নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার মাটিতে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হবেই ...

রাজায় রাজায় যুদ্ধ করে, উলুখাগড়ায় প্রাণান্ত ।

ঐতিহাসিক

প্রতি দিনই চঞ্চল, কখনওবা শান্ত, রোজ রোজ নিশ্চিত, কখনওবা ভ্রান্ত ।

ঐতিহাসিক › বিস্তারিত পোস্টঃ

এসে গেছে ! এসে গেছে !! সংখ্যালঘু নির্যাতনের মৌসুম এসে গেছে !!!

০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:০৭





সুখবর ! সুখবর !! সুখবর !!! এসে গেছে সেই মাহেন্দ্রক্ষণ ! পাঁচ বছর পর পর আসে সে সুযোগ । যিসকা হামে ইন্তেজার থা অউর হ্যাঁয় । খায়েস মেটানোর সেই দুর্দমনীয় আকাঙ্খা এবার মিটিবেই মিটিবে।



আপনার বাড়ির আশেপাশে কি কোনও সংখ্যালঘু পরিবার বাস করে । আপনার আমার মতোই মানুষ যারা । যাদের পরিবারের পুরুষরা আমাদের বাপ ভাইদের মতোই চাকরি, বাণিজ্য, ক্ষেতখামার করে আয় রোজগার করে । মহিলারা আমাদের মা খালাদের মতোই ঘরে বাইরে কাজ করে সংসার সামলায় । যাদের পরিবারের বাচ্চারা আমাদের আমাদের মানে তথাকথিত সংখ্যা গরিষ্ঠদের মতোই একই স্কুলে পড়ে, একই মাঠে খেলে, একই স্বপ্ন দেখে । যেইসব সংখ্যা লঘুদের তালিকা আমরা তৈরি করে রেখেছি, রেখেছি চোখে চোখে , শালা মালাউনের দল, বিধর্মীর দল । হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের দল । এখন রাতের অন্ধকারে তাদের উপর আপনার খায়েস মেটানোর মৌসুম এটা । হুম, সবই পাবেন । ওই বাড়িতে আমার আপনার বাড়ির মতোই চাল, ডাল, সোনা দানা – গহনা, নারী, পুরুষ সবই আছে । একটু খেয়াল কৈরা । এরা কিন্তু মাঝে মাঝে আমাদের আকাঙ্ক্ষিত “জিনিস” গুলা বাড়ির পাশের বাঁশ ঝাড় আর ডোবায় লুকাইয়া রাখে । অপরেশন এর সময় চেক কইরেন অইগুলা যেন বাদ না যায় ।



মূল কথায় আসি - কার সাথে অথবা কোনটাকে নিয়ে কি করতে হবে তা তো আগে থেকেই নিশ্চয়ই ছক বেঁধে রেখেছেন । ছক না বেঁধে থাকলেও এখন বেঁধে ফেলুন । খুব বেশী সময় লাগার কথা না । দীর্ঘ প্রতীক্ষিত হলেও কাজ তো অল্পই । না পারলে পাশের সমমনা ভাইয়ের সাহায্য নিন । নিয়েছেন ? করেছেন পরিকল্পনা ? কোর্স অব একশন রেডি ? সাবাস । এখন শুধু রাতের অপেক্ষা । রাত যতো গভীর হবে, মজা ততোই জমবে । রাতের অন্ধকারে মুখে গামছা বেঁধে দল বেঁধে ঝাঁপিয়ে পড়ুন সংখ্যালঘু, দালালগুলোর উপর । কিসের দালাল ? আরে ধুর মিয়া - অতো ভাবলে কি চলে ! ভিন্ন দলের দালাল, ভিন্ন মতের দালাল, ভিন্ন ধর্মের দালাল, ভিন্ন দেশের দালাল ... অগো দালালির কি অভাব আছে নাকি মিয়া । কোনও দালালির ক্যাটেগরিতে ফালাইতে না পারলেও কুনু সমস্যা নাই, অর বাপ, নইলে দাদা, নইলে পরদাদা ... কেউ না কেউ তো ভিন্ন মতাদর্শের ছিলই, ওই টাই দালালি । খালি খালি আলগা, অপ্রাসঙ্গিক প্রশ্ন কইরা সময় নষ্ট করতেছেন । এখন আবার মুল কথায় আসেন। কই যেন ছিলাম ? ও হ্যাঁ, শোনেন - চাইলে গামছার আড়ালে মুখ না লুকিয়ে, মুখ খোলাও রাখতে পারেন, রাতের অন্ধকারে গেলেও – আপনার মহৎ উদ্দেশের কারনে আপনি তো আর কাপুরুষ বলে গণ্য হবেন না রে ভাই !!! যে তাণ্ডব চালাবেন তাতে আপনি মুখ না ঢাকলেও, মানবতা বলেন, বিবেক বলেন অথবা মনুষ্যত্ব বলেন সবই নিজ থেকে মুখ লুকাবে, নির্বাসনে যাবে অনির্দিষ্ট কালের জন্য । ওই গুলা অবশ্য বইয়ের জিনিস পত্র, কাগজে কলমে থাকলেই হবে ।



