ভাইভা।এইসব প্রেম প্রীতি পরীক্ষার পর”।
“আফা এখন আপাতত উনাকে চিন্তা করবেন বইল্যা ঝুলায়া রাখেন।লোকটা ছাঘলের মত দেখতে হইলেও মনটা কিন্তু মাশাল্লাহ মাম ওয়াটারের মত পরিষ্কার”
হালিমের কথা শুনে মেয়েটি উফ! বলে একটা বিরক্তির শব্দ করলো।আমি চরম আশাহত হয়ে আশেপাশে তাকাতে থাকলাম।একবার মনে হল একটা দৌড় দেই যেদিকে দুচোখ যায়।আরেকবার মনে হলো, দেখিনা যদি ভালো কিছু হয়।
আচমকা লক্ষ্য করলাম মেয়েটি মিটি মিটি হাসছে।একটু পরই আমাকে জিজ্ঞেস করলো, “আপনি কি করেন?”
আমি বললাম “আমি চাকরী করি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে।পাশ করেছি তড়িৎ প্রকৌশলে বছর দুই আগে।জীবনে কখনো প্রেম করিনি”
মেয়েটি “আচ্ছা” বলে একবার মাথা ঝাকালো শুধু।আমার মনে হচ্ছিলো আমি ভাইভা দিচ্ছি মঈন স্যারের সামনে।উনি আমাকে কঠিন কঠিন প্রশ্ন করছেন ইমপিডেন্স ডাম্পিং, রেজনিং নিয়ে আর আমি উলটপালট উত্তর দিয়ে চলছি।এখনও বৃষ্টি ঝমঝম করে পড়ছে,এখনো আকাশে ছাইরাঙ্গা আধার।ওদিকে ২৭ তম জৈষ্ঠে দেখা পাওয়া প্রেম আমাকে মূঢ় করে রেখেছে।
“ঠিক আছে, আপনাকে আসলে খারাপ লাগেনাই।আপনি বিয়ের প্রস্তাব পাঠিয়ে দেখতে পারেন।আমার প্যারেন্টস যদি রাজী থাকেন আমি একটা থট দেব"”।
এইবার আমি সার্থক লুল হাসি দিলাম।কারণ আমি সফল হয়েছি।ঠিক সেই সময় আমাদের অবাক করে দিয়ে একটা সি.এন.জি এসে আমাদের কাছে দাঁড়ায় এবং মোলায়েম কন্ঠে জিজ্ঞেস করে, “কোথা যাবেন স্যার”?
সি.এন.জিওয়ালার হাসি আমার কাছে তখন জর্জ ক্লুনির হাসির থেকেও মধুর লাগলো।আমি মেয়েটিকে যার নাম পরে জেনেছিলাম নাইরী তাকে নিয়ে মতিঝিলের দিকে রওনা দিলাম।এক বছর আগে এই দিনে আমার মত বোকাসোকা একটি লোক আধ ঘন্টার মাঝে একটি ডাক্তারী পড়া মেয়েকে পটিয়ে সারা রাস্তা হাত ধরে মতিঝিল যাত্রা করে।
আমার মা নাইরীকে খুব পছন্দ করেছিলো।নাইরী আমার মা বাবার সাথে সবচেয়ে বেশি গল্প করে তার অতীত প্রেমের অভিজ্ঞতা নিয়ে।কোন একদিন সে আমার মাকে জানায়(যা আমি লুকিয়ে লুকিয়ে শুনে ফেলি), “মা বুঝলেন, আপনার ছেলে যেইদিন আমাকে অফার দেয় আমি ওইদিন একটা ব্রেক আপ করে আসছি।বান্ধবীদের জিদ করে বলে আসছি আর প্রেম করবোনা।সরাসরি বিয়ে।আপনার ছেলে কত ভাগ্যবান দেখছেন।”
আমার মা জিজ্ঞেস করেছিলো, “তুমি কি ভাগ্যবতী”
“মা আমি পৃথিবীর ৩জন ভাগ্যবতী স্ত্রীর মধ্যে একজন।আপনার ছেলেকে সারাদিন আমি যা-তা বলি কিন্তু সে কোনদিন একটা রা করেনাই।”
“বাকী দুটো কে মা?”
“আপনি আর আমার মা”
আমি সেদিন বাথরুমে যেয়ে আবেগের বশে দুই ফোটা অশ্রু বিসর্জন করেছিলাম।
এতকিছু আজ আপনাদেরকে জানালাম কারণ আজকে আমাদের সেই অবিশ্বাস্য বৃষ্টিস্নাত দিনটির বর্ষপুর্তি।আমি জানি কেহ সেদিনের কথোপকথন বিশ্বাস করতে চাইবেন না।আমিও সেদিনের পরে আর বিশ্বাস করিনি।বাংলা সিনেমার গরু নাকি গাছে উঠতে পারে।আমার ওইদিনের গল্প যাকে বলি সেই বলে, আমার গল্পের গরু নাকি পাখা ঝাপটিয়ে আকাশে উড়ে বেড়াচ্ছে বললেও বেশি গাঁজাখুরি শোনাবেনা।
সেদিনের পর মাত্র ১ মাসের মধ্যে আমাদের বিয়ে হয়ে গিয়েছিলো।আমি সারারাত ওর দিকে তাকিয়ে ছিলাম।সে অবশ্য আরামে ঘুমিয়ে কাটিয়েছিলো।এই এক বছর সে আমাকে বহু যন্ত্রনা দিয়েছে কিন্তু কোনদিন মনে কোন আঘাত দেয়নি।তাকে কখনো আমি কাদতে দেখিনি শুধু একদিন ছাড়া যেদিন আমাদের অনন্ত মারা যায়।
অনন্ত আমাদের প্রথম স্বপ্নশিশুর নাম।জন্মের দুঘন্টার মধ্যেই সে মারা যায়।নাইরী যখন জানতে পারলো অনন্ত বেঁচে নেই ও চুপ করে উপরে তাকিয়ে ছিলো।আমিও একটুও কাদিনি।এরপর যখন আমরা বাসায় ফিরে আসি সেদিন রাতে হঠাৎ ওর হাতের স্পর্শ পাই কাধে।জেগে উঠে বসলে ও আমার দিকে অসহায় হয়ে তাকিয়ে বলে “অনন্ত নাই”। আমি সারারাত ওকে ধরে ছিলাম।মেয়েটি কাঁদলো, সারাটি রাত কাঁদলো।আমি বাঁধা দেইনি, সান্তনাও দেইনি।
আমি ঘুমাতে যাবার আগে একটি নিয়ম সবসময় অনুসরণ করি।আমি একবার ওর হাত ধরে বলি, “তোমাকে ভালোবাসি"”।এখনো পর্যন্ত এর ব্যতিক্রম হয়নি।
********************************************************************
অনেকদিন পর ব্লগে কিছু লিখলাম।আজ অফিসে এসে দেখি কোন কাজ নেই।তাই ঝটপট একটি গল্প লিখা।লিখার পর নিজে পড়ে দেখার সময় নিম্নমানের হয়েছে বলে মনে হচ্ছে।এই নিম্নমানের লিখা পড়ে যে যাই ভাবুন না কেন সবাইকে ধন্যবাদ।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৯
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।অন্তত একজনের ভালো লাগলেও অফিসের কাজ ফাঁকি দিয়ে গল্প লিখা সার্থক।
২|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৮
রাজসোহান বলেছেন: পিলাস
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪০
অহরিত বলেছেন: অসংখ্য ধন্যবাদ।
৩|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৮
মাথা খারাপ বলেছেন: নিকা করুম
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪১
অহরিত বলেছেন: করে ফেলেন।
৪|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৯
শেখ মিনহাজ হোসেন বলেছেন: এটা কি সত্যি গল্প না?? শেষের দিকে এসে খুব আবেগী হচ্ছিলাম।
গ্যাপ দিয়ে শেষ দুই লাইন দেওয়াটা ঠিক হল না। মানুষের জীবনের গল্পগুলোও এমন সুন্দর আর সুখ-দুঃখের হওয়া উচিত।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৩
অহরিত বলেছেন: হলে ভাল হত।কিন্তু তা তো হয়না ভাই।জীবনটা বড় জটিল।
৫|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪০
আট আনা বলেছেন: গল্প শেষ করে মন্ত্রমুগ্ধের মত স্ক্রল আপ করলাম, লগইন করে নিচে মন্তব্যের ঘরে আসলাম। এখনও জানিনা কি বলবো। এক কথায় দারুন!
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৪
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।বহুদিন পর আপনার সাথে দেখা হলো।আশা করি ভালো আছেন।আপনার মঙ্গল কামনা করছি।
৬|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪১
অপলক বলেছেন: জীবন, জীবনের গল্প, সব সময় গল্পের চেয়েও একটু বেশি।
খুব ভাল লেগেছে।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৫
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৭|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪১
ঢেকি বলেছেন: সুন্দর.............................।ভলো লাগলো।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৬
অহরিত বলেছেন: ধন্যবাদ ভাই।
৮|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪২
অ নু বলেছেন: ভাল লাগল।আশা করি সামনে আরো ভাল লিখবেন।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৬
অহরিত বলেছেন: ভাল লাগার জন্য ধন্যবাদ।
৯|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪২
মিনরুল বলেছেন: সুন্দর হইছে ++++++
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৭
অহরিত বলেছেন: ধন্যবাদ ভাই।
১০|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৬
আমি বীরবল বলেছেন: ভাল লাগছে গল্প।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৫
অহরিত বলেছেন: ধন্যবাদ ভাই।
১১|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৭
সোহেল_সিএসই_ঢাবি বলেছেন: অভিনন্দন আপনাকে।
খুবই ভাল লাগল বলে বোঝাতে পারব না।
আর মনে হল আমার যদি এমন হত।
যাহোক আপনাদের জন্য শুভ কামনা রইল।
আর ভাবি কে আমার সালাম দিবেন।
আপনার সুখি হন
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৬
অহরিত বলেছেন: ধন্যবাদ ভাই।কিন্তু এটি শুধুই গল্প।
বিয়ের পর আপনার ভাবীকে আজকের সালাম অবশ্যই পৌছিয়ে দেব।
১২|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৪৮
হায়রে দুনিয়া বলেছেন: গল্প না সত্য ঘটনা?
ভাল হইসে। প্লাস।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৭
অহরিত বলেছেন: গল্প,শুধুই একটি গল্প।
ভালো লাগার জন্য ধন্যবাদ।
১৩|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫১
আরিয়ানা বলেছেন: ভাল লেগেছে।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৭
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১৪|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৩
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন: অনেক পছন্দ হইসে ...বিয়া করতে মঞ্চায় ...
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৪
অহরিত বলেছেন: করে ফেলুন!
১৫|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৩
সামহোয়্যার আউট বলেছেন: অ সা ধা র ণ
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৫
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
১৬|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৪
ফুয়াদ০৬ বলেছেন: Boss - U r Boss man
Joss But when Come u r O nonto that time i fell Sad.
What ever u r lucky
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৬
অহরিত বলেছেন: ধন্যবাদ ফুয়াদ ভাই।
অনন্তর কথা লিখার সময় আমিও বেশ খারাপ বোধ করেছি।
১৭|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৫
নিঃশব্দ শিশির! বলেছেন: ভালো লাগলো!!!
