![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কেশবতী কন্যা
কবি র চোখে চোখ রেখে হারিয়ে যেয়োনা।
কবিকে ভালোবাসা যায় না
কবিকে ভালবাসতে হয় না।
ভুল বুঝো না কিন্নরীতমা;
কবি প্রতারক নয়
কবি পর্যটক,
হাজার হৃদয়ে ভ্রমণ
হাজার আঁখিতে কাজল।
কেশবতী কন্যা
কবি র হাতে হাত রেখে হারিয়ে যেয়োনা,
কবিকে কাছে রাখা যায় না
কবিকে কাছে রাখতে হয় না।
.......................................
কবি
চলো স্বপ্ন মিলাই।
গোধূলি শেষে
একবার বৃষ্টি হোক, ঝুম বৃষ্টি।
কাজল আঁখিতে, হাতে হাত রেখে
খানিকটা পথ নিশ্চুপ হাঁটি।
মনের কথা মনেই থাক
হাতে হাতেই কথা হোক
অপেক্ষার না হয় ভালোবাসার।
©somewhere in net ltd.