আরে ভাই দেরী কইরেন না, আমাদের মতো অনেক খায়েস ওয়ালা লোকজন খায়েস মেটানো শুরু করে দিছে । টিভি দেখেন নাই, পেপার পড়েন নাই ! যশোরে, দিনাজপুরে, ঠাকুরগাঁয়ে তো সংখ্যালঘু গুলারে সিরাম দাবড়ানি দেওয়া হইছে । শালারা যারা সামনে পরছে, প্যাঁদানি খাইছে । যেইগুলা পলাইয়াছিল অইগুলার বাড়িঘর পুড়াইয়া দিছে, চাল ডাল নুন – সব কিছু । মাছ ধরার জাল টাও ছাড়ে নাই আগুন । হা হা হা হা ... এখন লুকানো জায়গা থিকা বাড়ি ফিরা রাইন্ধাও খাইতে পারে নাই । এলা মজা বুঝ ।



কি বললেন ? বিপদ !!! কিসের বিপদ ? এইটা তো মৌসুম ই এই কাম করার । দায়িত্ব প্রাপ্ত লোকজন আর যাদের জন্য তারা করছে ওই প্রভাবশালী লোকজন কিছু করবো কি না ? আপনে কি বেকুব নাকি মিয়া এই শীতের দিনে যেখানে নড়াচড়া করতে কষ্ট লাগে ওই খানে রাতে তো ডান পাশ থিকা বাম পাশ হইয়া শোওয়ার প্রশ্নই আসে না, আর আপনি আইছেন মিয়া লেপ কুম্বলের ওম থিকা বের হইয়া সাহায্য করার কথা নিয়া, বাধা দেওয়ার কথা নিয়া। যতোসব অবাস্তব চিন্তা । ঘটনা ঘটিয়া যাবারও অনেক পরে তাহারা আসিবেন, কাঁধে কাঁধ মিলিয়ে কাঁদবেন, হম্বি তম্বি করবেন, লোক দেখানো যথোপযুক্ত কর্মপ্রক্রিয়া সম্পাদনের আশ্বাস দিবেন । তারপর চলিয়া যাইবেন ।



কি বললেন ? ওরা আপনার প্রতিবেশী, সুখে দুখে এক সাথে মিলেমিশে থাকেন ! ওই বাড়ির কিশোরী মেয়েগুলোর সাথে আপনার বোন স্বভাবসুলভ চপলতায় মেতে উঠে ! আপনার ভাই ওই সংখ্যালঘু পাড়ার ছেলেগুলোর সাথে ক্রিকেট, ডাংগুলি, ক্যারাম, গোল্লাছুট, দাড়িয়াবান্ধা খেলে, গুলতি দিয়ে পাখি শিকারে যায়, পূজা পার্বণে প্রসাদ খায় !!! তো কি হইছে ?!?!

ওই পাড়ার মায়েদের সাথে আপনার মা পড়ন্ত বিকেলে বসে রাজ্যের আলাপ জুড়ে দেয়, চুলে তেল দিয়ে দেয়, পান খায় আর হাসে, পিঠার রেসিপি আদান প্রদান করে, এ পাড়া ও পাড়ার – এর ওর গল্প চালায় ! তো কি হইছে !?!?



