নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হবেই ...

রাজায় রাজায় যুদ্ধ করে, উলুখাগড়ায় প্রাণান্ত ।

ঐতিহাসিক

প্রতি দিনই চঞ্চল, কখনওবা শান্ত, রোজ রোজ নিশ্চিত, কখনওবা ভ্রান্ত ।

ঐতিহাসিক › বিস্তারিত পোস্টঃ

চাই সামু’র এন্ড্রয়েড অ্যাপস

৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২১



আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ যে বিষয়ে আলোকপাত করছি তা আগে থেকেই হয়তোবা পর্যালোচনায় আছে । আমি নতুন, একেবারেই নতুন, যাকে বলে – সদ্য প্রস্ফুটিত । তাই পুরনো কাসুন্দি তে পুনরায় ঘাঁটাঘাঁটি পড়ে যেতেই পারে । সেই ব্যাপারটাতে অগ্রজদের ক্ষমাসুন্দর দৃষ্টিই কাম্য ।



বিনয় দেখালাম অনেক, এবার আসল কথায় আসি । সারাক্ষণ মোবাইলের ফেসবুক অ্যাপস-এ অনলাইন থাকতে থাকতে, নতুন করে ব্রাউজার খুলার পরিশ্রমটা একটু বেশিই ঘুরপথ মনে হয়। আর প্রিয় সামু’তে ঢুকতে চাইলে এ ছাড়া উপায়ও নেই । এন্ড্রয়েড অথবা অন্যান্য মাল্টি মিডিয়া ফোন গুলুতে ফেসবুক, ইয়াহু, জিমেইল, টুইটার ইত্যাদি আইকন গুলুতে চাপ দিলেই অ্যাপস নিয়ে যাচ্ছে আমাদের কাঙ্খিত পেজগুলুতে। একবার ভাবুন, সামু’র যদি এরকম একটা অ্যাপস থাকতো, তাহলে কতোইনা সুবিধা হতো । যখন তখন শুধুমাত্র আঙুলের ডগার স্পর্শেই খুলে যেত প্রিয় সে ভুবন ।



পরসমাচার এই যে, আমার দ্বারা উহা সম্ভবপর নহে । তবে আমার বিশ্বাস যাদের পক্ষে সম্ভব তারা এখানে আছেন । যারা পারবেন - তাদের বলছি, বানিয়ে ফেলুন একটা সামু’তে সহজে ঢোকার অ্যাপস । নিজেদের আর বাকি সবাইকে উপহার দিন সেই মায়াপুরির ফটক।



মন্তব্য ৩৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:২৭

স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার প্রস্তাব!

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩৬

ঐতিহাসিক বলেছেন: আমি বরাবরই মচতকার থুক্কু চমৎকার প্রস্তাবই দেই ।
মাইনসে ভুল বুঝে ।
আপনাকে ধন্যবাদ ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

একজন আরমান বলেছেন:
দারুন প্রস্তাব !

আপনি কি আমাকে চিনতে পেরেছেন বাপ্পি ভাই? ;)

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

ঐতিহাসিক বলেছেন: প্রস্তাবে সহমত প্রকাশের জন্য ধন্যবাদ ।

আরমান ভাই, নামটা কেমন "চেনা চেনা লাগে, তবুও অচেনা.।"
তার উপর ছবি দিছেন নিচের দিকে তাকাইয়া ।
আরেকটু আগাইয়া বলেন.।.।.। অবশ্যই চিনতে পারবো ।

৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪০

সাইফুল আজীম বলেছেন: দাবীর সাথে সহমত।

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৪

ঐতিহাসিক বলেছেন: প্রস্তাবে সহমত প্রকাশের জন্য ধন্যবাদ ।

জনমত গইড়া উঠতেছে, এইবার আর ঠেকায় কে ?

৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
এন্ড্রয়েড কি? :||

০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৯

ঐতিহাসিক বলেছেন: " এন্ড্রয়েড " হলো বর্তমানে বাজারে প্রচলিত ম্যাক্সিমাম স্মার্ট হ্যান্ডসেট এর অপারেটিং সিস্টেম ।

এক কথায় সহজে বললে, কম্পিউটারের জন্য যেমন উইন্ডোজ এক্স পি, উইন্ডোজ ৭, ওই রকম ই এক প্রকার হচ্ছে,স্মার্ট মোবাইল এর জন্য " এন্ড্রয়েড " ।

৫| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১:১৩

জোগ্যান বলেছেন: এই নিন http://www.appsgeyser.com/getwidget/SAMU

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৭

ঐতিহাসিক বলেছেন: দাঁড়ান দেখি । আমি তো খালি গুগল প্লে তে খুজতেছিলাম ।
আপনি এটা ব্যাবহার করে দেখছেন ?

