![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি
চশমা ছাড়া খুব একটা ভালো দেখি না।
তাই যখন ঝগড়া ঝাটি করে
আসমান ভেঙে বৃষ্টি হয়
আমি সেই বৃষ্টিতে হাটি না।
বৃষ্টির জল চশমা স্পর্শ করলে
আমি অদ্ভুত জলের দৃষ্টি পাই।
সেই অদ্ভুত জলের দৃষ্টিতে
আমি অদ্ভুত অনুভূতির স্বাদ পাই।
যেন মেঘে ভাসানো
অনেক স্বপ্নের চুড়ি।
ধুর, আমি পারি না, ইচ্ছাও নাই।
তবে কেশবতী তুমি হাত ধরলে
হাত ধরে বৃষ্টিতে হাঁটতে বললে
আমি তোমার হাতে
কদম ফুল হতে রাজি।
বললে, হাতের চুড়ি হতেও রাজি।
বলো কোনটা চাও?
©somewhere in net ltd.