তবে ভাই এটা আসলেই গল্প না অন্য কিছু!!
কত কিছুই তো আজকাল শুনি দেখি!!
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৭
অহরিত বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।
তবে এটা শুধুই গল্প।
১৮|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৫
জুেয়ল মৃর্ধা বলেছেন: খুবই চমৎকার। ভাই আমার জন্য একটু দোয়া করবেন। আমি একটা প্রেম বিষয়ে খুবই বিপদে আছি , আল্লাহ যেন আপনার মত আমাকে সফল হতে তওফিক দান করেন।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৮
অহরিত বলেছেন: আমার আজকের লিখাটা শুধুই একটি গল্প।তবে আমি আপনার দোয়া করি, যদি আপনি সঠিক থাকেন তবে যেন আপনার আকাঙ্ক্ষা পূরণ হয়।
১৯|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৭
চন্দন বলেছেন: দারুন হয়েছে.....
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৯
অহরিত বলেছেন: ধন্যবাদ...
২০|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৮
নৈশচারী বলেছেন: সুন্দর গল্প হয়েছে ![]()
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১০
অহরিত বলেছেন: ধন্যবাদ...এটা গল্প ধরতে পারার জন্য আরো ধন্যবাদ।
২১|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৯
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
সুন্দর হয়েছে।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১১
অহরিত বলেছেন: ধন্যবাদ।
২২|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৯
মুকুট বলেছেন: জটিল, প্রথম থেকেই ক্লাইমেক্স, শেষ মনে হলো আপনারই জীবন থেকে নেয়া, ভালো পরিনতির দিকে মোড় নেয়ার ভালো লাগছিলো পড়তে, কিন্তু অনন্ত-র জন্য কিঞ্চিৎ মনটা খারাপ হয়ে যাচ্ছিলো, শেষে বুঝলাম >>এইটা একটা গল্প। তারপরও আপনার সুন্দর লেখনির জন্য পাঠক (আমি অবশ্যই অন্যরাও আশা করছি) গল্পের মাঝে মিশে যায়, এটা একজন লেখকের বড় গুন। চমৎকার লেগেছে গল্পটা।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৫
অহরিত বলেছেন: ধন্যবাদ মুকুট ভাই এমন চমৎকার মন্তব্যের জন্য।
২৩|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০০
মুখ ও মুখোশ বলেছেন:
অপুর্ব........
তবে কিঞ্চিত দ্বিধান্বিত........এটা কি আসলেই জীবন গল্প নয়? না হলে স্বাভাবিক আর হলে ---- সৌভগ্যবান তিনজন পুরুষের মধ্যে আপনি একজন, দ্বিতীয়জন আমি এবং তৃতীয় জন___________।
খুব ভাল লাগল, ধন্যবাদ আপনাকে।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৮
অহরিত বলেছেন: হা হা হা।
ধন্যবাদ ভাই।
২৪|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০২
হুনার মন্দ বলেছেন: চোখ খুলে পড়লাম...তারপর চোখ বন্ধ করে প্লাস..
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৮
অহরিত বলেছেন: আমি মন খুলে আপনাকে ভাল লাগার জন্য ধন্যবাদ দিলাম।
২৫|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৩
মনসুর খালিদ বলেছেন: সুন্দর হইছে ++++++
খুব ভাল লাগল, ধন্যবাদ আপনাকে।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৬
অহরিত বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
২৬|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:০৬
সব্যসাচী প্রসূন বলেছেন: আমার গল্পটা খুবই ভাল লেগেছে ...
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৬
অহরিত বলেছেন: ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম।আপনাকে ধন্যবাদ।
২৭|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১১
নুভান বলেছেন: ভালো লেগেছে, প্রিয়তে ![]()
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৭
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।আমি ভাবিনি কারো প্রিয়তে এই লিখাটি যেতে পারে।
২৮|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১১
রাঙ্গাকলম বলেছেন: অপলক ৌচ বলেছেন: জীবন, জীবনের গল্প, সব সময় গল্পের চেয়েও একটু বেশি।
আমি তো প্রথমে আপনার মনে করে পড়ছিলাম। অসম্ভব রকম ভাল লেগেছে। শুধু কি ধন্যবাদ দিবো, ধন্যবাদ মনে হয় কম হবে, তবুও ধন্যবাদ। ভাল লেখা সব সময়ই ভাল লেখা। ভাল থাকবেন।++++++++++++++
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৯
অহরিত বলেছেন: ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।
২৯|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৪
মাইক্রো বলেছেন: অসাধারন হয়েছে.....
এ রকোম আরো গল্প চাই
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩০
অহরিত বলেছেন: ধন্যবাদ।অফিসে কাজের ফাকে অবসরে লিখতে বেশ ভালোই লাগে।
৩০|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৮
তায়েফ আহমাদ বলেছেন: অসম্ভব এই প্রেমের গল্পের নায়ক হওয়ার জন্য আমি সারা জীবন বিয়ে না করেই কাটিয়ে দিতে পারব......আপনাকে হ্যাটস্ অফ্.......
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৩
অহরিত বলেছেন: তায়েফ অনেকদিন পর দেখা।তবে বিয়ে না করে কাটিয়ে দেয়ার চিন্তা বাদ দেই।বিয়ে অবশ্যই করবেন।জাস্ট দাওয়াত দিতে ভুলবেন না।
আর এটি কিন্তু শুধুই একটি গল্প।
৩১|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:১৯
নীল_পদ্ম বলেছেন: একটানে পড়ে ফেললাম। ভাল লেগেছে।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৩
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৩২|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২১
মিলে মিশে থাকি বলেছেন: চমৎকার! খুব মজা পেয়েছি। আরও লিখুন।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৪
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৩৩|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:২৬
বলাক০৪ বলেছেন: আজ সকালে ফার্মগেটের পাশ দিয়ে আসার সময় দেখলাম ফুটপাথ ধরে একটি ছেলে ও একটি মেয়ে হেঁটে যাচ্ছে। মেয়েটি বেশ সুন্দরী। মেয়েটি ছেলেটির একটা হাত জড়িয়ে ধরে আছে আর কি যে অনবরত বকবক করছে হেসে হেসে। ছেলেটি শুনছে কিন্তু মেয়েটির দিকে তাকাচ্ছেনা। তবে ছেলেটির মুখের দিকে চেয়ে অবাক হয়ে গেলাম। কি যে গর্ব ফুটে আছে সেখানে। যেন আশপাশের সবাইকে বলছে 'দ্যাখো, এমন একটি মেয়ে আমায় ভালোবাসে'।
আপনার গল্পটা খুব সুন্দর। +++
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৬
অহরিত বলেছেন: প্রেমিকেরা সবসময়ই গর্বিত।যেদিন প্রেমের গর্ব ভেঙ্গে যায়,সেদিন প্রেমটাও ভেঙ্গে যায়।
ধন্যবাদ।
৩৪|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩১
এনটনি বলেছেন: আমিও অফিস ফাকি দিয়ে পড়লাম.....সার্থক...প্লাস
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৭
অহরিত বলেছেন: ধন্যবাদ ভাই।
অফিস ফাকি দিয়ে সবকিছুতেই মজা।
৩৫|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৫
তছলিম উদ্দিন বলেছেন: খুব ভাল লেগেছে। তবে শেষের দিকে একটু কষ্ট পেয়েছি। আরও লিখবেন আশা করি।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৭
অহরিত বলেছেন: কষ্ট দেয়ার জন্য দুঃখিত।তবে ভালো লেগেছে বলে ধন্যবাদ।
৩৬|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৬
আমি-মুসাফির বলেছেন: জীবন তো গল্পের মতোই। খুব ভালো লাগলো + প্রিয়োতে।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৮
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ ভাই।জীবন আসলেও গল্পের মত।
৩৭|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৩৯
রাজিব খান০০৭ বলেছেন: ভালো লেগেছে
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪১
অহরিত বলেছেন: ধন্যবাদ ভাই।
৩৮|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪২
সাগর ঢাকা বলেছেন: অনেক অনেক সুন্দর...এটা গল্প না, মানিনা এটা বাস্তব! বাস্তব!
প্রিয়তে !
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫০
অহরিত বলেছেন: ধন্যবাদ।
বাস্তব হলে কি চমৎকার হত ভাবুনতো!
৩৯|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৪৪
এম আই এইচ রাজন বলেছেন: অনেক সময় নিয়ে এক নি:স্বাশে পড়ে ফেললাম। আমি আবার ব্লগে বড় গল্প পড়ি না। কারন সময় বেশি চলে যায়। কিন্তু আপনার টা যত পড়ি তত গভীরে চলে যায়। তাই পুরো টা শেষ করে ফেললাম।
ভাল থাকবেন।
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫২
অহরিত বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
আপনিও ভালো থাকবেন।
৪০|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৭
আবদুল্লাহ আল মনসুর বলেছেন: বেশ লাগলো।+++
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৬
অহরিত বলেছেন: ধন্যবাদ মনসুর ভাই।
৪১|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ২:৫৭
সামিউর বলেছেন: অসাধারণ।
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৬
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৪২|
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৪১
সুরঞ্জনা বলেছেন: ভালো লাগলো।
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২৫
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৪৩|
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:৫৪
রনি রাজশাহী বলেছেন: ভাল লেগেছে। আমারও এরকম ঘটনা আছে, তবে এখন কমু না ![]()
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২৬
অহরিত বলেছেন: সময় পেলে জানাবেন।
৪৪|
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:০৬
ভিয়েনাস বলেছেন: অনেক ভালো লেগেছে। অসাধারন ।
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২৭
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৪৫|
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:২৯
পাঙ্খাবাবা বলেছেন: পড়লাম ভালো লাগলো..................
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:২৮
অহরিত বলেছেন: ভালো লাগার জন্য ধন্যবাদ।
৪৬|
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৪০
হাম্বা বলেছেন: কাহিনীটা কি সত্যিই সত্য??
সত্যি হোক বা না হোক
+++++++++++++++++++++++++++++++
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩১
অহরিত বলেছেন: গল্প, শুধুই গল্প।
ধন্যবাদ।
৪৭|
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৪:৫৪
ফাহাদ চৌধুরী বলেছেন: সত্য কাহীনি নাকি শুধুই গল্প । বেশ ভাল্লাগছে ।
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩২
অহরিত বলেছেন: গল্প, শুধুই গল্প।
ধন্যবাদ।
৪৮|
২২ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৯
হাম্বা বলেছেন: আরে ভাই আপনের বছরখানিক আগের লেখার মধ্যেত অনেক খুজে খুজেও এর কোন আভাস পেলাম না।
আমাদের কি বলদ ভাবেন?
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৩
অহরিত বলেছেন: হা হা...
ধন্যবাদ।
৪৯|
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০০
নীরজন বলেছেন: ভালো ভালো ভালো এবং ভালো।
+
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৪
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৫০|
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১২
নিরব হাসি বলেছেন: মুগ্ধতা রেখে গেলাম। ++++
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৫
অহরিত বলেছেন: আমিও আপনাকে ধন্যবাদ জানিয়ে দিলাম।
৫১|
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১৬
রাজামশাই বলেছেন: পছন্দ হইছে
এই নে স্বর্ণমুদ্রা তোর উপহার
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৬
অহরিত বলেছেন: শুকরিয়া রাজামশাই...
