নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত

"বৃষ্টি ভিজাবে তোমাদের অনন্ত মমতায়, আমি রাঙাবো তোমাদের নক্ষত্রের সীমানায়। আমি, তোমাদের সব স্বপ্নের ধূসর প্রতিচ্ছবি।"

দ্বৈত ঋত › বিস্তারিত পোস্টঃ

কন্যা ও অন্যান্য ০.৮

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:৩৬

আমি

চশমা ছাড়া খুব একটা ভালো দেখি না।

তাই যখন ঝগড়া ঝাটি করে

আসমান ভেঙে বৃষ্টি হয়

আমি সেই বৃষ্টিতে হাটি না।

বৃষ্টির জল চশমা স্পর্শ করলে

আমি অদ্ভুত জলের দৃষ্টি পাই।

সেই অদ্ভুত জলের দৃষ্টিতে

আমি অদ্ভুত অনুভূতির স্বাদ পাই।

যেন মেঘে ভাসানো

অনেক স্বপ্নের চুড়ি।

ধুর, আমি পারি না, ইচ্ছাও নাই।

তবে কেশবতী তুমি হাত ধরলে

হাত ধরে বৃষ্টিতে হাঁটতে বললে

আমি তোমার হাতে

কদম ফুল হতে রাজি।

বললে, হাতের চুড়ি হতেও রাজি।

বলো কোনটা চাও?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.