আপনার বাবা-চাচা-মামা ওই সংখ্যালঘু সমবয়সী পুরুষদের সাথে সান্ধকালীন আড্ডায় গল্পের তুবড়ি ছোটায়, রাজনীতি, দেশ, দর্শন নিয়ে যুক্তি-তর্ক-বিতর্কে মাতে, একসাথে তামাক খায়, প্রতি হাট বার সন্ধায় তিন ব্যাটারির লাইট জালিয়ে বাজার করে বাড়ি ফিরে, দিনের বেলায় পাশাপাশি ক্ষেতে চাষ করে, একসাথে মাছ ধরে, শীতের সন্ধায় বাড়ির পাশের ক্ষেতে খড়কুটো জ্বালিয়ে “আগুন তাপায়” আর জানা অজানা গল্প শোনায় একে অপরকে ! তো কি হইছে !?!?!



ওদেরকে আপনারই বাপ মা ভাই বোনের মতো মনে হয়, ওদের আপনার বর্ধিত পরিবার মনে হয় ! সর্বোপরি, তাদের উপর এই খায়েস মেটানোর কর্ম সাধন আপনার নির্মম, পাশবিক, ঘৃণ্য, স্ববিরোধী, বিবেকবর্জিত, মানবতার চূড়ান্ত অপমান মনে হয় ? না ভাই, আপনি শুধু শুধু আমার এতগুলো সময় নষ্ট করলেন । কারণ আপনার আত্মা এখনও মরে যায়নি, আপনি এখনও অমানুষ হইতে পারেন নাই । আপনাকে দিয়ে হবে না। এই খায়েস মেটাতে হলে আপনাকে পশুর চেয়েও নিচে নামতে হবে, ইবলিশও যেন ভয় পায়, ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় – এমন কাজ করতে হবে ।



কি বললেন ? আপনি পারবেন না? আমিও ভাই পারবো না । ও আমার দ্বারা হবে না। আমাদের দ্বারা হবে না।

মন্তব্য ৪৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪৯) মন্তব্য লিখুন

১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



ক্ষমতায় টিকে থাকার জন্য এমন কাজ যারা করে তাদের আমি ধিক্কার জানাই।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩০

ঐতিহাসিক বলেছেন: আসলে এরা ধিক্কার পাওয়ার ও যোগ্য না ।

কিন্তু তাৎক্ষণিক, এর চাইতে খারাপ কিছু আসলে এখনও আমাদের করার নাই ।

২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৭

জনাব মাহাবুব বলেছেন: প্রতিটি নির্বাচনের পর এইরকম সংখ্যালঘু ইস্যু তুলে যারা ফায়দা লুটতে চায় তাদের প্রতি ঘৃনা জানানোর ভাষা আমাদের নেই।

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৩

ঐতিহাসিক বলেছেন: আশায় আছি, একদিন না একদিন এর পরিবরতন হবে ।
নর পশু গুলার নোংরা সাহস শেষ হয়ে যাবে ।
মানবজাতি অপরাধবোধ থেকে মুক্তি পাবে ।

৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৮

নিয়ামুল ইসলাম বলেছেন: সংখ্যালঘু কি?

ওদের বাংলাদেশী বলতে কি লজ্জা হয়?

০৭ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৩৬

ঐতিহাসিক বলেছেন: ওদের দুর্বলতা ওরা সংখ্যায় অল্প । তাই ওঁরা সংখ্যালঘু ।
আর এ জন্যই ঘৃণ্য নরপশু গুলা রাতের আঁধারেই শুধু নয়, দিনের আলোতেও এসব অত্যাচারের সুযোগ পায় । পার পেয়ে যায় কারণ আমরা ভুলে যাই ওদের বয়কট করতে ।
আর বাংলাদেশী বললে তো অত্যাচার টা চালানো যাবে না ।
ধিক সেই নরপশুদের ।

৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২৯

আমিনুর রহমান বলেছেন:



এই সংখ্যালঘুরা আমারই মতো মানুষ। আমার প্রতিবেশী, সর্বোপরি এরা বাঙালী বাংলাদেশী।


সংখ্যলঘুদের উপর এই অত্যাচারের প্রতি তীব্র ধিক্কার জানাই।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১০

ঐতিহাসিক বলেছেন: আমার বাপ মা বোন ভাই সম প্রতিবেশীদের উপর এই জঘন্য অত্যাচারের তীব্র ধিক্কার জানাই।

৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩২

লেখোয়াড় বলেছেন:
আমরা মুসলমানরা অনেক বিবেকবান জাতি, ভাব দেখানোয় আমারা সেরা আর কর্মে জঘণ্য, ওভাবে বলছেন কেন, লাগবে তো। যতক্ষণ হিন্দুরা এদেশে আছে ততক্ষণ আমরা ভালো হবো কেন?

এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।
কেউ বিচার করবে না তাই বিচার চাইবো না।

লেখককে ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৬

ঐতিহাসিক বলেছেন: হায়রে, মোরা নামেই মুসলমান, ইসলাম আমাদের কোনও প্রকার অত্যাচারে অনুমতি তো দেয়ই না বরং শাস্তির বিধান রাখে জুলুমকারির উপর ।

বিচার চাই । অবিলম্বে এই অনাচার বন্ধের দাবী জানাই ।

৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৪

স্বপ্নবাজ অভি বলেছেন: এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই।
কেউ বিচার করবে না তাই বিচার চাইবো না।

লেখককে ধন্যবাদ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৯:১৮

ঐতিহাসিক বলেছেন: বিচার চাই । অবিলম্বে এই অনাচার বন্ধের দাবী জানাই ।

ধন্যবাদ পাঠক আর সহমতাবলম্বিদের ।

৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৯

স্বপ্ন বাংলা বলেছেন: সংখ্যালঘু কারে কয় ? কুলাঙ্গার রাজনীতিবিদগণ আমাদের মাঝে এই বিভেদ সৃষ্টি করেছে । মরার পর আল্লাহ এইগুলির জায়গামত বাঁশ দিবে ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৫

ঐতিহাসিক বলেছেন: মরার জন্য অপেক্ষা কেনো ?
আমি তো চাই নরপশু গুলা অসহায় মানুষগুলার ওপর অত্যাচারের চিন্তা করা মাত্রই যেন সৃষ্টিকর্তা আইক্কা ওয়ালা বাঁশ সঠিক জায়গায় প্রদান করেন ।

৮| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩০

শ্রাবণধারা বলেছেন: সংখ্যালঘু শব্দটা শুনতেও ঘৃণা বোধ করি। শুধু মাত্র ভিন্ন ধর্মের, মতের অনুসারী হবার জন্য বাড়ি ঘর পুড়িয়ে দেবার মত বর্বরতা এক সীমাহীন দুঃসশাসনের দেশ হিসেবে আমরা যে এক নম্বরে সেটা প্রমান করে।

রাজনীতির জারজগুলো বছরের পর বছর এদের নিয়ে খেলা করে। এই জারজগুলো থেকে যতদিন না মুক্তি পাই, এই বিভৎস জুলুম চলতে থাকবে।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

ঐতিহাসিক বলেছেন: জারজগুলার প্রতি ঘৃণা শব্দ টাও বড্ড কোমল হয়ে যায় ।
অনতিবিলম্বে এই জালিমদের নিষ্কৃতি চাই ।

৯| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৩

খন্দকার আরাফাত বলেছেন: কিছু আবাল বি এন পি জামাত হিন্দু নির্যাতন করলে তার প্রতিবাদ করে । আওয়ামী লীগ করলে দূরে সরে যায়।

এই হিন্দুদের যারাই নির্যাতন করে তাদের মুখে থু । বিএনপি জামাত হইলেও থু । আওয়ামী লীগ হইলেও থু । লগে সুযোগসন্ধানী ধর্মবিদ্বেষিদেরও থু ।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২০

ঐতিহাসিক বলেছেন: নির্যাতনকারী যে দলের, যে ধর্মেরই হোক না ক্যান , তাদের শাস্তি হওয়া উচিত । "থ" এর বদলে "গ" ই এদের প্রাপ্য ।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৪

খন্দকার আরাফাত বলেছেন: লেখককে ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২১

ঐতিহাসিক বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
খুব খুশী লাগবে আমার আপনার সবার, যদি এমন লিখা আর কাউকেই না লিখতে হয়, পড়তে হয় ।

১১| ০৭ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৫

এম হাবিব আহসান বলেছেন: এই নির্যাতনের দায় আওয়ামিলিগ, বি এন পি, জামাত- সবার।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৩

ঐতিহাসিক বলেছেন: ঠিক বলেছেন ।
এই নির্যাতনের দায় আসলে আমাদের সবার, সমগ্র মানব জাতির যে আমরা মানুষ হয়ে মানুষের উপর বিনা কারনে অত্যাচার করেছি ।

১২| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০১

C/O D!pu... বলেছেন: রাসূল (সাঃ)-এর বিদায়ী ভাষণ এদের প্রতিদিন পড়া উচিত, যারা নির্যাতন করে...