৫২|
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৪
সৌম্য বলেছেন: কথা নাই,ফেভারিটে।
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৭
অহরিত বলেছেন: সৌম্য ভাইয়ের সাথে বহুদিন পর দেখা।আশা করি ভালো আছেন।আপনার সাথে একদিন দেশ দেখতে বের হবো বলে আশা আছে।
৫৩|
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৯
করবি বলেছেন: বেশ লাগলো।
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৯
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৫৪|
২২ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৩৪
শম্পা শাহরিয়ার বলেছেন: ভাল লাগল পড়ে ![]()
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০১
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৫৫|
২৩ শে এপ্রিল, ২০১০ সকাল ১১:৪৪
আকাশ আমার সীমানা বলেছেন: লগিন না করে পারলাম না। গল্পতো জীবন থেকে নেয়াও হতে পারে। চমতকার লেখনি। কমেন্টস পড়ে বুঝতে পারলাম এটা গল্প নইলেতো বুঝতাম না।
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০১
অহরিত বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫৬|
২৪ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩৩
তুষারকনা বলেছেন: চমৎকার!!!
২৪ শে এপ্রিল, ২০১০ দুপুর ১২:০৩
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৫৭|
৩০ শে এপ্রিল, ২০১০ বিকাল ৫:৫৭
শামীম শরীফ সুষম বলেছেন: অনেক ভালো লেগেছে ++++++++++++++
আরো লিখুন
০২ রা মে, ২০১০ সকাল ৯:১০
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৫৮|
০২ রা মে, ২০১০ সকাল ৯:১৩
ছোট সরকার বলেছেন: ভাল লাগছে
০২ রা মে, ২০১০ সকাল ৯:২৭
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৫৯|
০২ রা মে, ২০১০ সকাল ৯:২৩
নিঃসঙ্গ যোদ্ধা বলেছেন: অসাধারণ একটা গল্প .......
লেখার ভঙ্গিটা অনেক প্রাণবন্ত ........
আরো গল্প চাই +++
০২ রা মে, ২০১০ সকাল ৯:২৯
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
৬০|
০২ রা মে, ২০১০ সকাল ৯:৪৯
আমি ছাড়া সবাই ভাল বলেছেন: সরি এমন একটি গল্প পরে অনুভূতি জানানোর ভাষা আমার জানা নেয়।
০২ রা মে, ২০১০ দুপুর ১২:০৯
অহরিত বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।
৬১|
০২ রা মে, ২০১০ সকাল ১০:১৬
জুন বলেছেন: খুব সুন্দর গল্পটি, আপনার জীবনে এমনটিই যেন ঘটে।
প্রথমে ভেবেছিলাম সত্যি ঘটনা,
তারপর যখন দেখলাম এক ব্রেক আপ সেরেই আপনার প্রেমে পড়লো! তাই কি হয়!!
ক্ষত বিক্ষত মনটাকে সারাই করতেও তো একটু নির্জনতার দরকার,একটু সময়ের দরকার।
তারপর আপনার মা র কাছে বসে পূর্ব প্রেমের কাহিনী আর উনিও কিছু মনে করলেন না,
তাই কি আর হয় আমাদের এই সমাজে !!
০২ রা মে, ২০১০ দুপুর ১২:১১
অহরিত বলেছেন: হলে খারাপ হতোনা।আমার কাছে মনের পবিত্রতা সবচেয়ে বড়।মন পবিত্র হলে সত্য কথা বলতে কখনোই দ্বিধা থাকেনা।
৬২|
০২ রা মে, ২০১০ সকাল ১০:২৫
সুবিদ্ বলেছেন: খুবই ভালো লাগলো
০২ রা মে, ২০১০ দুপুর ১২:১১
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৬৩|
০৩ রা মে, ২০১০ সকাল ১০:২৯
জনৈক আরাফাত বলেছেন: গল্প ভালো লেগেছে। বেশি ভালো লেগেছে এই লাইনটা- আমি মনে প্রাণে চাচ্ছি মেয়েটিও যেন প্রকৃতির একটি অংশ হয়ে যায়।
০৫ ই মে, ২০১০ দুপুর ১:১১
অহরিত বলেছেন: ধন্যবাদ আরাফাত ভাই।আশা করি ভালো আছেন।
৬৪|
০৩ রা মে, ২০১০ রাত ৮:২৫
প্রতীক্ষা বলেছেন: এত সুন্দর একটি লেখা পড়ার সৌভাগ্য হবে কখনও ভাবিনি! মনে হল গল্প না সত্যি!
++++
০৫ ই মে, ২০১০ দুপুর ১:১৩
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।ভালো থাকুন।
৬৫|
০৩ রা মে, ২০১০ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনে একটা ফাজিল!!!! ![]()
অনন্ত জন্য চোখে পানি আইসা গেল... আর দুই লাইন পড়ে কয় ইডা গপসপ..
ধূর মিয়া গপসপে কেডা কার লাইগ্যা কান্দে...
আপ্নেরে ডাবল মাইনাস!!!!! = ?
৬৬|
০৩ রা মে, ২০১০ রাত ৮:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: আপনে একটা ফাজিল!!!! ![]()
অনন্ত জন্য চোখে পানি আইসা গেল... আর দুই লাইন পরে কয় ইডা গপসপ..
ধূর মিয়া গপসপে কেডা কার লাইগ্যা কান্দে...
আপ্নেরে ডাবল মাইনাস!!!!! = ?
০৫ ই মে, ২০১০ দুপুর ১:১৫
অহরিত বলেছেন: আপনার চোখে পানি আনার জন্য দুঃখিত।তবে ব্যাপার কি আমরা আজকাল সত্যি কিছু দেখে কাঁদতে পারিনা,গল্পে বর্ণিত কষ্টেই বেশি আবেগী হয়ে যাই
ধন্যবাদ।
৬৭|
০৩ রা মে, ২০১০ রাত ৮:৪৯
হোদল রাজা বলেছেন: ৪৯ নং পাঠক ![]()
০৫ ই মে, ২০১০ দুপুর ১:১৬
অহরিত বলেছেন: হা হা।
ধন্যবাদ।
৬৮|
০৪ ঠা মে, ২০১০ দুপুর ২:৫৬
রাত্রি২০১০ বলেছেন: খুব খুব ভাল লেগেছে। আমার স্বপ্নের ছেলের নাম অর্ক, কিন্তু সেজন্য biased হইনি! সত্যি ভাল লিখেছেন--মন ছুঁয়ে গেল।
ভাল থাকুন। সেই মায়াবতী কল্পলোক হতে ধরায় আসুক আপনার কাছে। শুভ কামনা রইল।
০৫ ই মে, ২০১০ দুপুর ১:১৬
অহরিত বলেছেন: আপনার শুভ কামনার জন্য ধন্যবাদ।
৬৯|
০৫ ই মে, ২০১০ দুপুর ১:২৮
ক্লান্ত দুচোখ বলেছেন: হিংসে হচ্ছে আপ্নের জন্য!
০৫ ই মে, ২০১০ দুপুর ২:৪৬
অহরিত বলেছেন: এটা শুধুই একটি গল্প।
৭০|
০৫ ই মে, ২০১০ রাত ৯:১৮
শিরীষ বলেছেন: অনেক আগেই পড়েছিলাম। হ্যাঁ, মুগ্ধ হয়েছিলাম।
০৬ ই মে, ২০১০ সকাল ৮:৩০
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৭১|
১৩ ই মে, ২০১০ রাত ১:১০
লাবিব ইত্তিহাদুল বলেছেন: চরম ভালো লাগছে, এমন একটা মূহুরত যদি আমার ও আসত ......
১৫ ই মে, ২০১০ সকাল ৯:১৯
অহরিত বলেছেন: হা হা...আসবে হয়তো।
অপেক্ষা করুন।
৭২|
১৩ ই মে, ২০১০ রাত ১:৩১
জাতি জানতে চায় বলেছেন: জটিল কাহিনী! আমাদের জন্য হইলেও পোস্ট দিয়েন!
১৫ ই মে, ২০১০ সকাল ৯:২০
অহরিত বলেছেন: কাজের চাপে লিখা হয়না আজকাল তেমন একটা।তবে বিশ্বাস করুন আপনাদের মাঝে লিখতে,লিখা পড়তে বেশ ইচ্ছা করে।
যাই হোক,ভালো থাকুন।
৭৩|
১৩ ই মে, ২০১০ ভোর ৫:৫২
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: অসহ্য রকম সুন্দর
১৫ ই মে, ২০১০ সকাল ৯:২১
অহরিত বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৭৪|
১৪ ই মে, ২০১০ বিকাল ৫:২০
আকাশটালাল বলেছেন: ভাইয়া, জোস্ হইছে। 
ভাইয়া, আপনার গল্প পড়ে আমার প্রেম করতে ইচ্ছা করছে
১৫ ই মে, ২০১০ সকাল ৯:২২
অহরিত বলেছেন: হা হা।।
প্রেম করতে ইচ্ছা করলে করে ফেলা উচিত।খুব একটা সমস্যা হয় বলে মনে হয়না।
৭৫|
২০ শে মে, ২০১০ বিকাল ৩:২৮
রেজোওয়ানা বলেছেন: খুবই চমৎকার।
আমি প্রথমে ভেবেছিলাম এটা সত্যি বোধহয়।
শুভ কামনা রইল........
২২ শে মে, ২০১০ সকাল ৮:০৮
অহরিত বলেছেন: আপনাকেও শুভ কামনা।
৭৬|
২০ শে মে, ২০১০ বিকাল ৩:৪১
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: ওয়াও! ![]()
২২ শে মে, ২০১০ সকাল ৮:০৮
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৭৭|
২০ শে মে, ২০১০ বিকাল ৪:০৭
মাহমুদ রহমান বলেছেন: ধুর! এমনি কইরে বানানো গল্প তো লেখায় যায়! ![]()
সত্যি হইলে অসাধারণ হইত!
২২ শে মে, ২০১০ সকাল ৮:০৯
অহরিত বলেছেন: আসলেও অসাধারণ হতো!
৭৮|
২০ শে মে, ২০১০ বিকাল ৫:১৪
জেরী বলেছেন: লেখাটা দারুন হয়েছে.....
২২ শে মে, ২০১০ সকাল ৮:০৯
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৭৯|
২০ শে মে, ২০১০ বিকাল ৫:১৮
যীশূ বলেছেন: ভালো লেগেছে লেখাটা। ![]()
২২ শে মে, ২০১০ সকাল ৮:১০
অহরিত বলেছেন: আপনাকে ধন্যবাদ!
৮০|
২১ শে মে, ২০১০ রাত ১০:১৫
বাবুনি সুপ্তি বলেছেন: এটা শুধুই গল্প, আমি সেটা মানতে রাজি না কিছুতেই কিছুতেই না!
২২ শে মে, ২০১০ সকাল ৮:১১
অহরিত বলেছেন: হা হা হা!
যদি সত্যি মনে হয়, তবে সত্যি হিসেবেই ভাবতে কোন দোষ নেই।হয়তোবা বাস্তব জীবনের সাথে বেশ কিছু মিল রয়েছে!