৬| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ২:১৬

এম মশিউর বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: এন্ড্রয়েড কি? :P

৭| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৭

আমিনুর রহমান বলেছেন:



হ্যাপি নিউ ইয়ার এন্ড হ্যাপি ব্লগিং।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

ঐতিহাসিক বলেছেন: আপনাকেও হ্যাপি নিউ ইয়ার এন্ড হ্যাপি ব্লগিং।

৮| ০১ লা জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৪০

মামুনূর রহমান বলেছেন: সহমত

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১১

ঐতিহাসিক বলেছেন: ধন্যবাদ ।

৯| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১০

মাসুম আহমদ ১৪ বলেছেন: এপস থাকলে ভালো হইতো, আইফোনের জন্যও দরকার

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০১

ঐতিহাসিক বলেছেন: অবশ্যই দরকার ।

জনগন আমাদের সাথে আছে । জয় নিশ্চিত ।

১০| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৩

সুমন কর বলেছেন: উপস্থাপন এবং প্রস্তাব দুটো-ই চমৎকার হয়েছে।
সহমত।

০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০২

ঐতিহাসিক বলেছেন: ধন্যবাদ ।

১১| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬

একজন আরমান বলেছেন:
হেহে। আচ্ছা আরও কিছু হিন্টস দেই।
একদিন প্রভাতে তিনজন মিলিয়া গুলশান ১ এ সিমেন্সের বিপরীতে দাঁড়াইয়া চা পান করিয়াছিলাম।
তখন কেবল মাত্র আপনি নতুন কোম্পানিতে জয়েন করেছিলেন। এখন পোস্টিং ঢাকার বাহিরে।
কিছু মনে পরে? ;)

১২| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৩

ঐতিহাসিক বলেছেন: আমি চিনি গো চিনি আপনারে, ওগো আরমান ভাই, চা খাইতে ছিলাম আমি আপনি আর জেসন ভাই । B:-/

১৩| ০১ লা জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৪

ইখতামিন বলেছেন:
দারুণ প্রস্তাব
নববর্ষের শুভেচ্ছা

০১ লা জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬

ঐতিহাসিক বলেছেন: শুভেচ্ছা নিলাম । আপনাকেও দিলাম - শুভেচ্ছা ।
সহমতে ধন্যবাদ ।

১৪| ০১ লা জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫২

একজন আরমান বলেছেন:
এইতো চিন্নালাইছেন ;)

হ্যাপ্পি ব্লগিং ! :)

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

ঐতিহাসিক বলেছেন: ;);););););););););)

১৫| ০২ রা জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪০

শুঁটকি মাছ বলেছেন: ভাল প্রস্তাব দিছেন।

০৬ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৩

ঐতিহাসিক বলেছেন: ধন্যবাদ ।
বাস্তবায়ন হলে খুবই সুবিধা হবে ।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

গর্তে পরছি বলেছেন: এপস থাকলে ভালো হইতো, আইফোনের জন্যও দরকার

০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৫:৪৫

ঐতিহাসিক বলেছেন: ধন্যবাদ ।
বাস্তবায়ন হলে খুবই সুবিধা হবে ।

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯

জানা বলেছেন:
@ঐতিহাসিক,

বিষয়টি আমাদের পরিকল্পনায় আছে। প্রায়োরিটি অনুযায়ী সময় মত এ্যান্ড্রয়েড এ্যাপসও আসবে।

এই মুহূর্তে খানিকটা দূরে আছি। ফিরে এসে একবার বসবো। পোস্টটির জন্য ধন্যবাদ। নতুন বছরের শুভেচ্ছা।

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:০৩

ঐতিহাসিক বলেছেন: ধন্যবাদ আপু । আপনাকেও নতুন বছরের শুভেচ্ছা আর শুভকামনা রইলো ।

বিষয়টি পরিকল্পনায় আছে জেনে ভরসা পেলাম । প্রয়োজনে সাথে আছি ।

আর বলা বাহুল্য যে, আপনার মন্তব্য সবসময়ই উৎসাহ আর উদ্যম যোগায় ।

১৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০০

কান্ডারি অথর্ব বলেছেন:


উত্তম প্রস্তাব।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:৫৪

ঐতিহাসিক বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.