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৫

ঐতিহাসিক বলেছেন: ভাই, পড়া তো উচিত ই ।
কিন্তু পড়বে না, পড়লে তো অন্যায় অত্যাচার করা যাবে না।
পড়লেও স্বীকার করবে না, তাহলে তো অন্যায় অত্যাচার করা যাবে না।

১৩| ০৭ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৬

গান পাগলা বলেছেন: এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। X( X( X( X( X( X(
কোন হালায় বিচার করবো না তাই বিচার চাইলাম না।

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৮

ঐতিহাসিক বলেছেন: বিচার তো চাইতেই হবে ।
সেই দুর্ভাগা মানুষদের জন্য, যারা নির্যাতিত ।

১৪| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: ধিক্কার জানাই। X( X( X( যারা ঐগুলো করে তাদের কোন অনুভূতি নেই! বলতে পারেন মানুষও না!! X(( X((

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২৯

ঐতিহাসিক বলেছেন: শুধু মানুষ নয়, তাই না । এরা পশুও না ।
পশুও এতো সুচিন্তিত ভাবে নির্যাতন করে না, করতে পারে না ।

১৫| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

শুঁটকি মাছ বলেছেন: আমার কেন যেন সংখ্যালঘু শব্দটা শুনতেই ভাল লাগে না। সংখ্যালঘু আবার কি জিনিস। বড় কথা হল আমরা সবাই এদেশের নাগরিক। যারা এদের সংখ্যালঘু ভেবে নির্যাতন করছে তাদের প্রতি ধিক্কার!!!!!

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩০

ঐতিহাসিক বলেছেন: আসুন আমার সংখ্যালঘু শব্দটাই ভুলে যাই ।
শব্দটি আর কখন বলবো ও না।
শুনব ও না।

১৬| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৭

হারানোপ্রেম বলেছেন: ২০০১ সালের নির্বাচনের পর কালীগঞ্জের একটি আক্রান্ত গ্রামে গেলে সংখ্যালঘু সম্প্রদায়ের এক বৃদ্ধ নারী কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, ‘বাবা, ভোটার তালিকা থেকে আমাদের নামটি বাদ দিয়ে দাও। তাহলে আমরা পৈতৃক ভিটেমাটিতে থাকতে পারব। না হলে প্রতিটি নির্বাচনের পর আমাদের এভাবে হামলার শিকার হতে হবে।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৭

ঐতিহাসিক বলেছেন: আমাদের জন্য এই লাইন গুলু শোনাও চরম কষ্টের আর অপরাধবোধের ।

১৭| ০৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৫৬

ধরাপ্রাণ০০৭ বলেছেন: ২০০১ সালেও হামলা হয়েছে ভয়ানক ভাবে, প্রতিটি নির্বাচনের পর, যুদ্ধাপরাধীদের রায়ের পর হামলা হচ্ছে। কিন্তু আমাদের সুশীল সমাজ, আমাদের মাঝে বিবেকবান বলে দাবীকৃত লোক গুলো নীরব থাকে, স্পষ্টভাবে কথা বলতে কুণ্ঠাবোধ করে পাছে তারা কোন বিশেষ দলের লোক হয়ে যায়। ঘেন্না করি এইসব বিবেকবান লোকগুলোকে। ঘেন্না করি ঐ মহিলাকে যিনি তার শাড়ির আচলের তলায় এইসব কুকুরগুলোকে পুষছে।
একদিন এই বাংলায় সংখ্যালঘু বলে কেউ থাকবে না, তখন তোমরা তোমরাই ঝগড়া করে মরবা ফাকিস্তান, আফগানিস্তান, ইরাকের মত। ঘেন্না করি যারা এগুলো করছ, আর ঘেন্না করি যারা এগুলো দেখেও না দেখার ভান করে চুপ করে থাক।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:২৮

ঐতিহাসিক বলেছেন: ঠিক বলেছেন ... আমাদের সবার মনের কথা, মুখের কথা বলেছেন

ঘেন্না করি যারা এগুলো করছ, আর ঘেন্না করি যারা এগুলো দেখেও না দেখার ভান করে চুপ করে থাক।