৮১|
২১ শে মে, ২০১০ রাত ১০:৩৪
কষ্ট শিকারি বলেছেন: গল্পের মধ্যে একটু একটু আগাচ্ছিলাম, আর আমার হারিয়ে যাওয়া কষ্ট গুলো বুকের মধ্যে একটা স্তরের উপর আরেকটা স্তর হয়ে জমা হচ্ছিল। অনেক ভাল লাগল লেখাটা। কারো জীবনে এইটা সত্যি হলে আরো ভাল লাগতো। মেডিকেল আমাকে নস্টালজিক করে ফেলে।
২২ শে মে, ২০১০ সকাল ৮:১২
অহরিত বলেছেন: গল্পের জন্য কষ্টের স্তর জমা হলে আমি দুঃখিত।
তবে যেহেতু আবার ভালো লেগেছে সেজন্য ধন্যবাদ।
৮২|
২১ শে মে, ২০১০ রাত ১০:৪৫
শ।মসীর বলেছেন: আপনি শেষে আইসা এইটা কি বললেন- গল্প । আমি যেন পুরা ঘটনাটা বাস্তবের মত করে দেখতেছিলাম.......
শেষটায় কস্ট বাড়ল ..........।
গল্প হউক আর বাস্তব, মন ছুয়ে গেল ..............
মিরাকল যদি এমন করে ঘটত, দেখি কখনো অমন চান্স পাওয়া যায় কিনা !!!
২২ শে মে, ২০১০ সকাল ৮:১৪
অহরিত বলেছেন: হা হা!
আপনার জীবনে এমন মিরাকল ঘটুক এই প্রার্থনা করি। আপনাকে ধন্যবাদ।
৮৩|
২২ শে মে, ২০১০ রাত ১২:২২
শুষ্ক বলেছেন: অনেকদিন পর ব্লগে কিছু লিখলাম।আজ অফিসে এসে দেখি কোন কাজ নেই।তাই ঝটপট একটি গল্প লিখা।লিখার পর নিজে পড়ে দেখার সময় নিম্নমানের হয়েছে বলে মনে হচ্ছে।এই নিম্নমানের লিখা পড়ে যে যাই ভাবুন না কেন সবাইকে ধন্যবাদ।
পোষ্টের এই অংশটুকু ডিলিট করে দেন.. প্লিজ... রিকোয়েষ্ট...
২২ শে মে, ২০১০ সকাল ৮:১৭
অহরিত বলেছেন: যদি ডিলিট করে দেই তাহলে মানুষ ভাববে আমি সত্যি অমন সৌভাগ্যবান কেউ। তবে আমি বুঝতে পেরেছি আপনি কেন ডিলিট করে দিতে বলেছেন। অনুরোধটা পারলে অবশ্যি রাখতাম।
আপনাকে ধন্যবাদ লিখাটি পড়ার জন্য।
৮৪|
২২ শে মে, ২০১০ সকাল ৮:৪৭
দেশী পোলা বলেছেন: ভাল লেখা, একটানে পড়লাম
২২ শে মে, ২০১০ বিকাল ৫:৪০
অহরিত বলেছেন: ধন্যবাদ।
৮৫|
২২ শে মে, ২০১০ সকাল ৮:৫১
পারভেজ আলম বলেছেন: বড়ই অস্বাভাবিক কাহিনির ভালো গল্প। ইহা কি সত্য হইতে পারে?
২২ শে মে, ২০১০ বিকাল ৫:৪১
অহরিত বলেছেন: হয়তো পারে!
ধন্যবাদ।
৮৬|
২২ শে মে, ২০১০ সকাল ৮:৫৯
পারভেজ বলেছেন: স্বপ্ন- গল্প!!
খুবই সুপাঠ্য।
++++
২২ শে মে, ২০১০ বিকাল ৫:৪২
অহরিত বলেছেন: ধন্যবাদ পারভেজ ভাই।ভালো থাকবেন।
৮৭|
০৫ ই জুন, ২০১০ বিকাল ৪:২৯
মেঘবন্ধু বলেছেন: Excellent! হুমায়ুন ভাই ফেইল!
০৬ ই জুন, ২০১০ দুপুর ১:১১
অহরিত বলেছেন: হুমায়ুন স্যারকে লেখক হিসেবে আমি আদর্শ মানি। স্যার আমার কাছে সবসময় ১০০ মার্ক নিয়ে পাশ।
আপনার মন্তব্যটির জন্য অত্যন্ত ধন্যবাদ। সত্যিই যদি উনার মত লিখতে পারতাম!
৮৮|
০৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৫০
পাপন বলেছেন: ভাল লাগলো, ভাল থাকবেন
০৬ ই জুন, ২০১০ দুপুর ১:১৩
অহরিত বলেছেন: ধন্যবাদ, আপনিও ভালো থাকবেন।
৮৯|
০৫ ই জুন, ২০১০ বিকাল ৪:৫৭
কেলেভুষো বলেছেন:
আমি বললাম “আমি চাকরী করি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে।পাশ করেছি তড়িৎ প্রকৌশলে বছর দুই আগে।জীবনে কখনো প্রেম করিনি”
এইটা না বলে যদি বলতেন আপনি একজন সাধাসিধে একটা জব করেন, মাস গেলে টেনেটুনে সংসার চলে, মেয়েটা কোন থটই দিতোনা।
০৬ ই জুন, ২০১০ দুপুর ১:১৫
অহরিত বলেছেন: হা হা! নাইরীই জানে সে কি করতো!
আপনাকে ধন্যবাদ।
৯০|
১৫ ই জুন, ২০১০ রাত ৩:১৫
ডেইফ বলেছেন: এত ভালো লাগলো আপনার লেখা, অনেক ধন্যবাদ আপনাকে। সত্যিকার ভালবাসার কথা শুনতে খুব ভালো লাগে। যদিও কাহিনীর শেষের দিকে কষ্ট পেয়েছি। মন থেকে দোয়া করি আপনাদের জন্য।
আমি একসময় এক মেয়েকে ভালবেসে ছিলাম। আজ সে নেই পৃথিবীতে। আজও আমি সারারাত শুধু ভাবি তার কথা। সে যাবার পর একটিবারও কাঁদিনি আমি। আসলে আমাদের নিজেদেরকেই অচেনা লাগে অনেক সময়।একদিন লিখবো নিজের কথা।
ভালো থাকবেন। আবারো ধন্যবাদ।
৯১|
২২ শে জুন, ২০১০ দুপুর ২:৪৮
তাহসিন আহমেদ বলেছেন: আপনার লেখা ১টার চেয়ে আর ১টা ভালো।!!
আমি সব গুলা পড়ছি।করেক বার করে পড়ছি।!!
খুব ভালো লাগলো।
৯২|
২২ শে জুন, ২০১০ রাত ১০:১৬
নাজমুল আহমেদ বলেছেন: মুগ্ধ হলাম ![]()
৯৩|
২৮ শে জুন, ২০১০ দুপুর ১২:০৬
রাষ্ট্রপ্রধান বলেছেন: হমমমমমমম
ভাষা নাই বলার
৯৪|
১৯ শে জুলাই, ২০১০ দুপুর ১:৩১
রিফাত হক বলেছেন: +++++++++++++++++++++++++++
৯৫|
২০ শে জুলাই, ২০১০ রাত ১১:২২
উপদেশ গুরু বলেছেন: +++++++++++++++++
আপনার গল্প গুলো বরাবরি ভালো লাগে।
৯৬|
২৫ শে জুলাই, ২০১০ রাত ৮:৩১
কপালপোড়া বলেছেন: কিছু বলার নাই ভাইয়া । আমার চোখে পানি আসছে । ভালো থাকুন আপনারা , আপুকে আমার সালাম দিয়েন ।
৯৭|
২৫ শে জুলাই, ২০১০ রাত ৮:৩১
কপালপোড়া বলেছেন: কিছু বলার নাই ভাইয়া । আমার চোখে পানি আসছে । ভালো থাকুন আপনারা , আপুকে আমার সালাম দিয়েন ।
৯৮|
২৫ শে জুলাই, ২০১০ রাত ৮:৩১
কপালপোড়া বলেছেন: কিছু বলার নাই ভাইয়া । আমার চোখে পানি আসছে । ভালো থাকুন আপনারা , আপুকে আমার সালাম দিয়েন ।
৯৯|
২৯ শে জুলাই, ২০১০ সকাল ৯:২৬
তাজুল ইসলাম মুন্না বলেছেন: অসাধারণ একটা গল্প...
১০০|
২৯ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৪
সাকিরা জাননাত বলেছেন: প্রিয়তে।+++
৩০ শে জুলাই, ২০১০ সকাল ১০:০৭
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১০১|
২৯ শে জুলাই, ২০১০ রাত ১০:৩৭
বি।বি।টি বলেছেন: Thanx
৩০ শে জুলাই, ২০১০ সকাল ১০:০৬
অহরিত বলেছেন: ধন্যবাদ আপনাকেও।
১০২|
০৭ ই আগস্ট, ২০১০ বিকাল ৫:৫২
রক্তিম কৃষ্ণচূড়া বলেছেন: ভালো লাগলো।
২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:৪৭
অহরিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১০৩|
২১ শে আগস্ট, ২০১০ রাত ১১:১৯
টানজিমা বলেছেন: এইটারে গল্প বলবি তো কসে একটা থাপ্পর খাবি..........
সোজা শোকেসে.........
২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ৮:৫০
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১০৪|
২২ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২৩
রিমঝিম বর্ষা বলেছেন: পড়তে পড়তে ভাবছিলাম মন ভালো করার মত একটা লেখার জন্যে কিভাবে আপনাকে থ্যঙ্কস দেয়া যায়! কিন্তু স্বভাবসুলভ ভাবে মন খারাপের ছোঁয়া আপনি রাখলেনই। আপনাদের প্রথম আলাপ আমি বিশ্বাস করেছি এবং খুব মজা পেয়েছি (আচ্ছা এটা গল্প নাকি?
)।
১০৫|
২৩ শে আগস্ট, ২০১০ রাত ২:৫৩
জেবাল বলেছেন: অনেএএএএএএএএএক ভাল হইছে
১০৬|
২৩ শে আগস্ট, ২০১০ রাত ৩:০৩
বাউন্ডুলে রুবেল বলেছেন: আপনাদের মত ভালো লেখক সত্যি দরকার এ ব্লগে...এতে করে যদি একটু গালাগালি কমে...
ভাল একটা গল্প লিখছেন...
চালায়া যান ভাই...
কবে যে ব্লগ টা হবে একটা সত্যিকার সাহিত্যের আতুর ঘর।। সেই আশায় বাধি খেলাঘর।
১০৭|
২৫ শে আগস্ট, ২০১০ বিকাল ৪:৪২
ঘরকাতুরে বলেছেন: গল্পটা সত্যি ভালো লেগেছে।
১০৮|
২৬ শে আগস্ট, ২০১০ বিকাল ৩:০৩
সমুদ্র কন্যা বলেছেন: এটা গল্প! কি অসাধারণ যে লিখেছেন!
মুগ্ধ হয়ে পড়লাম!
