![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব কবি র ই
এক কাব্য মুগ্ধ পাঠিকা থাকে,
যে, কবির কাব্যের অমিত্ত্বে
লাবণ্য সেজে গেয়ে উঠে
"তোমারেই করিয়াছি জীবনেরও ধ্রুবতারা।"
কবি মাত্রই দুষ্টু!
তাই কবি মাত্র, শুধু মাত্র
এক লাবণ্যে বুঁদ হয় না,
এক লাবণ্যে মাতলামি করে না।
তাই কবি
বিনোদিনীকে ডাকে,
নীরার মন খারাপে কাঁদে,
সুরঞ্জনার ছবি আঁকে
বনলতা সেনের প্রেমে পড়ে।
আর কবির কাব্য মুগ্ধ লাবণ্য
গান শেষে
কবিকে সাজিয়ে রাখে
ধুলো পড়া বুক শেলফে।
©somewhere in net ltd.