১৮| ০৮ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:১৩

আজ আমি কোথাও যাবো না বলেছেন: সংখ্যালঘু হিন্দুরা নয়। বরং জামাত শিবির।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩০

ঐতিহাসিক বলেছেন: ঠিক বলেছেন ।

সংখ্যালঘু ওই সব পশুর অধম অসুর গুলা ।

১৯| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: তিনটি কেস ষ্টাডিঃ সংখ্যালঘুদের উপর হামলাঃ মিডিয়ার প্রচার বনাম বাস্তবতা

এই তিন-চারটি রিপোর্ট পড়লেই বুঝা যায়। বিষয়টি ছিল, পরাজিত আওয়ামী লীগের প্রার্থি প্রবল ক্ষমতাধর বনাম একই দলের প্রতিপক্ষ সাথে পেরে না ঊঠে হামলা পরিচালনা
----

আর মিডিয়ার জন্য কেষ্টা বেটা জামাত-বিএনপি তো রেডি! হায়রে মিডিয়া, হায়রে জাতি!

আসুন আমরা এই সাম্প্রদায়িক হাঙ্গামার নিন্দা জানাই। দাবি জানাই দায়ী ব্যক্তি যে দলেরেই হোক প্রকৃত অপরাধীদের ধরা হোক। শাস্তি দেয়া হোক, বন্ধ হোক এই মিডিয়া সন্ত্রাস।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩১

ঐতিহাসিক বলেছেন: আমরা তীব্র নিন্দা জানাই ।ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এদের ।

২০| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৪৫

মি. ফেসবুকিস্ট বলেছেন: আসলে কে হামলা চালায় ওদের সেটা না বুঝেই সবাই লাফায় ।
ক্ষমতার লোভে অন্ধ হয়ে গেছে রাজনৈতিক দলগুলো ।
এতোদিন 'ইসলাম'কে ইস্যু করে রাজনৈতিক দলগুলো সহিসংসতা করছিলো । আর এখন সংখ্যালঘুরা হচ্ছে রাজনীতিক টার্গেট!!!
একজন বাঙ্গালি হিসেবে আসলেই লজ্জ্বিত!

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৪

ঐতিহাসিক বলেছেন: নির্যাতিতরা সংখ্যায় অল্প, তাই তাদের টার্গেট করে ঝাল মেটানো হচ্ছে ।
আমার আর লজ্জিত হতে চাই না । বন্ধ হোক অনাচার ।

২১| ০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৫১

HHH বলেছেন: যারা মনে করছেন একটি বিশেষ রাজনৈতিক দল "সংখ্যালঘু" দের পক্ষে কাজ করে, তাদের জন্য বলি,,, সেই বিশেষ দলটি সবচেয়ে বেশি সংখ্যালঘুদের ব্যবহার করেছে। কারণ ধর্মীয় সংখ্যালঘু যারা তারা অন্ধ বিশ্বাসের দরুন একদল অসুস্থ মস্তিস্ক রাজনীতিবিদদের খেলার পুতুলে রুপান্তর হয়েছেন।

একটু চিন্তা করলেই বুঝা যায় কারা সংখ্যালঘু নির্যাতনে সবচেয়ে বেশি লাভবান হন।
সনাতনি সম্প্রদায়ের কাছে আমার অনুরোধ, দয়া করে চোখের উপর থেকে দলীয় চশমাটা খুলুন আর দেখুন আপনাদের উপরে হামলা হলে কারা সবচেয়ে বেশি লাভবান হয়। একটি নির্দিষ্ট ইস্যু থেকে সারা দুনিয়ার দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিয়ে সবার কারুনা পাওয়া কাদের জন্য আজকের দিনে লাভবান হতে পারে?
আক্রান্তরা বলেছেন, ১০০০ লোক ৪/৫ ঘন্টা ব্যাপী তান্ডব চালালেও বারবার পুলিশকে ফোন করেও কোন রেসপন্স পাওয়া যায় নাই।

এটা ধর্মীয় কোন বিষয়ই না। এইসব যারা করছে তাদের কাছে নিজের ধর্ম আর নিজের সৃষ্টিকর্তার চেয়ে নিজের রাজনৈতিক দল আর নেতা অনেক বড়।

