![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতি দিনই চঞ্চল, কখনওবা শান্ত, রোজ রোজ নিশ্চিত, কখনওবা ভ্রান্ত ।
আমি, সূর্যটাকে এক ফুঁ'য়েতেই নিভিয়ে দেবো,
পাহাড় - এক ঘুষিতেই বসবে সমতল ।
আমি, এক চুমুকেই শুষে নেবো - সব সমুদ্রজল ।
আমি, ঝড়ের গতি এক ইশারায় থমকে দেব,
ভুকম্পনও এক ধমকে শান্ত হবে ।
হিংস্র যতো বাঘ, ভাল্লুক, সর্প, কুমীর
ডাইনোসরও আমার চাওয়ায় পোষ্য হবে ।
আগ্নেয়গিরি'র অগ্নুৎপাতে তপ্ত লাভা,
অগ্নীশীতল দৃষ্টিতে মোর বরফ হবে ।
আমার, অট্টহাসে যুদ্ধ থেমে শান্তি হবে ।
মেশিনগান আর বড় বড় কামান যতো,
স্প্লিনটার আর বারুদ ভুলে ফুল ছড়াবে ।
২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৪৯
ঐতিহাসিক বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ৯:৫২
আম্মানসুরা বলেছেন: নজরুলের বিদ্রোহ তোমার মাঝে চলে আসেছে নাকি!
২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
ঐতিহাসিক বলেছেন: আমি কিন্তু ছোটবেলা থেকেই প্রচণ্ড বিদ্রোহী ধরনের মানুষ!
৩| ২৫ শে আগস্ট, ২০১৪ সকাল ১০:০৭
ইমতিয়াজ ১৩ বলেছেন: আম্মানসুরা বলেছেন: নজরুলের বিদ্রোহ তোমার মাঝে চলে আসেছে নাকি!
২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫০
ঐতিহাসিক বলেছেন: আমি কিন্তু ছোটবেলা থেকেই প্রচণ্ড বিদ্রোহী ধরনের মানুষ!
৪| ২৫ শে আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮
ইমতিয়াজ ১৩ বলেছেন: গতিময় অপ্রতিরোধ্য হোক আপনার পথচলা
৫| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:১৫
ঐতিহাসিক বলেছেন: ধন্যবাদ
৬| ২৮ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩৮
বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাই আল্লার কিরে এখনই শূরু করে দিন!
শান্ত পৃথিবীতে দুটো দিন কাটিয়ে যাই
পোষা বাঘটা না হয় আপনাকেই দিয়ে যাব
৭| ১৯ শে অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬
ঐতিহাসিক বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৮:৫৪
হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।