১০৯|
৩০ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:২২
দারুচিনী দ্বীপ বলেছেন: খুব ভালো লাগলো লেখাটা। জীবনে অনেক কিছুই ঘটে...... আপনার গল্পের মতো সত্য আর সুন্দর হোক আপনার জীবনের গল্পটাও।
১১০|
৩০ শে আগস্ট, ২০১০ দুপুর ১২:৪৭
সুপ্ত সবুজ বলেছেন: এই কিসিমের একখান বিবাহ করতে পারলে তো ভালই হইতো। কিন্তু আঠাশ বছরেও তা সম্ভব হয় নাই। ভবিষ্যতও অন্ধকার দেখিতেছি।
১১১|
০৭ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:৩০
শিবলী বলেছেন: মনটা কেমন যেন খারাপ হয়ে গেল....
১১২|
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৭
মুহাম্মদ ফয়সল বলেছেন: অসাধারন বাস্তবতার ছোয়ায় ভরা এরকম গল্প আমি কমই পড়েছি ভাই। দারুন লেগেছে।
১১৩|
১২ ই সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:৫৮
কাকপাখি ২ বলেছেন: লোকটা ছাঘলের মত দেখতে হইলেও মনটা কিন্তু মাশাল্লাহ মাম ওয়াটারের মত পরিষ্কার
ভাগ্যবান ছাঘল আপনে। আপনের ভাগ্য দেইখা ঈর্যা হইতেছে।
+++++++++++++++
১১৪|
১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১১:০৬
দুপুরমণি বলেছেন: প্রিয়তে নিলাম ।
১১৫|
২৩ শে অক্টোবর, ২০১০ রাত ১২:৪৬
ওমর হাসান আল জাহিদ বলেছেন: প্রিয়তে নিলাম... আপনার লেখনী চমৎকার...
১১৬|
২৭ শে অক্টোবর, ২০১০ সকাল ৭:১২
ফারহান আহমেদ বলেছেন: একটানে পড়ে ফেললাম। ভাল লেগেছে।
০১ লা নভেম্বর, ২০১০ সকাল ৮:১৬
অহরিত বলেছেন: আপনাকে ধন্যবাদ।
১১৭|
০১ লা নভেম্বর, ২০১০ রাত ১২:০৯
দুর্বলতার অমিত বলেছেন: এইটা একটা গল্প মেজাজটা বিলা হইয়া গেছে..দারুন লাগতেছিলো সত্যি মনে কইরা...গল্পটারে প্লাস
আর আপ্নারে মাইনাস
০১ লা নভেম্বর, ২০১০ সকাল ৮:১৪
অহরিত বলেছেন: হা হা! গল্প বলেই তো এভাবে বিয়ে হয়ে গেল।
আমাকে মাইনাস দেয়ার জন্য ধন্যবাদ।
১১৮|
০২ রা নভেম্বর, ২০১০ বিকাল ৩:০৫
ঋষাণ বলেছেন: ভাল লেগেছ......... আরো ভালোর অপেক্ষায়........
০৪ ঠা নভেম্বর, ২০১০ দুপুর ২:৩৮
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১১৯|
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:১৮
হেফান বলেছেন: “আমাকে পছন্দ করলে ভাই বলছেন কেন?”
হা হা হা!!!
অতি সুন্দর, ট্র্যাজিক পার্টটা দু্ঃখজনক.... কষ্ট পেলাম....
০৬ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:০৩
অহরিত বলেছেন: ধন্যবাদ হেফান।
১২০|
০৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:৩২
সপ্রতিভ বলেছেন: প্রিয়তে
১২১|
০৬ ই নভেম্বর, ২০১০ রাত ২:২১
অকপট পোলা বলেছেন: আশা করি এইটা আপনার জীবনে বাস্তবেই ঘটবে।
শুভেচ্ছা রইলো।
১২২|
১২ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:৩৪
বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: অনেক ধন্যবাদ।আমি ভাবিনি কারো প্রিয়তে এই লিখাটি যেতে পারে
60 bloggers have added this post to their favourite post :#>
১৩ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:১১
অহরিত বলেছেন: কথা সত্য।এই লেখা অবশ্যই প্রিয়তে যাওয়ার মত না।
আপনাকেও ধন্যবাদ।
১২৩|
১৩ ই নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৫
মৃতস্বর বলেছেন: ঘটনাটা কি ঘটছে সেটা শুনেন, আমি একটু পরার পর থেকেই আপনার জায়গায় নিজেরে কল্পনা করতে লাগ্লাম...
তবে এন্ডিংটা দেখে ঐ জায়গাতে আবার আপনারে বসায়দিছি...
+ দিলাম। আর আশায় আছি কবে এমন হবে...
১৪ ই নভেম্বর, ২০১০ সকাল ৭:৩৭
অহরিত বলেছেন: ধন্যবাদ মৃতস্বর।আশা করি খুব শীঘ্রই হবে।
১২৪|
১৫ ই নভেম্বর, ২০১০ ভোর ৫:০৭
ত্রিভুজ বলেছেন: ভাল লেগেছে... আমি প্রথমে ভেবেছিলাম সত্যি কাহিনী।
২২ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:১৪
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১২৫|
১৫ ই নভেম্বর, ২০১০ দুপুর ১২:০৫
অনির্বান বলেছেন: বাচ্চার নামটা কি আগেই ঠিক করা ছিল? নয়তো ২ ঘন্টার মধ্যেতো নাম দেয়া হয়না সাধারণত!
একদম সত্যের মতো গল্প। খুব ভাল্ লাগছে!
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৯
অহরিত বলেছেন: নামটা বোধহয় আগেই ঠিক করা ছিলো!
ধন্যবাদ।
১২৬|
১৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:১১
জুনায়েদ কামাল নিবিড় বলেছেন: জটিল একটা লেখা হইসে। একেবারে আসল গল্প।
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫১
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১২৭|
১৬ ই নভেম্বর, ২০১০ দুপুর ২:৪১
অরক্ষিত মাহফুজ বলেছেন: আবেগাপ্লুতো হলাম ।। এই ককম একখান কাহিনী আমার জীবনে কবে যে ঘটবে
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৪
অহরিত বলেছেন: অপেক্ষা করুন...
ধন্যবাদ পড়ার জন্য।
১২৮|
১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৪
গ্যাঁড়াকল বলেছেন: অরক্ষিত মাহফুজ বলেছেন: আবেগাপ্লুতো হলাম ।। এই ককম একখান কাহিনী আমার জীবনে কবে যে ঘটবে
![]()
-------------
নিরাশ হইয়েন না বাই....
বৈশাখ মাসের বৃষ্টির দিনগুলোতে অফিসের সামনের বাস স্ট্যান্ডের ছাউনীতে বসে ট্রাই করে দেখতে পারেন।
--------------------
@লেখক
গল্পটা জটিল হইছে। গল্পটা পইড়্যা কেন জানি নীচের গানটার কথা মনে আসছে..
![]()
ছুকার মেরে মন কো কেয়া তুনে কিয়া ইশারা
বাদলা ইয়ে মৌসম লাগে জাগ সারা
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৫
অহরিত বলেছেন: হা হা!
ভাই বাংলা গান মনে পড়লে আরো খুশি হইতাম!
১২৯|
১৬ ই নভেম্বর, ২০১০ বিকাল ৩:২৫
গ্যাঁড়াকল বলেছেন:
ছুকার মেরে মন কো কেয়া তুনে কিয়া ইশারা
বাদলা ইয়ে মৌসম লাগে পেয়ারা জাগ সারা
------------
১৩০|
১৬ ই নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
বিভ্রান্ত পথিক ২০১০ বলেছেন: ১২২ নং কমেন্টে আমি আপনার ২৭ নং কমেন্টের জবাবটা তুলে দিয়েছি. লেখা অবশ্যই প্রিয়তে যাবার মত.
২৪ শে নভেম্বর, ২০১০ সকাল ৮:০১
অহরিত বলেছেন: হা হা।তা বুঝতে পেরেছি।ধন্যবাদ।
১৩১|
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ১:১৬
তাহমিদ হাসান চৌধুরী বলেছেন: vai dowa koiren ami jeno amar moner manush pai
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৫
অহরিত বলেছেন: অবশ্যি করবো !
১৩২|
২৪ শে নভেম্বর, ২০১০ রাত ৩:৫৪
অচেতন নাগরিক বলেছেন: খুবই খু্বই ভালো লাগল! জটিল হইসে!!!! থ্যাংকস!
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:০৮
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১৩৩|
২৯ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১০
শ্রাবন্য বলেছেন: ভাই.....অতি অসাধারন, আপনি সহ....বিশাল কল্পপ্রেমী আপনি...শুভ কামনা রইল...
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১০
অহরিত বলেছেন: ধন্যবাদ।
আপনাকেও শুভ কামনা।
১৩৪|
০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ১২:২১
অগ্নিশিখা বলেছেন: দারুন হয়েছে. + প্রিয়তে
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১১
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১৩৫|
০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ৩:২৮
ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: +++
১০ ই এপ্রিল, ২০১১ রাত ১১:১৩
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১৩৬|
০২ রা ডিসেম্বর, ২০১০ রাত ৯:৪০
দুর্লভ বলেছেন: "লাভ এট ফার্স্ট সাইট" এর এত দারুন একটা বাস্তব কাহিনী পড়ে খুবই ভাল লাগলো, আরও ভাল লাগতো যদি অনন্তকে এভাবে অকালে চলে যেতে না হত।
এইটুকুই সান্ত্বনা, অনন্ত যেখানেই আছে, অবশ্যই সুখে আছে, শান্তিতে আছে এবং থাকবে।
ভালো থাকবেন।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:০৬
অহরিত বলেছেন: আপনিও ভাল থাকবেন।
১৩৭|
১৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ৩:৫৬
প্রিয়অপ্রিয় বলেছেন: গল্প কেন?ভাল লিখেছেন।
আর পারিনা!
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:০৮
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১৩৮|
১৭ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৪:২৩
অনন্ত দিগন্ত বলেছেন: ভাল লেগেছে ... ভাল থাকুন , সবসময়
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:১০
অহরিত বলেছেন: আপনিও ভালো থাকুন সবসময়।
১৩৯|
১৭ ই ডিসেম্বর, ২০১০ ভোর ৬:১০
মে ঘ দূ ত বলেছেন: অফিসের এমন দিনগুলোর জন্য তালিয়া। কি সুন্দর সুন্দর গল্প বেরোয় অলস দিনে ![]()
মনটায় ভালো হয়ে গেল গল্পটা পড়ে।
ভালো থাকুন।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:১২
অহরিত বলেছেন: আপনিও ভাল থাকুন।
১৪০|
১৯ শে ডিসেম্বর, ২০১০ রাত ১২:৩৭
হাসান মোহাম্মাদ বলেছেন: জটিল ভাইডি। এইডা সত্য হওন উচিত। বুঝলেন একটি ডাক্তারনিরে খুব পছন্দ করতাম। কিন্তু ডারেক্ট ছেকা। বলে ডাক্তার ছাড়া বিয়ে করবেনা।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:১৬
অহরিত বলেছেন: হা হা!
ব্যাপার না!