কাজেই দয়া করে ধর্মকে দোষারপ করবেন না।

যারা সত্যিকারের গণমানুষের রাজনীতি করেন তাদের আজকে দায়িত্ব নেওয়ার সময় এসেছে নিজ পাড়া-মহল্লা-জেলায় সংখ্যালঘুদের জান-মাল রক্ষার।

আর আমার মুসলিম ভাইদের বলবো, চলেন আমরা নিজ নিজ এলাকার সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব নিই। কারণ তারা নির্যাতিত হলে আমাদের বদনাম হয় বেশি।

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৬

ঐতিহাসিক বলেছেন: আমার মুসলিম ভাইদের বলবো, চলেন আমরা নিজ নিজ এলাকার সংখ্যালঘুদের রক্ষার দায়িত্ব নিই।.।.।.।। এই কাজটা করতে পারলে সবচাইতে ভালো হতো ।

২২| ০৯ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১০:৫৫

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: এরা সংখ্যা লুঘু নয়,,,,,,,এরা আমাদের ভাই/বোন,,,,,,,তাদের দেশ বাংলাদেশ,,,,,,,,,
কারোর অধিকার নেই হিন্দু/বৌদ্ধ/খৃষ্টানদের উপর অত্যাচার করার,,,,,,,,,,,,,,

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৩৭

ঐতিহাসিক বলেছেন: আমাদের কারোই অধিকার নেই, ওঁদের ওপর অত্যাচার করার ।

২৩| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:১০

রোমেন রুমি বলেছেন:

১৯৪৭ সালে ব্রিটিশদের সূক্ষ্ম সুদূরপ্রসারী চক্রান্ত আর কালো চিন্তার প্রতিফলন অথবা অভূতপূর্ব ফলাফল দ্বি-জাতিত্বের ভিত্তিতে দেশ বিভাগ । ইতিহাসের চড়াই-উতরাই থেমে ছিল না এক মুহূর্তের জন্য । কত কি ঘটে গেল । ৭১ এল ; আমাদের স্বাধীনতা এল । আজ ২০১৪; পেছন ফিরে সেই ৪৭ এর দিকে তাকালে দেখি পেরিয়ে এসেছি প্রায় ৬৭/৬৮ বছর। দুঃখ জনক হলেও বলতে হয় আমরা আজও বাঙ্গালী বা বাংলাদেশী হতে পারিনি! আমরা এখনও হিন্দু-মুসলমানই রয়ে গেলাম ! আমরা এখনও মানুষ হতে পারিনি; ব্রিটিশরা যেভাবে আমাদেরকে নিম্ন শ্রেণির কোন প্রাণী হিসেবে মুল্যায়ন করত আমরা এখনও সেই নিম্ন শ্রেণির প্রাণীতেই রয়ে গেলাম । কেননা নিম্ন শ্রেণির প্রাণী ব্যাতিত কোন মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় নির্বিচারে মানুষ হত্যা, মানুষের স্বপ্ন হত্যা এবং মানুষের সর্বস্ব অতি আনন্দের সঙ্গে ধ্বংস করে দেয়া । অবশ্য নিম্ন শ্রেণির প্রানিদের সাথে এদের তুলনা করার ক্ষেত্রে বরং ঐ প্রাণীরাই যে লজ্জিত হবে এ কথা বলাই বাহুল্য । তাই এদেরকে শুধু রুখে দেয়া নয় বরং এদেরকে নিঃচিহ্ন করার শপথ নিতে হবে ।

২৪| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ১:২৬

জিহাদ আলম বলেছেন: আমার আর কিছুই বলার নেই......

১৪ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪০

ঐতিহাসিক বলেছেন: একজন সুস্থ স্বাভাবিক মানুষ, এই অন্যায়ে বাক হারা হবেনই । তারপরও আমাদের বলতে হবে, বিচার চাইতে হবে, নির্যাতিতদের পাশে দাঁড়াতে হবে ।

২৫| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৭

সুখ বিলাস বলেছেন: চালিয়ে যান..সংগে আছি..আশা করি চিনতে পারবেন :পি

২৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:১৯

ঐতিহাসিক বলেছেন: ধন্যবাদ ।
সর্বস্তরে আপনার সঙ্গ উপভোগ্য আর প্রেরণাদায়ক ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.