![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উত্তর দিতে না পেরে
যদি হেঁটে চলে যায়
এক উদাসী কবি প্রেমিকের মতো
উত্তাল সমুদ্রে,
উর্মির নাচন নিয়ে যায়
নিঃসঙ্গ এক দ্বীপে
এক পূর্ণিমায়
এক সহস্র দীর্ঘশ্বাসের পরে।
যদি উত্তর দিতে না পেরে
দৃষ্টি চলে যায়
সাদা মেঘের মাঝে
উড়তে থাকা এক ঘুড়ির মতো
নীল আকাশে,
কদমফুল নিয়ে আসে
নিঃসঙ্গ এক অরণ্যে
এক সহস্র চোখ ভেজানোর পরে।
উত্তর দিতে না পেরে
হৃদ, অনলে অচেনা হয়ে যায়
এক সহস্র ভালোবাসার পরে।
©somewhere in net ltd.