১৪১|
২৮ শে ডিসেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৩
রাজু রাজ বলেছেন: ভালো লেগেছে, প্রিয়তে
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:১৭
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ
১৪২|
২৯ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৪:৪৪
নাআমি বলেছেন: অপূর্ব লিখেছেন! হৃদয় ছোয়া লেখা..........।
নতুন আমি এখানে........।
ভাল থাকবেন
ধন্যবাদ।
১৩ ই এপ্রিল, ২০১১ রাত ১:১৮
অহরিত বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
১৪৩|
০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৬
তারার মেলা মিটিমিটি বলেছেন: অসাধারন গল্প।
সোজা + এবং প্রিয়তে।
১৪৪|
০১ লা জানুয়ারি, ২০১১ বিকাল ৩:০৭
তারার মেলা মিটিমিটি বলেছেন: অসাধারন গল্প।
সোজা + এবং প্রিয়তে।
১৪৫|
১৩ ই জানুয়ারি, ২০১১ রাত ১:১৯
বুড়ো বলেছেন: ভালো লাগলো।
___________
আপনার লেখার হাত অসাধারণ।
১৪৬|
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ২:২২
কালকুট বলেছেন: চমৎকার...............গল্পটার সাথে মিশে গিয়েছিলাম...............অসাধারণ।
১৪৭|
০২ রা ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:১৬
িকম্ভূত িকমাকার বলেছেন: অনেক দিন পর এমনি এমনি ব্লগে আসলাম। এসেই আপনার গল্প পড়ে পুরাই অভিভূত হয়ে গেলাম, আমার খুবই ভাল লেগেছে ভাই আপনার গল্প। তবে শেষটুকু এত মন খারাপ করা না দিলেই হতো .।
১৪৮|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১১ রাত ১১:৫৪
যাবের বলেছেন: ভালো লেগেছে।
লোকটা ছাগলের মত দেখতে হইলেও মনটা কিন্তু মাশাল্লাহ মাম ওয়াটারের মত পরিষ্কার।পরিষ্কার মনটাই দরকার।
১৪৯|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৩
নাবিক০৬ বলেছেন: এটা গল্প হল ক্যান???? আমি তো ভেবেছি সত্যি কাহিনি। এক কথায় অসাধারন! প্রিয়তে ঃ)
১৫০|
০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:০৪
নাবিক০৬ বলেছেন: এটা গল্প হল ক্যান???? আমি তো ভেবেছি সত্যি কাহিনি। এক কথায় অসাধারন! প্রিয়তে ঃ)
১৫১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:৩৬
ইলুসন বলেছেন: সুন্দর হয়েছে। লিখালিখি চালিয়ে যান। এটা তো গল্প, তবে সত্যি বলছি পড়ার সময় একবারও মনে হয়নি এটা গল্প। আপনার জীবনের অভিজ্ঞতা নিয়েও কিছু লিখুন। পোস্টে প্লাস দিলাম।
১৫২|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ ভোর ৪:২২
যৈবন দা বলেছেন: অসাধারণ ।
১৫৩|
১৪ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১০:৫০
মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: এই লেখার কোন মন্তব্য ই হতে পারে নাহ ।
অনেকদিন পর কিছু পড়ে আসলেই মন টা ভিজে গেল । +++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৫৪|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:০৬
পরিচিতজন বলেছেন: মূল্যহীন বালক ...বেস্ট বলেছেন: এই লেখার কোন মন্তব্য ই হতে পারে নাহ ।
অনেকদিন পর কিছু পড়ে আসলেই মন টা ভিজে গেল । +++++++++++++++++++++++++++++++++++++++++++++
একবার ও গল্প মনে হয় নাই...
১৫৫|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৩:২৩
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগলো ।
১৫৬|
২৬ শে ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪৭
হারানোপ্রেম বলেছেন: গল্প আসলেই গল্প এর মত হয়েছে বাস্তব না।
ভালো লাগলো ।
১৫৭|
০৬ ই মার্চ, ২০১১ রাত ১:১০
ওসমান ঢালী তুষার বলেছেন: প্রিয়তে............ আর কিছু বলতে পারছি না।
১৫৮|
২২ শে মার্চ, ২০১১ রাত ৮:৫৪
জামিল আহমেদ জামি বলেছেন: আমি সবুজ নামে এক ভাইয়ের কথা জানি, তার এরকম কাহিনী। বুয়েটের ছাত্র ছিলেন, সম্ভবত সি এন জি'র অপেক্ষায় দাঁড়িয়ে থাকার সময় এক মেডিকেলের আপুর সাথে পরিচয়-- প্রেম--- বিয়ে---- খুব অল্প সময়ে!! তাদের একটা ফুটফুটে মেয়ে হয়েছে।
(সোনিয়া)???
১৫৯|
২৩ শে মার্চ, ২০১১ সকাল ১০:৫৮
টিয়া ময়না বলেছেন: চোখে পানি চলে এলো
১৬০|
২৪ শে মার্চ, ২০১১ রাত ১২:৫০
শায়েরী বলেছেন: Oshadharon oshadhron....ish ami vebesilm puro real lyf kahini....
১৬১|
০৫ ই এপ্রিল, ২০১১ দুপুর ১:১৭
সুরাইয়া সুিম বলেছেন: খুব ভাল লেগেছে। একবার ও গল্প মনে হয় নাই...++++
১৬২|
১২ ই এপ্রিল, ২০১১ রাত ৯:১০
বোকা ছেলে বলেছেন: একদমে পড়লাম। এক মূহুতেূর জন্যও মনে হয়নি এটা কাল্পনিক কোন গল্প। ধন্যবাদ চমৎকার লেখা দেয়ার জন্য।
১৬৩|
১৭ ই এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৬:০৪
ধূসর গাংচিল বলেছেন: এক বড় ভাইয়ের রিকমেন্ডেশন এ লিন্ক টা পেলাম , সত্যি অসাধারণ , খুব ভাল লিখেছেন , সাবলিল , মন ভেজানো । আপনাকে অনেকগুলো +++++++ ..........
১৬৪|
১৯ শে এপ্রিল, ২০১১ রাত ১১:৫২
রাখালীয়া বলেছেন: ভাল লেগেছে
++++
২২ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:২১
অহরিত বলেছেন: ধন্যবাদ
১৬৫|
২২ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩০
এইচ, এম, পারভেজ বলেছেন: সত্যি অসাধারণ
১৬৬|
২২ শে এপ্রিল, ২০১১ রাত ১২:৩১
এইচ, এম, পারভেজ বলেছেন: সত্যি অসাধারণ
১৬৭|
৩০ শে এপ্রিল, ২০১১ রাত ৮:৫০
রোদন রহমান বলেছেন: ++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
১৬৮|
০৯ ই মে, ২০১১ রাত ৯:৩৭
আমজাদ আজাদ বলেছেন: ভাই ইম্পেরেসড...।কাহিনী শুনে প্রেম করতে মুঞ্চায়...।প্রেম করুম
১৬৯|
১২ ই মে, ২০১১ রাত ১২:৫৭
ইষ্টিকুটুম বলেছেন: আগে নেটে খুব কম বসা হতো। তাই লেখাটি মিস হতে পেরেছিলো। এখন ঠিক খুঁজে খুঁজে ঢুকে এক নিঃশ্বাসে পড়ে ফেললুম। +++++
১৭০|
২৩ শে মে, ২০১১ রাত ৩:০৮
স্বপ্নমালা বলেছেন: ...............ঐ........................।
১৭১|
০৩ রা জুন, ২০১১ বিকাল ৫:২১
মো: রফিকুল ইসলাম আসিফ বলেছেন: সুন্দর কিছু অনুভুতির ছোয়া পাওয়া গেল।
১৭২|
০৯ ই জুন, ২০১১ সকাল ১১:৪০
একলা চাঁদ বলেছেন: আপ্নের মধ্যেই গ্যাস আছে । আপ্নেরে দিয়েই হবে । ![]()
০৯ ই জুন, ২০১১ রাত ৮:৫২
অহরিত বলেছেন: হাহাহাহা...অনেক ধন্যবাদ।
১৭৩|
০৯ ই জুন, ২০১১ রাত ৯:০৮
রিয়েল ডেমোন বলেছেন: হে হে... আমিত সত্য ভাবছিলাম, আহা !!! এমন সত্য কতই না মিস্ট হয়
১৭৪|
১৩ ই জুন, ২০১১ রাত ৮:৫৩
মিন্ট বলেছেন: আহ, যদি আমার ক্ষেত্রে এইটা কাজ দিত ...
১৭৫|
১৩ ই জুন, ২০১১ রাত ১০:৫২
জাফরিন বলেছেন: এইটা যদি মিথ্যা হয় আপনার খবর আছে।
প্রেম ভালোবাসা নিয়ে ফাজলামি আমি মানি না। এটা আপনাকে বাস্তবে রূপ দিতে হবে। নইলে................
১৪ ই জুন, ২০১১ রাত ৯:৪৮
অহরিত বলেছেন: প্রিয় জাফরিন চাইলেই কি আর সব হয় বলুন?
আপনাকে ধন্যবাদ।
১৭৬|
১৭ ই জুন, ২০১১ রাত ১১:৪৭
মাহমুদুল হাসান শাহিন বলেছেন: খুব ইচ্ছে করছে আমার জীবনেও যেন এরকম একটা গল্প ঘটে যায় ।
"আমি চাকরী করি একটি বহুজাতিক প্রতিষ্ঠানে।পাশ করেছি তড়িৎ প্রকৌশলে বছর দুই আগে।জীবনে কখনো প্রেম করিনি ।"
আপনার সাথে আমার পার্থক্য , আমার পাশ করতে আর এক বছর বাকী ।
১৯ শে জুন, ২০১১ রাত ৮:৩৮
অহরিত বলেছেন: শুভকামনা রইলো।
১৭৭|
১৮ ই জুন, ২০১১ সকাল ৮:৩২
প্রতীক্ষিত বলেছেন: প্লাস।
১৭৮|
১৮ ই জুন, ২০১১ রাত ১১:১৩
শাহরিয়ার রিয়াদ বলেছেন:
কি যে ভাল লাগল গল্পটা পড়ে বোঝানো যাবে না।
দূর্দান্ত এবং অসাধারণ অনুভুতি
১৭৯|
২৯ শে জুন, ২০১১ ভোর ৬:৪৮
লাবণ্য ও মেঘমালা বলেছেন: এই গল্পটা আমি কতবার যে পড়েছি।
একটু বেশিই সুন্দর গল্পটা .....
১৮০|
২৯ শে জুন, ২০১১ সকাল ৭:১১
মনে নাই বলেছেন: এক কথায় দারুন।
আমি বস হলে আপনাকে মাঝেমধ্যে অফিস ফাকি দিয়ে এমন গল্প লিখার জন্য অনুরোধ করতাম।
১৮১|
২৯ শে জুন, ২০১১ রাত ৮:৫৪
মু. জামান চৌধুরী বলেছেন: অসাধারণ ++++
১৮২|
০২ রা জুলাই, ২০১১ সন্ধ্যা ৭:৪০
ল্যাটিচুড বলেছেন: আফসোস এতদিন পরে পড়লাম । অসাধারণ ............
