নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আখ্যাত

আমি একজন মন্দ মানুষ বলেই নিজেকে জানি। কারো দ্বিমত থাকলে সেটা তার উদারতা।

আখ্যাত › বিস্তারিত পোস্টঃ

সিল মারো ভাই সিল মারো, যত খুশি সিল মারো

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১০


তাতো ঠিকই, লেখাপড়াতো করতেই হবে। পরীক্ষায় ভাল ফলাফলের জন্য পড়াশুনার বিকল্প নেই। কিন্তু একটা কথা মনে রাখবেন, পড়াশুনা করে জ্ঞান অর্জন করাই সব কিছু নয়। আরো অনেক কিছুই করতে হবে ভালো ফলাফলের জন্য। মা বাবার মুখ উজ্জ্বল করার জন্য। প্রষ্ঠিনের সুনাম দেশময় ছড়িয়ে দেয়ার জন্য।

• সুবিধাজনকভাবে সিটপ্ল্যান করিয়ে নিতে হবে।

• পরীক্ষার হলে পাঠানোর আগে ছাত্র ছাত্রীদেরকে বিশেষ প্রশিক্ষণ দিতে হবে। এ দায়িত্ব প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠান প্রধানের।

• মনে রাখতে হবে, এটি একটি জাতীয় পরীক্ষা, আর সব পরীক্ষার সাথে একে তুলনা করলে চলবেনা।

• প্রতিবেশি পরীক্ষার্থী অর্থাৎ সামনে, পিছে, ডানে ও বামের সিটের পরীক্ষার্থীর সাথে সহযোগিতা বিনিময় করতে হবে। এক্ষেত্রে হল পরিদর্শকদেরকে অত্যন্ত হেল্পফুল হতে হবে। ম্যাজিস্ট্রেট আসলেই তারা বিশেষ নিয়মে কাশি দেবেন, আর পরীক্ষার্থীরা সবাই সাবধান হয়ে যাবে।

• ম্যাজিস্ট্রেটদেরও অবুঝ হওয়া উচিত নয়। ছেলেমেয়েরা ভাল রেজাল্ট করলে দেশেরইতো সুনাম। শিক্ষার উন্নয়নে A+ এর বাম্পার ফলনের কোন বিকল্প নেই।

• পরীক্ষক ও নিরীক্ষকদেরকেও দিলমন বড় করে হাত খুলে নম্বর দিতে হবে, যাতে মা বাবা, দেশ জাতি, মিষ্টির দোকানদার , সাবার মুখে হাসি ফোটানো যায়।


তা অবশ্য ঠিক। জনপ্রিয়তাতো লাগবেই। নির্বাচনে জেতার জন্য জনপ্রিয়তার বিকল্প নেই। কিন্তু কৌশল, টাকা আর পেশিশক্তিরও অপরিসীম গুরুত্ব আছে। এরও বিকল্প কিছু নেই। আরো অনেক কিছুই করতে হবে ভোটে জেতার জন্য। দেশের উন্নয়নের জন্য। দেশের সুনাম বিশ্বময় ছড়িয়ে দেয়ার জন্য।

• উন্নয়ন বিরোধীদের আমলনামায় কোন গুনাখাতার অস্তিত্ব থাকলে তা স্ক্যান করে, Zoom-in করে, জনসমক্ষে উপস্থাপন করতঃ আদালতে মামলা দায়ের করার দায়িত্ব দুদকের।

• আদালাতের অবদানও গুরুত্বপূর্ণ। বিচারকদেরকে সিনহাসুলভ নির্বুদ্ধিতা ত্যাগ করে বিচক্ষণতার সাথে নিরোপেক্ষতার পরিচয় দিতে হবে।

• দেশের উন্নয়নের স্বার্থে কারো মনোনয়ন বাদ দেয়া দরকার হলে অত্যন্ত বিচক্ষণতার সাথে সে কাজ সমাধা করবেন সংশ্লিষ্ট রিটার্নং অফিসাররা ।

• ভোটের আগে নেতাকর্মীদেরকে বিশেষ কোচিং করাতে হবে। এ দায়িত্ব দলের। দলের প্রধানের।

• মনে রাখতে হবে, এটি একটি জাতীয় নির্বাচন, উচিত-অনুচিত, নীতি-দুর্নীতি, ন্যায়-অন্যায়ের প্রশ্ন তোলার কোন সুযোগ এখানে নেই।

• সমর্থন ও স্বীকৃতি দেয়ার জন্য প্রতিবেশী দেশকে আগে থেকেই রাজিখুশি করে রাখতে হবে। দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে সৌহার্দ ও প্রাতৃত্ব জোরদার করতে হবে।

• ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে প্রিজাইডিং অফিসারদেরকেও। তাদের ঈমানী দায়িত্ব হলো, উন্নয়নের পক্ষের ভোটারদেরকে অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দেয়ার ব্যবস্থা করা।

• জাতির বিবেক সাংবাদিকদেরকেও অবুঝ বালক হলে চলবে না। দেশ, জাতি ও বিশ্বমানবতার মঙ্গলের জন্য উন্নয়নের পক্ষকে বিপুল ভোটে জয়ী করার বিকল্প নেই। মনে রাখবেন, নিরপেক্ষতা ও স্বাধীনতা ভাল, তবে তা বালকের জন্য নয়।

• নির্বাচন কমিশনকে স্বাধীন নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দেশের ১৮ কোটি বাঙালীর প্রানের পার্টিকে, পছন্দের পার্টিকে নির্বাচিত করতে হবে।

• উন্নয়নের পক্ষের নেতাকর্মীদের অবাধ ও সুষ্ঠুভাবে ভোট দেয়ার সময় কোন অপশক্তি নাশকতা করার চেষ্ট করতে এলে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে রুখে দেবে।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

বিজন রয় বলেছেন: ব্যাপক গবেষণা।
তবে সঠিক।

১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

আখ্যাত বলেছেন: দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বার্থে আরো কী কী করা যায়, ভাবুন।

২| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫২

বিজন রয় বলেছেন: ভেবেছি।

এদেশ আগামী ২০০ বছরে আর আগাবে না। কেবল পেছাবে।

৩| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৩

আর্কিওপটেরিক্স বলেছেন: গোবেশুনা :-B

৪| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৪

অপু দ্যা গ্রেট বলেছেন:



এমন রিসার্চ আরো চাই !!!!

৫| ১৩ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৬

রাজীব নুর বলেছেন: আপনার দেখানো পথে চললে জয়ী হবার সম্ভবনা আছে।

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২১

আখ্যাত বলেছেন: ১০০%

৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০৫

আলআমিন১২৩ বলেছেন: দুর্দান্ত নসিহত করেছেন। ছোটখাট ধন্যবাদের জন্য এ নসিহত নামা উপযুক্ত নয়। সিরিজ লিখুন।নসিহতনামা ২ এর অপেক্ষায় রইলাম।

৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:২৬

আখ্যাত বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.