০২ রা জুলাই, ২০১১ রাত ৮:০৮
অহরিত বলেছেন: ধন্যবাদ ল্যাটিচুড।
১৮৩|
০৬ ই জুলাই, ২০১১ রাত ৩:০২
সায়েম মুন বলেছেন: এই গল্পটা মিস কর্ছিলাম কেমনে জানি। যাই হোক আজকে পড়ার সৌভাগ্য হলো। এরকম মিরাকল কিছু একটা হওয়ার আশায় আছি
১৮৪|
১০ ই জুলাই, ২০১১ সকাল ১০:২৯
অরণ্য নিনিত বলেছেন: দারুন লাগল ভালবাসার গল্প
আমি ঘুমাতে যাবার আগে একটি নিয়ম সবসময় অনুসরণ করি।আমি একবার ওর হাত ধরে বলি, “তোমাকে ভালোবাসি"”
চমৎকার.....
১০ ই জুলাই, ২০১১ দুপুর ১:০৮
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
১৮৫|
১০ ই জুলাই, ২০১১ দুপুর ১:২৫
শুটকাভাই বলেছেন: খুবই সুন্দর হয়েছে
১৮৬|
১০ ই জুলাই, ২০১১ রাত ৮:২৪
বিনিদ্র ~ রজনী বলেছেন: ঈর্ষান্বিত !!
১০ ই জুলাই, ২০১১ রাত ১১:২৮
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১৮৭|
১৪ ই জুলাই, ২০১১ রাত ১:০৯
পাহাড়ের কান্না বলেছেন: অনেক ভালো লাগছে...
১৮৮|
১৪ ই জুলাই, ২০১১ রাত ১:৪৪
খােলদ রাজা বলেছেন: স্যার আপনার ফোন নাম্বারটা দিলে একটু উপকার হইতো । আপনার সাতে কথা বলে মনটা একটু শান্তি পাইতো । প্লীজ ভুল বুঝবেন না ।
১৮৯|
৩১ শে জুলাই, ২০১১ রাত ১১:১৩
ফায়ারবক্স বলেছেন: ভাই আপনার ভাগ্য দেখে আশ্বান্বিত হলাম,
প্রথম প্রথম গাঞ্জাখুরী গল্প মনে হচ্ছিল, কিন্তু পরে একদম ফাটিয়ে দিলেন।
অনেক ভাল লাগল, আমিও এমন কোন এক বর্ষার অপেক্ষায় থাকলাম।
১৯০|
০৭ ই আগস্ট, ২০১১ সকাল ৮:৫১
স্রাবনের রাত বলেছেন: আপনার লেখাটা অনেক সুন্দর হয়েছে । আজকের দিনে পড়তে অনেক ভাল লাগল । কারন আজকে বৃষ্টির দিন ।
০৭ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:০১
অহরিত বলেছেন: ধন্যবাদ শ্রাবণের রাত।
১৯১|
০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৭:৩৯
আশাফ আনিস বলেছেন: খুব ভাল লেগেছে
১৯২|
১১ ই আগস্ট, ২০১১ দুপুর ১:৫৮
ভাইরাফাউনড বলেছেন: অনেক দেরিতে আপনার লেখাটা পরলাম, না শুধু পরলাম না তন্ময় হয়ে পরলাম। শেষ দিক টায় এসে চোখের পানি আটকে রাখতে খুব কষ্ট হচ্ছিল।
লেখাটি পড়ার সময় একবার ও এটাকে গল্প মনো হয়নি। খুবই সাবলিল লেখা।
এতো চমৎকার একটা লেখা উপহার দেও্য়ার জন্য আপনাকে অসংখ ধন্যবাদ।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:১৮
অহরিত বলেছেন: প্রিয় ব্লগার আপনাকেও অসংখ্য ধন্যবাদ।
১৯৩|
১৪ ই আগস্ট, ২০১১ দুপুর ১:১৯
মেহদী১০ বলেছেন: অনেকদিন আগে আপনার লেখা ১বার পড়ছিলাম যখন সামুতে আমার কোন নিক ছিল না । আজ কেন জানি আপনার লেখাটা আজ চোখে পড়ল আবারও পড়লাম আবারও চরম ভাল লাগল । তাই কমেন্ট করে গেলাম ।
১৯৪|
১৫ ই আগস্ট, ২০১১ রাত ১:৩০
ইন্সিত বলেছেন: খুব ভাল লেগেছে। একবার ও গল্প মনে হয় নাই...+++++++++++
১৯৫|
০২ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৮
রাহিদ হাসান রবিন বলেছেন: মন্ত্রমুগ্ধের মত পরলাম। অনেক অনেক ভালো। সত্যিকার ভালোবাসার গল্পগুলো এমন হলে ভালো লাগতো।
০২ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ২:২১
অহরিত বলেছেন: ধন্যবাদ।
১৯৬|
০৫ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১০:২৮
সুফিয়ান শাকিল বলেছেন: অসাধারণ! একসময় হুমায়ুন আহমেদের গল্প পড়ে এরকম মজা পেতাম।আমার বিশ্বাস আপনি অনেক বড় একজন লেখক হবেন। আন্তরিক শুভ কামনা রইল।
০৬ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ২:০৮
অহরিত বলেছেন: প্রিয় শাকিল ধন্যবাদ।
১৯৭|
১২ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:১২
রিয়াদ-তাওহিদ বলেছেন: ভাই খুব ভাল লাগলো.... দোয়া করি আপনারা সারাটিজীবন সুখে থাকেন।
আর একটি কথা....
আপনার "অনন্ত"-এর জন্য অনেক দোয়া রইল.... যে পিতা হয়েছে সেই জানে- সন্তান কি !!!
১২ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:৪৩
অহরিত বলেছেন: প্রিয় ব্লগার ধন্যবাদ।
১৯৮|
১৭ ই সেপ্টেম্বর, ২০১১ বিকাল ৩:০৫
অদ্ভুত আগন্তূক বলেছেন: অসাধারণ, আমি এরকম কোন মেয়েকে কি পাব?????
১৯৯|
৩০ শে সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:৫১
তাবন বলেছেন: মনে যেন নাড়া দিয়ে গেল গল্পটা...প্রত্যেক যুবকের মনেই এমন একটা গল্প থাকে...সেটাই আপনার অফিস ফাকি দিয়ে লেখাটা তুলে আনল...আহা ...আমার জীবনেও যদি এমন হত...
২০০|
১০ ই অক্টোবর, ২০১১ রাত ২:৪৭
রাখালছেলে বলেছেন: কমেন্টে তো রেকর্ড করে ফেললেন। মিস্টি খাওয়ান।
২০১|
১০ ই অক্টোবর, ২০১১ রাত ৩:৪৪
কামরুল হাসান শািহ বলেছেন: দারুন গপ্প। ভাল লাগা দিলাম
১১ ই অক্টোবর, ২০১১ রাত ২:১২
অহরিত বলেছেন: ধন্যবাদ সবাইকে
২০২|
২০ শে অক্টোবর, ২০১১ বিকাল ৫:০৪
আসিফুর রহমান বলেছেন: অনেক ভাল লাগল, কিন্তু আপনার বাচ্চার কথা শুনে আমার চোখ দিয়ে পানি বের হয়েছে । কারন আমার বাচ্চা পৃথিবির আলো দেথতে পারে নাই ।
২২ শে অক্টোবর, ২০১১ রাত ৯:৪৯
অহরিত বলেছেন: প্রিয় আসিফুর রহমান, মঙ্গলময় আর করুণার চাদরে আপনার সন্তানটিকে আগলে রাখুক এই প্রার্থনাই করি।
২০৩|
২৯ শে অক্টোবর, ২০১১ সকাল ৯:২১
জীবনকেসি বলেছেন: এক দমে শেষ করলাম। শেষে মন খারাপ করে দিলেন।
আপনাদের ভবিষ্যত জীবন আরো মধুময় হোক।
ধন্যযোগ।
২০৪|
৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১:০৯
উল্যাহ ১১ বলেছেন: priyote rakhlam.......ro likhun.........may allah bless u..amin
৩০ শে নভেম্বর, ২০১১ রাত ১০:২৪
অহরিত বলেছেন: ধন্যবাদ।
২০৫|
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:০৩
অণুজীব বলেছেন: অনেকের প্রিয় পোস্টে এই গল্প দেখেছি কিন্তু পড়া হয় নাই আজকে পড়লাম খুব ভালো লাগলো
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:০৯
অহরিত বলেছেন: প্রিয় ব্লগার ধন্যবাদ।
২০৬|
০৬ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:১৮
নাঈম আহমেদ আকাশ বলেছেন: অসাধারণ ।
২২৭ তম ভালোলাগা ।
০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:০১
অহরিত বলেছেন: প্রিয় নাঈম, আপনাকে অনেক ধন্যবাদ।
২০৭|
১৬ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:৪০
হাসিন ঐশী বলেছেন: চোখ ভিজে আসছিলো... কি দরকার ছিল বলার যে এটা সত্যি গল্প না???
১৭ ই ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৩
অহরিত বলেছেন: আচ্ছা!
২০৮|
১০ ই মার্চ, ২০১২ দুপুর ১২:০০
ভালো থাকতে চাই বলেছেন: ধুর
আমি মনে করেছিলাম সত্যি গল্প। এত্ত দারুন হয়েছে
।
২০৯|
১০ ই মার্চ, ২০১২ দুপুর ১২:১১
আমি কবি নই বলেছেন: ...ভাই, স্বপ্নশিশুর ব্যাপারটা না থাকলেই ভালো হতো, তবুও ধন্যবাদ একটা ভালো গল্পের জন্য...
২১০|
২৪ শে মার্চ, ২০১২ রাত ১১:৪৮
মাহমুদুল হাসান কায়রো বলেছেন: আপনার মত গুছিয়ে লিখার ক্ষমতা থাকলে একটা মন্তব্য করতাম...
২১১|
১৪ ই এপ্রিল, ২০১২ দুপুর ১২:৩৯
জাতির বিবেক বলেছেন: খুব ভালো। গল্পতো মনে হলো না ভাই। সত্যি কিনা স্বীকার করেন আগে।
২১২|
২৯ শে এপ্রিল, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
শিস্তালি বলেছেন: সুন্দর... অদ্ভূত সুন্দর... আমি সত্য ঘটনা মনে করা শুরু করেছিলাম
কিন্তু অনন্তর কারণে গল্প হওয়াই ভালো।
২১৩|
১৫ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫৩
সবুজ স্বপ্ন বলেছেন: এমন একটি লেখা এতদিন পর বকন পড়লাম জানিনা। আমারও এরকম একটা ঘটন্ আছে আপনারটা স্বার্থক হয়েছে কিন্তু অামারটা স্বার্থক হয়নি। যাইহোক আপনার ছেলের মৃত আত্মার মাগফেরাত কামনা করছি ।ভালো থাকবেন।
২১৪|
২৩ শে জুলাই, ২০১২ সকাল ১০:১৮
আমার স্বপ্ন আমার আকাশ বলেছেন: অসাধারণ হয়েছে ... খুব খুব খুব ভালো লেগেছে ... ভালো থাকবেন ...
২১৫|
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১২:৩৪
মিনহাজুল হক শাওন বলেছেন: অনেক পাঠকই দু ফোটা অশ্রু বিসর্জন দিয়েছেন নিশ্চিত। অস্থির লেখা! উফ!
০৪ ঠা আগস্ট, ২০১২ দুপুর ১:০১
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
২১৬|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ৯:২৩
চুপচাপ শুনি বলেছেন: এটা কি সত্য ঘটনা?? অসাধারন...
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪২
অহরিত বলেছেন: নাহ!
২১৭|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ৯:৩৮
হৈমো বলেছেন:
এমনই হয়
ভালো লাগলে
মনে ধরলে
বিষে বিষক্ষয়!
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:৪৪
অহরিত বলেছেন: আচ্ছা!
২১৮|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১০:৫৬
দা লর্ড বলেছেন: জটিল প্রেমের কঠিন গল্প।
২১৯|
০৭ ই আগস্ট, ২০১২ রাত ১১:২১
মনিং_ষ্টার বলেছেন: চ্রম হইছে। আমিতো সত্যি ভাবছিলাম।
২২০|
১২ ই আগস্ট, ২০১২ দুপুর ১২:৫৫
সায়লা বলেছেন: খুব ভাল লাগলো
২২১|
২২ শে সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৭
মহামহোপাধ্যায় বলেছেন: এই গল্পটা আমি পড়েছিলাম। অনেক আগে, নিক খোলা তো দূরের কথা। তখন কেবল ব্লগে বিচরণ করা শিখছি। তখন কিছু ভালো লেখা আমাকে মন্ত্রমুগ্ধ করেছিল। এটা তার মাঝে একটা। পোস্টে অনেক ভালো লাগা ।
২২ শে সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৩১
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
২২২|
২৪ শে নভেম্বর, ২০১২ রাত ২:৪৭
সংবাদ বলেছেন: চমৎকার একটা গল্প
২৪ শে নভেম্বর, ২০১২ রাত ৯:৩১
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
২২৩|
২৮ শে নভেম্বর, ২০১২ রাত ৮:০৭
অসামাজিক বাবুই বলেছেন: ++++++++++++++
২২৪|
০৪ ঠা ডিসেম্বর, ২০১২ দুপুর ১২:৪০
0গাংচিল বলেছেন: +++++++++++++++++
২২৫|
০৮ ই ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২২
poops বলেছেন: এই গল্প টা অনেক আগে পরেছিলাম। তখন কমেন্ট করিনাই।
সামুতে যে কয়টা গল্প পরছি সেগুলর মধ্যে প্রই একটা গল্প।
২২৬|
১৫ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৪
দেলোয়ার জাহান রানা বলেছেন: “তোমাকে ভালোবাসি"”
২২৭|
১৭ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২৭
ইয়ার শরীফ বলেছেন: লেখাটি পড়ার সময় একবার ও এটাকে গল্প মনো হয়নি। খুবই সাবলিল লেখা
পোস্টে অনেক ভালো লাগা ।
২২৮|
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৩৪
একজনা বলেছেন: একবার শুধু বলুন যে এটা গল্প না! গল্প কেন বাস্তবতা কে হার মানাবে? বাস্তবতাও তো এমনই অসম্ভব সুন্দর হওয়া উচিত।
প্রথম ভাল লাগা সাথে প্রথম কমেন্ট। ভাল থাকবেন।
২২৯|
২৪ শে ডিসেম্বর, ২০১২ রাত ৮:৫১
একজনা বলেছেন: শুধু একবার বলুন এটা গল্প নয়! গল্পগুলো কেন সবসময় বাস্তবতাকে হার মানাবে? বাস্তবতাও তো এমনই অসম্ভব সুন্দর হওয়া উচিত।
পোষ্টে প্রথম ভাললাগা, রেটিং ও কমেন্ট এবং সেইসাথে প্রিয়তে।
২৩০|
০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
হায়দার আলী সোহেল বলেছেন: হৃদয় এর কথা গুলো সবসময়ই অসাধারন হয় । খুব খুব ভালো লাগলো। দোয়া করি আপনাদের জীবন যাতে সুখের হয় ।
২৩১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১
আমি তুমি আমরা বলেছেন: আপনার এই গল্পটা সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত পোস্টগুলোর মধ্যে ৭৯ নম্বরে, সামুর ইতিহাসে সবচেয়ে প্রিয়তে নেয়া পোস্টগুলোর মধ্যে ১০১ আর সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুক শেয়ার হওয়া পোস্টগুলোর মধ্যে ৫৫ নম্বরে। সবগুলা কমেন্টের জবাব দিলে হয়ত সামুর ইতিহাসে সর্বাধিক কমেন্টপ্রাপ্ত পোস্টের তালিকায় ঢুকে যাবেন।
এক গল্পে ১০০০০+ হিট
স্যালুট আপনার এই অসাধারন গল্প বলার ক্ষমতাকে।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩১
অহরিত বলেছেন: অসাধারণ অনেক কিছু জানলাম।
গল্প বলার ক্ষমতাকে অগ্রাহ্য করে চমৎকার অনেক পাঠক পেয়েছি বলে মনে করছি।
২৩২|
২০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০
পেস মেকার বলেছেন:
২৩৩|
২৭ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪২
অপ্র্রকাশিত বলেছেন: কিছুই বলার নেই......
কারন সবাই বলে ফেলেছে.......
সোজা প্রিয়তে..........
২৩৪|
২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬
মুহসিন বলেছেন: খুবই চমৎকার।
২৩৫|
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
খায়ালামু বলেছেন: আমি ঘুমাতে যাবার আগে একটি নিয়ম সবসময় অনুসরণ করি।আমি একবার ওর হাত ধরে বলি, “তোমাকে ভালোবাসি"”।এখনো পর্যন্ত এর ব্যতিক্রম হয়নি। +++++++++++
শেয়ার দিলাম
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৭
অহরিত বলেছেন: শুভকামনা।
২৩৬|
০৭ ই জুন, ২০১৩ রাত ২:৫১
ডি মুন বলেছেন: অসাধারণ, ভীষণ ভালো লাগলো +++++++++
০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১৮
অহরিত বলেছেন: ধন্যবাদ ভাই।
২৩৭|
০৭ ই জুন, ২০১৩ রাত ৩:০২
দুরন্ত সাহসী বলেছেন: হুম..............................।
২৩৮|
০৭ ই জুন, ২০১৩ ভোর ৪:১০
বটবৃক্ষ~ বলেছেন: এটা তো গল্প তাইনা???
আমার পঠিত শ্রেষ্ঠ গল্পের ১টি হবে।![]()
০৯ ই জুন, ২০১৩ রাত ১০:১৮
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
২৩৯|
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৮:২৪
রায়হান হোসেন রানা বলেছেন: ২৬ হইতে আরো আধা-দশক বাকি , চিন্তা করতেছি এই গল্পের নায়ক কিভাবে হওয়া যায় ...
অসাধারন লিখছেন ... +++++++
২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
অহরিত বলেছেন: ধন্যবাদ প্রিয় রানা
২৪০|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:২৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: সত্যি সামুর অন্যতম সেরা গল্প!!!!!!!!!!!!!!!!!
বটবৃক্ষ আপুকে ধন্যবাদ এতো সুন্দর গল্পের লিংক দেয়ার জন্য।
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২৬
অহরিত বলেছেন: ধন্যবাদ।
২৪১|
০১ লা আগস্ট, ২০১৩ রাত ৯:৩৬
ধানের চাষী বলেছেন: অনেক আগেই পড়েছিলাম গল্পটা, আজকে + দিয়ে একটা কমেন্ট দিলাম
০২ রা আগস্ট, ২০১৩ রাত ১১:২৮
অহরিত বলেছেন: ধন্যবাদ।
২৪২|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
সাদেক বলেছেন: অনেক ভালো লাগলো
২৪৩|
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
অপরিচিত অতিথি বলেছেন: ভাল লাগল।
২৪৪|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আবার পড়লাম.......
২৪৫|
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩৮
অযুত বলেছেন: অনেক দিন পরেই হয়তো পড়লাম। মানুষের ভালো লাগা কালেকশন থেকে।
অসাধারণ।
+++
২৪৬|
০৬ ই অক্টোবর, ২০১৩ রাত ১:২৪
মেঘবন্ধু বলেছেন: আমি কি আপনার এই লেখাটা শেয়ার করতে পারি ? অবশ্যই আপনার নাম উল্লেখ কর।
১২ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:০১
অহরিত বলেছেন: জ্বী পারেন।
২৪৭|
১৯ শে নভেম্বর, ২০১৩ ভোর ৫:৫২
সি.এম.তানভীর-উল-ইসলাম বলেছেন: এক কথায় অসাধারণ গল্প
২৪৮|
১৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:০৭
ইসানুর বলেছেন: ভাই, আমরা কয়েক বন্ধু মিলে কাঠপেন্সিল নামে একটা শখের লিটল ম্যাগ বের করি। আমরা এই বছর বইমেলা সংখায় আপনার একটি গল্প ( অবশ্যই আপনার নাম উল্লেখ করে) ছাপাতে চাই। এজন্য আপনার সদয় অনুমতি পেলে খুশি হব।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
অহরিত বলেছেন: প্রিয় ইসানুর, আমার মত সামান্য লেখকের লেখা ছাপাতে চাওয়াটা অনেক সম্মানের ব্যাপার। কৃতজ্ঞতা জানালাম।
আমার ফেসবুকে যোগাযোগ করলে এ ব্যাপারে আরো কথা বলা যাবে।
ফেসবুক নামঃ সাদ আহাম্মেদ
সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকা একটি ছবি দেয়া মুখছবিতে।
২৪৯|
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:০৮
অদ্ভুত_আমি বলেছেন: আবারও পড়লাম এবং মুগ্ধ হলাম ।
২১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
অহরিত বলেছেন: অনেক ধন্যবাদ।
২৫০|
২২ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১০:৪২
ইসানুর বলেছেন: ভাই, এফবিতে সাদ আহাম্মেদ
সমুদ্র নামেতো কাউকে পেলামনা। কিন্তু saad ahammad কে মেসেজ দিলাম। উনি ঈ কি আপনি? না হলে আমার এফবি তে নক করুন প্লিজ। facebook.com/isanur
২৫১|
২০ শে আগস্ট, ২০১৪ সকাল ১১:৩৯
না পারভীন বলেছেন: ৪ বছর পর গল্পটি পড়লাম
আমি, তুমি আমরা ভাই এর পোস্ট থেকে।
ভাল লাগা রইলো।
২৫২|
১৫ ই নভেম্বর, ২০১৪ রাত ৩:৩৮
মনিরা সুলতানা বলেছেন: ![]()
২৫৩|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
পলাশ মিয়া বলেছেন: আমি সারারাত ওর দিকে তাকিয়ে ছিলাম।সে অবশ্য আরামে ঘুমিয়ে কাটিয়েছিলো...ভাই এই লাইনটা সেরা একটা লাইন...
২৫৪|
১৬ ই ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৫৮
পলাশ মিয়া বলেছেন: আমি সারারাত ওর দিকে তাকিয়ে ছিলাম।সে অবশ্য আরামে ঘুমিয়ে কাটিয়েছিলো...ভাই এই লাইনটা সেরা একটা লাইন...
২৫৫|
০১ লা মার্চ, ২০১৫ রাত ১২:৩৩
রেদওয়ান রহমান বলেছেন: বহুদিন পর ব্লগে এসে আপনার এই লিখাটায় এসে থামলাম। লিখাটা আনেক পুরোনো হলেও ভালো লাগল। কমেন্ট না করে থাকতে পারলাম না। আপনাদের জন্য শুভকামনা রইল।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৩২
শয়তান বলেছেন: ভাল লাগছে গল্প